পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩১ অধ্যায় ।] আমাদের পিতাহইতে যে সকল ধন লইয়াছেন, সে সকলি আমাদের ও আমাদের বংশের ; ঈশ্বর তোমাকে যাহা কহিলেন, তুমি তাহাই কর। ১৭ তখন যাকুব গাত্রোথান করিয়া আপন সন্তানগণ । ১৮ ও স্ত্রীদিগকে উক্টারোহণ করাইয় পদন-আরাম হইতে যে পশু ও যে সম্পত্তি উপাৰ্জ্জন করিয়াছিল, কিনান দেশে আপন পিতা ইস্হাকের নিকটে যাইতে তাহ। ১৯ লইয়া গেল। তৎকালে লাবন মেষ লোমচ্ছেদন করিতে গিয়াছিল ; এই অবকাশে রাহেল আপিন পিতার পুত্তলিকাদিগকে হরণ করিল। পরে যাকুব কোন সমাচার না দিয়া আরামীয় লাবনকে বঞ্চনা করিয়া * ২ ১ তাহার অজ্ঞাত সারে পলায়ন করিল। এই রূপে সে আপন সৰ্ব্বস্ব লইয়া পলায়ন করিল, এবং ফরাৎ নদী পার হইয়া গিলিয়দ পৰ্ব্বত সম্মুখে রাখিয়া চলিল। ২ পরে তৃতীয় দিনে লাবন যাকুবের এরূপ পলায়নের। ও সম্বাদ পাইয় আপন কুটুম্বদিগকে সঙ্গে লইয়া তাহার পশ্চাৎ ২ সপ্ত দিনের পথ দৌড়িয়া গিয়া গিলিয়দ ২৪ পৰ্ব্বতে তাহাকে ধরিল। কিন্তু ঈশ্বর রাত্রিতে স্বপ্নযোগে উপস্থিত হইয়া আরামীয় লাবনকে কহিলেন, সাবধান হও, যাকুরকে ভাল ব্যতিরেকে মন্দ + কথা কহিও না। পরে লাবন যাকুবকে ধরিল ; ঐ মিলনের সময়ে যাকুবের তাম্বু পৰ্ব্বতোপরি স্থাপিত ছিল ; তাহাতে লাবনও কুটুম্বদের সহিত গিলিয়দ পৰ্ব্বতোপরি তাম্বু ২ ও স্থাপন করিল । পরে লাবন যাকুবকে কহিল, তুমি কেন এমন কর্ম করিলা ? আমাকে বঞ্চনা করিয়া * খড়গধৃত লোকদের ন্যায় আমার কন্যাদিগকে কেন লইয়া ২৭ গেল ? তুমি আমাকে বঞ্চনা করিয়া * কেন গোপনে পলাইলা ? অামাকে সংবাদ দিলা না; তাহা দিলে আমি তোমাকে আহলাদে তবলের ও বীণার বাদ্য ও গান ২৮ পুরঃসরে বিদায় করিতাম। তুমি পুত্রগণকে ও কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলা না-এ অতি অজ্ঞা২৯ নের কর্ম করিলা । তোমাকে হিংসা করিতে আমার হস্ত সমর্থ বটে ; কিন্তু গত রাত্রিতে তোমার পিতার ঈশ্বর আমাকে কহিলেন, সাবধান হও, যাকুনকে ভাল ব্যতিরেকে মন্দ ী কিছুই কহিও না। আর পিত্রালয়ে যাইতে তোমার একান্ত বাঞ্ছা হওয়াতে তুমি যাইতে উদ্যত হইয়াছ ; সে যাহা হউক, কিন্তু ৩১ আমার ঠাকুর সকলকে কেন চুরি করিলা ? তাহাতে স্বাকূব লাবনকে উত্তর করিল, তুমি যদি আমাহইতে আপন কন্যাগণকে বলেতে কাড়িয়া লও, ইহা ভাবিয়া ৩ং আমি ভয় পাইলাম। কিন্তু তুমি অন্বেষণ করিয়া যাহার স্থানে ঠাকুর সকল পাইবা, সে বাঁচিবে না। অামার স্থানে তোমার যাহা অাছে, তাহ আমাদের কুটুম্বদের সাক্ষাতে অন্বেষণ করিয়া লও; কেননা যাকুব রাহেলের R & vo o আদিপুস্তক l ২৯ ঐ চুরি করণ জানিত না। তখন লাবন যাকুবের ও লেয়ার ৩৩ ও দুই