পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ] প্রাচীন লোকেরাও তাহার সঙ্গে বসিতেছে, এমন সময়ে রাজ্য আপন নিকটহইতে এক দূত পাঠাইল ; ঐ দূত তাহার নিকটে উপস্থিত হওনের পূৰ্ব্বে ইলীশায় প্রাচীনদিগকে কহিল, সেই হত্যাকারির পুত্র আমার মস্তক ছেদন করিতে লোক পাঠাইতেছে, ইহা কি তোমরা দেখিতেছ? অতএব দেখ, সে দূত আইলে দ্বার রুদ্ধ কর, তাহাকে দ্বারের বাহিরে রাখ *, তাহার প্রভুর s৩ পদের শব্দ কি তাহার পশ্চাৎ নয় ? সে তাহাদের সহিত কথা কহিতেছে, ইতিমধ্যে সেই দূত তাহার নিকটে আইল ; এবং রাজার উক্ত এই কথা কহিল, এই অমঙ্গল পরমেশ্বর হইতে হইল, আমি কি পরমেশ্বরের আরো অপেক্ষা করিব ? ৭ অধ্যায়। S DDD GGG BBB BBB LSBB BBBBBB BB BBB কৰি লোকের অরীয়দের শিবিরে গমন ও সমাচার ৯২ ও তাছাদের সমীচীর সত্য জানিয়ন অরণমীয়দের শিবির লট করণ ১৭ ও ভবিষ্যদ্বাক্যে অবিশ্বাসকরি এক অধ্যন্ধের মৃত্যু ! ১ তখন ইলীশায় কহিল, তোমরা পরমেশ্বরের কথা স্তন, পরমেশ্বর এই কথা কহেন, কল্য এই বেলাতে শোমিরোণের দ্বারে দশ শের পরিমিত সুক্ষম সুজির এক শেকল মূল্য ও বিংশতি শের পরিমিত যবের এক ই শেকল মূল্য হইবে । তখন রাজা যে অধ্যক্ষের হস্তে নির্ভর দিত, সে ঈশ্বরের লোককে উত্তর করিল, দেখ, যদ্যপি পরমেশ্বর আকাশে দ্বার করেন, তথাপি তাহা কি হইতে পারবে ? সে কহিল, দেখ, তুমি আপন চক্ষুতে তাহা দেখিবা, কিন্তু কিছুই ভক্ষণ করিতে পাইবা না। অপর দ্বারে প্রবেশস্থানে চারি কুষ্ঠী ছিল, তাহারা পরস্পর কহিল,আমরা মৃত্যু পৰ্য্যন্ত কেন এখানে বলি? আমরা যদি কহি, নগরে প্রবেশ করি, তবে সেখানেও দভক্ষ্য, সেখানে আমরা মরিব ; আর এখানে যদি বসিয়া থাকি, তথাপি মরিব ; অতএব আইস, আমরা আরামীয়দের সৈন্যের পক্ষে যাই,তাহার। আমাদিগকে বঁাচাইলে বাচিব, ও মারিলে কেবল মরিব । অতএব তাহারা আরামীয়দের শিবিরে যাইবার জন্যে প্রতুষে উঠিয়া আরামীয়দের শিবিরের বহির্ভাগে উপস্থিত s হইলে, সেখানে কেহ নাই, ইহা দেখিল। কেননা পরমেশ্বর আরামীয়দের সৈন্যগণকে রথের ও অশ্বের শব্দ, অথাৎ মহাসৈন্যগণের শব্দ শ্রবণ করাইয়াছিলেন; তাহাতে তাহার এক জন অন্যকে কহিল, দেখ, আমাদের প্রতি আক্রমণ করিতে ইসায়েলের রাজা হিন্দ্রীয়দের রাজগণকে ও মিস্ট্রীয়দের রাজগণকে মুদু দিয়াছে। পরে তাছার প্রত্যুষে উঠিয়া পলায়ন করিল,তাহার ২ রাজাবলি। আপনাদের তাম্বু ও অশ্ব ও গৰ্দ্দভ ও শিবির পূর্বাবস্থাতে ত্যাগ করিয়া আপন ২ প্রাণ রক্ষার্থে পলায়ন