পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ৭০ ঘিহদার লোকেরাও আপিনীদের প্রভূ পরমেশ্বরের আজ্ঞা পালন করিল না, ইসায়েল রাজ্যীয় লোকদের • নির্ণীত বিধির অনুসারে চলিল। অতএব পরমেশ্বর ইসায়েলের সমম্ভ বংশকে ত্যাগ করিয়া তাহাদিগকে দঃখ দিলেন, এবং যাবৎ আপন সাক্ষাৎহইতে দূর না করিলেন, তাবৎ তাহাদিগকে নাশকদের হস্তগত করিলেন। কেনন তিনি দায়ুদের বংশহইতে ইস্রায়েল রাজ্য পৃথক করিলে লোকের নিবাটের পুত্র যারবিয়াকে রাজা করিল ; তাহাতে যারবিয়াম পরমেশ্বরের সেবাহইতে ইসায়েল বংশকে পরাভূখ করিয়া তাহাদিগকে , মহাপাপেতে প্রবৃত্তি দিল। কেননা যার বিয়াম যেরূপ পাপাচরণ করিল, ইস্রায়েল বংশও তদ্রুপ পাপাচরণ ও করিল। এবং পরমেশ্বর আপন সেবক ভবিষ্যদ্বক্তৃগণ প্রমথাৎ যে রূপ কহিয়াছিলেন, তদনুসারে ইসায়েল বংশকে যাবৎ আপন সম্মুখহইতে দূর না করিলেন, তাবৎ তাহারা তাহা ত্যাগ করিল না ; এই রূপে ইসায়েল বংশ আপন দেশহইতে অশূরে নীত হইল, ও অদ্যাপি সেই স্থানে আছে। পরে অশূরের রাজা বাবিল ও কুথ ও অব্বা ও হমাৎ ও সিফর্বরিমহইতে লোকদিগকে অনিয়া ইসায়েলের পরিবত্তে তাহাদিগকে শোমিরোণ দেশীয় তাবৎ নগরে স্থাপন করিল ; তাহাতে তাহারা শোমিরোণ অধিকার করিয়া সেই সকল নগরের মধ্যে বসতি করিল। ২. সেখানে তাঁহাদের বাসের আরম্ভ সময়ে তাহারা পরমেশ্বরকে ভয় করিল না, এই জন্যে পরমেশ্বর তাহাদের মধ্যে সিংহগণকে পাঠাইলে তাহারা তাহাদের কতক লোককে বিনষ্ট করিতে লাগিল। অতএব লোকের অশূরের রাজাকে কহিল,তুমি যে জাতিদিগকে স্থানান্তর করিয়া শোমিরোণ দেশীয় নগরে স্থাপন করিয়াছ, তাহারা সে দেশের দেবতার পথে চলিতে জানে না, এই জন্যে দেবতা তাহাদের মধ্যে সিংহগণকে পাঠাই, স্বাছে, এবং দেখ, সিংহগণ তাহাদিগকে বিনষ্ট করিতেছে, কেননা তাহার সে দেশের দেবতার পথে , চলিতে জানে না। পরে অশূরের রাজা এই আজ্ঞা করিল, তোমরা তথা হইতে যে যাজকদিগকে আনিয়াছ, তাহাদের এক জনকে সেই দেশে লইয়া যাও; লোকের সেখানে যাইয়া বাস করুক, এবং সে তাহাদিগকে সে দেশের দেবতার পথ শিক্ষা দিউক । ২৮ পরে তাহারা শোমিরোণহইতে যে যাজকদিগকে লইয়া গিয়াছিল, তাহাদের এক জন আসিয়া বৈথেলে বাস করিল, এবং যে রূপে পরমেশ্বরকে ভয় করিতে x 8. ২ রাজাবলি । [১৭ অধ্যায়। হয়, তাহা তাহাদিগকে শিক্ষা দিতে লাগিল। তথাপি ২৯ প্রত্যেক জাতীয় লোকেরা আপন ২ দেবগণ নির্মাণ করিল, এবথ শোমিরোণীয়েরা যে ২ উচ্চস্থানে মন্দির করিয়াছিল সেই ২ স্থানে, এবং আপন ২ নিবাসনগরে প্রত্যেক জাতির আপিন ২ দেবগণকে স্থাপন করিল। সেই