পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায়।] গৃহে যাও, আপন তাবৎ প্রতিবাসির নিকটহইতে • শূন্য পত্রি চাহিয়া আন, অলপ আনিও না। এবং গৃহের ভিতরে যাইয়া তোমার ও তোমার পুত্রদের পশ্চাৎ দ্বার রুদ্ধ কর, এবং তৈল সেই সকল পাত্রে ঢাল , তাহাতে যে ২ পাত্র পূর্ণ হয়, তাহী এক দিগে * রাখ। অপর সে তাহার নিকটহইতে গেল, এবং তাহার পুত্ৰগণ পাত্ৰ আনিলে, তাহাদের ও আপনার * পশ্চাদ দ্বার রুদ্ধ করিয়া ঢালিতে লাগিল। এবং সকল পাত্র পূর্ণ হইলে সে আপন পুত্রকে কহিল, আর পাত্র আন ; তাছাতে পুত্ৰ কহিল, আর পাত্ৰ নাই ; অতএব তৈল আর বাড়িল না। পরে সে যাইয়। ঈশ্বরের লোককে সমাচার দিল ; তাহাতে সে কহিল, যাইয়া তৈল বিক্রয় করিয়া ঋণ পরিশোধ কর, * এবং অবশিষ্টেতে তুমি ও তোমার পুত্ৰগণ প্রাণ ধারণ কর। * অপর এক দিন ইলশায় শূনেমে গেলে তথাকার এক ধনবতী স্ত্রী বিনয়পূৰ্ব্বক তাহাকে ভোজনের নিমন্ত্রণ করিল ; পরে সে যতবার সেই পথ দিয়া গেল, = ততবার ভোজনার্থে সেই স্থানে গেল । অনন্তর সে স্ত্রী অাপন স্বামিকে কহিল, দেখ, এই যে জন আমাদের নিকট দিয়া নিত্য যাতায়াত করে, আমার বোধ ১ • হয়, সে ঈশ্বরের পবিত্র লোক । অতএব আইস, আমরা তাহার নিমিত্তে ভিত্তির উপরে এক ক্ষুদ্র কুঠরী নির্মাণ করি, এব^ তাহার মধ্যে এক খট্র ও এক মেজ ও এক আসন ও এক দীপবৃক্ষ রাখি, সে আমাদের ১১ এখানে আইলে সেই স্থানে যাইবে । এক দিন ইলীশায় সেখানে গিয়া সেই কুঠরীতে প্রবেশ করিয়া ২২ শয়ন করিল। পরে আপন দাস গোহসিকে কহিল, তুমি স্তনের্মীয়াকে ডাক; তাহাতে সে তাহাকে ডাকিলে * সেই স্ত্রী তাহার সম্মুখে দাড়াইল। তখন ইলশায় গেহসিকে কহিল, তমি তাহাকে কহ, দেখ, তুমি আমাদের নিমিত্তে এই সকল চিন্তা করিলা ; এখন তোমার নিমিত্তে কি কৰ্ত্তব্য ? তোমার নিমিত্তে রাজার কিম্বা সেনাপতির নিকটে কিছু প্রাথিত হইবে ? সে উত্তর করিল, আমি আপন লোকদের মধ্যে বিশ্রাম করি১৪ তেছি। পরে ইলীশায় কহিল, তাহার জন্যে কৰ্ত্তব্য কি? তাহাতে গেহসি কহিল, তাহার পুত্র মাত্র নাই ; * এবং স্বামীও বৃদ্ধ হইয়াছে। ইলশায় কহিল, তুমি তাহাকে ডাক ; তাহাতে তাহাকে ডাকিলে সে দ্বারে ১৬ দাড়াইল। তখন ইলী শায় কহিল, এক বৎসরের পর এই ঋতুতে তুমি পুত্রকে ক্রোড়ে করিব ; কিন্তু সে কহিল, হে আমার প্রভো, হে ঈশ্বরের লোক, না, না; ১৭ আপন দাসীর প্রতি মিথ্যা কথা কাহও না। পরে সেই স্ত্রী গর্ভধারণ করিয়া ইলীশায়ের বাক্যানুসারে সম্বৎসরের পর সেই ঋতুতে পুত্র প্রসব করিল। ২ রাজাবলি । N○○、○ পরে সেই বালক ক্রমশ বৃদ্ধি পাইলে এক দিন আ- ১৮ পন পিতার