পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৭২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ꮌ☾Ꭽ- ২ রাজাবলি । [৮ অধ্যায়। কাছে রাজার গমন কালে ঈশ্বরের লোক যাহা কহি২৮ ফ্লাছিল, তদনুসারে সে মরিল। ফলতঃ কল্য এই বেলাতে শোমিরোণের দ্বারে দশ শের পরিমিত সুক্ষম সুজি এক শেকল মূল্যে, ও বিংশতি শের পরিমিত যব এক শেকল মূল্যে বিক্রীত হইবে, এই কথা ঈশ্বরের ১১ লোক রাজাকে কহিলে, ঐ অধ্যক্ষ ঈশ্বরের লোককে উত্তর করিয়াছিল, দেখ, যদ্যপি পরমেশ্বর আকাশে দ্বার করেন, তথাপি তাহা কি হইতে পরিবে ? তাহাতে ঈশ্বরের লোক কহিয়াছিল, তাহা তুমি স্বচক্ষুতে ২ • দেখিবা বটে, কিন্তু ভক্ষণ করিতে পাইবা না । অতএব তাহার সেই দশা ঘটিল, লোকের তাহাকে দ্বারে দলিত করিলে সে মরি ল । も〜*3f Il ১ দভক্ষ্য সযয়ে শনের্মীয়ার বিবরণ ৭ ও হসীয়েলের বিবরণ s 3. ঘোরামের করাজত্ব ২০ ও ইদোয় ও লিবনীর তীহার কতৃত্ব ত্যাগ করণ ২৫ ও আহলিয়ের কুরাজত্ব ২৮ ও ক্ষতযুক্ত যোরামের সহিত সাফts করিতে যিন্ধুিয়েলে গমন । পূৰ্ব্বে ইলশায় যে নারীর মৃত পুত্রকে সজীব করিয়াছিল, তাহাকে কহিয়াছিল, পরমেশ্বর এই দেশে দভিক্ষ আনিবেন, তাহ সাত বৎসর পর্য্যন্ত এই দেশে থাকিবে ; অতএব তুমি উঠিয়া পরিজনের সহিত যে স্থানে বাস করিতে পার, সেই স্থানে বাস করিতে যাও। ২ তাহাতে সে স্ত্রী উঠিয়া ঈশ্বরের লোকের বাক্যানুসারে আপনি পরিজনের সহিত যাইয়া পিলেষ্টীয়দের দেশে ও সাত বৎসর পয্যন্ত বাস করিয়াছিল। পরে সাত বৎসর গত হইলে সে স্ত্রী পিলেষ্টীয়দের দেশ হইতে ফিরিয়া আসিয়া আপন বাটী ও ভূমির জন্যে রাজার কাছে নিবেদন করিতে গেল। ঐ সময়ে রাজা ঈশ্বরের লোকের দাস গেহসির সহিত কথা কহিতে ২ বলিল, ং ইলীশায়ের কৃত মহৎকর্ম সকল আমাকে কহ । তাহাতে ইলশায় কি রূপে মৃত গরীর সজীব করিল, সেই বিবরণ রাজাকে কহিতেছে, ইতিমধ্যে * যে স্ত্রীর মৃত পুত্রকে সজীব করিয়াছিল, সেই স্ত্রী আপন বাটী ও ভূমির জন্যে রাজার কাছে নিবেদন করিতে উপস্থিত হইল ; তখন গোহসি কহিল, হে আমার প্রভো রাজন, সেই স্ত্রী এই, এবং ইলশায় তাহার যে পুত্রকে ও সঞ্জীব করিয়াছিল, সেও এই । তখন রাজা সে স্ত্রীকে জিজ্ঞাসিলে সে সমস্ত কহিল ; তাহাতে রাজ তাহার পক্ষে এক অধ্যক্ষকে নিযুক্ত করিয়া কহিল, ইহার যে কিছু বিষয় আছে, এবং যে দিনে এ দেশ ত্যাগ করিল, সেই দিনবিধি অদ্য পৰ্য্যন্ত তাহার ক্ষেত্রে যে কিছু উৎপন্ন হইল, সকলি ইহাকে ফিরিয়া দেও। পরে যখন ইলীশায় দন্মেষকে আইল,তখন আরামের বিনহদ রাজা পীড়িত ছিল ; তাহাতে ঈশ্বরের লোক এখানে আসিয়াছে, এই সম্বাদ কেহ রাজাকে কহিলে, রাজা হসায়েলকে