করিল। পরে কুষ্ঠি লোকেরা শিবিরের বহির্ভাগে এক তাস্তুতে গিয়া ভোজন পান করিল,এবং তথাহইতে স্বর্ণ ও রূপা ও বস্ত্র লইয়া গিয়া লুকাইয়া রাখিল, এৰন্থ পুনশ্চ আসিয়া অার এক তাম্বুতে গিয়া তথাহইতে দুব্যাদি লইয়া গিয়া লুকাইয়া রাখিল। পরে তাহার পরসপর কহিল, আমরা ভাল কর্ম করিতেছি না ; অদ্য সুসমাচারের দিন, ও আমরা নীরব হইয়া থাকি ; যদি প্রভাত পর্যন্ত বিলম্ব করি,তবে অবশ্য আমাদের উপরে বিপদ + ঘটিবে ; অতএব এখন আইস, আমরা যাইয়। রাজার পরিজনদিগকে এই সমাচার দি। পরে তাহারা যাইয়া নগরের দ্বারিকে ডাকিয়া কহিল, আমরা আরামীয়দের শিবিরে গিয়াছিলাম, দেখ, সেখানে কেহ নাই, মানুষের শব্দও নাই, কেবল বদ্ধ অশ্বগণ ও বদ্ধ গৰ্দ্দভ ও তাম্বু পূৰ্ব্বাবস্থাতে আছে। তাহাতে সে রাজদ্বারপালদিগকে কহিলে তাহারা বাটীর মধ্যস্থিত রাজপরিজনদিগকে এই সমাচার দিল। পরে রাজা রাত্রিতে উঠিয় আপন দাসদিগকে কহিল, আরামীয়ের আমাদের প্রতি যে কৰ্ম করিল, তাহা তোমাদিগকে কহি ; আমরা ক্ষুধিত আছি, তাহ তাহারা জানে ; অতএব তাহারা শিবির হইতে ক্ষেত্রে গিয়া লুকাইয়। এই মন্ত্রণা করিয়াছে, লোকের নগরের মধ্যহইতে বাহির হইলে আমরা তাহাদিগকে জীবৎ ধরিব ও নগর মধ্যে প্রবেশ করিব। তাহাতে তাহার এক দাস উত্তর করিল, আমি বিনয় করি, নগরে অবশিষ্ট অশ্বগণের মধ্যে পাঁচকে লইয়া প্রেরণ করিয়া দেখি ; (দেখ, ইহারা নগরে অবশিষ্ট ইস্রায়েলের সমূহের সমান হয় ; দেখ, ইহার বিনষ্ট ইস্রায়েলের সমূহেরও সমান হয়।) পরে তাহারা দুই ঘোড়া অস্ব লইলে, তোমরা যাইয়া দেখ, এই কথা কহিয়া রাজা আরামীয়দের সৈন্যের পশ্চাতে তাহাদিগকে পাঠাইল। তাহাতে তাহারা যদন পর্যন্ত তাহদের পশ্চাদগমন করিলে আরামীয়দের শীসুতা প্রযুক্ত তাহাদের ত্যক্ত বস্ত্রে ও পাত্রেতে পথ পরিপূর্ণ অাছে, ইহা দেখিল ; তখন ঐ দূতেরা ফিরিয়া আসিয়া রাজাকে সমাচার দিলে, লোকের বহির্গত হইয়া আরামীয়দের শিবির লুট করিল; তাহাতে পরমেশ্বরের লোকের বাক্যানুসারে দশ শের পরিমিত সূক্ষ সুজি এক শেকল মূল্যেতে, ও বিংশতি শের পরিমিত যব এক শেকল মূল্যেতে বিক্রীত হইল। পরে রাজা যে অধ্যক্ষের হস্তে নির্ভর দিল, তাহাকে দ্বার রক্ষা করিতে নিযুক্ত করিলে লোকেরা তাহাকে দ্বারেতে দলিত করিল, তাহাতে ঈশ্বরের লোকের S BBS K S SK DDS DD SLLS DD 00 AA AAA AAAAS 0 A S000SS LL [०७] = > it—[०१-२०] * २, २ li

  • (ব।) ঠেল। 1 (ব) দণ্ড ।

(ইর) দুই বুধের যোত। 357 6 G מא

o o