পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o 48 নামক ইষ্টদেবতার মন্দিরে পূজা করিতেছিল, ইতি মধ্যে আদ্রম্মেলক ও শরেৎসর (নামক তাহার দুই পুত্র) খড়গদ্বারা তাহাকে নষ্ট করিল পরে অরারটু দেশে পলায়ন করিলে ; এ সরহদোন নামে তাহার অার এক ২ রাজাবলি । দশ অংশ ফিরুক। পরে যিশয়িয় ভবিষ্যদ্বক্ত পরমেশ্বরের উদ্দেশে প্রার্থনা করিলে আহসের ঘড়ির উপরে ছায়া যত অথশ গিয়াছিল, তিনি তাহার দশ অRশ ফিরাইলেন। [২০,২১ অধ্যায়।

  • >

পুত্র তাহার পদে রাজস্ব করিল। ২০ অধ্যায় । ১ হিসুিয়ের মৃত্যু সম্বাদ দেওন ও পুখনাদ্ধার রক্ষা পাওন ৮ ও রক্ষার চিহ্ন ১২ ও হিন্ধুিয়ের নিকটে দূতগণের গুপস্থিত হওন ও অহাদিগকে সকল ঐশ্বর্য দেওন ১৪ ও তাহার বিষয়ে যিশফ্লিয়ের ভবিষ্যদ্বাক্য ২০ ও হিসুিয়ের মৃত্যু । তৎকালে হিষিকয় মৃতকল্প পীড়িত হইলে আমোসের পত্র যিশfয়য় ভবিষ্যদ্বক্তা তাহার নিকটে আসিয়া কহিল, পরমেশ্বর কহেন, তুমি আপন বাটী প্রস্তুত কর*, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি আর বঁচিব ২ না। তাহাতে সে ভিত্তির দিগে সম্মুখ করিয়া পরও মেশ্বরের প্রতি প্রার্থনা করিয়া কহিল, হে পরমেশ্বর, বিনয় করি, অামি সত্যতাতে ও সরল অন্তঃকরণে তোমার সাক্ষাতে যেরূপ আচরণ করিয়াছি, ও তোমার দৃষ্টিতে যেরূপ সৎকর্ম করিয়াছি, তাহা তুমি এখন স্মরণ কর; তাহাতে হিষিকয় অতিশয় । ক্ৰন্দন করিতে লাগিল। * পরে যিশল্লিয়ের মধ্যপ্রাঙ্গণে উপস্থিত হওনের পূৰ্ব্বে তাহার নিকটে পরমেশ্বরের এই কথা উপস্থিত হইল, * তুমি ফিরিয়া গিয়া আমার লোকদের প্রধান হিন্ধিয়কে বল, তোমার পূৰ্ব্বপুরুষ দাম্বুদের প্রভু পরমেশ্বর ইহা কহেন, আমি তোমার প্রাথন শুনিলাম ও তোমার চক্ষুর জল দেখিলাম ; দেখ, আমি তোমাকে সুস্থ করিব ; তৃতীয় দিবসে তুমি পরমেশ্বরের মন্দিরে ও যাইবা । এবং আমি তোমার আয়ুর পঞ্চদশ বৎসর বৃদ্ধি করিব এবং অশূরীয় রা রে হস্তহইতে তোমাকে ও এই নগরকে রক্ষা করিব, আমি আপনার ও আপন দাস দায়ুদের নিমিত্তে এই নগর রক্ষা করিব। * পরে যিশয়িয় কহিল, এক ডুমুর ফলের চাক তান; পরে লোকেরা তাহ লইয়া সেফাটকের উপরে দিলে সে সুস্থ হইল । তৎকালে হিষিকয় যিশয়িয়কে কহিল, পরমেশ্বর আমাকে সুস্থ করিবেন, ও আমি তৃতীয় দিবসে পরমে৯ স্বরের মন্দিরে যাইব, ইহার চিহ্ন কি ? তাহাতে যিশয়িয় কহিল, পরমেশ্বর আপনার উক্ত বাক্য সফল করিবেন, ইহার এই চিহ্ন পরমেশ্বর হইতে তোমার প্রতি দত্ত হইবে ; ছায়া দশ অংশ অগ্রগামী, কিম্বাদশ ১• অংশ পশ্চাদগামী হইবে । হিষিকয় কহিল, ছায়া যে দশ অংশ অগ্রগামী হয়, এ ক্ষুদ্র বিষয় ; কিন্তু ছায়া ঐ সময়ে বলদনের পুত্র সিরোদক-বলদন নামে বাবিলের রাজা হিষিকয়ের পীড়িত হওনের পরে সুস্থ হওনের সম্বাদ পাইয়া দূতদ্বারা তাহার নিকটে পত্র ও উপঢৌকন দ্রব্য পাঠাইল। তাহাতে হিষিকয় তাহাদের সহিত সাক্ষাৎ | করিয়া আপন ভাণ্ডার, অর্থাৎ রূপ। ও সোণ ও সুগন্ধি দ্রব্য ও বহুমূল্য তৈল ও আপন অস্ত্রাগার ১ ও ভাণ্ডারের তাবৎ বস্তু তাহাদিগকে দেখাইল ; হিষিকয় তাহাদিগকে না দেখাইল, এমত কোন সামগ্রী তাহার বাটীতে ও তাবৎ রাজ্যে ছিল না । পরে যিশয়িয় ভবিষ্যদ্বক্তা হিষিকয় রাজার নিকটে আসিয়া জিজ্ঞাসা করিল, ঐ মনুষ্যেরা কি কহিল ? এবং কোথাহইতে তোমার নিকটে আসিয়াছে ? তাহাতে হিষিকয় কহিল, ইহার দূর দেশ বাবিলহইতে আসিয়াছে। সে জিজ্ঞাসা করিল, ইহারা তোমার বাটীতে কি ২ দেখিয়াছে ? হিষিকয় কহিল, আমার বাটীতে যাহ। ২ অাছে, সকলি দেখিয়াছে ; তাহাদিগকে না দেখাইয়াছি, সম্পত্তির মধ্যে এমত কোন দ্রব্য নাই । পরে যিশরিয় হিষিকয়কে কহিল, পরমেশ্বরের কথা শুন। দেখ, তোমার পূৰ্ব্বপুরুষাবধি অদ্য পৰ্য্যন্ত যাহা ২ সঞ্চয় হইতেছে, ও তোমার বাটীতে যে কিছু আছে, সকলি বাবিল নগরে লইয়া যাওনের সময় উপস্থিত হইবে ; তাহার কিছু অবশিষ্ট থাকিবে ন, পরমেশ্বর এই কথা কহেন। এব^ তোমার ঔরসজাত ও তোমার উৎপন্ন সন্তানগণের মধ্যে কতক নীত হইয়া বাবিলের রাজবাটীতে ছিন্নপুংস্ত হইয়া থা কিবে। তাহাতে হিষিকয় যিশয়িয়কে কহিল, তুমি পরমেশ্বরের যে কথা কহিলা, সে উত্তম; আরো কহিল, আমার রাজ্য সময়ে মঙ্গল ও সত্যতা হইবে । এই হিষিকয়ের অবশিষ্ট ক্রিয় ও সমস্ত পরাক্রম ও পুষ্করিণী ও প্রণালী করিয়া নগরে জল অনিয়ন, এই সকল কি যিহুদার রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? পরে হিষিকয় আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে তাহার পুত্র মিনাশ তাহার পদে রাজ্যাভিষিক্ত হইল । ২১ অধ্যায়। ১ মিনশির কুরাজত্ব করণ ও দেবপূজা করণ ১০ ও তাহার বিরুদ্ধে পরমেশ্বরের দণ্ডাজ্ঞ ১৭ ও তাহার মৃত্যু * > 3 আযোনের কুরাজত্ব করণ ২৩ ও তাছার মৃত্যু।

  • y

S BBBS BB BSBS S BB BSBS S BB BSBS S BBS BBS BBS BB S LL0 SBS S B S S B S S B S S B S S B S SBBSS SBBSS BB BBSBSBBS BB BB S BSBSBBSBBSBSS 0S0S SDSS 00S 0SS AAAA S AAA S 000 S 00 tS0S SDS DDS S0S S BB BSBS S BBS BBS BBS BBS BS BSS SBSBBSBS S BB BBS eeee L * (ব।) বাটীর বিষয়ে অজ্ঞা দেও। । (ইক্স যহত্ৰিদনেতে। (ব) যব্য নগরে। ॥ (ಸ್ತ್ರ) তাহীদের শুবৰ্ণ (ব) রত্নগিরি।