পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৩৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૩૧ ૭ ১ ষোশিয় আট বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া একত্রিশ বৎসর ফিরুশীলমে রাজতন্ত্ৰ করিল ; বস্কর্তীয় আদায়ার কন্যা যিদীদ তাহার মাতা ছিল। ২ সে পরমেশ্বরের সাক্ষাতে সৎকর্ম করিল, ও অাপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের পথে চলিল তাহার দক্ষিণে কি বামে ফিরিল না । • যোশিয়ের অধিকারের অষ্টাদশ বৎসরে রাজা মিশুল্লমের পৌত্র অৎসলিয়ের পুত্র শাফন লেখককে এই ৰ কথা কহিয়া পরমেশ্বরের মন্দিরে পাঠাইল। তুমি প্রধান যাজক হিলিঙ্কয়ের নিকটে যাইয়া পরমেশ্বরের গৃহে যে রূপা অানীত হইয়াছে, ও দ্বারপালের লোকদের স্থানে যাহা সংগ্ৰহ করিয়াছে,তাহা গণনা করিতে বল। এবং পরমশ্বরের গৃহাধ্যক্ষ যে কাৰ্য্যকারিরা তাহাদের হন্তে লোকেরা তাহ সমপণ করুক, এবথ তাহারা মন্দিরের ভগ্ন স্থান সারিবার জন্যে পরমেশ্বরের মন্দিরের কর্মও কারদের হস্তে তাহ দিউক। অর্থাৎ সূত্রধর ও গ্রন্থনকারি ও রাজদিগকে গৃহ সারিবার জন্যে কাষ্ঠ ও খোদিত প্র* স্তর ক্রয় করিতে দিউক। কিন্তু তাহাদের হস্তে যে টাকা সমপিত হইবে, তাহার বিষয়ে তাহাদের সহিত গণনা হইবে না, কেননা তাহারা বিশ্বাস্য হইয়া কৰ্ম করে। ৮ পরে হিলিকয় প্রধান যাজক শাফন লেখককে কহিল, অামি পরমেশ্বরের মন্দিরে এই ব্যবস্থাপুস্তক পাইলাম, পরে হিলিঙ্কয় শাফনকে সেই পুস্তক দিলে সে তাহ ২ পাঠ করিল। এবং শাফন লেখক রাজার নিকটে যাইয়া তাহাকে পুনৰ্ব্বার এই সমাচার দিল, মন্দিরেতে যত মৃদু পাওয়া গিয়াছে, সে সকল তোমার দাসগণ একত্র করিয়া * পরমেশ্বরের গৃহাধ্যক্ষ যে কাৰ্য্য১• কারিরা তাহীদের হন্তে দিয়াছে। পরে শাফন লেখক রাজাকে এই কথা জ্ঞাত করিল, লিঙ্কর যাজক আমাকে এই পুস্তক দিল; পরে শাফন রাজার সাক্ষাতে তাহ ১ ১ পাঠ করিল। তখন রাজা সেই ব্যবস্থাপুস্তকের কথা ১২ শুনিয়া আপন বস্ত্র চিরিল । এবং রাজা হিলিক্কর যাজককে ও শাফনের পুত্র অঙ্গীকামকে ও মাখায়ের পুত্ৰ অকবোরকে ও শাফন লেখককে ও অসায় নামে ১ও রাজার এক দাসকে এই আজ্ঞা করিল, তোমরা যাইয়া আমার ও লোকদের ও যিহুদার নিমিত্তে ঐ লব্ধ পুস্তকের কথার বিষয়ে পরমেশ্বরকে জিজ্ঞাসা কর, কেননা আমাদের পূৰ্ব্বপুরুষের এই পুস্তকের কথাতে মনোযোগ করে নাই, এই জন্যে আমাদের প্রতি লিখিত সকল কথানুসারে করিবার জন্যে আমাদের বিরুদ্ধে পরমেশ্বরের অতিশয় ক্রোধ প্রজবলিত হই LGB BBBS B BS SSS 0 SSSS LSLS D 00S S SS0S S BB BS ৮-১৩ –[৪-৭] ২ রা ১২ ; ৪-১২ ৷ L0 S00 SLS D D S S0S S DDSD LLSK BSBBS BSBB LS0 S 0 BB BBSS SSAAAS SDSS DD LS0S S B S S S LLSSSS BBB BB BBSBgSASA S0 দ্বি ২৮ ; ১৫-৬৮। ২৯ ; ২২-২৮। ৩২ ; ২১,২২ ৷৷ [*२,२०]९ हh ९० ; ०१-०२ ! * इn ९ २ ; २२ ॥ [২৩ অব্য : ১-৩] ২ ব০ ৩৪ ; ২৯-৩৪ ৷—[২] ২ র ২২ ; ৮ ৷৷