কহিল, তুমি স্বহস্তুে উপঢৌকন ৮ লইয়া ঈশ্বরের লোকের সহিত সাক্ষাৎ করিতে যাও, এবং আমি কি এই রোগহইতে মুক্ত হইব ? এই কথা তাহাদ্বারা পরমেশ্বরকে জিজ্ঞাসা কর। পরে হসায়েল । তাহার সহিত সাক্ষাৎ করণার্থে দন্মেষকের প্রত্যেক উত্তম বস্তুতে চল্লিশ উষ্ট্রের ভার উপঢৌকন দ্রব্য সঙ্গে 1 লইয়া আসিয়া তাহার সম্মুখে দাড়াইয়া কহিল, আমি কি এই রোগহইতে মুক্ত হইব ? এই কথা তোমার পুত্র অরামের রাজা বিনহদদ তোমার কাছে জিজ্ঞাসা করিতে আমাকে পাঠাইল। ইলীশায় তাহাকে কহিল, - তুমি যাইয়া তাহাকে বল, তুমি এই রোগহইতে মুক্ত হইতে পার ; তথাপি পরমেশ্বর আমাকে জ্ঞাত করিলেন, সে অবশ্য মরিবে। তখন ঈশ্বরের লোক ইলীশায় ১১ তাহার লজ্জা হওন পৰ্য্যন্ত তাহার মুখের প্রতি স্থির দৃষ্টি করিয়া ক্ৰন্দন করিল। তাহাতে হসায়েল জিজ্ঞাসা ১২ করিল, আমার প্রভু কেন ক্ৰন্দন করেন? সে উত্তর করিল, তুমি ই সুয়েল বংশের প্রতি কি রূপ মন্দ করিবা, তাহা অামি জানি ; তুমি তাহদের দৃঢ় দুর্গ অগ্নিতে দগ্ধ করিব,ও যুবগণকে খড়গেতে বধ করিবা, ও বালকগণকে ভূমিতে আঘাত করিব, ও গর্ভবতীদের উদর বিদীর্ণ করিব । হসায়েল কহিল, তোমার ১৩ দাস কি কুককুর, যে এমত দারুণ কর্ম করিবে ? ইলীশায় কহিল, তুমি আরামের রাজা হইবা,ইহা পরমেশ্বর আমাকে জ্ঞাত করিলেন। পরে সে ইলীশায়ের ১৪ নিকটহইতে প্রস্থান করিয়া আপন প্রভুর কাছে গেলে রাজা তাহাকে জিজ্ঞাসিল, ইলীশায় তোমাকে কি কহিল? সে উত্তর দিল, তুমি অবশ্য সুস্থ হইবা, এই কথা সে আমাকে কহিল। পরদিবসে হসায়েল ১৫ এক বস্ত্র জলে ডুবাইয়: রাজার মুখ বাঁধিল, তাহাতে সে মরিল ; পরে হসায়েল তাহার পদে রাজা হইল। আহাবের পুত্র ই সুয়েলের রাজা ঘোরামের অধি- ** কারের পঞ্চম বৎসরে ও যিহুদা দেশীয় যিহোশাফট রাজার অধিকারের সময়ে তাহার পুত্র ঘোরাম রাজভব করিতে আরম্ভ করিল। সে বত্ৰিশ বৎসর বয়সে ১৭ রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া যিরশালমে আট বৎসর পৰ্য্যন্ত রাজতর করিল। সে অাহাব বংশের ন্যায় ১৮ ইসুয়েলের রাজাদের পথে গমন করিল, কেননা সে অাহাবের কন্যাকে বিবাহ করাতে পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল। তথাপি পরমেশ্বর আপন ১৯ দাস দায়ুদকে ও তাহার বন্ডশকে চিরকাল প্রদীপ S BBBS BB BBB SSSSSS SS0SS S 0LSS SBBS LS 00S 00S 00 S S LLS0SK 00T S SSDD SS S B S S S S D S S SSSSSSS SSAAAASSSS S S S S S S S S S S ttS BBSBBS B BS SBBSS S LLS S S S S S S S S S S S S B S S S 0S —[ ° ] ১ র ২২ ; ৪ ৭ ৷ ২ র ৩ : ১, ২৬ ৷৷ 338 SkS BBS BBS BBB S SBBSS BBB BB BB BBB BB BBBS