পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৪ অধ্যায়।] বাহির করিয়া তাহীদের উপরে হস্তাপণ করিল। ** অপর যাজকের তাহাদিগকে বধ করিয়া তাবৎ ইস্রায়েলের জন্যে বলিদান করিয়া তাঁহাদের রক্তদ্বারা বেদির উপরে প্রায়শ্চিন্তু করিল, কেননা রাজা তাবৎ ইস্রায়েলের জন্যে হোম ও প্রায়শ্চিত্ৰবলি দান করিতে * আজ্ঞা দিল। এবং সে দায়ুদের ও রাজার প্রদর্শক গাদের ও নাথন ভবিষ্যদ্বক্তার আজ্ঞানুসারে করতাল ও নবল ও বীণাহন্ত লেবীয়দিগকে পরমেশ্বরের মন্দিরে স্থাপন করিল, যেহেতুক পরমেশ্বর আপন ভবিষ্যদ্ব • ক্রাদের দ্বার স্ট্র এই আজ্ঞা দিয়াছিলেন। অপর লেবীয়েরা দায়ুদের নিরূপিত বাদ্য হস্তে করিয়া এবং যাজ* কেরা তুরী হস্তে করিয়া দাড়াইল। পরে হিষিকয় বেদির উপরে হোম করিতে আজ্ঞা করিলে যখন হোমের আরম্ভ হইল, তখন তুরী প্রভূতি ইস্রায়েলের দায়ুদৃ রাজের নিরূপিত বাদ্যদ্বারা পরমেশ্বরের গীতের ২৮ আরম্ভ হইল। তাহাতে হোমের শেষ পৰ্য্যন্ত সকল মণ্ডলী ভজনা করিল ও গায়কের গান করিল ও তুরী • বাদকের জুরী বাজাইল। পরে তাহার হোম বলিদান সাঙ্গ করিলে রাজা ও তাহার নিকটবৰ্ত্তি লোকের হাটু ৩• পাতিয়া ভজনা করিল। এবং হিষিকর রাজ ও অধ্যক্ষগণ দায়দের বাক্যে ও প্রদর্শক আসফের বাক্যে পরমেশ্বद्रव्रे উদ্দেশে প্রশংসার গান করিতে লেবীয়দিগকে আজ্ঞা করিলে তাহারা আনন্দপূৰ্ব্বক প্রশ^সার গান ৩১ করিল, ও মন্তক নমন করিয় ভজনা করিল। তখন হিষিকয় কহিল, তোমরা পরমেশ্বরের নিমিত্তে আপনাদিগকে পবিত্ৰ করিলা, এখন নিকটে আসিয়া মঙ্গল বলি ও প্রশ৭ সার্থক বলি পরমেশ্বরের মন্দিরে আন ; তাহাতে মণ্ডলী মঙ্গলার্থে ও প্রশ৭ সাথে বলি আনিল, ৩ ও দানশীল লোকের হোমবলি আনিল। মণ্ডলী সত্ত্বরি বলদ ও এক শত মেষ ও দুই শত মেষশাবক, এই সকল ৩ ও পরমেশ্বরের উদ্দেশে হোমার্থে উৎসগ করিল। এবথ ও পবিত্রীকৃত ছয় শত বলদ ও তিন সহস্র মেষ ছিল। কিন্তু যাজকগণের অপতাপ্রযুক্ত তাহারা হোমার্থক পশুদের চর্ম উন্মোচন করিতে পারিল না ; অতএব সে কম সাঙ্গ না হওন পৰ্য্যন্ত, এবং অন্য যাজকের যে পর্যন্ত আপনাদিগকে পবিত্র না করিল, তাবৎ তাহীদের লেবীয় ভাতৃগণ তাহাঁদের উপকার : করিল,কেননা লেবীয়েরা আপনাদিগকে পবিত্র করিয়া যাজকদের হইতেও ৪৫ সরলান্তঃকরণ ছিল। এবং মঙ্গলার্থক বলির মেদের সহিত ও হোমবলির উপযুক্ত পানীয় নৈবেদ্যের সহিত অনেক হোমবলি দিল; এই রূপে পরমেশ্বরের মন্দিরের ** সেবার ধারা স্থির হইল। ঈশ্বর লোকদিগকে স্থির [९०, ९ s] (ल 8 ; १ ९-२९ t1-[२०-९*] • द० ९० : २-० it-[२ १] £ल 8 ; SS S BB BBS SSS LLSgS S B S S S S S

