পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

No Go a • অবশ্য মরিকা। রাজা তাহাদিগকে জিজ্ঞাসিল, তোমাদের সহিত সাক্ষাৎ করিতে আসিয়া যে মানুষ এই ৮ কথা কহিল, সে কি প্রকার মানুষ *? তাহারা উত্তর করিল,সে লোমশ, এবখ তাহার কটিতে চর্মপটুকা বন্ধ আছে ; তাহাতে রাজা কহিল, সে তিশবীয় এলিয়। = পরে রাজা পঞ্চাশৎ লোকের সহিত পঞ্চাশৎপতি এক জনকে তাহার নিকটে পাঠাইয়া দিল ; তৎকালে এলিয় এক পৰ্ব্বতোপরি বসিয়াছিল, এমত সময়ে সে তাহার নিকটে উপস্থিত হইয়া কহিল, হে ১• ঈশ্বরের লোক, রাজা আজ্ঞা দিলেন, তুমি নাম। তাহাতে এলিয় পঞ্চাশৎপতিকে উত্তর করিল, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে আকাশহইতে অগ্নি নামুক,এবং তোমাকে ও তোমার পঞ্চাশং লোককে দগ্ধ করুক ; তাহাতে আকাশহইতে অগ্নি নামিয় তাহাকে ১১ ও তাহার পঞ্চাশৎ লোককে দগ্ধ করিল। পরে রাজা পুনৰ্ব্বার পঞ্চাশৎ লোকের সহিত এক পঞ্চাশংপতিকে পাঠাইল, তাহাতে সে কহিল, হে ঈশ্বরের লোক, রাজা আজ্ঞা দিলেন, শীঘু নামিয়া আইস। ১২ এলিয় তাহাদিগকে উত্তর করিল, যদি আমি ঈশ্বরের লোক হই, তবে আকাশহইতে অগ্নি নামিয়া তোমাকে ও তোমার পঞ্চাশৎ লোককে দগ্ধ করুক ; তাহাতে আকাশহইতে ঈশ্বরের অগ্নি নামিয়া তাহাকে ও তাহার পঞ্চাশৎ লোককে দগ্ধ করিল। পরে রাজা তৃতীয় বার পঞ্চাশং লোকের সহিত এক পঞ্চাশৎপতিকে পাঠাইল ; তাহাতে সেই তৃতীয় পঞ্চাশৎপতি যাত্রা করিয়া উপস্থিত হইয়া এলিয়ের সাক্ষাতে হাঁটু পাতিয়া বিনয়পূৰ্ব্বক কহিল, হে ঈশ্বরের লোক,আমি বিনয় করি,আমার প্রাণ এবং তোমার এই পঞ্চাশ দাসের প্রাণ তোমার দৃষ্টিতে বহুমূল্য হউক। ১ং পূৰ্ব্বে আকাশহইতে অগ্নি নামিয়া পঞ্চাশৎ২ লোককে ও তাঁহাদের দুই সেনাপতিকে দগ্ধ করিল; কিন্তু ১৭ আমার প্রাণ তোমার দৃষ্টিতে বহুমূল্য হউক। তাহাতে পরমেশ্বরের দূত এলিয়কে কহিল, ইহার সহিত না১৯ মিয়া যাও, ইহাকে ভয় করি ও না ; পরে এলিয় উঠিয়া তাহার সহিত রাজার নিকটে গেল। এবং সে রাজাকে কহিল,পরমেশ্বর এই কথা কহেন,কথা জিজ্ঞাসা করিতে ইস্রায়েল দেশে কি ঈশ্বর নাই ? এই জন্যে তুমি কি ইক্রোণের বালসিবুব দেবতার কাছে জিজ্ঞাসা করিতে দূতগণকে পাঠাইলা । অতএব তুমি যে শয্যাগত হইয়াছ, তাহাহইতে উঠিব না, অবশ্য মরিব । পরে সে এলিয় প্রমুখাৎ পরমেশ্বরের বাক্যানুসারে মরিলে তাহার পুত্র না থাকাতে যিহুদার রাজা যিহোশাফটের পুত্র ঘোরামের অধিকারের দ্বিতীয় o ve > * ২ রাজাবলি । বৎসরে যোৱাম তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল ; এই