পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০ অধ্যায় [] গৰ্ত্ত হইলে সে পুত্র প্রসব করিয়া কহিল, এখন আমি পরমেশ্বরের প্রশংসা করি ; অতএব তাহার নাম যিহুদা (প্রশংসা) রাখিল। তাহার পর তাহার গৰ্ত্ত নিবৃত্তি হইল । ৩০ অধ্যায়। ১ লেয়ার প্রতি রণহেলের ঈর্ষ, ১৪ ও রাস্থেলের দুদাল পাওন, ১৯ ও লেয়ার পনশ্চ সন্তান সন্ততি হওন, ২২ ও রণহেলের সন্তান মূষত্রের জন্ম, ২৫ ও যাকুব পিত্রালয়ে যাইতে চাহিলে তাহীর সহিত লীবনের নিয়ম স্থির করণ, ৩৭ ও সল্পত্তি পাইতে যাকুবের ওপায় । অপর আপনাতে যাকুবের পুত্র জন্মিল না,ইহা দেখিয়া রাহেল ভগিনীর প্রতি ঈর্ষা করিয়া যাকুবকে কহিল, আমাকে সন্তান দেও,নতুবা অামি মরিব। তাহতে যাকূব রাহেলের প্রতি ক্রোধ করিয়া কহিল, তোমার গৰ্বের ফল নিবারণ করিলেন যে ঈশ্বর, তাহার প্রতিনিধি ৩ কি আমি ? তখন রাহেল কহিল, তবে অামার দাসী বিলহাতে গমন কর, সে পুত্র প্রসব করিয়া অামার কোলে দিলে আমি তাহাহইতে পুত্রবর্তী হইব +। ইহা বলিয়া সে অাপন দাসী বিলহাকে স্বামির সহিত বিবাহ দিল। তখন যাকুব তাহাতে গমন করিলে বিলহা ৬ গৰ্ববতী হইয়া যাকুবের এক পুত্র প্রসব করিল। তখন রাহেল কহিল, ঈশ্বর আমার প্রতি ন্যায় করিলেন, কেননা তিনি আমার কাকুক্তি শুনিয়া আমাকে পুত্র দিলেন ; অতএব সে তাহার নাম দান (ন্যায়) রাখিল। অনন্তর রাহেলের বিলহা দাসী পুনৰ্ব্বার গৰ্ত্ত ধারণ করিয়া যাকুবের দ্বিতীয় পুত্র প্রসব করিল। তখন রাহেল কহিল, আমি মহাযতেনতে ভগিনীর সহিত মল্ল যুদ্ধ করিয়া জয় করিলাম। অতএব সে তাহার নাম ১ নপ্তালি (মল্ল যুদ্ধ) রাখিল। অনন্তর লেয়া আপনার গৰ্ত্ত নিবৃত্তি বুঝিয়া আপনার সিম্পা নামে দাসীকে লইয়া ১ও স্বামির সহিত বিবাহ দিল। তাহাতে লেয়ার সিম্পা দাসীর গৰ্বহইতে যাকুবের এক পুত্র জন্মিল । তখন লেয়া * ১ কহিল, এক দল আসিতেছে ; অতএব তাহার নাম গাদ ১২ (দল) রাখিল। অনন্তর লেয়ার দাসী সিম্পা যকৃবের ১৩ দ্বিতীয় পুত্র প্রসব করিল। তাহাতে লেয়া কহিল, অামি ধন্য1 |, সকল স্ত্রীলোক আমাকে ধন্য কহিবে ; অতএব সে তাহার নাম অাশের (ধন্য) রাখিল । অপর গম কাটনের সময়ে রূবেন বাহিরে গিয়া ক্ষেত্রে দুদাফল পাইয়া অনিয়া আপন মাতা লেয়াকে দিল ; তাঁহাতে রাহেল লেয়াকে কহিল, তোমার ১৫ পুত্রের আনীত দুদাফল কিছু অামাকে দেও। তাহাতে সে কহিল, তুমি আমার স্বামিকে লইল, এ কি ক্ষুদ্র বিষয় ? তুমি আমার পুত্রের দুদাফলও লইতে চাহ ? > 8 l °N তখন রাহেল কহিল, তোমার পুত্রের দৃদাফলের পরিবত্তে সে অদ্য রাত্রিতে তোমার