» il—[eo] (Fi • د- ه ; ۹ [ه ه - د ه]--il ډ د ; ۰ ٤

২ বংশাবলি । করিয়াছিলেন, তাহাতে হিষিকয় ও তাবৎ লোক আনন্দ করিল ; আর সে কাৰ্য্য হঠাৎ হইল। ৩০ অধ্যায়। ১ হিন্ধুিয়ের নিস্তারপর্ব পালনের নিরুপণ ১৩ ও লোকদের দেব পুতিয়া ভাদন ও চেীদ দিন পৰ্ব পালন করুণ ২৭ ও যাজক ও লেবীয়দের লোকদিগকে আtশীৰ্বাদ করণ । পরে লোকেরা ইসুয়েলের প্রভু পরমেশ্বরের উদ্দেশে নিস্তার পর্ব পালন করিতে যেন যিরশালমে পরমেশ্বরের মন্দিরে আইসে, এই জন্যে হিষিকয় সমস্ত ইস্রায়েল, বখশ ও যিহুদী বংশের নিকটে লোক প্রেরণ করিল,এবং ইফুয়িম বংশের ও মিনশি বংশের নিকটে পত্র পাঠাইল। রাজা ও তাহার অধ্যক্ষগণ ও তাবৎ মণ্ডলী দ্বিতীয় মাসে যির শালমে নিস্তারপৰ্ব্ব পালন করিতে পরামর্শ করিল। যাজকদের বাহুল্যরূপে আপনাদিগকে পবিত্র না করণ ও যিরশালমের লোকদিগকে একত্র না করণ প্রযুক্ত তাহারা তাহা উপযুক্ত ॥ সময়ে পালন করিতে পারিল না। এবং এই কর্ম রাজার ও তাবৎ মণ্ডলীর দৃষ্টিতে তুষ্টিজনক হইল। অতএব লোকেরা যেন ঘিরুশালমে আসিয়া ইস্রায়েলের প্রভ পরমেশ্বরের উদ্দেশে নিস্তারপৰ্ব্ব পালন করে, এই জন্যে তাহারা বেশেবা অবধি দান পৰ্য্যন্ত ইস্রায়েলের সৰ্ব্বত্র ঘোষণা করিতে নিয়ম করিল, কেননা তাহারা চিরকালাবধি লিখিত বিধি অনুসারে তাহা করে নাই। পরে দূতগণ রাজ আজ্ঞানুসারে রাজার ও তাহার অধ্যক্ষদের হস্তুহইতে ইস্রায়েল ও যিহুদার সৰ্ব্বত্র পত্র লইয়া যাইয়। এই কথা কহিল, হে ই সুয়েল বংশ, তোমরা ইব্রাহীমের ও ইসহাকের ও ইস্রায়েলের প্রভু পরমেশ্বরের পক্ষে পুনৰ্ব্বার ফির ; তাহাতে তোমাদের যে অবশিষ্ট লোকেরা অশূরের রাজাদের হস্তুহইতে রক্ষা পাইয়াছে, তাহাদের প্রতি তিনি ফিরিবেন। তোমাদের যে পিতৃলোকেরা ও ভুতার আপনাদের পূৰ্ব্বপুরুষদের প্রভুপরমেশ্বরের বিরুদ্ধে অপরাধ করিল,তৎপ্রযক্ত তাহারা বিনাশে সমপিত হইল, ইহা তোমরা দেখিতেছ; অতএব তোমরা তাঁহাদের মত হইও না। এখন তোমরা আপনাদের পিতৃলোকদের ন্যায় অবাধ্য 8 না হইয়া পরমেশ্বরের বশীভূত হও, ও তিনি চিরকালের জন্যে যে স্থান পবিত্র করিয়াছেন, তাহার সেই ধর্মধামে প্রবেশ কর, এবx তোমাদের হইতে যেন তোমাদের প্রভু পরমেশ্বরের প্রচণ্ড ক্রোধ নিবৃত্ত হয, এই জন্যে তাহার সেবা কর। তোমরা যদি পুনৰ্বার পরমেশ্বরের প্রতি ফির,তবে যাহার তোমাদের ভাতৃগণকে ও সন্তানদিগকে বন্দী করিয়া লইয়। গেল,তাহী [ه ه]-ii به د: ۹۹۰۹۰ lه ۹]-llه ۹وه دو ۰د S BBBS BB BS BB BSBS S 0 S S LS0S SS SS 0000 SS SSBBB S DSSSD SSS0SSSSBB SBBSBBS BB BBS 00S 00S L SS LL

  • (ইব্র হন্তে। (ই হন্ত পূৰ্ণ ; (ইঃ স্থিরতা । ॥(ইবু সেই। $(ইবু) দূচনৗব।

435 8 No Go