পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ) * ১৬ দিয়াছিল, তাহার অন্যথা তাহারা করিল না। পরমেশ্বরের মন্দিরের ভিত্তিমূল করণ আরম্ভাবধি তাহার বিনাশ * পর্যন্ত সুলেমানের তাবৎ নিয়ম স্থির থা৯ কিল ; এই রূপে পরমেশ্বরের মন্দির প্রস্তুত হইল। পরে সুলেমান ইদোম দেশে ও সমুদ্রতীরস্থ ইৎসি১৮ য়োন-গেবরে ও এলতে গেল। এবং হীরম আপন দাসদের দ্বারা তাহার নিকটে জাহাজ ও নিপূণ নাবিকদিগকে প্রেরণ করিল, এব^ তাহারা সুলেমানের দাসদের সহিত ওফীরে যাইয়া তথাহইতে চারিশত পঞ্চাশ কিককর স্বর্ণ লইয়া সুলেমান রাজের নিকটে আনিত। ৯ অধ্যায় । ২ সুলযানের জ্ঞানের কথা শুনিতে শিবর্ণয় রাণীর ফিারুশীলয়ে অণগযন ১০ ও সুলেযানের স্বণ ১৩ ও স্বণচালের কথা ১৭ ও হস্তিদন্তের সম্পহাসনের কur ২ ১ ও পত্রাদির কয়। ২৩ ও ওপচেীকনের কথn ২৫ ও রu ও অশ্বের কথা । ২১ ও করাদির কথা ২৯ ও তাহার রাজত্ব ও মৃত্যুর কথা। ১ অপর শিব দেশের রাণী সুলেমান রাজের সুখ্যাতির কথা শুনিয়া নিগুঢ় বাক্যদ্বারা তাহার পরীক্ষা করিতে সমূহলোক ও সুগন্ধি দুব্য ও প্রচুর স্বর্ণ ও মণিবাহক উষ্ট্রগণ সঙ্গে লইয়া যিরশালমে আইল; পরে সে সুলেমানের নিকটে আসিয়া তাহাকে আপন মনের ২ তাবৎ কথা ভাঙ্গিয়া কহিল। তাহাতে সুলেমান তাহার জিজ্ঞাসিত সকল কথার উত্তর করিল, ও সুলেমানের সাক্ষাতে কিছু গুপ্ত না হইলে সে সকলি তাঁহাকে ও কহিল। এই প্রকারে শিবার রাণী সুলেমানের সকল জ্ঞান ও তাহার নির্মিত গৃহ, এবং তাহার মেজের খাদ্যদ্রব্য ও তাহার দাসদের আসন ও মন্ত্রিদের সভা ও তাঁহাদের বস্ত্র ও তাহার পাত্রবাহক ও তাহাদের বস্ত্র ও পরমেশ্বরের মন্দিরে আরোহণ করিবার তাহার নিমিত সোপান +, এই সকল দেখিয়া সে হত। • জ্ঞান হইল। পরে ঐ রাণী রাজাকে কহিল, আমি আপন দেশে থাকিয় তোমার কর্ম ; ও বিদ্যার যে • সুখ্যাতি শুনিয়াছি, তাহা সত্য । কিন্তু আমি যাবৎ আসিয়া আপন চক্ষুতে না দেখিলাম, তাবৎ তাহ প্রত্যয় করিলাম না ; তথাপি তোমার বাহুল্য জ্ঞানের অন্ধেক আমাকে কথিত হইল না ; যে কথা আমি শুনিলাম, ৭ তাহা হইতে তোমার অধিক হয়। তোমার যে লোকেরা এবং তোমার যে দাসের নিত্য তোমার সম্মুখে দাড়া৮ ইয়া তোমার জ্ঞানের কথা শুনে, তাহার। ধন্য । এবং তোমার প্রভু পরমেশ্বরের নিমিত্তে তোমাকে সিংহসনোপবিষ্ট করিতে সন্তুষ্ট হইলেন যে তোমার প্রভু পরমেশ্বর, তিনি ধন্য ; তোমার ঈশ্বর ইসায়েল বংশকে > * চিরস্থায়ী করণাথে তাহাদিগকে প্রেম করেন, এই ২ বsশাবলি । জন্যে ন্যায় ও ধর্ম করিতে তোমাকে তাহীদের উপরে রাজতন্ত্রপদে নিযুক্ত করিলেন। পরে সে রাজাকে