পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোক অরামের হসায়েল রাজহইতে রামোং-গিলিয়দ ১৫ রক্ষা করিতেছিল; কিন্তু অরামের রাজা হসায়েলের সহিত ঘোরামের যুদ্ধ করণ সময়ে আরামীয়েরা তাহার যে সকল ক্ষত করিয়াছিল, তাহাহইতে সুস্থ হইবার জন্যে যিন্ত্রিয়েলে গিয়াছিল :) তখন যেহু কহিল, যদি তোমাদের ইচ্ছা হয়, তবে যিন্ত্রিয়েলে সমাচার দিতে কাহাকে এই নগর হইতে বাহির হইয়া পলায়ন ২ভ করিতে দিও না। পরে যেহু রথারোহণ করিয়া যিন্ত্রি য়েলে যাত্রা করিল, কেননা ঘোরাম সেই স্থানে শয্যাগত ছিল, এবং যিহুদার অহসিয় রাজা যোরামকে দেখিতে সেই স্থানে আসিয়াছিল। তখন যিন্ত্রিয়েলের দুগের উপরে এক রক্ষক দণ্ডায়মান ছিল ; সে যেহুর সঙ্গি সেনাদলকে ত্যাসিতে দেখিয়া কহিল, অামি এক দল সেনা দেখিতেছি ; তাহাতে যোরাম কহিল, তাহাদের সহিত সাক্ষাৎ করিতে, ও ‘তোমরা কুশলে অসি ২ রাজাবলি। তেছ ?" এই কথা কহিতে এক অশ্বারূঢ়কে পাঠাইয়া ১৮ দেও। পরে এক জন অশ্বারূঢ় তাহার সহিত সাক্ষাৎ | করিতে যাইয়া কহিল, রাজা কহিতেছে, কি সকল | মঙ্গল ? তাহাতে যেহু কহিল, মঙ্গলেতে তোমার কার্য্য কি ? তুমি আমার পশ্চাৎ যাও ; পরে রক্ষক এই সমাচার দিল, দূত তাহার নিকটে গিয়া ফিরিয়া आर्डेल। ১১ না । পরে রাজা দ্বিতীয় অশ্বারূঢ়কে পাঠাইলে সে | তাহাঁদের নিকটে যাইয়া কহিল, রাজা কহেন, কি সকল মঙ্গল ? তাহাতে যেহ কহিল, মঙ্গলেতে তোমার ২ - কাৰ্য্য কি? তুমি আমার পশ্চাৎ যাও। পরে রক্ষক | সমাচার দিল, দূত তাহাদের নিকটে গমন করিয়া ফিরিয়া আইসে না, কিন্তু ইহার চালন নিম্শির পুত্র ঘেহুর চালনের ন্যায় হইতেছে, কেননা সে অতি ২ । বেগে * চালায়। তখন ঘোরাম কহিল, রথ প্রস্তুত কর + ; তাহাতে রথ প্রস্তুত হইলে ইস্রায়েলের যোরাম রাজা ও যিহুদার অহা স্ন রাজা আপন ২ রথে আরোহণ করিল, এবং ষেহর বিরুদ্ধে গিয়া যিষুিয়েলীয় নাবোতের ক্ষেত্রে তাহার সঙ্গে সাক্ষাৎ করিল । ২২ তখন যোরাম যেহুকে দেখিয়া কহিল, হে যেহু, কি কুশলে আসিতেছ? সে উত্তর করিল, যাবৎ তোমার মাত ঈষেবলের এত ব্যভিচার ও মায়া থাকে, তাবৎ ২ ও কুশল কি? তাহাতে ঘোরাম আপন হন্ত ফিরাইয়া পলায়ন করিল, এবং অহসিয়কে কহিল, হে অহসিয়, x - রাজদ্রোহ হয়। পরে যেহু আপন সকল বলেজে ধনুক আকষণ | করিয়া ঘোরামের উভয় বাহুমূলের মধ্যে বাণাঘাত করিল; তাহাতে বাণ তাহার হৃদয় দিয়া নিগত হইলে সে আপন রথে নত হইয়া পড়িল । LSSSBSSS SSSSSS BBS DD S LLSS0S0S f* >レ; 、8-* * ti-t২ ১] ২ বৎ ২২ ; ৭ il-[*«, s el S00 JSSS S0S S LSS0S S BS DD S0SS LLSSSS BB DDS SDS DS DS BBSBBS ** : * II [৩১] ১ র৷ ১৯ ; ১,১১, ১৫-২০ II د ه; ه د 1چ د [ه ه]-ـــ II 11 • د ۶ [و ه - هم]-ـ–[৩৬] ১ র ২ ১ ; ২৩ ৷৷ SBS BBBBBS SSSBBS BB BB BB BBSS SBBSS BBBB BBBS (ইব বনুকেতে গ্ৰহন্ত পূর্ণ করিয়া। o - 60 ১ (ইবু ক্ষেত্রাংশে । [s অধ্যায়। তখন যেহু আপন সেনাপতি বিদ্বকরকে কহিল, ২৭ তুমি ইহাকে তুলিয়া লইয়া যিন্ত্ৰিয়েলীয় নাবোতের ক্ষেত্রেতে ৪ ফেল ; কেননা যখন তুমি ও আমি উভয়ে অশ্বারূঢ় হইয় তাহার পিতা আহাবের পশ্চাৎ গে. লাম, তখন পরমেশ্বর তাহাকে এই যে শাপ দিলেন, তাহা মনে কর। পরমেশ্বর কহেন,আমি কল্য অবশ্য ও নাবোতের রক্ত ও তাহার পুত্রদের রক্ত দেখিলাম: পরমেশ্বর কহেন, আমি এই ক্ষেত্রাংশে তোমাকে প্রতিফল দিব ; অতএব এখন পরমেশ্বরের বাক্যানুসারে তাহাকে লইয়া এই ক্ষেত্রাংশে ফেল। তখন যিহুদার অহমিয় রাজা তাহ দেখিয়া উদ্যানস্থ ২৭ গুহের পথে পলায়ন করিল ; তাহাতে যেহ তাহার পশ্চাৎ ২ ধাবমান হইয়া কহিল, ইহাকেও রথের মধ্যে বধ কর । পরে তাহারা ঘিবলিয়মের নিকটস্থ গুরের আরোহণ স্থানে তাহাকে আঘাত করিল, সে মগিদোতে পলাইয়া সে স্থানে মরিল । তাহাতে তাহার দাসগণ ৮ তাহাকে রথে ঘিরশালমে লইয়া গিয়া দায়দের নগরে তাহার পিতৃলোকদের সহিত তাহার ੇ কবরে তাহাকে কবর দিল । সেই অহসিয় আহাবের ৯ পুত্র ঘোরামের অধিকারের একাদশ বৎসরে যিহুদার উপরে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিল। - অপর যেহু যিন্ত্রিয়েলে উপস্থিত হইলে ঈষেবল তৰ তাহা শুনিয়া আপন চক্ষুতে রঙ্গ দিয়া কেশবেশ করিয়া বাতায়নদ্বারা অবলোকন করিল। পরে যেহু দ্বারে ৩৯ প্রবেশ করিলে সে কহিল, আপন প্রভুকে বধ করিল যে শিমি, তাহার কি মঙ্গল হইল ? তাহাতে মেহ আৰ বাতায়নের প্রতি মুখ তুলিয়া কহিল, আমার পক্ষে কে আছে ? পরে দুই তিন নপুংসক তাহার প্রতি ও অবলোকন করিলে ঘেহু আজ্ঞা করিল, তাহাকে নীচে নিক্ষেপ কর। তাহাতে তাহারা তাহাকে নীচে নিক্ষেপ করিলে ভিত্তিতে ও অশ্বদের গাত্রে তাহার রক্তের ছিটা লাগিল, এবং সে তাহাকে পদতলে দলিত করাইল। পরে যেহু ভিতরে আসিয়া ভোজন পান করিয়া ওৰ কহিল, যাইয়। ঐ শাপগ্ৰস্তা স্ত্রীকে অন্বেষণ করিয়া কবর দেও, কেননা সে রাজকন্যা। তাহাতে লোকেরা ওৰ তাহাকে কবর দিতে গেল, কিন্তু তাহার মন্তকের থলি ও পদ ও হস্তুতল ব্যতিরেকে আর কিছুই পাইল না। অতএব তাহারা ফিরিয়া আসিয়া তাহাকে সমাচার ওs দিল, তাহাতে সে কহিল, পরমেশ্বর আপন দাস তিশবীয় এলিয়ের প্রমুখাৎ ৭ এই কথা কহিলেন, কুক্কুরগণ যিন্ত্রিয়েলের ক্ষেত্রাংশে ঈষেবলের মাংস খাইলে। ঈষেবলের শব যিন্ত্রিয়েলের ক্ষেত্রের উপরে সারেয় ,, ৭ (ইত্ব হস্তদ্বারা ।