সহিত শয়ন করবে। পরে সন্ধ্যাকালে ক্ষেত্ৰহইতে যাকুবের আগমন ১৬ সময়ে লেয়া তাহার সঙ্গে সাক্ষাৎ করিতে বাহিরে গিয়া কহিল, আদ্য রাত্রিতে আমার সহিত তোমাকে শয়ন করিতে হইবে, কেননা আমি আপন পুত্রের দুদাফল দিয়া তোমাকে ভাড়া করিলাম ; অতএব সে সেই রাত্রিতে তাহার সহিত শয়ন করিল। তাহাতে ১৭ ঈশ্বর লেয়ার প্রার্থনা শুনিলে সে পুনৰ্ব্বার গৰ্ত্তবর্তী হইয়া যাকুবের পঞ্চম পুত্র প্রসব করিল। তখন ১৮ লেয়া কহিল, ঈশ্বর আমাকে বেতন দিলেন, কেননা আমি স্বামিকে আপিন দাসী দিলাম ; অতএব সে তাহার নাম ইষাথর (বেতন) রাখিল। অনন্তর লেয়া পুনৰ্ব্বার গর্ভধারণ করিয়া বাকুবের ১৯ ষষ্ঠ পুত্র প্রসব করিল। তখন লেয়া কহিল, ঈশ্বর ২০ আমাকে উত্তম যৌতুক দিলেন, এখন আমার স্বামী অামার সহিত বাস করিবে, কেননা অামাতে তাহার ছয় পুত্র জন্মিল ; অতএব সে তাহার নাম সিবুলুন (বাস) রাখিল। অনন্তর তাহার এক কন্যা জন্মিলে ২১ তাহার নাম দীণ রাখিল । অনন্তর ঈশ্বর রাহেলকে স্মরণ করিয়া তাহার প্রার্থনা ২২ শুনিয় তাহাকে গৰ্ত্ত ধারণের শক্তি দিলেন। তখন ২৩ তাহার গৰ্ত্ত হইলে সে পুত্র প্রসব করিয়া কহিল, ঈশ্বর এখন আমার অপমান দূর করিলেন। পরে সে ২৪ তাহার নাম যুষফ (বৃদ্ধি) রাখিয়া কহিল, পরমেশ্বর আমাকে আরো এক পুত্র দিউন। অপর রাহেলহইতে যুষফ জন্মিলে যাকূব লাবনকে ২৫ কহিল, আমাকে আপন দেশে স্বস্থানে যাইতে বিদায় কর। এবং আমি যাহাদের জন্যে তোমার দাস্য কর্ম ২৬ করিলাম, আমার সেই স্ত্রীগণ ও পুত্রগণকে অামাতে সমপণ করিয়া যাক্টতে দেও ; কেননা যে রূপ তোমার দাস্য কর্ম করিলাম, তাহা তুমি জ্ঞাত আছি। তখন ২৭ লাবন তাহাকে কহিল, বিনয় করি, তুমি এখন আমার প্রতি অনুগ্রহ কর, কেননা আমি অনুভবে জানিলাম, কেবল তোমার নিমিত্তেই পরমেশ্বর আমাকে আশীবাদ করিলেন। অতএব সে কহিল, তুমি আপনি ২৮ আমার স্থানে যে রূপ বেতন স্থির করিব, আমি তাহাই তোমাকে দিব। তখন ষাকুব তাহাকে কহিল, আমি ২৯ যে রূপ তোমার দাস্য কর্ম করিলাম, এবং আমার নিকটে তোমার পশুগণ যে রূপ আছে, তাহাও তুমি জ্ঞাত আছ। কেননা আমার আগমনের পূৰ্ব্বে তোমার ৩• অলপ সম্পত্তি ছিল, কিন্তু এখন প্রচুর ১ হইয়াছে; আমার আগমনাবধি ** পরমেশ্বর তোমার মঙ্গল [৩০ অব্য ; ১] অ’ ২১ ; ৩১ । প ২৩ ৷ যু ৪ ; e , ৮, ১ 11–[৩, ৪ ] অ’ ১৬; ২ , ৩ u—[১] প ৩, ৪ it—[২২] প ১ । BB S S BBBS LS BSBBS BSBBSBS S BSBSBBSBS SLLSSS SS S0 LS SBBS B BBB BBB BBBB BBBBSS SBBSS BB BBBBB S BBBBB BBBB SBBS BBBB BB BBBS (ইবু) আতিশয় বঙ্কিত। ** (ইঃ) আয়ার চরণে।