পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায়।] ও ঈশ্বর সলেমানের হৃদয়ে যে রূপ জ্ঞান দিলেন, তাহার সেই জ্ঞানের কথা শ্রবণ করিতে পৃথিবীর তাবৎ রাজা ং • তাহার সহিত সাক্ষাৎ করিতে চেষ্টা করিল। এবং প্রত্যেক জন বৎসরে ২ আপন ২ উপঢৌকন, অর্থাৎ রূপ্যময় ও স্বর্ণময় পাত্র ও বস্ত্র ও অস্ত্র ও সুগন্ধি দুব্য ও অশ্ব ও অশ্বতরদিগকে আনিল । আর অশ্ব ও রথের নিমিত্তে তাহার চারি সহসু গৃহ ছিল, এবং তাহার দ্বাদশ সহস্র অশ্বারূঢ় ছিল; সে তাহাদিগকে রথনগরে ও যিরশালমে আপনার কাছে রাখিল। আর সুলেমান ফরাং নদী অবধি পিলেষ্টীয়দের দেশ ও মিসরের সীমা পর্যন্ত তাবৎ রাজার উপরে ং ৭ রাজতন্ত্ৰ করিল। এবং রাজা ঘিরুশালমে বাহুল্য প্রযুক্ত রূপাকে প্রস্তরের ন্যায় ও এরস বৃক্ষকে প্রান্তরস্থ ২৮ ডুমুর বৃক্ষের ন্যায় সাধারণ করিল। এবং লোকের মিসর দেশ ও সকল দেশহইতে সুলেমানের জন্যে অশ্বগণকে আনিল। এই সুলেমানের আদ্যন্ত চরিত্র ও তাবৎ ব্যবহার নাথন ভবিষ্যদ্বক্তার পুস্তকে ও শীলোনীষ অহিয় ভবিষ্যদ্বক্তার গ্রন্থে, ও নিবাটের পুত্র যারবিয়ামের বিরুদ্ধে যিদে পরিদশকের যে দশন, তাহার মধ্যে কি ও লিখিত নাই ? এই সুলেমান ঘিরুশালমে সমস্ত ইসুয়েলের উপরে চল্লিশ বৎসর পর্যন্ত রাজতল করিল। ও পরে সুলেমান আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে আপন পিতা দায়ুদের নগরে কবরপ্রাপ্ত হইল, ও তাহার পুত্র রিহবিয়াম তাহার পদে রাজতন্ত্র করিল। ১০ অধ্যায় । ১ রিস্থবিয়ামৃকে অভিষেক করিতে ইদুয়েল লোকদের শিথিযে গমন ও তাছার পুতি লোকদের প্রার্থনা ৬ ও তাহীদের পুnান বিষয়ে পুচিীন যন্ত্রী ও যুবলোকদিগকে জিজ্ঞাস করণ ১২ ও যুবদের যন্ত্রণানুসারে ওত্তর দেওল ১৬ ও ইসুয়েল লোকদের অনাঅলবহ হওন ও দলাব্যস্ককে ৰব করণ । পরে ইসুয়েলের সমস্ত লোক রিহবিয়ামকে রাজ্যাভিষিক্ত করিতে শিখিমে আইলে রিহবিয়াম শিখিমে গেল। ইতিমধ্যে সুলেমান রাজের সম্মুখহইতে পলাইয়া তখনি মিসরে বাস করিতেছিল যে নিবাটের পুত্ৰ যারবিয়াম, সে ঐ কথা শুনিয়া মিসর হইতে ফিরিয়া ও আইল । তাহাতে লোকের প্রেরণ করিয়া তাহাকে আহ্বান করিল ; পরে যারবিয়াম ও ইস্রায়েলের তাবৎ মণ্ডলী একত্র হইয়; রিহৰিয়ামের কাছে এই কথা কহিল, তোমার পিতা আমাদের উপরে দুঃসহ যোয়লি দিয়াছে ; অতএব তোমার পিতা আমাদের উপরে যে কঠিন সেবার ভার ও দুঃসহ যোয়ালি দিয়াছে,তাহ 2 e R •

