পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায়।] তোমার নিমিত্তে কি করিব ? তাহ প্রার্থন কর; তাহাতে ইলশায় প্রার্থনা করিল,তোমার আত্মার * দুই অংশ ১• আমাতে বস্তুক, এই আমার প্রার্থন। সে কহিল, যাহা প্রার্থনা করিলা তাহা দুঃসাধ্য ; তথাপি যদি তোমার নিকটহইতে নীত হওন সময়ে আমাকে দেখ, তবে তোমার প্রতি তদ্রুপ বৰ্ত্তিবে ; কিন্তু না দেখিলে বক্তিবে ১১ না। তাহার। যাইতে ২ এইরূপ কথা কহিতেছে, ইতি মধ্যে অগ্নিময় এক রথ ও অগ্নিময় অশ্ব আসিয়া তাহাদিগকে পৃথক করিল, এবং এলিয় ঘূর্ণবায়ুদ্বারা স্বগে আরোহণ করিল। তখন ইলীশায় তাহা দেখিয়া, হে আমার পিতঃ, হে আমার পিতঃ, ইস্রায়েলের রথ ও তাহার অশ্ব, ইহা উচ্চৈঃস্বরে কহিল, কিন্তু তাহাকে আর দেখিতে পাইল না ; পরে সে আপন বস্ত্র ধরিয়া চিরিয়া দুই খান ১ ও করিল। এবং এলিয়হইতে যে গাত্রীয় বস্ত্র পতিত হইল, তাহা সে লইল, এবং ফিরিয়া যদনের তীরে + দাড়া১ ৪ ইল। পরে সে এলিয়হইতে পতিত গাত্রীয় বস্ত্র লইয়া জল প্রহার করিয়া কহিল, এলিয়ের প্রভূ পরমেশ্বর কোথায়? তিনি অবশ্য আছেন; তাহাতে তাহার জল প্রহার দ্বারা জল এদিগে ওদিগে বিভিন্ন হইলে ইলী১৪ শায় পার হইয়া গেল। তখন ষিরীহে। নিবাসি ভবিষ্যদ্বক্তৃগণের শিষ্যেরা r সম্মুখে তাহা দেখিয়া কহিল, এলিয়ের আত্মা ইলীশায়েতে বৰ্ত্তিতেছে ; পরে তাহারা তাহার সহিত সাক্ষাৎ করিতে যাইয়: ও ভূমিতে দণ্ডবৎ হইল। এবং তাহারা তাহাকে কহিল, দেখ, তোমার দাস পঞ্চাশ বলবান লোক এখানে আছে ; আমরা বিনয় করি, তাহার তোমার প্রভুর অন্বেষণে যাউক,কি জানি, পরমেশ্বরের আত্মা তাহাকে উঠাইয়। কোন পৰ্ব্বতের উপরে কিম্বা কোন প্রান্তরে ১৭ ফেলিয়া দিয়া থাকে ; সে কহিল,পাঠাইও না। তথাপি তাহারা পুনঃ ২ কহিয়া লজ্জাদায়ক প্রবৃত্তি দিল ; তাহাতে সে কহিল, পাঠাইয় দেও ; অতএব তাহার পঞ্চাশ লোককে প্রেরণ করিলে তাহারা তিন দিন ১৮ পর্যন্ত অন্বেষণ করিয়া তাহাকে পাইল না। পরে তাহার। ফিরিয়া তাহার নিকটে আইলে সে তখন ষিরীহোতে ছিল ; সে কহিল, তোমরা যাইও না, এ কথা কি আমি তোমাদিগকে কহি নাই ? পরে নগরস্থ লোকেরা ইলীশায়কে কহিল, বিনয় করি, দেখ, এই নগরের স্থান রম্য বটে, ইহা আমাদের প্রভু দেখিতেছ, কিন্তু ইহার জল মন্দ ও ২• ভূমি ফলনাশক । তাহাতে সে কহিল, আমার কাছে নুতন এক পাত্ৰ আনিয়া তাহাতে লবণ দেও; পরে তাহা নিকটে আনীত হইলে সে জলের উনুইতে > * a so ২ রাজাবলি। లి ( : যাইয়া