দাসীর তাম্বু গৃহে গিয়া অন্বেষণ করিল, কিন্তু পাইল না। পরে সে লেয়ার তাম্বুহইতে রাহেলের তাস্তু গৃহে প্রবেশ করিল। কিন্তু রাহেল সেই পুত্তলিকাদিগকে ৩৪ লইয়া উষ্ট্রের সজ্জার ভিতরে রাখিয়৷ তদুপরি বসিয়াছিল ; তাহাতে লালন তাহার তাম্বু গৃহের সকল স্থান অন্বেষণ করিলেও তাহ পাইল না। তখন রাহেল ৩৫ পিতাকে কহিল, আমি আপনকার সাক্ষাতে উঠিতে পারিলাম না, তাহাতে, হে প্রভো, অসন্তুষ্ট হইবেন না, কেননা আমি স্ত্রীধর্মিণী অাছি ; এই কারণ সে অন্বেষণ করিলেও পুত্তলিকাদিগকে পাইল না। তখন যাকুব ক্রোধ করিয়া লাবনকে ভৎসনা পূৰ্ব্বক ৩৬ কহিল, আমার কি দোষ ও কি পাপ আছে, যে তুমি প্রজবলিত হইয়া আমার পশ্চাৎ ২ দৌড়িয়া আইলা ? তুমি আমার সকল দুব্য অম্বেষণ করিয়া আপন ৩৭ গৃহের বস্তুর একটিও কি পাইলা তবে তাহা আমার ও তোমার এই কুটুম্বদের সাক্ষাতে রাখ, ইহার উভয় পক্ষের বিচার করিবে। এই বিংশতি বৎসর ৩৮ পৰ্য্যন্ত তোমার গৃহে থাকিলাম ; তাহাতে তোমার মেষীদের কি ছাগীদের গর্ভপাতও হইল না, এবং তোমার পালের কোন মেষকে খাইলাম না ; বরঞ্চ ৩১ হিংসু জন্তু যাহাকে ছিন্ন ভিন্ন করিল, তাহাও তোমার নিকটে আনিলাম না ; সে ক্ষতি আপনি স্বীকার করিলাম ; এবং দিনে কিন্তু রাত্রিতে যাহার চুরি হইল, তাহার পরিবর্ত আমাহইতে লইলা । আমি দিনের ৪০ উত্তাপে ও রাত্রির শীতে মৃতকল্প হইলাম ; আমার চক্ষুহইতে নিদ্র দূরে গেল। এই প্রকারে আমি বিংশতি ** বৎসর পর্যন্ত তোমার গৃহে দাস্য কর্ম করিলাম ; তাহাতে তোমার দুই কন্যার জন্যে চৌদ্দ বৎসর, ও তোমার পশুদের জন্যে ছয় বৎসর দাস্য বৃত্তি করিলাম। তাছার মধ্যে তুমি আমার বেতন দশ বার অন্যথা করিলা। যিনি আমার পৈতৃক ঈশ্বর ও ইসহাকের ৪২ ভয় স্থান, তিনি যদি আমার সহায় না হইতেন, তবে অবশ্য এখন তুমি আমাকে রিক্ত হন্তে বিদায় করিতা। ঈশ্বর আমার দুঃখ ও হস্তের পরিশ্রম দেখিয়াছেন, এই জন্যে গত রাত্রিতে তোমাকে ধমকাইলেন। তখন লাবন যাকুবকে উত্তর করিল, এই কন্যাগণ ৪৩ অামারি কন্যা, ও এই বালকের অামারি বালক, ও এই পশুপাল অ মারি পশুপাল ; যাহা ২ দেখিতেছ, এ সকলি আমার আছে। অতএব এই আপন কন্যা- ৪৪ দিগকে ও তাঁহাদের প্রসূত সন্তানদিগকে এখন কি করিতে পারি? আইস, তোমাতে ও অামাতে নিয়ম স্থির করি, তাহা তোমার ও আমার সাক্ষী থাকিবে। তখন ৪৫ যাকুব এক প্রস্তর লইয়া স্তম্ভ স্থাপন করিল। এবং ৪৬ [*२] fद २१ ; ० it-[२ 8] ऽाi २० ; ७ । २8 ; ९० l=[২৫] হৈ ১৬ ; ৭ u–[২১] প২৪ । গা ১০২ : ১৪ ll—[eo] P »s ti -[જો] অ’ ৩০ ; ৩০ ll—[es] Фі у а ll—[82] *i १ ! २ २ ; २ ० , ७० il-[sa] tTi • ; o , • u

  • (ইকু মন চুরি করিয়া (ইবু) ভাল হইতে যদি পর্যন্ত ।