নিকটে শস্যচ্ছেদকদের মধ্যে যাইয়া, হায় আমার মাথা ! হায় আমার মাথা ! আপিন ১২ পিতার প্রতি এই কথা কহিল ; তাহাতে সে এক যুব দাসকে কহিল,ইহার মাতার কাছে ইহাকে লইয়া যাও। পরে সে তাহাকে উঠাইয়া তাহার মাতার কাছে তাহাকে • লইয়া গেল ; বালক মধ্যাহ্নকাল পৰ্যন্ত মাতার উরুতে বসিয়া মরিল। তখন সে তাহাকে লইয়া যাইয়া ঈশ্ব- ২১ রের লোকের খট্রাতে শয়ন করাইয়া দ্বার রুদ্ধ করিয়া বাহিরে আইল। এবং অাপন স্বামিকে কহিয়া পাঠা- ২ ই ইল, আমি বিনয় করি, তুমি যুবদের এক জনকে ও এক গদভকে আমার কাছে পাঠাইয়া দেও, আমি ঈশ্বরের লোকের কাছে শীঘু যাইয়া ফিরিয়া আসিব। তাহাতে ২৩ সে কহিল, তুমি অদ্য তাহার নিকটে কেন যাইবা? অদ্য অমাবস্যা নয়, ও বিশ্রামদিন নয় ; সে কহিল, মঙ্গল হইবে। পরে সে গৰ্দ্দভ সাজাইয়া আপন দাসকে ২ ৪ কহিল, তুমি গৰ্দভী চালাইয়া চল, আজ্ঞা না পাইয়া আমার গমন শিথিল করিও না। অপর লে যাইয়া ২৫ কর্মিল পৰ্ব্বতে ঈশ্বরের লোকের নিকটে উপস্থিত হইল; তখন ঈশ্বরের লোক দূরহইতে তাহাকে দেখিয়া আপন দাস গেহাসকে কহিল,এ দেখ,শূনেমীয়া। এখন ২৪ বিনয় করি,তুমি তাহার সহিত সাক্ষাৎ করতে শীঘু যাও, এবং তোমার মঙ্গল আছে ? ও তোমার স্বামির মঙ্গল আছে ? ও তোমার বালকের মঙ্গল আছে ? ইহা জিজ্ঞাসা কর; পরে সে উত্তর করিল,মঙ্গল আছে। কিন্তু পৰ্ব্বতে • ঈশ্বরের লোকের কাছে উপস্থিত হওন সময়ে তাহার পা ধরিল ; তাহাতে গেহসি তাহাকে ঠেলিয়া দিতে নিকটে আইলে ঈশ্বরের লোক কহিল, উহাকে থাকিতে দেও, উহার অন্তঃকরণ শোকাকুল আছে, পরমেশ্বর আমাকে তাহা গোপন করিলেন, আমাকে জানাইলেন না। তখন সেই স্ত্রী কহিল, আমি আপন প্রভূর কাছে । ৮ কি পুত্ৰ চাহিলাম এবং আমাকে প্রতারণা করি ও না, এ কথা কি কহিলাম না ? তখন ইলীশায় গেহসিকে ২১ কহিল, তুমি কটিবন্ধন করিয়া হন্তে আমার এই যটি লইয়া প্রস্থান কর; তাহাতে কাহারে সহিত সাক্ষাৎ হইলে তাহাকে নমস্কার করিও না, ও কেহ নমস্কার করিলে তাহাকে উত্তর দিয়ে না ; সেই বালকের মুখের উপরে আমার এই যটি রাখ। বালকের মাত কহিল, ৩০ পরমেশ্বর যদি অমর হন এবং তোমার প্রাণ যদি সজীব হয়, তবে তোমাকে ত্যাগ করিব না ; পরে সে উঠিয়া তাহার পশ্চাৎ ২ গেল। ইতিমধ্যে গেহলি ৩৯ তাহাদের আগে ২ যাইয়া বালকের মুখে যষ্টি রাশ্বিল, তথাপি শব্দ কি তাহার চেতন হইল না ; অতএব গোহসি তাহার সহিত সাক্ষাৎ করিতে ফিরিয়া যাইয়া LLS 00S 0SS AAAA LSLS S B S S S SAAAAAS BS BJSAAAAA 0 SS 0 SS u-[२०] २ इ1 २ ; २ ९ t! [**]* ・・uー[Rs]* "";・ll

  • (ব) ওভয়কে দেও ! (ইবু) স্বার ল। (ই প্রবণ।

353