পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No 8b করিতেছি, পরমেশ্বর আমার কাছে যে কথা কহিবেন, আমি সেই কথাই কহিব । পরে সে রাজার নিকটে আইলে রাজা তাহাকে জিজ্ঞাসিল, হে মীখায়, আমরা রামোৎ-গিলিয়দের বিরুদ্ধে যুদ্ধ করিতে যাইব, কি ক্ষান্ত হইব ? তাহাতে সে তাহাকে কহিল, যাইয়! ভাগ্যবান হও ; পরমেশ্বর তাহ1 ১ ও রাজার হস্তে সমপণ করবেন। পরে রাজা তাহাকে কহিল, তুমি পরমেশ্বরের নামে সত্য কথা ব্যতিরেক আর কিছুই কহিও না, আমি কত বার তোমাকে এই ১৭ শপথ করাইব? তাহাতে সে কহিল, আমি ইসায়েলের সকল লোককে আর ক্ষক মেষের ন্যায় পৰ্ব্বতের উপরে ছিন্নভিন্ন দেখিলাম, এবং পরমেশ্বর কহিলেন, ইহাদের স্বামী নাই ; প্রত্যেক জন আপন ২ বাটীতে কুশলে ১৮ ফিরিয়া যাউক। পরে ইস্রায়েলের রাজা যিহোশাফটকে কহিল, সে আমার বিষয়ে মঙ্গলের কথা কহিবে না, কেবল অমঙ্গলের কথা কহিবে,এই কথা কি আমি আগ্নে ১১ তোমাকে কহি নাই ? পরে মাথায় কহিল,তুমি পরমেশ্বরের কথা শুন, আমি সিংহাসনোপবিষ্ট পরমেশ্বরকে এবং তাহার দক্ষিণে বামে নিকটে দণ্ডায়মান স্বগীয় তা২০ বৎ সৈন্যকেও দেখিলাম। পরমেশ্বর কহিলেন, আহাৰ যেন রামোৎ-গিলিয়দে যাইয়া পতিত হয়, এই জন্যে কে তাহাকে ভুলাইবে? তাহাতে এক জন এক প্রকারে ও অন্য ২ ১ জন অন্য প্রকারে কহিল । পরে এক আত্মা আসিয়া পরমেশ্বরের সাক্ষাতে দাড়াইয়া কহিল, আমি তাহাকে ২২ ভলাইব। পরমেশ্বর কহিলেন, কাহাদ্বারা ? সে কহিল, আমি যাইয় তাহার সকল ভবিষ্যদ্বক্তার মুখেতে মিথ্যাবাদ আত্মা হইব ; তখন তিনি কছিলেন, তুমি তাহাকে ভুলাইয়া জয়ী হও, ও বাহিরে যাইয়া সেই ২ ও রূপ কর। এই রূপে দেখ, পরমেশ্বর তোমার এই সকল ভবিষ্যদ্বক্তাদের মুখে মিথ্যাবাদি আত্মা দিলেন, কিন্ড পরমেশ্বর তোমার বিষয়ে অমঙ্গল কছিলেন। তখন খিনানার পুত্র সিদিকিয় নিকটে আসিয়া মাথায়কে এক চড় মারিয়া কহিল, পরমেশ্বরের আত্মা তোমাকে কহিবার জন্যে আমার নিকট হইতে কোন দিগে ২৪ গেল? মাখায় কহিল, দেখ, যে দিনে তুমি লুকাইবার ২৬ জন্যে গৰ্ত্তাগারে যাইবা,সেই দিনে তাহা জানিব। পরে ইস্রায়েলের রাজা আজ্ঞা দিল,মাখায়কে ধরিয়া নগরাধ্যক্ষ আমোনের ও রাজপুত্ৰ যোয়ীশের নিকটে লইয়া ২ ৭ যাও। এব^ তাহাদিগকে কহ, রাজা এই কথা কহে, ইহাকে কারাগারে বন্ধ কর, এবং যে পৰ্য্যন্ত আমি কুশলে ফিরিয়া না আইসি, তাবৎ ইহাকে দুঃখরূপ ২৮ অন্ন ও দুঃখরূপ জল ভোজন করিতে দেও। তাহাতে > g. x 8. ১ রাঞ্জাবলি । [২২ অধ্যায়। মাথায় কহিল, যদি কুশলে ফিরিয়া আইস, তবে পরমেশ্বর আমার প্রমুখাৎ কহেন না ; পরে