পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৭ অধ্যায়।] আমি এরস কাষ্ঠ নির্মিত গৃহে বাস করিতেছি, কিন্তু পরমেশ্বরের নিয়মসিন্দুক ব্যবধানবস্ত্রের মধ্যে বাস করে। তাঁহাতে নাথন দায়দকে কহিল, তুমি আপন মনে যাহা আছে, তাহাই কর ; ঈশ্বর তোমার সঙ্গেই আছেন । = অপর ঐ রাত্ৰিতে ঈশ্বরের এই বাক্য নাথনের নিকটে উপস্থিত হইল, তুমি যাইয়া আমার দাস দায়ূদৃ কে কহ,পরমেশ্বর এই কথা কহেন,তুমি আমার বাসার্থে এক মন্দির নির্মাণ করিব না। আমি ই সুরেল বxশকে এই স্থানে আনয়ন দিবসাবধি অদ্য পৰ্য্যন্ত মন্দিরে বাস করি নাই, কিন্তু এক তাম্বুহইতে অন্য তাম্বুতে ও এক = বাসস্থানহইতে অন্য বাসস্থানে গিয়াছি। তথাপি আমি ইস্রায়েল বংশের সহিত যত কাল ভূমণ করি লাম, তাহার কোন সময়ে, তোমরা আমার জন্যে এর স্ কাষ্ঠের গৃহ নিৰ্মাণ কর না কেন ? আমার লোকদিগকে পালন করিতে যে বিচারকর্তৃগণ আজ্ঞাপিত ছিল, সেই ইস্রায়েলীয় বিচারকর্তৃগণের কাছে আমি কি এমন কথা কখন কহিয়াছি ? এখন তুমি আমার দাস দায়ুদকে কহু, সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর এই কথা কহেন, আমার লোক ইস্রায়েল বংশের উপরে রাজা করিবার জন্যে আমি তোমাকে মেষবাথান হইতে অর্থাৎ ৮ মেষের পশ্চাদগমনহইতে গ্রহণ করিলাম। এবং তুমি যে ২ স্থানে গমন করিলা, সেই সকল স্থানে তোমার সঙ্গে থাকিয় তোমার সম্মুখহইতে তোমার সমস্ত শত্ৰুকে উচ্ছিন্ন করিলাম ; এবং পুথিবীস্থ মহলোকের * নামের ন্যায় তোমার মহানাম করিলাম। তদ্ভিন্ন আমি আপন লোক ইস্রায়েল বংশের জন্যে এক স্থান নিরূপণ করিয়াছি ; সেই নিজ স্থানে যেন তাহারা চিরকাল বাস করে, ও কখনো চালিত না হয়, এই জন্যে আমি তাহাদিগকে স্থাপন করিয়াছি; এবং দুষ্ট বংশের পূৰ্ব্বকালের ন্যায় তাহাদিগকে আর ক্লেশ দিবে না। ষে অবধি আমার লোক ই সুয়েল বংশের উপরে বিচারকতৃত্বপদ স্থাপন করিলাম, তদবধি যে রূপ হইল, তদপেক্ষাও অধিক রূপে তোমার সমস্তু শত্ৰুদিগকে দমন করিলাম, এবং পরমেশ্বর তোমার জন্যে এক বংশ স্থাপন * করিবেন, এই কথাও কহিলাম । আর তুমি সম্পূর্ণায়ু হইয়া পিতৃলোকদের নিকটে গত হইলে আমি তোমার সন্তানজাত ভাবিব^শকে ১২ স্থাপিত করিব, ও তাহার রাজ্য স্থির করিব । সে আমার নিমিত্তে এক মন্দির নির্মাণ করিবে, এবং আমি ১৩ তাহার রাজসিংহাসন চিরকাল স্থির করিব। এব^ আমি তাহার পিতৃস্বরূপ হইব ও সে আমার পুত্রস্বরূপ হইবে। কিন্তু তোমার অগ্ৰগামিহইতে যেমন অনুগ্রহ - > ১ বংশাবলি । No) S R লইলাম, তেমনি তোমাহষ্টতে আমার অনুগ্রহ নীত হইবে না। কিন্তু আমার গৃহে ও আমার রাজ্যে • তাহাকে চিরকাল স্থির রাখিব, এবং তাহার সিRহাসনও সৰ্ব্বদা