এক শত বিংশতি কিককর স্বর্ণ ও প্রচুর সুগন্ধি দ্রব্য ও মণি উপঢৌকন দিল । শিবার ঐ রাণী সুলেমান রাজকে যদৃিশ প্রচুর সুগন্ধি দ্রব্য দিল, তাদৃশ সুগন্ধি সেখানে কখনো আর আইসে নাই । অপর হীরমের ও সুলেমানের যে দাসগণ ওফীরহইতে স্বর্ণ অনিল,তাহারা চন্দনকাষ্ঠী ও মণি আনিল। পরে রাজা ঐ চন্দনকাষ্ঠীদ্বারা পরমেশ্বরের মন্দিরের ও বাজবাটীর নিমিত্তে সোপান ও গায়কদের জন্যে বীণা ও নবল নির্মাণ করাইল ; তদ্রুপ দ্রব্য কেহ পূৰ্ব্বে যিহুদা দেশে কখনও দেখে নাই। পরে সুলেমান রাজ শিবার রাণীর ষাচিত ও বাঞ্ছিত সকল সিদ্ধ করিল, তদ্ভিন্ন সে আপনার প্রতি আনীত দুব্যানুসারে তাহাকে আরো দিল ; পরে রাণী ও তাহার দাসগণ আপন দেশে ফিরিয়া গেল। বাণিজ্যকারি ও ব্যবসায়িদের স্থানে যে স্বর্ণপ্রাপ্তি ছিল, তদ্ব্যতিরেকে সম্বৎসরে ছয় শত ছেযষ্টি কিককর পরিমিত স্বর্ণ সুলেমানের কাছে আনীত হইল ; আর তাবৎ অরবীয় রাজা ও দেশের অধ্যক্ষগণ সুলেমানের নিকটে স্বর্ণ ও রূপ্য আনিল। তাহাতে সুলেমান রাজা পিটনি ও স্বর্ণময় দুই শত গোলাকার ঢাল প্রস্তুত করিল ; তাহার প্রত্যেক ঢালে ছয় শত শেকল পরিমিত পিটান স্বর্ণ ছিল। এবং পিটান স্বর্ণদ্বারা আর তিন শত ঢাল প্রস্তুত করিল ; তাহার প্রত্যেক ঢালে তিন শত শেকল পরিমিত স্বর্ণ ছিল; পরে রাজা fলবানোন অরণ্য বাটীতে তাহ রাখিল। পরে রাজা হস্তিদন্তময় এক মহাসিRহাসন নির্মাণ করাইয়া নির্মল স্বর্ণেতে তাহ মুড়িল। ঐ সিংহাসনের ছয় সোপান ছিল, ও স্বর্ণময় এক পাদপীঠ তাহাতে বদ্ধ ছিল, ও আসনের উভয় পাশ্বে হাতা ছিল, ও সে হাতার নিকটে দুই সিংহমূৰ্ত্তি দণ্ডায়মান ছিল। এবং সেই ছয় সোপানের উপরে দুই পাশ্বে দ্বাদশ সিংহমূৰ্ত্তি দাড়াইল ; এই রূপ সিংহাসন আর কোন রাজ্যে প্রস্তুত হয় নাই । সুলেমান রাজের সকল পানপাত্র স্বর্ণময় ছিল, ও fলবানোন অরণ্য গৃহের সকল পাত্র নির্মল স্বর্ণময় ছিল ; সুলেমানের অধিকারে রূপার মূল্য ছিল না। কেননা হীরমের দাসদের সহিত রাজারও তশীশগামি জাহাজ ছিল ; তশীশের জাহাজ স্বর্ণ ও রূপা ও হস্তিদন্ত ও বানর ও ময়ুর লইয়া তিন ২ বৎসরে এক বার যাতায়াত করিত। এই রূপে ধন ও বিদ্যাতে সুলেমান রাজা পৃথিবীস্থ অন্য সকল রাজাহইতে প্রধান হইল। [১৭] দ্বি ২ ; ৮ ॥–[১৭, ১৮] ১ র ১ ; ২৬-২৮ ৷৷ S BBBS BB SS LS SSSS DDSDD S SSSSDD LS SSBSSS SSSS00SS0SS00S S 00 SS 00S0 S LS0SS SS S0 SSBSSS S LLSS S S SJSJSS 00 SS 00 SSSJ SSS S 000 S BBBBS BBB BBBBB BBBB BBB BBS SSSBBS BB SBBS BBB BB 00SBBS মিশ্রিত। [৯ অধ্যায় । > * > 8 > o > o > 3 or > 3. R R