সে কহিল, হে লোক সকল, তোমরা প্রত্যেক জন মনোযোগ কর । পরে ইস্রায়েলের রাজা ও যিহুদার যিহোশাফটু - রাজা রামোৎ গিলিয়দে গেলে, ইস্রায়েলের রাজা - যিহোশাফটকে কহিল, আমি অন্য বেশ ধারণ করিয়া যুদ্ধে প্রবেশ করি, তুমি আপন রাজকীয় বস্ত্র পরিধান কর; পরে ইস্রায়েলের রাজা অন্য বেশ ধরিয়া যুদ্ধে প্রবেশ করিল। আর আরামের রাজা ৩০ আপন রথাধ্যক্ষ বত্রিশ সেনাপতিকে এই আজ্ঞা দিল, তোমরা কেবল ইসুয়েলের রাজা ব্যতিরেক ক্ষুদ্র কি মহৎ, আর কাহারে সহিত যুদ্ধ করিও না। পরে ও ২ রথাধ্যক্ষগণ যিহোশাফটকে দেখিয়া, ইনিই অবশ্য ইসুয়েলের রাজা, ইহা কহিয় তাহার সহিত যুদ্ধ করি তে এক পাশ্বে গেল, তাহাতে যিহোশাফটু চেচাইতে লাগিল। তখন সে ইস্রায়েলের রাজা নহে, ইহা রথা ও ধ্যক্ষগণ জানিয়া তাহার পশ্চাদ যাইতে নিবৃত্ত হইল। পরে এক জন সন্ধান ব্যতিরেক ধনুৰ্গুণ টানিল,এবং ৩৭ ইস্রায়েলের রাজার সাজোয়ার সন্ধিস্থানে বাণ আঘাত করিল ; তাহাতে সে অাপন সারথিকে কহিল, হস্ত ফিরাইয়া সৈন্যহইতে আমাকে লইয়া যাও, আমি ব্যথিত হইলাম। ঐ দিবসে তুমুল যুদ্ধ হইল, ইহাতে ৩৪ রাজা আরামীয়দের বিরুদ্ধে আপন রথে থাকিল; কিন্তু সায়-কালে মরিল, এবং তা হার ক্ষতের রক্ত রথের মধ্যে পড়িল। পরে সূৰ্য অস্তুগত হইলে প্রত্যেক জন ৪৯ আপন ২ নগরে ও আপিন ২ দেশে প্রস্থান করুক, এই অাজ্ঞী সৈন্যের সর্বত্র ঘোষণা করিল। পরে রাজা মরিলে লোকেরা তাহাকে শোমিরোণে ৩৭ আনিল, এবং শোমিরোণে রাজাকে কবর দিল। পরে ২৮ লোকের শোমিরোণের পুষকরিণীতে তাহার রথ ধৌত করিল, এব^ তাহার সজ্জা শ ধৌত করিলে পরমেশ্বরের বাক্যানুসারে কুককুরগণ তাহার রক্ত চাটিয়া পান করিল। এই আহাবের অবশিষ্ট ক্রিয় ও সমস্ত বিব- es রণ, এবং সে যে হস্তিদন্তময় গৃহ নিৰ্মাণ করিল ও অন্য ২ নগর প্রস্তুত করিল, এই সকল কথা কি ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই? আহাৰ । আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে তাহার পুত্ৰ আহলিয় তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল । ই সুয়েলের অাহাব রাজের অধিকারের চতথ বৎ ং ঃ সরে আসার পুত্ৰ যিহেশাফট যিহদাতে ੋੜ করতে আরম্ভ করল। যিহোশাফট পয়ত্ৰিশ বৰ- । সর বয়সে রাজতত্ব করিতে আরম্ভ করিয়া ঘিরশা LLLSS S S 0 S S 0 S S 0 S S 0 S S 0 S S 0 S S BBBS S 1–[**] : fr BBBBS BB BSBS S BB BSBS S BB BSBS S BB AAAA AA AAAA S SS S B S S B S SAAAASAASS CS LLS BB BBSS S BBB S S B S S T [৪২-৪৫]২ বৎ ২০ ; ও ১-৩৪ ৷৷ 348

  • (বঃ) বেশ্য তাহা ।