পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২ অধ্যায়।] লমে পচিশ বৎসর পর্য্যন্ত রাজতন্ত্ৰ করিল ; শিল্হীর ৩ কন্যা অসুবা নামে তাহার মাতা ছিল। সে অাপন পিতা আসার পথাবলম্বী ছিল, এবং জাহাহইতে না ফিরিয়া পরমেশ্বরের সাক্ষাতে সৎকর্ম করিল ; কিন্তু উচ্চস্থান উচ্ছিন্ন হইল না, লোকেরা উচ্চস্থানে হোম করিত ও ধূপ ভৱালাইত। যিহোশাফট ইস্রায়েলের রাজার সহিত সন্ধি করিল। এই যিহোশাফটের অবশিষ্ট ক্রিয়া এবং সে যে রূপ পরাক্রম প্রকাশ করিল, ও যে রূপ যুদ্ধ করিল, সে সকল কি যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? তাহার পিতা আসার অধিকার সময়ে যে অবশিষ্ট পুংগামি লোকেরা ছিল, সে তাহাদিগকে দেশন হইতে দূর করিল। এই সময়ে ইদোমে রাজা ছিল ৯৮ না, এক প্রতিনিধি রাজতন্ত্ৰ করিল। পরে যিহোশাফট স্বর্ণের নিমিত্তে ওফীরে যাইতে তশীশের জাহাজ নির্মাণ করিল, কিন্তু সে জাহাজ গেল না, ইৎসি* য়োন-গেবরে সকলি ভগ্ন হইল । তখন আহাবের ১ রাজাবলি ৷ No. 8 o' পুত্র অহসিয় যিহোশাফটকে কহিল, আমার দাসেরা তোমার দাসদের সহিত জাহাজে যাউক ; কিন্তু যিহোশাফট তাহাতে সম্মত হইল না। পরে ঘিছোশা- s • ফট আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে আপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের নগরে পূৰ্ব্বপুরুষদের . সহিত কবরপ্রাপ্ত হইল ; তাহাতে তাহার পুত্র ঘোরাম তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল । যিহদার যিহোশাফটু রাজের অধিকারের সতর* বৎসরে আহাবের পুত্র অহসিয় ইস্রায়েলের উপরে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিল ; সে দুই বৎসর পর্যন্ত ইস্রায়েলের উপরে রাজতন্ত্ৰ করিল। এবং পরমে-** শ্বরের সাক্ষাতে পাপ করিল, এবং আপন পিতা মাতার পথে, এবং যে নিবাটের পুত্র যারবিয়াম ইস্রায়েল বংশকে পাপেতে প্রবৃত্তি দিল, তাহার পথে চলিল। সে বালের সেবা ও পূজা করিয়া আপন । পিতার ক্রিয়ানুসারে ইসুয়েলের প্রভু পরমেশ্বরকে ক্রুদ্ধ করিল। SS S B S S B S S S S S S S S S ।–[8 ४] > झ1 २ १ ; २ 8 ।। ०० ; s 1–[x ৭ ] অ’ ২ a ; ২৩ ৷ SS S B S S B S S S S S S S S S S S B S S B S S B S S S 0 S SSSS DD 11–Is •] * **. BBS JSSS S0S S0 S0S S BB BSBBSBS SLL ১ অধ্যায় । ১ আপন পীড়ার সযয়ে আহসিয়ের দেবের কাজে দূতগণ প্রেরণ, ৫ ও দূতগণের কাজে এলিয়কে পূেরণ, ৯ ও এলিয়কে বরিতে দুই দলকে পুরণ ও ডাহীদের বিনাশ ১৩ ও তৃতীয় দলকে পুরণ ও ডাহার রক্ষ ১৭ ও আহলয়ের মৃতু্য । আহাবের মৃত্যুর পরে মোয়ার্বীয় লোকের ইস্রায়ে২ লের অধীনতা স্বীকার করিল না। এবথ অহসিয় শোমিরোণস্থিত আপন গৃহের উপরিস্থ কুঠরির বাতায়ন দিয়া পতিত হইয় পীড়িত হইল ; তাহাতে সে অাপন দূতগণকে এই কথা কহিল, তোমরা যাইয়া আমি এই পীড়াহইতে মুক্ত হইব কি না ? ইহা ইক্রোণের ও বাল-সিকূব দেবতাকে জিজ্ঞাসা কর। কিন্ড পরমেশ্বরের দূত তিশীয় এলিয়কে কহিল, তুমি উঠিয়া শোমিরোণের রাজার দূতগণের সহিত সাক্ষাৎ করিতে যাইয়া রাজাবলির দ্বিতীয় পুস্তক। তাহাদিগকে এই কথা কহ, ইসুয়েল দেশে কি ঈশ্বর নাই ? এই জন্যে তোমরা ইক্রোণের দেবতা বাল-সিরবের কাছে জিজ্ঞাসা করিতে যাইতেছ? পরমেশ্বর এই • কথা কহেন, তুমি যে শয্যাগত * হইয়াছ, তাহাহইতে উঠিতে পারিব না, অবশ্য মরিব তাহাতে এলিয় প্রস্থান করিল। পরে দূতগণ ফিরিয়া রাজার নিকটে আইলে সে • জিজ্ঞাসা করিল, তোমরা কেন ফিরিয়া আইলা ? তf- ৬ হারা উত্তর করিল, এক জন আসিয়া আমাদের সহিত সাক্ষাৎ করিয়া কহিল, যে রাজা তোমাদিগকে পাঠাইল, তাহার কাছে তোমরা ফিরিয়া যাইয়া কহ, পরমেশ্বর এই কথা কহেন, ইস্রায়েল দেশে কি ঈশ্বর নাই ? এই জন্যে তুমি কি ইক্রোণের দেবতা বাল-সিকুবের কাছে জিজ্ঞাসা করিতে লোক পাঠাইতেছ? তুমি যে শয্যাগত * হইয়াছ, তাহাহইতে উঠিতে পারিব না, [১ অৰ্ঘ্য ; ১] ২ রাত ; • u-[২] য ১২ : * o 1 2 fet » ; » n u

  • (ইব্রু) শয্যারচু।

349