পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ ৯২ ২২ তুল্য নয়। এবং অনেক * কার্য্যকারি কবসেলের এক বলবানের পৌত্র যিহোয়াদার পুত্র বিনায় ছিল, সে সিংহতুল্য দুই মোয়াবীয় লোককে বধ করিল ; তদ্ভিন্ন সে হিমানীর সময়ে গন্তের মধ্যে যাইয়া এক ২৩ সিংহকে মারিল; এবং সে পাঁচ হস্ত দীর্ঘ বৃহৎকায় এক মিস্ট্রীয়কে বধ করিল ; ঐ মিস্ত্ৰীয়ের হস্তে তন্ত্রবায়ের নরাজের ন্যায় এক বড়শা ছিল, এবং ইহার হস্তে এক দণ্ড ছিল ; পরে সে যাইয়া মিস্ত্ৰীয়ের হস্ত হইতে বড়শা কড়িয়া লইয়া তাহার বড়শাদ্বারা ২৪ তাহাকে বধ করিল। যিহোয়াদার পুত্র বিনায় এই সকল কর্ম করিল, তাহাতে সে (দ্বিতীয় ) তিন পরাক্র২৭ মির মধ্যে নামলব্ধ হইল। সে ঐ ত্ৰিশ জন অপেক্ষা মৰ্য্যাদাপন্ন ছিল, কিন্তু প্রথম তিনের তুল্য ছিল না; এবং দায়দ আত্মরক্ষাথে তাহাকে সেনাপতি করিল। সৈন্যগণের মধ্যে এই সকল লোক বীর ছিল, যোয়াবের ভাত অসাহেল, এবং বৈৎলেহম নিবাসি ২৭ দোদরের পুত্র ইলহানন ; এবং হরোরীয় শমোৎ, ২৮ পিলোনীয় হেলস্ এবং তিকোরীয় ইবেকশের পুত্ৰ ২১ ঈরা, ও অনাথোতীয় অবয়েষর ; এবং হুশান্তীয় ৩• সিদিখয়, ও অহোষ্ট্ৰীয় ঈলয় ; এবং নিটোফাতীয় ৩১ মহরর, ও নিটোফাতীয় বানার পুত্র হেল ; এবং বিনয়ামীন বংশের গিবিয়া নিবাসি রাবয়ের পুত্ৰ ৩২ ইন্তয় ; এবং পিরিয়াথোনীয় বিনায়, ও নহল-গাশ ৩৩ নিবাসি হরয়, ও অর্বতীয় অবীয়েল ; ও বাহরূমীয় ৩. অসমাবৎ, ও শালীয় ইলিয়হব ; এবং গিষোনায় ৩• বিনেহাশেম্, ও হররীয় শাগির পুত্ৰ যোনাথন ; ও হরারীয় সখিরের পুত্র অহীয়ায় ; এবং উরের পুত্ৰ ৩৬ ইলীফাল ; ও মিখেরাতীয় হেফর, ও পিলোনীয় ও অহিয় ; ও কমিলীয় হিন্ত্রয়, ও ইষত্ৰয়ের পুত্ৰ নারয় ; ৩৮ এবং নাথনের ভুতি যোয়েল, ও হগ্রির পুত্র মিভর ; ss ও অন্মোনীয় সেলক, ও সিরুরার পুত্র ঘোয়াবের অন্ত্রas বাহক বেরোতীয় নহরয় ; ও যিত্রীয় ঈরা, ও ফিত্রীয় as গারেব, ও হিন্তীয় উরিয়, ও অহলয়ের পুত্র সবিদ ; ও ৪২ রূবেনীয় শাষার পুত্ৰ অদীন, সে রুবেনায়দের সেনাa • পতি ছিল, ও তাহার অনুগামী ত্ৰিশ জন ছিল ; এবং মাখার পুত্ৰ হানন, ও মিতনীয় যোশাফটুং ও অন্তিরোতীয় উষয়, ও অরোয়েরীয় হোথমের পুত্র শামা ও ৪• যিয়ীয়েল, ও শিমির পুত্ৰ যিদীয়েল ও তাহার ভুতি ৪৬ তীর্ষীয় যোহা ; এব- মহৰীয় ইলীয়েল, ও ইলনামের a • পত্র ঘিরীবয় ও যোশবিয়, ও মোয়াবীয় যিৎমা ; এবথ ইলীয়েল ও ওবেদ ও মিষোবার ঘাসীয়েল । ১২ অধ্যায়। ১ দায়দের বিনয়ামীলীয় ওপকীরিদের নায় ৮ ও গণদীয় শুপকারিদের লtয ১৬ ও অমণসীর পুতি দাযুদের R. Se LLgS BB BBSBSSSBLSSSBSSS B BBS S0S0S S S S B S S S S S S S S