পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ネレー করিয়াছেন ; কিন্তু আমি আপন পরিবারের জন্যে ৩১ কবে সঞ্চয় করিব ? তাহাতে লাবন কহিল, আমি তোমাকে কি দিব ? যাকুব কহিল, তুমি আমাকে আর কিছুই না দিয়া যদি আমার প্রতি এক কর্ম কর, তবে আমি তোমার পশুদিগকে পুনৰ্ব্বার চরাইয়া প্রতিপালন ৩২ করিব । আদ্য আমি তোমার সকল পশু পালের মধ্যে গিয়া করবণ ও চিত্র বিচিত্র গবাদি এবং কপিশবর্ণমেষ সকল ও কর্বুরবণ ও চিত্র বিচিত্র ছাগ সকলকে বিভিন্ন ৩ ও করি ; সেই সকল আমার বেতন স্বরূপ হইবে। ইহার পরে * যখন তোমার সাক্ষাতে আমার বেতন উপস্থিত হইবে, তখন আমার যাথার্থ্যের এক প্রমাণ হইবে ; তাহাতে যদি ছাগদের মধ্যে কৰ্ব্বরবর্ণ ও চিত্র বিচিত্র ভিন্ন ও মেষদের মধ্যে কপিশ বর্ণ ভিন্ন থাকে, তবে ৩৪ তাহ আমার চেষ্য রূপে গণ্য হইবে । তখন লাবন ৩৫ কহিল, ভাল, তোমার কথানুসারেই হইবে। অপর সে সেই দিনে বিচিত্র ও কর্কুরবর্ণ ছাগ সকল ও বিচিত্র ও কৰ্বরবর্ণ ছাগী সকল, এবং যাহাতে ২ কিঞ্চিৎ শুক্ল বর্ণ ছিল, এবং কপিশবর্ণ মেষ সকল পৃথক করিয়া ৩১ আপন পুত্রদের হস্তে সমপণ করিয়া যাকুব হইতে দূরে তিন দিনের পথে পাঠাইল পরে যাকুব লাবনের অবশিষ্ট পশুপাল চরাইতে লাগিল। অপর যাকুব লিবনী ও লুস ও অর্মোন বৃক্ষের সরস শাখা কাটিয় তাহার ছাল খুলিয়া কাষ্ঠের স্তষক ৩৮ রেখা বাহির করিল। পরে যে সময়ে পস্তগণ জলপানাথে আইসে, তৎকালে তাহারা যেন গৰ্ত্তধারণ করে, এই নিমিত্তে জলপানের সময়ে পশুদের সঙ্গমে তাহাদের সম্মুখে পানপাত্রের মধ্যে ঐ শাখা সকল উচ্চ করিয়া ৩৯ রাথিতে লাগিল। অতএব তাহাদের সেই শাখার নিকটে গৰ্ত্তধারণ করাতে চক্র চিত্রিত ও কর্বুরবণ ও ৪০ বিচিত্র বৎস সকল জন্মিল। তাহাতে যাকুব সেই বৎস সকল পৃথক করিল এবং লাবনের চক্র চিত্রিত ও কপিশবণ বৎসের সম্মুখে আপন পাল রাখিল ; এই রূপে সে লাবনের পালের সহিত না রাখিয়া ৪ ১ আপন পালকে পৃথক করিল। এবং বলবান পশুগণ যেন শাখার নিকটে গৰ্ত্তধারণ করে, এই জন্যে পানপাত্রের মধ্যে পশুদের সম্মুখে ঐ শাখা রাখিল ; কিন্তু দুৰ্ব্বল পশুদের সম্মুখে রাখিল না। ৪২ তাহাতে যত বলবান পশু, প্রায় সকলি যাকুবের হইল, ৪৩ কিন্তু দুৰ্ব্বল পশুগণ লাবনের হইল। অতএব যাকুব † অতি বন্ধিষ্ণু হইল, এবং তাহার পশু ও দাস ও দাসী ও উষ্ট্র ও গদ্দভ যথেষ্ট হইল। ৩১ অধ্যায়। ১ লাবনের নিকটহইতে যাক বের পলায়ল, ১৭ ও লীবনের ~ * আদিপস্তক । ༤༧༽། [৩১ অধ্যায়। ঠাকুরের রাহেলের চুরী করণ, ২২ ও লাবনের যাকুরের পলায়ন সম্বাদ পাওন ১৫ ও অহীর পশ্চাৎ বাবয়ান হওন, ৩ ও তাম্বুতে ঠাকুর অন্বেষণ ৩৬ ও লবনের পুতি যাকুবের তিরস্কার ৪৩ ও যাকুরের সহিত লবনের লিয়ায় স্থির করণ । অপর যাকুব আমাদের পিতার সর্বস্ব লইল,আমাদের ১ পিতার ধনহইতে তাহার এই সকল ঐশ্বৰ্য্য হইল, যাকুব লাবনের পুত্রদের এই কথা শুনিল। এবং লাবন । তাহার প্রতি পূৰ্ব্বকার+ ন্যায় নহে,ইহাও যাকুৰ তাহার মুখ দেখিয়াই বুঝিল। এবং পরমেশ্বর যাকুবকে কহি- ৩ লেন, তুমি আপন পৈতৃকদেশে জ্ঞাতিদের নিকটে ফিরিয়া যাও, আমি তোমার সহায় আছি। অতএব ৪ যাকুব প্রান্তরে পশুদের নিকটে রাহেলকে ও লেয়াকে ডাকাইয়া কহিল, আমি দেখিলাম তোমাদের পিতার মুখ আমার প্রতি পূৰ্ব্বকার ; মত নহে, কিন্তু আমার পিতার ঈশ্বর আমার সহায় আছেন। আমি যথা সাধ্য = তোমাদের পিতার দাস্য কর্ম করিলাম, তাহা তোমরা জ্ঞাত আছ ; তথাপি তোমাদের পিতা আমাকে প্রব- ৭ থঃনা করিল, ও দশবার আমার বেতনের অন্যথা করিল ; কিন্তু ঈশ্বর আমার ক্ষতি করিতে তাহাকে দিলেন না ; কেননা চিত্র বিচিত্র তাবৎ পশুগণ তোমার ৮ বেতন স্বরূপ হইবে, এই কথা সে যদি আপনি কহিল, তবে সকল পশুহইতেই চিত্র বিচিত্র পশুগণ জন্মিল। এবং রেখাবিশিষ্ট পশু সকল তোমার হইবে, যদি ইহা কহিল, তবে সকল পশুই রেখাবিশিষ্ট হইল। এই ৯ রূপে ঈশ্বর তোমাদের পিতার পশুধন লইয়া অামাকে দিলেন। কেননা পশুদের গৰ্ত্তধারণকালে আমি স্বপ্নেতে “ স্বচক্ষুতে দেখিলাম, পালের মধ্যে স্ত্রীপশুদের উপরে যত পুংপস্ত উঠিতেছে, সকলি চক্ৰচিত্রিত ও চিত্রবিচিত্র ও রেখাবিশিষ্ট। তখন ঈশ্বরের দূত স্বপ্নে আমাকে যাকুব ১১ বলিয়া ডাকিলে আমি উত্তর করিলাম, আমি উপস্থিত আছি। তাহাতে তিনি কহিলেন, ঐ চাহিয়া দেখ, স্ত্রীপশু- ১২ দের উপরে যত পুখপশু উঠিতেছে, সকলি চক্ৰচিত্রিত ও চিত্র বিচিত্র ও রেখাবিশিষ্ট ; কেননা তোমার প্রতি লাবন যেরূপ ব্যবহার করে, তাহা অামি দেখিলাম। যে স্থানে তুমি স্তম্ভে অভিষেক ও আমার নিকটে মত নানান করিয়াছ, সেই বৈথেলের ঈশ্বর আমি ; এখন উঠিয় এই দেশ ত্যাগ করিয়া আপন জ্ঞাতিদের দেশে ফিরিয়া যাও। তাহাতে রাহেল ও লেয়া উত্তর করিল, ১৪ পিতার বাটীতে আমাদের কি কিছু অংশ ও অধিকার আছে ? এখন আমরা কি তাহার কাছে বিদেশি - “ রূপে গণ্য হইলাম না? কেননা তিনি আমাদিগকে বিক্রয় করিয়া মূল্যভোগ করিয়াছেন। অতএব ঈশ্বর ১৬ t Le el ১ অী ৫ ; ৮ il—[৩৭] অ’ ०* ; २-२२ it-[8 ०] २ s ; ०० ॥ २० ; २०, ** II SB BBTS BS SSDD SS SDSDDSS DDS 0 S 0 S 0 S S AAAAA AA AAAAAS S LSS0S S llه ها ; a ه [هاد ]-llه ۹۹۹۶- هد

  • (ইবু) কলে (ইবু) এই মনুষ্য (ইনু) কল ৩ পরস্থ।