তাহাতে লবণ ফেলিয়া কহিল, পরমেশ্বর কহেন, আমি এ জল ভাল করিলাম, অদ্যাবধি ইহা ই ১ মৃত্যুজনক ও বিনাশকারী হইবে না। পরে ইলী- ২২ শায়ের উক্ত বাক্যানুসারে অদ্য পর্যন্ত সেই জল ভাল হইল। পরে সে তথাহইতে বৈথেলে গেল ; তাহাতে ২৩ পথে যাইতেছে, এমত সময়ে নগর হইতে কতক ক্ষুদ্র বালকেরা আসিয়া তাহাকে নিন্দ করিয়া কহিল, ছে টাকপড়া, আরোহণ কর, হে টাকপড়া, আরোহণ কর। তখন সে ফিরিয়া তাহদের প্রতি দৃষ্টি করিয়৷ পরমেশ্বরের নামে তাহাদিগকে শাপ দিল ; তাহাতে বনহইতে দুই ভালুক আসিয়া তাহাদের বেয়াল্লিশ বালককে বিদীর্ণ করিল। পরে সে তথাহইতে কর্মিল • পৰ্ব্বতে গেল, এব^ তথাহইতে শোমিরোণে প্রত্যাগমন করিল । ৩ অধ্যায় । ১ ফেরায়ের রাজত্বের কথা, ৪ ও যেণয়ণব রাজের ইস্tয়েলের অধীনতা ত্যাগ করণ, ১ ও যৌরীয় ও यिरक्षैশাফট ও ইদোমের রাজা জলাভাবে কুিষ্ণ হইলে ইলীশায়দ্বারা জলের ও জয়ের পতিজ্ঞ পাওন, ২১ ও যেtয়ণবীয়দের পর্যন্ত হওন, ২৬ ও যেণয়ণব রাজের আপন পুত্রকে বলিদান করণ ও ইসুয়েল লোকের আণপন দেশে ফিরিয়৷ যাওন । যিহুদার রাজা যিহোশাফটের অধিকারের অষ্টাদশ • বৎসরে আহাবের পুত্র ঘোরাম ইস্রায়েলের উপরে রাজতল করিতে আরম্ভ করিয়া দ্বাদশ বৎসর পর্য্যন্ত রাজতন্ত্ৰ করিল ; এবং পরমেশ্বরের সাক্ষাতে পাপ ২ করিল ; সে যদ্যপি আপন পিতা মাতার সদৃশ না হইয়া পিতার নির্মিত বালের প্রতিমাকে দূর করিল, তথাপি নিবাটের পুত্ৰ যে যারবিয়াম ইস্রায়েল ও ব^শকে পাপেতে প্রবৃত্তি দিল, তাহার পাপেতে আসক্ত হইল, তাহা ত্যাগ করিল না । মোয়াব দেশের মেশা রাজা মেষাধিকারী ছিল, সে ৪ ইস্রায়েলের রাজাকে এক লক্ষ মেষবৎস ও এক লক্ষ সলোম মেষ কর দিত। কিন্তু অাহাব মরিলে মোয়া- * বের রাজা ইস্রায়েলের রাজার অধীনতা ত্যাগ করিয়াছিল । সেই সময়ে ঘোরাম রাজা শোমিরোণের মধ্য- ঙ হইতে যাইয়া সমুদয় ইস্রায়েল লোককে গণনা করিয়াছিল। এবং যিহুদার যিহোশাফট রাজের কাছে দূত । পাঠাইয়া কহিয়াছিল, মোয়াবের রাজা আমার অধীনতা ত্যাগ করিল, অতএব তুমি কি আমার সঙ্গে মোয়াবীয়দের সহিত যুদ্ধ করিতে যাইবা ? সে কহিল, S0S S LSS0S S B S S B S S SS0S e SS0SDS0AAS00 AAAA ASASASA A LS0 S SSSS T SSK LLS0S S BB BSBS S BB BSBSSSBLSSSBSS ttttS BSBBSBS LS BSBSS00 BBSBST S BBSBSSS SSSSSLSSSDDSSSAAAASSSSLLSSSSKSBBS BSBBSBS SLSSSSS0BB BBS SSSBBSSSBBL

  • (ব) গুণের। I (ইকু) অর্থয়ে (ইক্স) পুত্ৰগণ ।

351