রূপে বাবিলের লোকেরা সুকেকাৎ-বিনোৎকে ৩• নির্মাণ করিল, ও কুর্থীয় লোকের নেগলকে, ও হুমাতের লোকেরা আশীমাকে নির্মাণ করিল। এবথ ৩১ অন্ধীয়েরা নিভস্ ও তত্ত্বককে নির্মাণ করিল, ও সিফবায়েরা সিফৰ্বায়মের দেবতার অর্থাৎ আদ্রম্মেলকের ও অনন্মেলকের উদ্দেশে আপন বালকগণকে দগ্ধ করিল। তাহারা পরমেশ্বরকে ভয় করিল, এবং আপনাদের ৩২ জন্যে উচ্চস্থানের মন্দিরে যজ্ঞকারি যাজকদিগকে অতিনীচ লোকদের মধ্যহইতে মনোনীত করিল। তাহার ৩৩ পরমেশ্বরকেও ভয় করিল, এবং যে ২ জাতিহইতে নীত হইয়াছিল *, তাহাদের ন্যায় আপন ২ দেবগণেরও সেবা করিল। তাহারা অদ্য পর্যন্ত পূৰ্ব্বকা- ** লের অাচারের ন্যায় আচার করে, পরমেশ্বরকে ভয় করে না, ও তাহার বিধি ও ব্যবস্থানুসারে, অর্থাৎ পরমেশ্বর যাহার নাম ইসুয়েল রাখিলেন, ৩৭ সেই যাকুবের বংশের প্রতি যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াছিলেন, তদনুসারে চলে না ; পরমেশ্বর সেই বংশের সহিত নিয়ম করিয়া এই আজ্ঞা দিয়াছিলেন, তোমরা অন্য দেবগণকে ভয় করিও না, ও তাহাদিগকে প্রণাম করিও না, ও তাহাদের সেবা করিও না, ও তাহাদের উদ্দেশে বলিদান করিও না । কিন্তু যে পরমেশ্বর মহা- ৩৪ পরাক্রমে ও বিস্তীর্ণ বাহুদ্বারা মিসরদেশহইতে তোমাদিগকে অনিয়াছেন, তাহাকে ভয় কর, ও তাহার ভজনা কর,ওর্তাহার উদ্দেশে বলিদান কর। এবং তিনি ৩৭ তোমাদের জন্যে যে বিধি ও ব্যবস্থা ও রাজ্য নীতি ও আজ্ঞা দিয়াছেন, মনোযোগ করিয়া তদনুসারে সর্বদ চল ; অন্য দেবগণকে ভয় করিও না। আমি তোমাদের ৩৮ সহিত যে নিয়ম করলাম,তাহ বিস্কৃত হইও না,ও অন্য দেবগণকে ভয় করিও না। কিন্তু আপনাদের প্রভূ পর- ৩৯ মেশ্বরকে ভয় কর, তিনি তোমাদের তাবৎ শত্রুর হস্তহইতে তোমাদিগকে উদ্ধার কারবেন। তথাপি তাহার ৪৪ তাহা শুনিল না, কিন্তু আপনাদের পূৰ্ব্ব মতানুসারে চলিল। সেই রূপে এই জাতীয় লোকেরা পুত্রপৌত্রত্ৰমে ৪১ পরমেশ্বরকেও ভয় করে,এবং আপনাদের ছাচে ঢাল প্রতিমার সেবাও করে ; তাহাদের পূৰ্ব্বপুরুষের যেরূপ করিত, তাহারাও অদ্য পৰ্য্যন্ত সেই রূপ করে। LLS BSBBSBS BBBBB BBS SBB BBS BB S B BBS ggSgg 0 gg S 00S LLS 0S AAA AAAAA ১২ ; ২৭, ২৬-৩৩ ॥-–[২৩] প ৬, ২৪ ৷ ২ রা ১৪ ; ১৫ । হে। ৮ ; SJSSAAAAS S BSB SSS0SSSS S B S BSBLSSSBSSS SSSS S LLSSSSAAAAAASK S SDDgAAS BBBS SL GGG 00SL LSLLLL BB BBSB SSS0SSSMSS D SAA LS0 S 0 L LS0 BSBS if-[०४] छि a ; २७ t!--[०s] ञ्चि ৩২ ; ৩e it—[৪১] প ২৮-৩৩ । যে ৪ ; ২২ ৷৷ 370

  • (বন) জাতিগনকে তথণস্থলীতে লষ্টয় গেল ।

|