পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8、○ 8 তাহার অবশিষ্ট ক্রিয়া ও আদ্যন্ত সমস্ত বিবরণ যিহুদী ও ইস্রায়েলের রাজাদের ইতিহাসপুস্তকে ২ ৰ লিখিত আছে। পরে অাহস আপন পিতৃলোকদের ন্যায় মহানিদ্রিত হইলে লোকেরা ইসুযেলের রাজাদের কবরে তাহাকে কবর দিল না, যিরশালম নগরে কবর দিল ; পরে তাহার পুত্র হিষিকয় তাহার পদে অভিষিক্ত হইল । ২৯ অধ্যায়। হিন্ধুিয়ের সুরাতত্ত্ব কবৰ ৩ ও পরযেশরের যন্দর পরি: झुंझ করিতে আণতজ্ঞ .ে এন ১২ ও যান্দিরের পরিয়ার করণের কথা ২০ ও হিন্ধুিয়ের বলিদানাদির কথা । ১ হিষিকয় পাচশ বৎসর বয়সে রাজতন্ত্ৰ করিতে আরম্ভ করিয়া উনত্রিশ বৎসর পর্যন্ত যিরশালমে রাজতন্ত্র করিল ; মিথরিয়ের কন্যা অবিয়া তাহার মাতা ছিল। এবং সে অাপন পূৰ্ব্বপুরুষ দায়ুদের ক্রিয়ানুসারে পরমেশ্বরের সাক্ষাতে উত্তম কর্ম করিল। ৩ সে অাপন অধিকারের প্রথম বৎসরের প্রথম মাসে পরমেশ্বরের মন্দিরের দ্বার খুলিয়া সারাইল। ৪ এবং সে যাজক ও লেবীয়দিগকে প্রবেশ করাইয়া পূৰ্ব্বদিগের প্রাঙ্গণে তাহাদিগকে একত্র করিয়া কহিল, • হে লেবীয়েরা, আমার কথা শুন। এখন আপনাদিগকে পবিত্র কর, ও আপনাদের পিতৃলোকদের প্রভূ পরমেশ্বরের মন্দির পবিত্র কর, ও পবিত্র স্থান হইতে তাবৎ * মল লইয়া যাও। কেননা অামাদের পিতৃলোকেরা অপরাধ করিল, ও আমাদের প্রভূ পরমেশ্বরের সাক্ষাতে পাপ করিয়া তাহাকে ত্যাগ করিল, ও পরমেশ্বরের বাসস্থানহইতে বিমুখ হইয় তাহার দিগেও * পশ্চাৎ করিল * ; এবং বারাণ্ডার দ্বার সকল বন্ধ করিল, এবং পবিত্র স্থানে প্রদীপ নিৰ্ব্বাণ করিয়া ইসুয়েলের ঈশ্বরের উদ্দেশে ধূপ জালিল না, ও ৮ হোম করিল না। এই জন্যে যিহুদা ও ঘিরশালমের প্রতি পরমেশ্বরের ক্রোধ হইল ; তাহাতে যেমন স্বচক্ষে দেখিতেছ, তদ্রুপ তিনি তাহাদিগকে ক্লেশ ও বিস্ময় ও ১ লজ্জা । ভোগ করিতে সমপণ করিলেন । তাহাতে দেখ, আমাদের পিতৃলোকেরা খড়গে পতিত হইল, এব^ আমাদের পুত্র ও কন্যাগণ ও ভাৰ্য্যাগণ বন্দী হইয়। * • গেল। অতএব আমাদের হইতে র্তাহার প্রজবলিত ক্রোধ যেন নিবৃত্ত হয়, এই জন্যে ইস্রায়েলের প্রভূ পরমেশ্বরের সহিত এক নিয়ম করিতে এখন আমার মনস্থ • • অাছে। হে আমার পুত্ৰগণ, তোমরা ইহাতে শিথিল হইও না, কেননা পরমেশ্বর তোমাদিগকে আপন সম্মুখে দাড়াইতে ও আপন সেবা করিতে ও আপন সেবাকারী

[২৬,২৭] ২ র ১৬; ১১, ২৭ ৷৷ [২১ অধ্য : ১, ২] ২ র ১৮ ; ১-৩ –[৩] প ৭ । ২ বৎ ২৮ ; ২৪ it-[*] (ल ९ २ ; ७ ! st v ; २ २, २२ It-L१] २ द* AAAAA 00 AAAS S ASAAAAAA LS0 LS0 SS 00 SS S0 SS 0 SS 00 SS ২ ব’, ২৮ ; ২৪ it—[২১,২২] লে ৪ ; ৩-২ ১ ৷৷

