পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ] দিবার যে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তন্নিমিত্তে যিহুদাকে সৰ্ব্বতোভাবে বিনষ্ট করিতে সমত হইলেন না । তাহার অধিকার সময়ে ইদোমীয় লোকেরা যিহুদার কর্তৃক্স ত্যাগ করিয়া আপনাদের উপরে এক রাজা নিযুক্ত করিল। অতএব যোরাম ও তাহার রথি সকল সারীরে যাইয়া সেই রাত্রিতে উঠিয়া আপনার বেষ্টনকারি ইদোমীয়দিগকে ও তাঁহাদের রথিদিগকে বধ করিল, তাহাতে লোকের আপিন ২ বাসস্থানে পলাইল । তথাপি ইদোমীয় লোকের অদ্য পৰ্য্যন্ত মিছদার কর্তৃক্স ত্যাগ করিয়া আছে ; এবং ঐ সময়ে লিবনার লোকেরাও তাহার কতৃত ত্যাগ করিল। ২৩ এই ঘোরামের অবশিষ্ট ক্রিয় ও সমস্ত বিবরণ কি ঘিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? পরে ঘোরাম আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইয়া দাযুদের নগরে পিতৃলোকদের সহিত কবরপ্রাপ্ত হইল ; তাহাতে তাহার পুত্র অহসিয় তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল। ইস্ত্রয়েলের তাহাব রাজের পুত্র ঘোরামের অধিকারের দ্বাদশ বৎসরে যিহুদার ঘোরামের পুত্ৰ আহ২৪ সিয় রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিল। তাহসিয় দ্বাবি"শতি বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া যিরশালমে এক বৎসর রাজস্ব করিল, ই সুয়েলের অন্ত্রি ২৭ রাজের কন্যা অথলিয়। তাহার মাতা ছিল। সে অাহাব বংশের পথে চলিয়া পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল, কেননা সে অাহাব বংশের জামাতা ছিল । পরে সে অাহাবের পুত্র ঘোরামকে সঙ্গে লইয়া অরামের হসারেল রাজার সহিত যুদ্ধ করণার্থে রামোৎগিলিয়দে গেল ; তাহাতে আরামীয় লোকেরা যৌরা১ মকে ক্ষত বিক্ষত করিল। পরে যোরাম রাজা আরামের হসায়েল রাজের সহিত যুদ্ধ করিতে রামোৎ-গিলিয়দে যে ক্ষতবিক্ষত পাইয়াছিল, তাহাহইতে সুস্থ হইবার জন্যে ফিরিয়া যিন্ত্রিয়েলে গমন করিল পরে যিহুদার ঘোরাম রাজের পুত্র অহসিয় যিফ্রিয়েলে অাহাবের পুত্র ঘোরামের পীড়া প্রযুক্ত তাহাকে দেখিতে গেল। ৯ অধ্যায় । যেস্থকে রােজ্যাভিষিক্ত করিতে এক যুব ভবিষ্যদ্বক্তাকে ইলীশায়ের পেরণ ৪ ও সেই কৰ্ম্ম করিয়া ভবিষ্যদ্বক্তার পলায়ন ১১ g রাজ্য ভিষিক্ত হইয়। নবেতের ক্ষেত্রে যেসূর যেণরায়কে বব করণ ২৭ ও অহসিয়কে বব করন BS BBJBBB BBBBB BBBBBBB BBBS হওন ও কুকুরকত্বক ভক্ষিত হওন । R • 2 e

  • or