নিশ্চল হইবে। পরে নাথন এই সকল ১৭ বাক্য ও স্বপ্ন দশনানুসারে দায়দকে কহিল। তাহাতে দায়দ রাজা অন্তরে যাইয়া পরমেশ্বরের - সম্মুখে বসিয়া কহিল, হে প্রভো পরমেশ্বর, আমি কে, ও আমার বংশ কে, যে তুমি আমাকে এপর্যন্ত আনিয়াছ? তথাপি, হে প্রভো, ইহা তোমার দৃষ্টিতে ক্ষুদ্র বিষয় ? হয় ; কেননা, হে প্রভো পরমেশ্বর, তুমি আপন দাসের ভাবি বংশের বিষয়ে কথা কহিলা, ও অামাকে উচ্চপদস্থ লোকের সদৃশ জ্ঞান + করিল। এতদ্ভিন্ন দায়দ্র - তোমার দাসের মর্যাদার বিষয়ে তোমাকে আর কি কহিতে পারে ? তুমি আপন দাসকে জ্ঞাত আছ । হে - পরমেশ্বর, তুমি আপন দাসের জন্যে আপন অন্তঃকরণানুসারে এই সকল মহিমা প্রচার করিয়াছ, ও এই সকল মহৎ কাৰ্য্য জ্ঞাত করিয়াছ । হে পরমেশ্বর, ২ ° আমরা স্বকৰ্ণে যে রূপ শুনিয়াছি, তোমার সদৃশ কেহই নাই, তোমা ব্যতিরেকে আর কোন ঈশ্বরই নাই। আর ২১ তুমি মহৎ ও ভয়ঙ্কর কর্মদ্বারা আপন নাম প্রকাশার্থে যে লোকদিগকে মিসরদেশহইতে আনিয়া মুক্ত করিয়াছ, এবং অন্যদেশীয়দিগকে তাহাদের সন্মুখ হইতে দূর করণার্থে ঈশ্বর যাইয়া যাহাদিগকে আপনার লোক হইবার জন্যে উদ্ধার করিয়াছেন, সেই তোমার লোক ইস্রায়েল বংশের তুল্য পৃথিবীতে আর কোন এক জাতি আছে ? কেননা তুমি আপন ইস্রায়েল বংশকে ২২ আপনার চিরস্থায়ী লোক করিয়াছ, এবং হে পরমেশ্বর, তুমি তাহাদের প্রভু হইয়াছ। হে পরমেশ্বর, তুমি এখন ২৩ আপন দাসের ও তাহার ব^শের বিষয়ে যে বাক্য কহিলা, তাহ নিরন্তর স্থিরীকৃত হউক ; ও যেমন কহিলা, তদনুসারে কর । তাহ স্থিরীকৃত কর, এবং ইস্রা- • য়েলের ঈশ্বর ষে সৈন্যাধ্যক্ষ পরমেশ্বর, তিনি ইসায়েল বংশের প্রভু, ও তোমার দাস দায়ুদের ব^শ তোমার সাক্ষাতে চিরস্থারী,এই কথা কহিয়া আপনার নাম নিত্য গৌরবাম্বিত কর । হে আমার প্রভো, আমি তোমার ২৫ বংশ বৃদ্ধি করিব,এই কথা তুমি আপন দাসের কর্ণগোচর করিলা ; অতএব তোমার কাছে এই প্রার্থনা করিতে তোমার দাসের মনে সাহস হইতেছে। হে পরমেশ্বর, ২ * তুমিই সত্য ঈশ্বর ; তুমি আপন দাসের প্রতি মঙ্গলপ্রতিজ্ঞা করিলা । এখন তোমার দাসের ব^শ যেন তোমার ২ * সাক্ষাতে স্থিরীকৃত হয়,এই জন্যে আপন দাসের বশে আশীৰ্ব্বাদ করিতে সম্মত হও,কেননা হে পরমেশ্বর,তুমি আশীৰ্ব্বাদ করিলে সে নিত্য আশীৰ্ব্বাদ প্রাপ্ত হইবে। S BBB S S B S S B S S S LLSSS SDDSS DSS D BBSBSSBSS 00S0S LL aS B S S S SSS SSAS SSAS0S D DSDDSDDS B tttt LLS BBB SSSSSS SS0S S BB BBS BB اهد - د دiء له ه]-سدا ۹۶th ۹۹ লু ৯ ; ২৭,৩২,৭৩ tl—[-o] (ই3) > ; ; Iા-[૨ •-૨૨] f a ; ૭૦-૭૨ ها- به زب

  • (ইবু) গৃহ নিৰ্ম্মণ। (ইবু) ব্যবস্থানুসারে দৃষ্টি ।

397