পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯ অধ্যায় । ] কর্মের ও পরমেশ্বরের মন্দিরের সেবাকারি তাবৎ পাত্রের বিষয়ে আত্মাদার 1 তাহাকে দত্ত যে আদশ তাহাও ১৪ দিল। এরথ সৰ্ব্বপ্রকার সেবাকারি স্বর্ণময় তাবৎ পাত্রের জন্যে স্বর্ণ তৌল করিয়া দিল, এবং সর্বপ্রকার সেবাকারি রূপ্যময় তাবৎ পাত্রের জন্যে রূপ তোল * করিয়া দিল। এবং স্বর্ণদীপবৃক্ষের ও স্বর্ণদীপের জন্যে এক ২ দীপবৃক্ষের ও দীপের পরিমাণানুসারে স্বর্ণ তোল করিয়া দিল। এবং রূপ্যময় দীপবৃক্ষের ও দীপের জন্যে প্রত্যেক দীপবৃক্ষের কর্মানুসারে রূপ ৭ ভৌল করিয়া দিল। এবং দর্শনরুটির মেজের জন্যে, অর্থাৎ প্রত্যেক মেজের জন্যে, স্বণ তৌল করিয়া দিল, এবং রূপ মেজের জন্যে রূপ্য তেল করিয়া দিল ; এবথ কাটা ও ডাবর ও চসকের নির্মাণের জন্যে, এবং স্বর্ণময় পাত্রের অর্থাৎ প্রত্যেক পাত্রের জন্যে ১৮ স্বর্ণ ভেল করিয়া দিল। এবং প্রত্যেক রূপ্যময় পাত্রের জন্যে রূপ্য তোল করিয়া দিল, এবং ধূপবেদির জন্যে নির্মল স্বর্ণ, এবং পরমেশ্বরের নিয়মদিন্দুকের উপরে পক্ষ বিস্তারকারি কিরূৰ্ব্বদের বাহনের আদশের ১২ মত স্বর্ণ তীল করিয়া দিল। এর দায়ুদ কহিল, পরমেশ্বর আমার প্রতি আপন তনুগ্রহেতে * এই সকল লিখিত অাদশের কথা তামাকে বুঝাইলেন । পরে দায়ুদ আপন পুত্র সুলেমানকে কহিল,বলবান ও সাহসী হও ও কর্ম কর ; ভয় করি ও না, ও নিরাশ হইও না ; আমার ঈশ্বর প্রভু পরমেশ্বর তোমার সহবৰ্ত্তী হইবেন ; যে পৰ্য্যন্ত পরমেশ্বরের মন্দিরের সেবার তাবৎ কাম্য সিদ্ধ না হয়, তাবৎ নিরুপকারী হইবেন ১ না ও তোমাকে ত্যাগ করিবেন না । দেখ, ঈশ্বরের মন্দিরের সকল সেবার জন্যে যাজকদের ও লেবীয়দের পালা তোমার হন্তে আছে, এবং সৰ্ব্বপ্রকার শিল্পকমের জন্যে ও সৰ্ব্বপ্রকার সেবার জন্যে প্রত্যেক নিদ্বান লোক ইচ্ছুক হইয়া তোমার হস্তে আছে, এবং অধ্য ক্ষেরা ও সমস্ত লোক সৰ্ব্বতোভাবে তোমার বশীভূত আছে। ২৯ অধ্যায় । * দায়ুদের আtয়োজন করণের কথা ১ ও অব্য স্বদের ও লোকদের দীন ১০ ও দায়ুদের পুfখন ২৭ ও বলিদান ও দ্বিতীয় বার দুলেযানকে রাজ করণ ২১ ও দাযুদের রাজত্ব ও মৃতৃ । পরে দায়ূদ্র রাজ তাবৎ মণ্ডলীকে কহিল, ঈশ্বর কেবল আমার পুত্ৰ সুলেমানকে মনোনীত করিয়াছেন; সে যুব ও অপরিপক্ক আছে, আর এই কম আতি ভারি, কেননা এই প্রাসাদ মনুষ্যের নিমিত্তে নয়, কিন্তু ই প্রভু পরমেশ্বরের নিমিত্তে হইবে । অতএব আমি R e ১ বংশাবলি। 