পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৬ অধ্যায়।] ১৬ তেছ ? সে এই কথা কহিলে রাজা তাহাকে কহিল, তুমি কি রাজমন্ত্রিপদে নিযুক্ত হইয়াছ ? ক্ষান্ত হও, কেন প্ৰহারিত হইবা ? তাহাতে ভবিষ্যদ্বক্তা ক্ষান্ত হইয়া কহিল, তুমি এই কর্ম করিল, এবং আমার মন্ত্রণা মানিলা না, ইহাতে ঈশ্বর তোমাকে বিনষ্ট করিতে স্থির * করিলেন, তাহ জানিলাম। অপর যিহুদার অমৎসিয় রাজ পরামর্শ লইয়। ইস্রায়েলের যেহুর পৌত্র ঘিহোঁয়াহসের পুত্র যোয়শি রাজের নিকটে লোকদ্বারা এই কথা কহিয়া পাঠাইল, ১৮ আইস, আমরা পরস্পর মুখ দর্শন করি। তাহাতে ইস্রায়েলের যোয়শি রাজ যিহুদার অমৎসিয় রাজের নিকটে এই উত্তর পাঠাইল, লিবালোন স্থিত শিয়াল কাটা লিবানোনস্থ এর বৃক্ষের নিকটে কহিয়া পাঠা ইল, আমার পুত্রের বিবাহের জন্যে তোমার কন্যাকে দেও; পরে লিবানোনস্থ এক বন্য + পস্ত সেই পথে যা১১ ইয়া শিয়াল কাটাকে দলিয়া ফেলিল। তুমি কহিতেছ, আমি ইদোমীয়দিগকে বিনষ্ট করিলাম ; ইহাতে দপ করিতে তোমার মন তোমাকে প্রবৃত্তি দেয় ; কিন্তু গৃহে থাক, তুমি ও তোমার সহিত যিহুদী পতিত হইবার ২ - জন্যে কেন অনধিকার চর্চা করিব ? কিন্তু অমৎসিয় সে কথা গ্রাহ্য করিল না, কারণ ইদোমীয় দেবগণের নিকটে ফল অন্বেষণ করাতে তাহারা যেন শত্বহস্তে পতিত হয়, এই জন্যে এই সকল ঈশ্বরহইতে হইল । ং পরে ইস্রায়েলের যোয়াশ রাজ যুদ্ধযাত্রা করিল, তাহাতে তাহারা অর্থাৎ সে ও যিহুদার অমৎসিয় রাজা যিহদার অধিকারস্থ বৈৎশেমশে পরসপর মুখদর্শন ২ং করিল। তাহাতে যিহদার লোকের ই সুয়েল বংশের সম্মুখে পরাম্ভ হইয় প্রত্যেক জন আপন২ বাসস্থানে ২৩ পলায়ন করিল। পরে ইস্রায়েলের যোয়াশ রাজা অহসিয়ের | পৌত্র যোয়ীশের পুত্র বিহুদার অমৎসিয় রাজকে বৈংশেমশে ধরিয়া লইয়। যিরশালমে আইল, এবং ইফুয়িমের দ্বার অবধি কোণের S দ্বার পর্যন্ত চারি শত হস্ত যিরশালমের প্রাচীর ভগ্ন করিয়া ফে. ২৪ লিল। এবং ঈশ্বরের মন্দিরে ওবেদৃ-ইদোমের হস্তগত যে স্বর্ণ ও রূপা ও পাত্র ছিল, ও রাজবাটীর যত ধন ছিল তাহ1, এব^ কতক বন্ধক লোককে লইয়া শোমিরোণে প্রত্যাগমন করিল । পরে ইস্রায়েলের যিহোয়াহসের পুত্ৰ যোয়াশ রাঞ্জের মরণের পর যিহুদার যোয়ীশের পুত্র অমৎসিয় ২৬ রাজা পোনেরো বৎসর জীবৎ থাকিল। এই অমৎসিয়ের আদ্যন্ত অবশিষ্ট ক্রিয়া কি যিহুদার ও ইসুয়েলের রাজাদের ইতিহাসপুস্তকে লিখিত নাই ? অমৎসিয় পরমেশ্বরের অনুগমনহইতে বিমুখ হইলে > * R & ২ বংশাবলি । পর লোকেরা ঘিরুশীলমে তাহার বিরুদ্ধে রাজদ্রোহ করিল, তাহাতে সে লাখীশে পলায়ন করিল ; তথাপি তাহারা তাহার পশ্চাৎ লাখীশে লোক পাঠাইরা সে স্থানে তাহাকে বধ করাইল। পরে লোকেরা তাহাকে অশ্বারোহণ করাইয়া আনিয়া যিহদা দেশের প্রধান নগরে তাহার পিতৃলোকদের নিকটে তাহাকে কবর দিল । ২৩ অধ্যায়। ১ সিঙ্গরিয়ের বর্তমান সময়ে ওমিয়ের সুরাজত্ব করণ ১৬ ও যাজকদের কৰ্ম্মে পুকৃত্ত হওয়াতে কুণ্ঠরোগী হওন ২২ ও তাহার মৃত্যু । তখন যিহুদার তাবৎ লোক ষোল বৎসর বয়স্ক উষিয়কে লইয়া তাহার পিতা অমৎসিয়ের পদে তাহাকে রাজ্যাভিষিক্ত করিল। রাজা পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে সে এলৎ সারাইয়া যিহুদা দেশের অধিকারে পুনৰ্ব্বার রাখিল। উষিয় ষোল বৎসর বয়সে রাজতর করিতে আরম্ভ করিয়া বাওয়ান্ন বৎসর পৰ্য্যন্ত যিরশালমে রাজতন্ত্ৰ করিল ; ফিরুশালম নিবাসিনী যিখলিয়া তাহার মাতা ছিল। এবং তাহার পিতা অমৎসিয় যে ২ কর্ম করিয়াছিল, তদনুসারে পরমেশ্বরের সাক্ষাতে উত্তম কর্ম করিল। এবথ ঈশ্বরীয় দর্শনে বুদ্ধিমান যে সিখরিয়, তাহার যাবজ্জীবন সে ঈশ্বরের অন্বেষণ করিল ; সে যত কাল পরমেশ্বরের অন্বেষণ করিল, তত কাল ঈশ্বর তাহাকে কৃতকাৰ্য্য করিলেন। পরে সে যাইয়। পিলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিল, এবথ গাতের ও যবনির ও অসদোদের প্রাচীর ভগ্ন করিল। এবং অসদোদের সীমাতে ও পিলেষ্টীয়দের সীমাতে নগর নির্মাণ করিল, এবং ঈশ্বর পিলেষ্টীয়দের ও গুর্বল নিবাসি আরবীয় ও মিয়ূনীয়দের বিরুদ্ধে তাহার উপকার করিলেন। এবথ অন্মোনীয়েরা উষিরকে উপঢৌকন দিল, এবথ অতিশয় বলবান হওয়াতে তাহার কীৰ্ত্তি মিসরে প্রবিষ্ট হইয়া ব্যাপ্ত হইল। আর উষিয় যিরশালমে কোণের দ্বারে ও উপত্যকার দ্বারে ও প্রাচীরের কোণে দুর্গ নির্মাণ করিয়া তাহা দৃঢ় করিল। এবং সে অরণ্যেও দুর্গ করিল, ও অনেক কুপ খুদিল, কেননা নীমনভূমিতে ও প্রান্তরে তাহার যথেষ্ট পস্ত ছিল, এবং পৰ্ব্বতে ও কমিলে কৃষকগণ ও দ্রাক্ষাকৃষকগণ ছিল ; সে কৃষিকৰ্ম ভাল বাসিত। আর যিয়ুয়েল লেখকের ও মাসের শাসনককার ও রাজার এক সেনাপতি হনানিয়ের হস্তে লিখিত সংখ্যানুসারে দলে ২ গমনকারি উষিয়ের সৈন্যগণ ছিল। মহাবীর লোকদের পিতৃপ্রধান সমুদয়ে দুই সহস্র ছয় শত লোক ছিল। L00S0S SDSS AASAASAAASSS S B BBS SBBSBBS B BB BB BBS BB S S BBBS S BBB S BBBBB SBS SSBSS 00S S S S S S S S i-[৯] যিশ ১৪ ; ২২ ৷৷ S0SS0SSBB BBSS S BBS BBS BBS BBS L SBBB BBS SBB BBBBSS SBBSSBBBB SBBS BBBBBBBBB S B BBS দর্শনকারী । 431 x (א 8