পরে ইলীশায় ভবিষ্যদ্বক্তা ভবিষ্যদ্বক্তাদের এক শিষ্যকে ডাকিয়া কহিল, তুমি আপন কটিবন্ধন করিয়া ২ রাজাবলি। [১১] fযর ২১; ২৬,২৭।—[১৩] য ২১ ; ৭ ৷৷ 5 ج6 (عہ এক কোট তৈল হন্তে লইয়। রামোৎ-গিলিয়দে যাও । সেখানে উপস্থিত হইয়া নিমশির পৌত্র যিহোশা- * ফটের পুত্র যেহুর অন্বেষণ কর, এবং তাহার গৃহে প্রবেশ করিয়া তাহার ভাতৃগণের মধ্যহইতে তাহাকে উঠাইয়া এক গৰ্ত্তাগারে লইয়া যাও । এবং তৈলের ও কৌটা লইয়া তাহার মন্তকে ঢালিয়া তাহাকে কহ, পরমেশ্বর এই কথা কহেন, আমি তোমাকে ই সুয়েলের উপরে রাজ্যাভিষিক্ত করিলাম ; পরে তুমি দ্বার খুলিয়া পলায়ন করিবা, বিলম্ব করিব না। পরে সে যুব ভবিষ্যদ্বক্তা রামোৎ-গিলিয়দে গেল। * এবং সেখানে উপস্থিত হইয়া উপবিষ্ট সেনাপতি- ৫ দিগকে দেখিয়া কহিল, হে সেনাপতে, তোমার কাছে আমার কিছু বক্তব্য আছে । তাঁহাতে যেহু জিজ্ঞাসিল, আমাদের মধ্যে কাহার কাছে ? সে কহিল, হে সেনাপতে, তোমার কাছে। তখন যেহু উঠিয়া গৃহের মধ্যে গেল ; তাহাতে সে তাহার মন্তকোপরি তৈল ঢালিয়া তাহাকে কহিল, ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন,পরমেশ্বরের লোক যে ই সুয়েল বংশ,তাহাদের উপরে আমি তোমাকে রাজ্যাভিষিক্ত করিলাম। ঈষে- ৭ বলের হস্তদ্বারা আমার দাস ভবিষ্যদ্বক্তৃগণের রক্তপাতের ও পরমেশ্বরের সকল দাসদের রক্তপাতের প্রতিফল দিবার জন্যে তুমি আপন প্রভু আহাবের বংশ উচ্ছিন্ন করিব । আহাবের সমুদয় ব৪ শ বিনষ্ট হইবে, ইস্রায়েলে মুক্ত ও বন্ধ তাহার বংশের প্রত্যেক পুরুষকে আমি বিনষ্ট করিব। আহাবের বংশকে - আমি নিবাটের পুত্র যারবিয়ামের বংশের ও অহিয়ের পুত্র বাশার বংশের ন্যায় করিব। তাহাতে ** কুককুরগণ যিন্ত্রিয়েলের ভূমিতে ঈষেবলকে খাইবে, ও কেহ তাহাকে কবর দিবে না ; পরে সে দ্বার খুলিয়া পলায়ন করিল। পরে যেহু আপন প্রভূর দাসদের নিকটে বাহিরে • • আইলে এক জন তাহাকে জিজ্ঞাসা করিল,সকল মঙ্গল ? সে ক্ষিপ্ত তোমার নিকটে কেন আইল ? তাহাতে সে কহিল, তোমরা সে মনুষ্যকে ও তাহার কথাবাৰ্ত্তা জান। তাহারা কহিল, তাহা মিথ্যা কথা ; তুমি এখন ১২ অামাদিগকে কহ ; সে কহিল, সে অামাকে এই প্রকার কথা কহিল, পরমেশ্বর এই কথা কহেন, আমি তো . মাকে ইস্রায়েলের উপরে রাজ্যাভিষিক্ত করিলাম। তখন তাহার প্রত্যেক জন শীঘু করিয়া আপন ২ বস্ত্র ১৩ খলিয়া সোপানের উপরে তাহার পদতলে রাখিল, శా তুরী বাজাইয়া কহিল, যেহু রাজা হইলেন। পরে ১৪ নিম্শির পৌত্ৰ যিহোশাফটের পুত্র যেহু ঘোরামের বিরুদ্ধে কুমন্ত্রণা করিল (যে রাম ও সকল ই সুয়েল e br [২৫-২১] ২ ব’, ২২ ; ১-৬ – [২৯] ২ রা ৯ ; ১৫, ১৬ ৷৷ S 0S SS JSSS S0S S BBS BBS JSSS S0SS S00SSKSS SBSS 11–[4] ২ র ৮, ২৮ ৷৷ S BS BS BS BS BBS BBS JSSS S0S S0S 0S 0S00S 0SSAAA AAS AAAAA AAAAT T 359