পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পালকে সেই কুপের জল পান করায়; কিন্তু সেই কুপের নিকটে তাবৎ পাল একত্র হওন পর্যন্ত সেই কুপের মুখে ও এক থান বৃহৎ প্রস্তর আচ্ছাদন থাকে। পরে লোকের তাহার মুখহইতে প্রস্তুর সরাইয়া মেষ পালকে জলপান করায়, এবং পুনৰ্ব্বার কুপের মুখে প্রস্তর দেয়। যাকুব তাহাদিগকে জিজ্ঞাসিল হে ভাই সকল, তোমাদের নিবাস কোথায় ? তাহাতে তাহার কহিল, হারণ নগরে। তখন যাকুব জিজ্ঞাসিল, তোমরা নাহোরের পৌত্র লাবনকে চিন কি না ? তাহারা কহিল, ও চিনি। যাকুব জিজ্ঞাসিল, সে কেমন * অাছে ? তাহার কহিল, সে ভাল আছে ; ঐ দেখ,তাহার কন্যা রাহেল • মেষ পাল লইয়া আসিতেছে। তখন যাকুব কহিল, এখনও অনেক বেলা+ আছে ; মেষপাল একত্র করণের সময় হয় নাই ; তোমরা মেষ পালকে জলপান করাইয়া ৮ পুনৰ্ব্বার চরাইতে লইয়া যাও। কিন্তু তাহারা কহিল, যে পর্যন্ত তাবৎ পাল একত্র না হয়, ও কুপের মুখহইতে প্রস্তুর সরান না যায়, তাবৎ আমরা তাহা করিতে পারি না; তাহা হইলে আমরা মেষদিগকে জলপান করাইব । যাকুব তাহদের সহিত এই রূপ কথা কহিতেছে, ইতোমধ্যে রাহেল আপন পিতার পশুপাল লইয়া ১• উপস্থিত হইল, কেননা সে মেষপালিকা ছিল। তখন যাকুব আপন লাবন মাতুলের কন্যা রাহেলকে ও তাহার পশুপালকে দেখিয়া নিকটে গিয়া কুপের মুখহইতে প্রস্তর সরাইয়া লাবন মাতুলের পশুপালকে জলপান করাইল । পরে যাকূব রাহেলকে চুম্বন করিয়া উচ্চৈঃস্বরে ১২ ক্ৰন্দন করিয়া, আপনি যে তাহার পিতার কুটুম্ব ও রিবকার পুত্ৰ, এই পরিচয় দিলে রাহেল শীঘু গিয়া ১৩ আপন পিতাকে সংবাদ দিল। তাহাতে লাবন আপন ভাগিনেয় যাকুবের সংবাদ পাইযা আরায় তাহার সহিত সাক্ষাৎ করিতে গিয়া তাহাকে আলিঙ্গন ও চুম্বন করিয়া আপন গৃহে লইয়া গেল ; পরে সে আপন আগ১৪ মনের সমস্ত বিবরণ লাবনকে জ্ঞাত করিল। তাহাতে লাবন কহিল, তুমি আমার অস্থি ও মাংস স্বরূপ। পরে যাকুর তাহার গৃহে এক মাস | বাস করিল। অনন্তর লাবন যাকুরকে কহিল, তুমি কুটুম্ব হইয়া কি বিনা বেতনে আমার দাস্য কর্ম করিব ? অতএব ১৬ কি বেতন লইবা ? তাহ বল। ঐ লাবনের দুই কন্যা ছিল ; তাহার জ্যেষ্ঠার নাম লেয়া ও কনিষ্ঠার নাম ১৭ রাহেল। লেয়া ক্লিন্নাক্ষী ছিল, কিন্তু রাহেল রূপবর্তী ১৮ ও সুন্দরী ছিল; এবং যাকুব তাহাকে ভাল বাসিত, এই জন্যে সে উত্তর করিল, তোমার কনিষ্ঠ কন্যা রাহেলের জন্যে আমি সাত বৎসর তোমার দাস্য > > x o or [২১ অধ্য : ১ , ১০] যা ২ : ১৬, ১৭ it—[১২] আী ২৭ [২২] বি ১৪ , ১s it—[২৫] অ’ ২৭ ; ৩৬ li-[২৭]বি ১৪ ; * (ইন্দ্র) কি তাহার