  • >

২ বংশাবলি। 8, 4. কিছু লঘু কর, তাহাতে আমরা তোমার সেবা করিব। সে তাহাদিগকে কহিল,তিন দিনের পর আমার নিকটে ৭ পুনৰ্ব্বার আইস তাহাতে লোকের প্রস্থান করিল। পরে রিহবিয়াম রাজা আপন পিতা সুলেমানের • বৰ্ত্তমান কালে যে প্রাচীনগণ তাহার সম্মুখে দণ্ডায়মান থাকিত, তাহীদের সহিত মন্ত্রণা করিয়া কহিল, আমি ঐ লোকদিগকে কি উত্তর দিব ? তোমরা কি মন্ত্রণ দেও? তাহাতে তাহারা তাহাকে কহিল, যদি তুমি সেই লোক- ৭ দের প্রতি অনুগ্রহ করিয়া তাহাদিগকে তুষ্ট কর ও প্রিয় কথাদ্ধারা তাহাদের প্রতি উত্তর দেও, তবে তাহার সৰ্ব্বদা তোমার দাস হইবে। কিন্তু সে এই প্রাচীনদের দত্ত মন্ত্রণা ত্যাগ করিয়া আপনার সঙ্গে বন্ধিত আপন সম্মুখে দণ্ডায়মান যুবদের সহিত মন্ত্রণা করিল। সে = তাহাদিগকে জিজ্ঞাসিল, লোকেরা কহিতেছে, তোমার পিতা আমাদের উপরে যে যোয়ালি দিয়াছে, তাহ। কিছু লঘু কর ; এখন তাহাদিগকে কি উত্তর দিব? তোমরা কি মন্ত্রণ দেও ? তাহাতে তাহার সহিত বন্ধিত • • যুবগণ উত্তর করিল, তোমার পিতা আমাদের উপরে ভারি র্যোয়ালি দিয়াছে, তুমি তাহা কিছু লঘু কর, এই কথা লোকেরা কহিতেছে ; তুমি তাহাদিগকে এই উত্তর দেও, আমার কনিষ্ঠ অঙ্গুলি আমার পিতার কটিহইতেও স্থূল হইবে। আমার পিতা তোমাদের উপরে যে - ভারি র্যোয়ালি দিয়াছে, আমি তাহ আরো ভারি করিব ; আমার পিতা তোমাদিগকে কোড়াদ্বারা শাস্তি দিল, কিন্তু আমি গ্রস্থিবিশিষ্ট * কোড়াদ্বারা তোমাদিগকে শান্তি দিব । পরে তৃতীয় দিবসে আমার নিকটে পুনৰ্ব্বার আইস, ১২ রাজার এই উক্ত বাক্যানুসারে যারবিয়াম ও তাবৎ লোক তৃতীয় দিবসে রিহবিয়ামের নিকটে আইল । তাহাতে রাজা লোকদিগকে কঠিন উত্তর করিল ; প্রাচীন ১৩ লোকের রিস্থবিয়াম রাজাকে যে মন্ত্রণ দিয়াছিল, তাহা সে ত্যাগ করিয়া যুবদের মন্ত্রণানুসারে এই ১৪ উত্তর করিল, আমার পিতা তোমাদের উপরে যে ভারি র্যোয়ালি দিল, তাহা আমি আরো ভারি করিব ; আমার পিতা তোমাদিগকে কোড়াদ্বারা শান্তি দিল, কিন্তু আমি তোমাদিগকে গ্রন্থিবিশিষ্ট * কোড়াদ্বার। শান্তি দিব। এই রূপে রাজা লোকদের নিবেদনে ১ ৫ মনোযোগ করিল না, কেননা নিবাটের পুত্র যারবিরামকে শীলোনীয় আহিয়ের প্রমুখাৎ পরমেশ্বর যে কথা কহিয়াছিলেন, তাহ সিদ্ধ হওনাথে ইহা পরমেশ্বর হইতে হইল । পরে রাজা তাহদের নিবেদনে মনোযোগ করিল না, ১ • ইহ দেখিয়া ইসুয়েলের সমস্ত লোক রাজাকে এই উত্তর করিল, দায়ুদে আমাদের কি অংশ ও যিশয়ের পুত্রে bo LLBBBBBB BBBBBS S LSS0S S DDSDS SLSLS tt SLLLSAMS BS 00S 00SS AAAA S LS BBSBBS B DD S SK SS 00 SS AASAASAAAStSDSDSSS 00S00S 00SS AAAA SAAAAAA L

  • (ইবু) বৃশ্চিকদ্বারা ।

417