S S ১২ আয় ; >] ১ শি ২৭ s s.s 1–so] বি ২০ ; ১৬ –[১৮] ১ বৎ ২ : ১৭ ২ শি >• ; x & ] SBS BBB S SBS BB BBBBBB BB BBB BBS BB BB BBB SSSSSS BBB BB BBS 392 ১ ব০শাবলি । [১২ অধ্যায় । কয়। ১৯ ও য়িনশির কতক লোকদের কয়। ২৩ ও তাবৎ বংশের ওপকীরিদের স**Tণ । যে সময়ে দার্দ কীশের পুত্র শৌলের ভয়ে সিক্লগে রুদ্ধ ছিল, তৎকালে এই সকল লোক দায়ুদের নিকটে আইল ; তাহারা বীরের মধ্যে গণিত ও যুদ্ধে উপকারী ছিল। এবং ধনুৰ্দ্ধারী ছিল, এবং বাম হস্তুের ২ ও দক্ষিণ হস্তের দ্বারা প্রস্তুর ও ধনুর্বাণ নিক্ষেপণে নিপুণ ছিল,এমত বিনয়ামীনীয় শৌলের কতক ভাতৃগণ আইল। গিৰিয়াতীয় শিমায়ের পুত্র অহীয়েষর ও যো- ও য়শ তাহাদের প্রধান, ও অসমারতের পুত্ৰ যিষীয়েল, ও পেলট ও বিরাখা ও অনাথোন্তীয় যেহু ; এবং ত্ৰিশ । জনের মধ্যে বলবান ও ত্ৰিশের উপরে নিযুক্ত গিৰিয়োনীয় যিশময়িয় ও বিরিমিয় ও মহীয়েল ও যোহানন ও গিদেরার্থীয় ঘোষবিদ ; ও ইলিয়ূষয় ও যিরেমোৎ " ও বালিয়া ও শিমরিয় ও হরূফীয় শিফটিয় ; ও ১ ইলকান ও ফিশিয় ও অসরেল ও যোয়েষর, ও যাশবিয়াম ; এই সকল কোরীয় লোক, ও গিদোরের নিবাসি ঘিরোহমের পুত্ৰ যোয়েল ও সিবদিয়। আর গাদীয়দের মধ্যে যুদ্ধযোগ্য বলবান লোকেরা । ঢাল ও বড়শ ধারণ করিয়া সিংহের মুখের ন্যায় মুখ ও পৰ্ব্বতস্থ হরিণের ন্যায় বেগ বিশিষ্ট হইয়া প্রান্তরস্থিত দুরাক্রমণ স্থানে দায়ুদের নিকটে আইল । প্রথম । এষর, ও দ্বিতীয় ওবাদয়, ও তৃতীয় ইলীয়াব ; ও চতুর্থ ১" মিশমল্লা, ও পঞ্চম বিরিমিয় ; ও ষষ্ঠ অন্তয়, ও সপ্তম ১৪ ইলীয়েলঃ ও অষ্টম যোহানন, ও নবম ইলসবিদ ; ১২ ও দশম বিরিমিয়, ও একাদশ মগবন্নয়। গাদের এই ১৩ সন্তানের সেনাপতি ছিল, এবং ক্ষুদু জন শতপতি • ছিল, ও মহৎ লোক সহস্পত্তি | ছিল। প্রথম মাসে যে ১৫ সময়ে যদ্দন নদীর জলে তট পূর্ণ ছিল, তখন ইহার তাহার পারে প্রান্তরস্থ তাবৎ লোককে পূৰ্ব্বদিগে ও পশ্চিমদিগে পলায়ন করাইয়াছিল। অপর বিনয়ামীনের ও যিহুদার কতক লোকের • দায়দের নিকটে দুরাক্রমণ স্থানে আইল । তাহাতে ১৭ দায় তাহদের সহিত সাক্ষাৎ করিতে বাহিরে যাইয়া তাহাদিগকে কহিল, যদি তোমরা আমার উপকারের জন্যে নিৰ্বিরোধে আমার কাছে আইস, তবে আমার মন তোমাদের প্রতি একাগু হইবে ; কিন্তু আমার কোন দৌরাত্ম্য না থাকিলেও যদি আমাকে শত্রুহস্তগত করুণার্থে আসিয়া থাক, তবে আমাদের পিতৃলোকদের ঈশ্বর তাহা দেখিয়া অনুযোগ করুণ। তখন প্রধান রথী ৮ অমাসয়ের প্রতি আত্মা আবির্ভূত হইলে সে কহিল, হে দায়ুদ, আমরাই তোমার পক্ষীয়, ও হে যিশয়ের পুত্র, আমরা তোমার সঙ্গি লোক; মঙ্গল হউক,তোমারই মঙ্গল হউক, ও তোমার উপকারিদের মঙ্গল হউক, > o