কল্যাণ (ইব্র) দিন বত্ব আদিপুস্তক l [২৯ অধ্যায়। কর্ম করিব। তাহাতে লাবন কহিল, অন্য পাত্রকে ১s দান করা অপেক্ষ তোমাকে দান করা উত্তম বটে, অতএব আমার নিকটে থাক। এই রূপে যাকুব রাহে- ২১ লের জন্যে সাত বৎসর দাস্য কর্ম করিল ; রাহেলের প্রতি তাহার এমত অনুরাগ ছিল, যে সাত বৎসরও তাহার অলপ দিন বোধ হইল । পরে যাকুব লাবনকে কহিল, আমার নিয়মিত কাল ২১ সম্পূর্ণ হইল, এখন আমার ভাৰ্য্য! আমাকে দেও, আমি তাহাতে গমন করিব। তাহাতে লাবন ঐ স্থানের তাবৎ ২২ লোককে নিমন্ত্রণ করিয়া ভোজন করাইয়া রাত্রিকালে ২৩ আপন কন্যা লেয়াকে লইয়া তাহার নিকটে অনিয়া দিলে যাকুর তাহাতে উপগত হইল। এবং লাবন ২৪ আপন কন্যা লেয়ার দাস্যকর্মার্থে সিম্পা নামে আপন দাসীকে দিল। কিন্তু প্রভাত হইলে সে যে লেয়া, ২৪ ইহ দেখিয়া যাকুব লাবনকে কহিল, তুমি আমার সহিত এ কি ব্যবহার করিলা ? আমি কি রাহেলের জন্যে তোমার দাস্য কর্ম করিলাম না ? তবে কেন আমার প্রতি বঞ্চন করিলা ? তখন লাবন কহিল, ২৬ অামাদের এই স্থানে জ্যেষ্ঠ অদত্ত থাকিতে কনি|ੋਂ দান করা অকৰ্ত্তব্য। এখন তাহার সাত দিন ২৭ যাপন কর; পরে যদি আরো সাত বৎসর আমার দাস্য কর্ম কর, তবে অন্য কন্যাকেও তোমাকে দান করিব। তাহাতে যাকুব সেই প্রকার করিল, অর্থাৎ ২৮ তাহার সাত দিন যাপন করিল। পরে লাবন ২৯ তাহার সহিত আপন কন্যা রাহেলের বিবাহ দিল, |- রাহেলের দাস্যকর্মার্থে বিলহা নামে আপন দাসীকে দিল। তখন সে রাহেলেতেও উপগত হইল ; ৩৭ এবণ্ড লেয়ার অপেক্ষ রাহেলকে অধিক ভাল বাসিল, এব^ রাহেলের জন্যে অার সাত বৎসর লবিনের দাস্য কর্ম করিল। পরে পরমেশ্বর লেয়াকে অবজ্ঞাত দেখিয় তাহাকে ৩১ গৰ্ত্ত ধারণের শক্তি দিলেন, কিন্তু রাহেল বন্ধ্য হইল। অতএব লেয়া গৰ্ত্তবর্তী হইয়া পুত্র প্রসব করিলে তাহার ৩২ নাম রুবেন ( পুত্ৰকে দেখ ) রাখিল ; কেননা সে কহিল, পরমেশ্বর অবশ্য আমার দুঃখ দেখিয়াছেন ; অতএব স্বামী অামাকে এখন ভাল বাসিবেন। অপর ৩৩ সে পুনৰ্ব্বার গৰ্ববর্তী হইয়া পুত্র প্রসব করিয়া কহিল, আমি অবজ্ঞাত আছি, পরমেশ্বর ইহা শ্রবণ করিয়া আমাকে এই পুত্রও দিলেন ; পরে তাহার নাম শিরিয়োন (শ্রবণ) রাখিল। এবং আর বার সে ৩৪ গৰ্ববর্তী হইয়া পুত্র প্রসব করিয়া কহিল, এত দিনের পর স্বামী অামাতে আসক্ত হইবেন, কেননা আমি তাহার তিন পুত্র প্রসব করিলাম ; অতএব তাহার নাম লেবি (আসক্ত) রাগিল। পরে পুনৰ্ব্বার তাহার ৩৫

e૭ 1ા-[૭] ૧8 ; ૨૨ , ૭૦ ll-[38] ઃિ s ; ૨ Iા** 11–see] * * * il-[29] if ov; , , a u (ইবু) শ্রবণ । (ই দিবসদের এক যাস ।