8 o' আপন শক্ত্যনুসারে আমার ঈশ্বরের মন্দিরের নিমিত্ত্বে আয়োজন, অর্থাৎ স্বর্ণময় দ্রব্যের জন্যে স্বর্ণ, ও রূপময় দুব্যের জন্যে রূপ], ও পিত্তলময় দ্রব্যের জন্যে পিত্তল, ও লৌহময় দ্রব্যের জন্যে লৌহ, ও কাষ্ঠময় দ্রব্যের জন্যে কাষ্ঠ, এবং বৈদূৰ্য্যমণি, ও খচনার্থক প্রস্তর ও তেজস্কি প্রস্তর ও নানাবর্ণ প্রস্তুর, এবং সৰ্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর, ও প্রচুররূপে মর্মর প্রস্তর আয়োজন করিলাম। এবং ঐ পবিত্র মন্দিরের নিমিত্তে যাহা ২ আয়োজন করিলাম, তদতিরিক্ত আমি আপন ঈশ্বরের মন্দিরের প্রতি অনুরাগ প্রযুক্ত আপন ধনহইতেও আপন ঈশ্বরের মন্দিরের জন্যে স্বণ ও রূপ্য দিলাম ; অর্থাৎ মন্দিরের ভিত্তি মুড়িবার জন্যে তিন ৪ সহস্র কিককর পরিমিত ওফারের স্বর্ণ ও সাত সহসু কিবািকর পরিমিত নির্মল রূপ্য দিলাম। এবং স্বর্ণময় ৫ দৃব্যের জন্যে স্বর্ণ, ও রূপ্যময় দ্রব্যের জন্যে রূপ], এবং শিল্পকরের কন্তব্য সৰ্ব্ব প্রকার দ্রব্যের জন্যেও দিলাম ; এবং অদ্য তোমাদের মধ্যে কে পূণহস্ত হইয়া ঈশ্বরের নিকটে আসিতে ইচ্ছা করে? অপর পিতৃবংশের প্রধানেরা ও ইস্রায়েল বংশের অধ্যক্ষগণ ও সহস্পতিগণ ও শতপতিগণ ও রাজার কর্মাধ্যক্ষগণ স্বেচ্ছাতে দান করিল। এবং ঈশ্বরের ৭ মন্দিরের কায্যের জন্যে পাঁচ সহস্র স্বর্ণের কিকঙ্কর ও দশ সহস্র স্বর্ণের অদকোন, ও দশ সহস্র রূপার কিককর, ও আঠারো সহস্ কিককর পিত্তল,ও এক লক্ষ কিককর লৌহ দিল। এবথ যাহার নিকটে মণি ছিল, গেশোনীয় সেই যিহীয়েলের হস্তে পরমেশ্বরের মন্দিরের ভাণ্ডারে তাহ দিল। তাহাতে লোকেরা জাহাদের দাতৃতের আনন্দ করিল, কেননা তাহারা সম্পূর্ণ অন্তঃকরণের সহিত স্বেচ্ছাতে পরমেশ্বরের উদ্দেশে দান করিল, এবং দায়দরাজও মহানন্দ করিল। অপর দায়ুদৃ সকল মণ্ডলীর সাক্ষাতে পরমেশ্বরের ১৭ ধন্যবাদ করিল, এবং দায়ুদ কহিল, হে আমাদের পিতঃ ইস্রায়েলের প্রভু পরমেশ্বর, তুমি সৰ্ব্বদা ধন্য । হে পরমেশ্বর, তোমাতে মহতত্ব ও পরাক্রম ও ঐশ্বৰ্য্য ও ১১ জয় ও প্রশংসা আছে ; স্বগে ও পৃথিবীতে যত আছে, সকলি তোমার আছে ; হে পরমেশ্বর, রাজ্য তোমার, এবং তুমি সমুটের ন্যায় সকলের উপরে উন্নত আছ। এব^ তোমাহইতে ধন ও সন্মান হয়, এবথ তুমি সক- ১২ লের উপরে রাজতন্ত্ৰ করিতেছ, পরাক্রম ও বল তোমার হন্তে আছে, এব^ বড় করিতে ও সকলকে বল দিতে তোমার হস্তের অধিকার অাছে। অতএব হে আমাদের ১৩ ঈশ্বর, আমরা তোমার ধন্যবাদ করি ও তোমার ঐশ্বয্যযুক্ত নামের প্রশংসা করি । কিন্তু আমি কে? এবং ১ a [२४] ण २९ ; २४-२९ ti-[२२] * - २ ; २ २ It—[२०] যি ১ ; ৫-১ ৷৷ LLS BBS S S S S DDS S SS 00 SS SBS S BB BSBS S B S0 11–ss 3) ৫ ; ১৩ :–[১২] ১ iশ ২ ; ৬-৮ u—[১৪] ১ বঙ্গ ১৭ ;

  • (বা) আয়ার ওপরে আপন হস্তদ্বার।

১ ও । হগ ২ ; ৮ ৷৷ 407