  • (ইকু উtহকে গ্লাব দিলা । (ই সাদ। (বা) ওপত্যকাতে।

4:34 ২ বৎশাবলি। ২৯ অধ্যায়। হইতে ও ধূপ জালাইতে তোমাদিগকে মনোনীত করিয়াছেন। তখন কিহাৎ বংশীয় অমাসয়ের পুত্ৰ মহৎ ও অস- ** রিয়ের পুত্র ঘোয়েল, ও মিরারি বংশীয় অব্দির পুত্র কৗশ ও মিহলিলেলের পুত্র অসরিয়, এবং গেশোন বংশীয় সিন্মের পুত্ৰ যোয়াহ ও যোয়াহের পুত্ৰ এদন এবং ইলীষাফন বংশের শিমু ও যিযুয়েল ও আসফ ** বKশের সিখfরয় ও মন্ত্রনিয় ; এবং হেমন বংশের * * যিহীয়েল ও শিমিয়ি ; ও ঘিদূথুন বংশের শিমরিয় ও উষীয়েল, এই সকল লেবীয়েরা উঠিয়া আপনাদের * * ভাতৃগণকে একত্র করিয়া আপনাদিগকে পবিত্র করিল, এবং পরমেশ্বরের বিধিমতে রাজআজ্ঞানুসারে পরমে শ্বরের মন্দির পরিষকার করিতে প্রবেশ করিল। এব^ * * যাজকের তাহা পরিষকার করণার্থে পরমেশ্বরের মন্দিরের অভ্যন্তরে গিয়া সেখানে যে ২ মল পাইল, সে সমস্ত বাহির করিয়া পরমেশ্বরের মন্দিরের প্রাঙ্গণে অনিল ; পরে লেবীয়েরা কিট্রোণ স্রোতে : তাহ লইয়া গেল। তাহারা প্রথম মাসের প্রথম দিনে পবিত্র করিতে । আরম্ভ করিল, এবং মাসের অষ্টম দিনে পরমেশ্বরের বারাণ্ডাতে আইল ; এই রূপে তাহারা অষ্টাহের মধ্যে পরমেশ্বরের মন্দির পবিত্র করিল, এবং প্রথম মাসের ষোল দিনে তাহার শেষ করিল। পরে তাহারা হি- ১৮ ষিকয় রাজের গৃহে যাইয়া কহিল, আমরা পরমেশ্বরের সমুদয় মন্দির ও হোমবেদি ও তাহার সকল পাত্র ও দর্শনরুটির মেজ ও তাহার সকল পাত্র পরিষ্কৃত করিলাম । এবং আহস রাজ তাহার অধিকার কালে ১ ৰ অাজ্ঞা লঙ্ঘন করিয়া যে ২ পাত্র অশুচি করিয়াছিল, সে সকল আমরা প্রস্তুত করিলাম ও পবিত্র করিলাম ; দেখ, সে সকল পরমেশ্বরের বেদির সম্মুখে আছে। অপর হিষিকয় রাজা প্রত্যুষে উঠিয়া নগরাধ্যক্ষ- • দিগকে একত্র করিয়া পরমেশ্বরের মন্দিরে গেল। এবং তাহারা রাজ্যের ও পবিত্র স্থানের ও যিহুদ - দেশের জন্যে প্রায়শ্চিন্তবলি দান করিতে সাত বলদ ও সাত মেষ ও সাত মেষশাবক ও সাত ছাগল উৎসগ করিল, এবথ সে পরমেশ্বরের বেদির উপরে হোম করিতে হারো বংশীয় যাজকদিগকে আজ্ঞা করিল। অতএব তাহার বলদগণকে বলিদান করিলে যাজকেরা ২২ রক্ত লইয়া বেদির উপরে প্রোক্ষণ করিল,এবং মেষ বধ করিয়া তাহাদের রক্ত বেদির উপরে প্রোক্ষণ করিল, এবং মেষশাবককে বধ করিয়া তাহাদের রক্ত বেদির উপরে প্রোক্ষণ করিল। এবং তাহারা প্রায়শ্চিত্ত বলি- ২ ও দানার্থে রাজার ও মণ্ডলীর সাক্ষাতে ছাগলদিগকে