অহসিয়ের অবশিষ্ট ক্রিয় ও সমস্ত বিবরণ ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে কি লিখিত নাই ? ২ অধ্যায় । ১ এলিয় ও ইলীশায়ের যাত্রী করণ ও নদী পার হওন ও কথোপকথন ও এলিয়ের স্বর্গারোহণ, ১২ ও ইলীশায়ের পুনরাগমন ও নদী পার হওন ও ভবিষ্যদ্বক্তৃগণ দ্বারা সফাণদণ পুপ্তি হওন, ১৯ ও পুথয আগশয্য ক্রিয়া, ২৩ ও দ্বিতীয় অtশার্ট ক্রিয়। পরে পরমেশ্বর ঘূর্ণবায়ুদ্বারা এলিয়কে স্বগে লইতে উদ্যত হইলে, এলিয় ইলীশায়ের সহিত গিলগলহইতে গেল। এবং এলিয় ইলীশায়কে কহিল, আমি বিনয় করি, তুমি এই স্থানে থাক, কেননা পরমেশ্বর আমাকে বৈথেল পৰ্য্যন্ত পাঠাইলেন ; তাহাতে ইলীশায় উত্তর করিল, যদি পরমেশ্বর অমর হন, এবং তোমার প্রাণ সঞ্জীব হয়, তবে অামি তোমাকে ত্যাগ করিব না ; অতএব তাহার বৈথেলে গেল। তাহাতে ভবিষ্যদ্বক্তাদের শিষ্যগণ বৈথেল নিবাসি ইলীশায়ের নিকটে আসিয় তাহাকে কহিল,আদ্য পরমেশ্বর তোমার সম্মুখহইতে | তোমার প্রভুকে লইবেন,ইহা কি তুমি জান ? সে কহিল, জানি ; তোমরা নীরব হও । এলিয় তাহাকে কহিল,হে ইলীশায়,আমি বিনয় করি,তুমি এখানে থাক, কেননা পরমেশ্বর আমাকে ঘিরীহোতে পাঠাইলেন ; তাহাতে সে কহিল,যদি পরমেশ্বর অমর হন,এবং তোমার প্রাণ সঞ্জীব হয়, তবে আমি তোমাকে ত্যাগ করিব না ; অতএব তাহারা ঘিরীহোতে আইল । তখন ষিরীহে নিবাসি ভবিষ্যদ্বক্তাদের শিষ্যগণ ইলীশায়ের নিকটে আলিয়া কহিল,আদ্য পরমেশ্বর তোমার সম্মুখহইতে | তোমার প্রভুকে লইবেন,ইহা কি তুমি জান? তাহাতে সে উত্তর করিল, জানি ; তোমরা নীরব হও। পরে এলিয় তাহাকে কহিল, আমি বিনয় করি,তুমি এই স্থানে থাক, কেননা পরমেশ্বর আমাকে যদ্দনের পারে পাঠাইলেন ; তাহাতে সে উত্তর করিল, যদি পরমেশ্বর অমর হন, এবথ তোমার প্রাণ সজীব হয়, তবে অামি তোমাকে ত্যাগ করিব না। পরে তাহারা দুই জন অগ্ৰে গেল, এবং ভবিষ্যদ্বক্তাদের শিষ্যদের মধ্যে পঞ্চাশ জন যাইয়া দেখিতে সম্মুখে দাড়াইল। এবং এই দুই জন যদনের তীরে দাড়াইলে এলিয় আপন গাত্রীয় বস্ত্র ধরিয়া যড় করিয়া জলকে প্রহার করিল ; তাহাতে জল এদিগে ওদিগে বিভিন্ন হইলে তাহারা দুই জন শুষক ভূমি দিয়া পার হইল। পার হইলে পর,এলিয় ইলীশায়কে কহিল, আমি তোমার নিকটহইতে নীত হওনের পূৰ্ব্বে LLS BBB S BB BS SLLSK SS 00 LS LS S0S0S S B S S S S LL BBT S0S0 AAAS AAAAAS AAAASS AAAA LSSS0SS S B S S B S S BBSBBS B ২,৪11–[৮]য ১s ; ২১,২২। যি ও ; ১৩-১৪ ৷৷ 350 SBS BB BBBBB BBB BBBBSS SBBSS SBBBBS S BBS ekS SBBS BBBBB S [২ অধ্যায়।