পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ শু কথাও কহিতে পরমেশ্বরের উদ্দেশে গায়কদিগকে নিযুক্ত করিল। ২২ পরে তাহারা গান ও স্তব করিতে আরম্ভ করিলে পরমেশ্বর যিহুদার প্রতিকুলে আগত যে অন্মোন বংশ ও মোয়া বখশ ও সেয়ীর পর্বতীয় বংশ, তাঁহাদের বিরুদ্ধে যুদ্ধ করিতে দসু্যদিগকে প্রবৃত্তি দিলেন ; তাহাতে ২৩ তাহারা আহত হইল। আর অন্মোন বংশ ও মোয়াব বংশ সৰ্ব্বতোভাবে বধ ও বিনাশ করিতে সেয়ীর পর্বত নিবাসি লোকদিগকে আক্রমণ করিল ; এবং সেয়ীর নিবাসিদের শেষ করিয়া পরসপর আপনাদিগকে বি২৪ নষ্ট করিতে লাগিল পরে যিহুদার লোকের বনস্থ দুর্গের নিকটে উপস্থিত হইয়া জনতার প্রতি অবলোকন করিলে তাহারা সকলেই ভূমিতে পতিত শব, কেহ ২ - জীবিত নাই,ইহা দেখিল। তখন যিহোশাফট ও তাহার লোকেরা তাহদের লুট গ্রহণ করিতে গেলে শবের সহিত প্রচুর ধন ও রতন পাইল ; তাহারা আপনাদের জন্যে তাহা খুলিয়া এতো ধন একত্র করিল, যে বহিয়া লইতে পারিল না, ও তাঁহাদের লুটিত বস্তুর বাহুল্য প্রযুক্ত তাহ একত্র করিতে তাহাদের তিন দিন লাগিল। চতুর্থ দিবসে তাহার বিরাখা তলভূমিতে একত্র হইল, কেননা তাহার। সেই স্থানে পরমেশ্বরের ধন্যবাদ করিয়াছিল, এই জন্যে অদ্য পর্যন্ত সেই স্থান বিরাখা ২৯ (ধন্যবাদ) নামে বিখ্যাত আছে। পরে যিহুদার ও ঘিরুশালমের তাবৎ সৈন্য ও তাহাদের অগ্লে ২ * যিহোশাফট আনন্দ পূৰ্ব্বক ষিরুশালমে প্রবেশ করিবার জন্যে ফিরিয়া গেল, কেননা পরমেশ্বর তাহাদের শজুদের বিনাশে তাহাদিগকে আনন্দিত করিলেন। ২৮ এবং তাহারা তবল ও বীণা ও তুরী সঙ্গে লইয়া ঘিরশালমে পরমেশ্বরের মন্দিরে প্রবেশ করিল। ২১ অপর পরমেশ্বর ইস্রায়েল বংশের শত্ৰুদের বিরুদ্ধে যুদ্ধ করিয়াছেন, এই কথা অন্য দেশের তাবৎ লোক শুনিলে ঈশ্বরের বিষয়ে তাহাদের প্রতি ভয় উপস্থিত ৩• হইল। এই রূপে ঈশ্বর যিহোশাফটের চতুদিগে শান্তি দিলে তাহার রাজ্য সুস্থির হইল । যিহেশাফটু যিহুদার উপরে রাজস্ব করিল; সে পয়ত্রিশ বৎসর বয়সে রাজতর করিতে আরম্ভ করিয়া পচিশ বৎসর ফিরুশালমে রাজতর করিল, এবং শিল৩২ হীর কন্যা অসুবা তাহার মাতা ছিল। সে আপন পিতা আসার পথে চলিয়া পরমেশ্বরের দৃষ্টিতে যাহা ৩• উত্তম, তাহাহইতে নিবৃত্ত হইল না। তথাপি সকল উচ্চস্থান দূরীকৃত হইল না, ও লোকেরা আপনাদের পূর্বপুরুষের ঈশ্বরের প্রতি আপনাদের অন্তঃকরণ প্রস্তুত 2. Es

