পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৭৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৪ অধ্যায় ।] ও ইতিহাসপুস্তকে লিখিত নাই ? পরে যোয়াশ আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে ইস্রায়েলের রাজাদের সহিত শোমিরোণে কবরপ্রাপ্ত হইল ; তাহাতে যারবিয়াম তাহার সিংহাসনে উপবিষ্ট হইল। ইলীশায় যে পীড়াতে মৰিল, সেই পীড়াতে পীড়িত হইলে ইস্রায়েলের যোয়াশ রাজা তাহার নিকটে যাইয় তাহার মুখের উপরে ক্ৰন্দন করিয়া কহিল, হে আমার পিতঃ, হে আমার পিতঃ, হে ই সায়েলের রথ ও অশ্বারূঢ়গণ ইলীশায় তাহাকে কহিল, তুমি ধনুৰ্ব্বাণ লও, তাহাতে সে ধনুৰ্ব্বাণ লইল। পরে সে ইস্রায়েলের রাজাকে কহিল, তুমি হস্ত বিস্তার করিয়া ধনুক ধর * ; জাহাতে সে হস্ত বিস্তার করিয়া ধনুক ধরিল, পরে ইলীশায় রাজার হস্তুের উপরে আপন হস্তু দিল। এবং কহিল, পূৰ্ব্বদিগের বাতায়ন খোল ; তাহাতে সে খুলিল ; পরে ইলীশায় কহিল, বাণক্ষেপণ কর ; তাহাতে সে বাণক্ষেপণ করিলে ইলীশায় কহিল, এ পরমেশ্বর দ্বারা জয়কারি বাণ, ও আরামকে জয়কারি বাণ, কেননা তুমি অফেকে আরামীয়দিগকে নিঃশেষ করণ পয্যন্ত আঘাত করিব1। পরে সে কহিল, অন্য বাণ লও, তাহাতে সে অন্য বাণ লইলে সে ইস্রায়েলের রাজাকে কহিল, তুমি ভূমিতে আঘাত কর ; তাহাতে সে তিন বার ভূমিতে আঘাত করিয়া নিবৃত্ত হইল। তখন ঈশ্বরের লোক তাহার প্রতি ক্রোধ করিয়া কহিল, পাচ ছয় বার আঘাত করা তোমার উচিত ছিল, কেননা তাহা করিলে তুমি আরামীয়দিগকে নিঃশেষে আঘাত করিতা, কিন্তু এখন আরামকে কেবল তিন বার আঘাত করিব। পরে ইলাশায় মরিলে লোকের তাহাকে কবর দিল ; অপর বৎসরের প্রথমে মোয়াবীয় দদু্যদলের দেশের উপরে আক্রমণ করিল। তৎকালে লোকের এক মনুষ্যকে কবর দিতেছিল, এমন সময়ে শত্ৰুপক্ষীয় এক দলকে দেখিয়া সেই শব ইলীশায়ের কবরে নিক্ষেপ করিল ; তাহাতে ঐ শব দৈবাৎ + ইলীশায়ের অস্থি সপশ করি বামাত্র সজীব হইয় আপন পদে দাড়াইল । যিহোয়াহসের অধিকার সময়ে আরামের হসায়েল, রাজা ইস্রায়েলের প্রতি উপদ্রব করিল। তাহাতে পরমেশ্বর তাহাদের প্রতি অনুগ্রহ করলেন ও দয়া করিলেন, এবং ইব্রাহীম ও ইসহাক ও যাকুবের সহিত যে নিয়ম করিয়াছিলেন, তন্নিমিত্তে তাহাদের প্রতি সুদৃষ্টি করিয়া তাহাদিগকে আপাততে বিনষ্ট করিতে এবং আপন সাক্ষাৎ হইত্তে নিক্ষেপ করিতে অসমত হইলেন । পরে আরামের হসায়েল রাজা o 》份 3 to > → R. & 2. R తి ২ রাজাবলি। মরিলে তাহার পুত্র বিনহদদ তাহার পদে রাজ্যfভিষিক্ত হইল। আর হসায়েলের পুত্র বিনহদদ যুদ্ধ করিয়া ষোয়:াশের পিতা যিহোয়াহসহষ্টতে যে ২ নগর লইয়াছিল, সেই সকল নগর ঘিহোযাহসের পুত্ৰ যোয়াশ লইল : মোয়াশ তাহাকে তিন বার জয় করিয়া ইসায়েলের নগর পুনৰ্ব্বার व्लट्टे व्ल । ১৪ অধ্যায়। ১ অযৎসিয়ের সূরাজত্ব ৫ ও আপিন পিতার বন্ধকারিদিগকে ও ইদোমীয়দিগকে বধ করণ ৮ ও তপস্থার যন্ধে পর্যন্ত হওন ১৫ ও ঘেণয়ণশের মৃত্যু “»ዊ 3 অযগুলিয়ের হ’ত হওন ২১ ও আসরিয়ের রাজTভিষিক্ত হওন ২৩ ও যারবিয়ায়ের কুরাতত্ব ২৮ ও সিঙ্গরিয়ের রাজ্যtভিষিক্ত হওন । ইস্রায়েলের মিহোয়াহস রাজের পুত্ৰ যোয়ীশের অধিকারের দ্বিতীয় বৎসরে যিহুদার যোয়াশ রাজের পুল্ল অমৎসিয় রাজ্যাভিষিক্ত হইল। সে পয়ত্রিশ বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া যিরশালমে উনত্রিশ বৎসর রাজতন্ত্ৰ করিল ; যিরশালম্ নিবাসিনী যিহোয়দ্দন তাহার মাতা ছিল। সে যদ্যপি পরমেশ্বরের সাক্ষাতে উত্তম কর্ম করিল, তথাপি তাহার পূর্বপুরুষ দাযুদের তুল্য নয়, সে আপন পিতা যোয়াশের তাবৎ কর্মানুসারে কর্ম করিল। তাহাতে উচ্চস্থান উচ্ছিন্ন হইল না, কিন্তু লোকের তাহার উপরে বলিদান ও ধূপ দগ্ধ করিল। পরে তাহার কর্তৃতাদ্বারা রাজ্য সুস্থির হইলে তাহার যে দাসগণ তাহার পিতা রাজাকে বধ করিয়াছিল, তাহাদিগকে বধ করিল। কিন্তু পূত্রের পরিবৰ্ত্তে পিতা, ও পিতার পরিবৰ্ত্তে পুত্র হত হইবে না ; প্রতি জন আপন ২ পাপ প্রমুক্ত হত হইবে, পরমেশ্বরের এই যে আজ্ঞা মূসার ব্যবস্থাপুস্তকে লিখিত আছে, তদনুসারে ঐ ঘাতকদের সন্তানদিগকে সে বধ করিল না । সে লবণপ্রান্তরে ইদোমের সহস্র লোককে বধ করিল, ও যুদ্ধদ্বারা সেলা নগর | হস্তগত করিয়া তাহার নাম যক্তেল রাখিল ; অদ্যপি তাহার সেই নাম আছে। পরে অমৎসিয় ইস্রায়েলের যেহু রাজের পৌত্র যিহোয়াহসের পুত্র ষোয়:াশের নিকটে লোক পাঠাইয়া কহিল, আইস, আমরা পরসপর সাক্ষাৎ করি। তাহাতে ই সুয়েলের যোয়াশ রাজা যিহদার অমৎসিয় রাজের নিকটে লোক পাঠাইয়া কহিল, লিবানোনস্থ শিয়াল কাটা লিবানোনস্থ এরস, বৃক্ষের 00SS S B S S S S S S S S S S S S S B S S B S S S u—[২২-২৫] প ৪-৬ গৗ ৭৮; ৩৪-৩৯ ৷৷ [২৩] যা ও ২ ; ১৩ –[২৫] প ১৮, ১১ ৷৷ SB BBBS BB BBSBSSSBLSSSBSSSBSSS SSSSS S S S S S S S S SSSSSS BBB BBS S B DS SSS SDD DDSD BBJSBBS SBBBS BBSBBS BB 11–[৯] বি ১ ; ৮-১৫ । * (ইবু) বলুকে হস্তারোহণ করাও । (ইবু) যাইয়া। ; (ব) শৈল । 365 & ২৩ ত ৫ to: