পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ পরে শয়তান * ইস্রায়েল বংশের প্রতিকুলে উঠিয়া ইসুরেল বংশকে গণনা করিতে দামৃদকে প্রবৃত্তি ২ দিল। পরে দায়ুদ যোয়াবকে ও লোকদের প্রধানদিগকে আজ্ঞা করিল, তোমরা বেশেবা অবধি দান পর্যন্ত ইস্রায়েলের লোকদিগকে গণনা কর, এবং আমার নিকটে সমাচার আন, আমি তাহাদের স^খ্যা ও জানিব । তাহাতে যোয়াৰ কহিল, এখন যত লোক আছে, পরমেশ্বর তাহার শত গুণ আপন লোকদের বৃদ্ধি করুণ, কিন্তু হে আমার প্রভো রাজন, তাহারা সকলে কি আমার প্রভূর দাস নয় ? তবে আমার প্রভু রাজা এ কর্মেতে প্রবৃত্তি দ্বারা কেন ইস্রায়েলের দোষের মূল হইবেন ? তথাপি রাজার কথা যোয়াবের কথাহইতে প্রবল হইলে যোয়াব প্রস্থান করিয়া ইস্রায়েল • প্রত্যাগমন করিল। অপর ঘোরাব দায়ুদের নিকটে লোকদের গণনার স^খ্যা দিল ; তাহাতে ইস্রায়েল বংশের খড়গধারি এগার লক্ষ ও যিহুদা ব^শের খড়গধারি চারি ক্ষ সন্তরি সহসু লোকের সংখ্যা ৬ ছিল। কিন্তু তাহাদের মধ্যে সে লেৰীয়দিগকে ও বিনয়ামীন বংশকে গণনা করিল না, কারণ যোয়াব • রাজার ঐ আজ্ঞাকে ঘৃণ্য জ্ঞান করিল। অপর ঈশ্বর এই কার্ষ্যেতে অসন্তুষ্ট হইয়৷ T ইস্রায়েল বংশকে ৮ আঘাত করিলেন। পরে দায়দ ঈশ্বরকে কহিল, আমি এই কাৰ্য্যদ্বারা মহাপাপ করিলাম, এখন বিনয় করি, আপন দাসের পাপ ক্ষমা কর ; আমি আতিশয় অজ্ঞানের কর্ম করিলাম । * পরে পরমেশ্বর দায়দের প্রদর্শক গাদকে এই কথা ১. কহিলেন ; তুমি যাইয়া দায়ুদকে কহ, পরমেশ্বর এই কথা কহেন, আমি তোমার সম্মুখে তিন দণ্ড রাখি, তাহার একটা মনোনীত কর, আমি তাহাই তোমার ১১ প্রতি করিব। তাহাতে গাদ দাযুদের নিকটে যাইয়া ১২ তাহাকে কহিল, পরমেশ্বর কহেন, তিন বৎসর দুভিক্ষ ; কিম্বা তিন মাস পর্য্যন্ত শত্ৰুদের খড়গ তোমার পশ্চাৎ থাকিলে তাহাদের সম্মুখে তোমার বিনষ্ট হওন, কিম্বা তিন দিবস পৰ্য্যন্ত দেশে পরমেশ্বরের খড়গরুপ মহামারীর অর্থাৎ ইস্রায়েলের তাবৎ দেশে বিনাশকারি দূতের ভুমণ ; এই তিনের মধ্যে এক মনোনীত কর । যিনি আমাকে পাঠাইলেন, তাহার কাছে কি উত্তর ১৩ দিব ? তাহ এখন বিবেচনা কর। তাহাতে দায়ুদূ গাদৃকে কহিল, আমি বড় বিপদগুস্থ হইলাম, আমি এখন পরমেশ্বরের হস্তে পড়িতে চাহি, কেননা তাহার দয়া অনেক ; কিন্তু মনুষ্যের হস্তে পড়িতে চাহি না । ১• পরে পরমেশ্বর ইসুয়েল বংশের উপরে মহা SB BBBS B S S B S S BB BS 00S LLS S BB BSBS SSASAS SSASAS SSBSSS SSSS00SSAAA SSAAAASSSSLLSS SBBSS SBBSS SBBSS BS BS BSS SBSS

  • в 1 2 #1 » у ; ev i & & - 4 , » іі
  • (ৰ) এক ৰিঘ কাল্পী । ৭ ইকু ঈশ্বরের দৃষ্টিতে এই কায্য মন্দ হওয়াতে (ইব্র) অঙ্গলের। (ইবু) অর্থন।

400 ১ বংশাবলি । দেশের সর্বত্র গমনাগমন করিল পরে ঘিরুশালমে | করিলাম,কিন্তু এই মেষগণ কিকরিল? হে আমার প্রভো [২১ অধ্যায়। মারীকে প্রেরণ করিলেন, তাহাতে ইস্রায়েল বংশের সত্ত্বরি সহসু লোক মরিল। অপর ঈশ্বর থিরুশালম ১৭ বিনষ্ট করিতে যে দূতকে পাঠাইয়াছিলেন, সে বিনাশ করিতেছে, এমত সময়ে পরমেশ্বর অবলোকন করিয়া ও বিপদের জন্যে অনুতাপ করিয় ঐ বিনাশক দূতকে কহিলেন, এই যথেষ্ট হইল, এখন হম্ভ সঙ্কুচিত কর । তখন পরমেশ্বরের ঐ দূত যিবৃষীয় অরোনার শস্যমৰ্দ্দন স্থানের নিকটে দণ্ডায়মান হইল। পরে দামৃদ্ধ উৰ্দ্ধ দৃষ্টি করিলে ষিরুশালমের উপরে পৃথিবীর ও আঁকাশের মধ্যপথে স্থিত নিকোষ ও বিস্তৃত খড়গহন্তু পর মেশ্বরের দূতকে দেখিয়া দায়ুদ ও প্রাচীন লোকেরা চট পরিহিত হইয়া উবুড় হইয়া পড়িল। এবং দায়ুদ ঈশ্বরকে কহিল, লোকদিগকে গণনা করিতে যে আজ্ঞা দিল,সে কি আমি নহি ? আমিই পাপ করিলাম, ও আমিই দুষ্ককৰ্ম পরমেশ্বর, আমি বিনয় করি, বরং আমার ও আমার পিতৃবংশের বিরুদ্ধে হস্ত বিস্তার কর, কিন্তু আপনার লোকদিগকে প্রহার করিতে হস্ত বিস্তার করিও না। পরে তুমি যাইয়া যিবুৰীয় অরোনার স্কু শস্যমৰ্দ্দন স্থানে পরমেশ্বরের এক ষডবেদি নির্মাণ কর, এই কথা দায়ূদকে কহিতে পরমেশ্বরের मृड গাদৃকে আডল্লা করল। পরে দায়ুদ পরমেশ্বরের আজ্ঞানুসারে গাদের । কথানুযায়ি গমন করিল। অরেন | তৎকালে গোম মাড়িতেছিল ; পরে ফিরিয়া দূতকে দেখিল, তাহাতে সে ও তাহার চারি পুত্ৰ লুকাইল। পূরে দায়ুদ আরেীনার নিকটে উপস্থিত হইলে সে দৃষ্টি করিয়া দায়ুদকে দেখিয়া শস্যমদন স্থানহইতে বাহিরে যাইয়া ভূমিষ্ঠ হইয়া দাযুদ্ধকে প্রণাম করিল। তখন দায়ুদ আরেী: নাকে কহিল, তুমি এই শস্যমন্দনস্থান আমাকে দেও ; তুমি সম্পূর্ণ মূল্য লইয়। তাহ আমাকে দেও; তাহাতে লোকদের মধ্যে মহামারী যেন নিবৃত্ত হয়, এই জন্যে আমি এই স্থানে যজ্ঞবেদি নির্মাণ করিব। অরেীন | দায়ুদ্ধকে কহিল, লউন, আমার প্রভু রাজার যাহ ভাল বোধ হয়, তাহাই করুণ ; দেখ, হোমবলির নিমিত্তে বলদ ও কাষ্ঠের নিমিত্ত্বে মেধিকাষ্ঠ, ও নৈবেদ্যের নিমিত্তে গোম, এ সকলি আমি তোমাকে দিলাম। পরে দায়ুদ আরোনাকে কহিল, তাহ নয়, কিন্তু আমি সম্পূর্ণ মূল্য দিয়া তোমার কাছে এই সকল ক্রয় করিব ; আমি পরমেশ্বরের উদেশে তোমার দ্রব্য উৎসগ করিব না, ও বিনা মূল্যের হোম বলিদান করিব না। পরে দায়ুদ ছয় শত শেকল স্বর্ণ দিয়া অরোনার কাছে তাহী ক্রয় করিল। এবx ता नॄन्। সেই স্থানে পরমেশ্বরের এক যজ্ঞবেদি নিৰ্মাণ করিয়া R