  • >

[२२-२ s] ९ झ1 ° ; २२-२१ । वि १ ; २ २,२२ ॥-[२s] ९ व• ২ বংশাবলি। [২১ অধ্যায়। করিল না । এই যিহেfশাফটের আদ্যন্ত ক্রিয়ার কথা ও ৪ ইসুয়েলের রাজাদের ইতিহাসপুস্তক সম্বলিত হননির পুত্র যেহুর পুস্তকে লিখিত আছে। পরে ঘিহুদার যিহোশাফটু রাজা ইসুয়েলের অতি ৩৭ কুকর্মকারি অহসিয় রাজের সহিত মিলন করিল। তা- ৩৪ হাতে সে তশীশে যাইবার জন্যে জাহাজ নির্মাণ করিতে তাহার সহিত মিলন করিল, এবং তাহারা ইৎসিয়োনগেবরে সেই জাহাজ নির্মাণ করিল। তখন মারেশ নিবাসি দোদাবার পুত্র ইলীয়েষর যিহোশাফটের বিরুদ্ধে এই ভবিষ্যদ্বাক্য কহিল, তুমি অহসিয়ের সঙ্গ লইয়াছ, এই জন্যে পরমেশ্বর তোমার কর্ম বিনষ্ট কfরবেন ; পরে তাহার সমস্ত জাহাজ ভগ্ন হইলে তাহারা তশীলে যাইতে পারিল না । ২১ অধ্যায়। ১ যিহেশাফটের মৃত্যু ও অভিষিক্ত ঘোরায়ের ভুক্তৃি গণকে বব করণ ৫ ও তাহার কুরাজত্ব ৮ ও ইদেণয় ও লিবনীর লোকের। তাহার অধীনতা ত্যাগ করণ ১২ ও তাহার বিরুদ্ধে এলিয়ের ভবিষ্যদ্বাক্য ১৬ ও পিলেষ্টীয় ও আরবীয়দের তাহণকে কুেশ দেওন ১৮ ও অনিবাৰ্যা পীড়াদ্বারা তাহীর মৃত্যু ও করব দেওন । পরে যিহোশাফটু আপন পূৰ্ব্বপুরুষের ন্যায় মহানিদ্রিত হইয় তাহাদের সহিত দায়ুদের নগরে কবর প্রাপ্ত হইল ; পরে তাহার পুত্র ঘোরাম তাহার পদে অভিষিক্ত হইল। এবং অসরিয় ও যিহীয়েল ও সিখ- { রিয় ও অসরিয় ও মীথায়েল ও শিফটিয়, ইহারা সকলেই ইস্রায়েলের রাজা যিহোশাফটের পুত্র ছিল, এবং ঘোরামের ভাতৃগণ ছিল। এবং তাহাদের পিতা এ তাহাদিগকে রূপ ও স্বর্ণ ও বহুমূল্য দ্রব্য ও যিহুদা দেশস্থ প্রাচীরবেষ্টিত নগর দান করিল , কিন্তু ঘোরাম জ্যেষ্ঠ প্রযুক্ত তাহাকে রাজ্য দিল। পরে ঘোরাম আপন ৪ পিতৃরাজ্য পাইয়া দুঃসাহসী হইল +, এবং আপনার সকল ভুাতৃগণকে ও ইসুয়েলের কতক অধ্যক্ষকে খড়গদ্বারা বধ করিল। ঘোরাম বত্রিশ বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ • করিয়া আট বৎসর পর্য্যন্ত ষিরুশালমে রাজতন্ত্র করিল। এবং সে ই সুয়েলের রাজাদের,বিশেষত আহাৰ বস্থা • শের পথে গমন করিল, কেননা সে অাহাবের কন্যাকে বিবাহ করিয়াছিল, এবং সে পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিল। কিন্তু পরমেশ্বর দায়ুদের প্রতি এই প্রতিজ্ঞ । করিয়াছিলেন, আমি তোমাকে ও তোমার বংশকে নিত্য এক প্রদীপ দিব,দায়ুদের প্রতি এই নিয়ম প্রযুক্ত তিনি তাহার বখশকে বিনষ্ট করিতে চাহিলেন না। २१ ; >० ॥-[०>] • झ1 २ १ ; 8 २,६२ li-[०२] २ ठ* ०१ ; S0S DD DDS egA AAAASAA S SSSS DD SS S D DD S00SS S B BBS S0LSS DD SS S DDDD S 0S0S S L SB BBS DD DD SS S S S S B S BAAA LLSSS SDSS DD S0LS DD S0S A T T S శిe =88 1 : 1 3 3 ; లి ఆ ll 426

  • (ই যন্তকে। 1 (ইকু আপনাকে বলবাৰ করিল।