পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

^రిం যাকুব আপন কুটুম্বদিগকে কহিল, তোমরাও প্রস্তরের রাশি কর ; তাহাতে তাহারা প্রস্তুর অনিয়া এক রাশি করিল, এবং সেই স্থানে সেই রাশির উপরে আপs ৭ নারা ভোজন করিল। অনন্তর লাবন তাহার নাম যিগরসাহদুথ (সাক্ষির রাশি) নাম রাখিল, কিন্তু য়াকুব ৪৮ তাহার নাম গলিয়েদ (সাক্ষির রাশি) রাখিল। তখন লাবন কহিল,এই রাশি আদ্য তোমার ও আমার সাক্ষী থাকিল ; অতএব তাহার নাম গলিয়েদ এবং মিসপা ৪১ (প্রহরী) রাখিল। কেননা লে কহিল, আমরা পরসপর অদৃষ্ট হইলে পরমেশ্বর আমার ও তোমার প্রহরী a • থাকিবেন। তুমি যদি আমার কন্যাদিগকে ক্লেশ দেও, কিম্বা আমার কন্যা ব্যতিরেকে অন্য স্ত্রীকে বিবাহ কর, তবে সেই সময়ে কেহ নিকটে না থাকিলেও ঈশ্বর আমার ও তোমার সাক্ষী হইবেন। লাবন যাকুবকে আরো কহিল, এই রাশি দেখ, এবং আমার ও ৫২ তোমার মধ্যবৰ্ত্তি আমার স্থাপিত এই স্তম্ভ দেখ। আমি অপকার করিতে এই রাশিপার হইয়া তোমার নিকটে যাইব না, এবং তুমিও এই রাশি ও স্তম্ভ পার হইয় আমার নিকটে আসিব না, তাহার সাক্ষী এই রাশি ও ও তাঁহার সাক্ষী এই স্তম্ভ; ইহাতে ইব্রাহীমের ঈশ্বর ও নাহোরের ঈশ্বর ও তাঁহাদের পিতার ঈশ্বর আমাদের মধ্যে বিচার করিবেন ; তখন যাকুব আপন পিতা ইস্a ৪ হাকের ভয় স্থানের ঐ দিব্য করিল। পরে সে সেই পৰ্ব্বতে বলিদান করিয়া আহার করিতে আপন কুটুম্বদিগকে ডাকিল, তাহাতে তাহারা ভোজন করিয়া পৰ্ব্বতে ৫০ সমস্ত রাত্রি যাপন করিল। পরে লাবন প্রত্ব্যুষে উঠিয়া আপন কন্যাদিগকে ও বালকগণকে চুম্বন ফরিয়া আশীৰ্ব্বাদ করিল, এবং যাত্রা করিয়া আপন দেশে প্রস্থান করিল। ৩২ অধ্যায় । ১ যাকুবের দর্শন ও এম্বোর প্রতি সম্বাদ পুেরণ ৬ ও দূতের পুতগণয়ন ও যাকুবের প্রার্থনা ১৩ ও ওপটৌকন প্রস্তুত করণ ১১ ও ওপঢৌকন পেরণ ২৪ ও যাকবের যনলযুদ্ধ করণ ৩১ ও গtঞ্জ হইয় নদী পর হওন। oতদনন্তর যাকুব যাত্রা করিলে ঈশ্বরের দূতগণ তাহাকে দশন দিল। তখন যাকুন্তু তাহাদিগকে দেখিয়া কহিল, ইহারা ঈশ্বরের সৈন্য, অতএব সেই স্থানের নাম ও মহনরিম্ (দুই সৈন্য) রাখিল। তাহার পর যাকুব অগ্রস্থিত সেয়ীর দেশের ইদোম প্রদেশে এষে ভুতার নিকটে দূতগণকে প্রেরণ করিয়া তাহাদিগকে এই আজ্ঞ করিল, তোমরা আমার প্রভু এষেকে এই সমাচার দেও, তোমার দাস যাকুব তোমাকে জানাইল, অামি S00SS BBS BBS BBS BBS LS BSAS Kg S L BB BBBS B BBS SSL SSBBB S 00S00 S 00 LLSK B BAAA AA SL0YS S S SS [s] গী ৫৬ : গী ৫০ ১৫ আী ২৮ ; ১৩ । ৩১ ; ৩,১৩ u–[১০] ২ শি ৭ ; ১৮। অন্ম ৩১ ; 8 માં 1ા-[૨૩] tશ જ; e it [১২] আী ২৮, ১৩-১৫ u—[১৩] হি ১৭, ৮ ৷৷ SBBS BB SBBS BBBB BBBBBB BB BBS BBS BBBBB BBB S (ইবু) যে হাতে আইল । আদিপুস্তক l [৩২ অধ্যায়। অদ্যপর্যন্ত লাবনের নিকটে প্রবাস করিয়া আসিতেছি। আমার গোরু ও গর্দভ ও পশু পাল ও দাস ও ও দাসী আছে, তাহাতে আমি আপন প্রভুর অনুগ্রহ দৃষ্টি পাইবার জন্যে তোমাকে সংবাদ পাঠাইলাম। অপর দূতগণ প্রত্যাগমন করিয়া যাকুবকে কহিল, - আমরা তোমার এষৌ ভুতার কাছে গিয়াছিলাম; তিনি চারি শত লোক সঙ্গে লইয়া তোমার সহিত সাক্ষাৎ করিতে আসিতেছে। তাহাতে যাকুব অতিশয় ভীত । ও দুঃখিত হইল, এবং সঙ্গি লোকদিগকে ও গে মেষাদির সমস্ত পালকে ও উষ্টগণকে বিভক্ত করিয়া দুই দল করিয়া কহিল, এষে আসিয়া যদ্যপি এক ৮ দলকে প্রহার করে, তথাপি অন্য দল বাচিয়া পলায়ন করবে। তখন যাকুব কহিল, হে আমার পিতঃ ৯ ইব্রাহীমের ঈশ্বর ও আমার পিতা ইসহাকের ঈশ্বর, তুমিই পরমেশ্বর, তুমি আপনি আমাকে কহিলা, তুমি আপন দেশে জ্ঞাতিদের নিকটে প্রত্যাগমন কর,তাহাতে আমি তোমার সহিত সদ্ব্যবহার করিব। তুমি এই দাসের প্রতি যে রূপ দয়া ও বিশ্বস্ততা প্রকাশ করিয়াছ, তাহার কিঞ্চিতেরও যোগ্য আমি নহি + ; কেননা আমি যষ্টি মাত্র লইয়া এই যদ্দন নদী পার হইয়াছিলাম, কিন্তু এখন আমি দুই দলের কত্ত্ব হইয়াছি। এখন এষৌ ভাতার হস্তুহইতে আমাকে রক্ষা কর, কেননা সে আসিয়া পাছে আমাকে ও বালকগণকে ও তাহাদের মাতাদিগকে বধ করে, এই ভয় করি। তুমি কহিলা, আমি অবশ্য তোমার মঙ্গল করিয়া সমুদ্রের অসংখ্য বালির ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব। অপর যাকুব সেই রাত্ৰিতে সেই স্থানে থাকিয়া উপস্থিত ই পশুগণ হইতে কতক ২ লইয়া এষৌ ভুতার জন্যে উপঢৌকন প্রস্তুত করিল, অর্থাৎ দুই শত ছাগী ও বিংশতি ছাগ, এবং দুই শত মেষী ও বিংশতি মেষ, এবং ত্রিশ সবৎসা দুগ্ধবতী উত্নী, ও চল্লিশ গাবী ও দশ বৃষ, এবং বিংশতি গদভী ও দশ গদভ প্রস্তুত করিল। পরে পাল সকল পৃথক ২ করিয়া আপন দাস- • গণের হন্তে এক ২ সমপণ করিয়া তাহাদিগকে আজ্ঞা দিল, তোমরা আমার অগ্ৰে ২ যাও, এবৎ মধ্যে ২ স্থান রাখিয়া প্রত্যেক পালকে পৃথক কর। পরে সে অগ্ৰগামি দাসকে এই আজ্ঞা দিল, এষে ভুতির সহিত তোমার সাক্ষাৎ হইলে সে যখন জিজ্ঞাসিবে, তুমি কাহার দাস ? কোথায় যাইতেছ? এবং তোমার আগুস্থিত এই সকল কাহার ? তখন তুমি উত্তর করিব,