পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫২ যাইব, কেননা আমিও তোমার ন্যায় ; যেমন তোমার লোক তেমন আমার লোক, ও যেমন তোমার অশ্ব ৮ তেমন আমারও অশ্ব আছে। সে জিজ্ঞাসিল, আমরা কোন পথ দিয়া যাইব ? তাহাতে সে কহিল, ইদোম ই প্রান্তরের মধ্যদিয়া পথ। পরে ইস্রায়েলের রাজা ও যিহুদার রাজা ও ইদোমের রাজ যাত্রা করিয়া ঘুরিয়া সাত দিনের পথ গেল ; তখন সৈন্য ও সৈন্যের - পশ্চাদগামি পশুদের কারণ জল ছিল না। তাহাতে ইস্রায়েলের রাজা কহিল, হায় ২ ! মোয়াব লোকদের হস্তে সমপণ করিতে পরমেশ্বর এই তিন রাজাকে এক ১ ১ স্থানে একত্র করিলেন। কিন্তু যিহোশাফট কহিল, আমরা যাহাদ্বারা পরমেশ্বরের কাছে জিজ্ঞাসা করিতে পারি,এমত পরমেশ্বরের ভবিষ্যদ্বক্তা কি এখানে কেহ নাই ? তাহাতে ইস্রায়েলের রাজার এক দাস কহিল, যে জন এলিয়ের হস্তে জল ঢালিত, শাফটের পুত্ৰ ১২ সেই ইলীশায় এখানে আছে। যিহোশাফট কহিল, পরমেশ্বরের বাক্য তাহার মধ্যে আছে ; পরে ইসায়েলের রাজা ও যিহোশাফট ও ইদোমের রাজা ও ইলীশায়ের কাছে গেল। তখন এলীশায় ই সায়েলের রাজাকে কহিল, তোমার সহিত আমার সম্বন্ধ কি ? তুমি আপন পিতার ভবিষ্যদ্বক্তাদের ও মাতার ভবিষ্যদ্বক্তাদের নিকটে যাও; তাহাতে ইস্রায়েলের রাজ্য কহিল, তাহ নয়, মোয়াব দেশীয়দের হন্তে সমর্পণ | করিতে পরমেশ্বর এই তিন রাজাকে একত্র করিলেন। ২ রাজাবলি । [৪ অধ্যায়। ইদোম দেশের পথ দিয়া জল আসিয়া দেশ পরিপূর্ণ করিল। পরে রাজগণ তাঁহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে আইল, • ইহা শুনিয়া মোয়াবীয় লোকের অন্তধারণক্ষম * ও অন্যান্য লোকদিগকে একত্র | করিয়া দেশের সীমাতে দণ্ডায়মান হইল । অপর প্রত্যুষে মোয়াবীয়েরা উঠিলে সূৰ্য্য জলের উপরে চকমক করিল, তাহাতে অন্য পারে রক্তের ন্যায় রাঙ্গা জল দেখিল । তাহাতে তাহারা কহিল, ইহা রক্ত; অবশ্য রাজগণ হত ! হইয়াছে ; তাহারা মারামারি করিয়া মরিয়াছে ; অতএব হে মোয়াবীয়েরা, তোমরা এখন লুট করিতে যাও । পরে তাহারা ইসুয়েলের শিবিরে উপস্থিত হইলে ইস্রায়েল লোকেরা উঠিয়া মোয়ার্বীয়দিগকে এমত প্রহার করিল, যে তাহারা তাহাদের সম্মুখ হইতে পলায়ন করিল ; পরে তাহাদের দেশের মধ্যেও মোয়াবীয়দিগকে মারিতে ২ তাহাদের পশ্চাদগমন করিল। তাহারা সকল নগর ভাঙ্গিল, ও প্রত্যেক জন প্রত্যেক উৰ্ব্বর ভূমিতে প্রস্তর ফেলিয়া তাহা পরিপূর্ণ করিল ; ও সকল সজল কুপ বুজাইল ও উত্তম ২ বৃক্ষ সকল কাটিয়া ফেলিল ; কেবল কীহেরসের প্রাচীর রাখিল, তাহাতে ফিঙ্গাধারির তাহার চতুদিগে যাইয় তাহ আক্রমণ করিল। অপর আপনার অসহ্য যুদ্ধ হইতেছে, ইহা দেখিয়া ২৬ মোয়াবের রাজা ইদোমের রাজার নিকটে ভেদ করিয়া S DDBBB BBBS BB B BBBBBBB BBBBBBS BBBBB BBB BB BB BBBBBB BBBB BB সাক্ষাতে দণ্ডায়মান আছি, তাহার অমরতার দিব্য | করিতেছি, যদি যিহুদার যিহোশাফট রাজের কাছে। আমার অাদর না থাকিত, তবে আমি কখনো তোমার প্রতি দৃষ্টি করিতাম না, ও তোমাকে দেখিতাম না। ** এখন আমার নিকটে এক তবল বাদ্যকারিকে আন ; পরে বাদ্যকারী তবল বাজাইলে পরমেশ্বর ইলী১৬ শায়েতে আবির্ভূত হইলেন। তা হাতে সে কহিল, পরমেশ্বর এই কথা কহেন, এই উপত্যক খাতময় কর। পরমেশ্বর এই কথা কহেন, তোমরা বায়ু দেখিবা না ও বৃষ্টি দেখিব না, কিন্তু তোমাদের ও তোমাদের পশু ও জন্ডদের পানার্থে এই উপত্যক ১৮ জলেতে পূণ হইবে। ইহা পরমেশ্বরের দৃষ্টিতে অতি ক্ষুদ্র কথা; তিনি মোয়াবীয়দিগকে তোমাদের হন্তে ১৯ সমর্পণ করবেন। তোমরা প্রাচীরবেষ্টিত প্রতি নগর ও প্রত্যেক উত্তম নগর উচ্ছন্ন কারবা, ও প্রত্যেক উত্তম বৃক্ষ কাটিয়া ফেলিবা, ও কুপ সকল বুজাইবা, ও উর্বর ভূমি সকল খণ্ড প্রস্তুরেতে বিনষ্ট ২ • করিবা। পরে প্রাতঃকালে বলি উৎসগ করণ সময়ে লইল ; কিন্তু তাহারা পারিল না। পরে তাহার রাজপদে অভিষেচনীয় আপন জ্যেষ্ঠ পুত্রকে লইয়। ভিত্তির উপরে হোম করিল, তাহাতে ইস্রায়েলের বিরুদ্ধে আতিশয় ক্রোধ উৎপন্ন হইল ; পরে তাহারা তাহার নিকটহইতে যাত্রা করিয়া আপন দেশে ফিরিয়া গেল। ৪ অধ্যায়। ১ বিধবার তৈল বৃদ্ধি করণ ৮ ও শূনেযায়। শ্রীকে পু এবর (貢S可 )b 3 ల মৃত হইলে তাহণকে পুনর্জীবন 〔页3可 ৩৮ ও গিলগলে প্রাণনাশক ব্যঞ্জনকে ভাল করণ ৪২ C BDD KBBB BBB BBB SSBBBB SBBB BB BBS ভবিষ্যদ্বক্তাদের শিষ্যদের | এক স্ত্রী ইলীশায়কে ১ উচ্চৈঃস্বরে কহিল, তোমার দাস আমার স্বামী মারয়াছে, সে পরমেশ্বরকে ভয় করিত, তাহ তুমি জ্ঞাত আছ, এখন উত্তমণ আমার দুই পুত্রকে আপনার দাস করিতে আসিতেছে। ইলীশায় জিজ্ঞাসিল, আমি ২ তোমার নিমিত্রে কি করিব ? তাহ কহ ; তোমার গৃহে কি আছে ? সে কহিল, এক পাত্ৰ তৈল ব্যতিরেকে তোমার দাসীর গৃহে আর কিছুই নাই। তখন সে কহিল, ও S D S DDS S0S DDS S0S S BB BSBS S B S S BB BSBS S BB BSBS LSS0S S B S S S S JSSS S BB BSBS S BB BSBBS BB DS 0 [৪ অব্য ; ১0 লে ২৭ ; ৩১ ৷৷ 352

  • (ৰ) কৰিম্বন ক্ষয় (ৰ) আহ্বান। (ব্য) নষ্ট (ইবু) পুত্ৰগণের ।