  • (ইব) গলাইয়া (ব।) দ্বিতীয় ভাগে ।

376 ২ রাজাবলি ৷ [২২, ২৩ অধ্যায়। য়াছে। অতএব হিলিকয় যাজক ও অহৗকাম ও অকবোর ১৪ ও শাফন ও অসায় বস্ত্রাগারের অধ্যক্ষ হইসের পৌত্ত তিক্বের পুত্র শল্লমের ভার্ষ্য হুলদ ভবিষ্যদ্বন্দ্রীর নিকটে গেল ; সে ফিরুশালমের বিদ্যালয়ে + বাস করিত, পরে তাহার সহিত কথোপকথন করিল। সে তাহাদিগকে কহিল, ইস্রায়েলের প্রভু পরমেশ্বর এই কথা কহেন, যে মানুষ তোমাদিগকে আমার কাছে পাঠাইল, তাহাকে কহ। পরমেশ্বর এই কথা কহেন, দেখ, আমি এই স্থানের ও তন্নিবাসিদের উপরে অমঙ্গল, অর্থাৎ যিহুদার রাজা যে পুস্তক পাঠ করিয়াছে, তাহাতে লিখিত সকল অমঙ্গল ঘটাইব। কেনন। তাহারা অামাকে ত্যাগ করিয়া স্ব ২ হন্তের ক্রিয়াদ্বারা আমাকে ক্রুদ্ধ করিবার জন্যে অন্য দেবগণের উদ্দেশে ধূপ জবালাইল, এই জন্যে এই স্থানের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজবলিত হইল, তাহ নিৰ্ব্বাণ হইবে না। পরমেশ্বরকে জিজ্ঞাসা করিতে তোমাদিগকে পাঠাইল যে যিহুদার রাজা, তাহাকে এই কথা কহ, তুমি যে বাক্য শুনিয়াছ, তাহার বিষয়ে ইস্রায়েলের প্রভু পরমেশ্বর ইহা কহেন, এই স্থানের ও তন্নিবাসিদের বিরুদ্ধে এই কথা কহিয়াছি, তাহার অরণ্য তুল্য ও শাপাসপদ হইবে ; তুমি যখন এই বাক্য শুনিলা, তখন তোমার অন্তঃকরণ কোমল হইল, ও তুমি পরমেশ্বরের সাক্ষাতে নমু হইলা ও আপিন বস্ত্র চিরিয়া আমার সম্মুখে ক্ৰন্দন করিল, এই জন্যে পরমেশ্বর কহেন, আমিও তোমার কথা শুনিলাম। আমি তোমার পিতৃলোকদের সহিত তোমাকে সংগ্রহীত করিব ; তুমি শান্তিতে আপন কবরে শয়ন করিবা, এবং আমি এই স্থানের উপরে যে সকল অমঙ্গল ঘটাইব, তাহা তোমার চক্ষুগোচর হইবে না। পরে তাহারা পুনৰ্ব্বার রাজাকে এই কথার সমাচার দিল। ২৩ অধ্যায়। ১ সভগতে প স্তকের পাঠ করণ ৩ ও লোকদের সষ্ট্রে নিয়য স্থির করণ ও দেবপূজার দুব্য ও স্থান নষ্ট করণ ১৫ ও বৈয়েলের বেদি অশুচি করণ ২১ ও নিম্ভার পর্ব পালন - ২৪ ও দুষ্ট লোককে দূর করণ ২১ ও যিহুদীলোকের পুতি ঈশ্বরের ক্রেণব ২১ ও যুদ্ধেতে মেশিয়ের মৃত্যু ు" ও তাহার পুত্ৰ যিহে য়াহসের বদ্ধ হওন ৩৬ ও যিহোয়কীযের কুরাজত্ব করণ । পরে রাজা লোক পাঠাইলে তাহারা ঘিলুদার ও যিরশালমের সমস্ত প্রাচীনকে তাহার নিকটে একত্র করিল। পরে রাজা পরমেশ্বরের মন্দিরে গেলে, > & > -o