পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

88レー ইযু l নিকটে আসিয়া তাহাদিগকে কহিল, এই মন্দির নির্মাণ করাইতে ও প্রাচীর প্রস্তুত করাইতে তোমাদিগকে কে আজ্ঞা দিল? তখন যাহারা এই গাথনী করে, তাহাদের নাম কি? ইহা আমরা তাহাদের প্রশনানুসারে কহিলাম, কিন্তু মিহুদীয়দের প্রাচীন লোকদের প্রতি ঈশ্বরের কৃপাদৃষ্টি হইলে, শত্রুর দারার আজ্ঞা ব্যতি, রেক তাহাদিগকে নিবৃত্ত করিতে পারিল না ; পরে তাহার। এই কর্মের বিষয়ে পত্র লিখি , পাঠাইল । অপর নদীর এ পারস্থ দেশাধ্যক্ষ তৎনয় ও শেথরৰোষিনয় ও নদীর এ পারস্থ তাহীদের পক্ষীয় অফসিখীয়েরা যে পত্র দার। রাজের নিকটে পাঠাইল, তাহার অনুরূপপত্র এই । তাহারা এই সকল কথা স্ট লিখিত এক পত্র পাঠাইল, দার1 রাজের সমস্ত মঙ্গল হউক। রাজার নিকটে আমাদের নিবেদন ; আমরা যিহদা দেশে মহেশ্বরের মন্দিরে গেলে তাহ খোদিত প্রস্তর ও ভিত্তিতে স্থাপিত কাষ্ঠীদ্বারা পুননির্মিত হইতেছে ইহা দেখিলাম। এই কর্ম শীঘু চলিতেছে ও তাহাদের হস্তদ্বারা অতিশয় বৃদ্ধি পাইতেছে। তাছাতে আমরা সেই প্রাচীন লোকদিগকে জিজ্ঞাসা করিয়া কহিলাম, এই মন্দির নির্মাণ করাইতে ও প্রাচীর * ° প্রস্তুত করিতে তোমাদিগকে কে আজ্ঞা দিল ? এব^ আমরা তাহাদের প্রধান লোকদিগের নাম লিখিবার জন্যে তোমাকে জ্ঞাত করাইতে তাহাদের নামও * * করিলাম। তা হাতে তাহারা আমাদিগকে এই উত্তর দিল, অনেক বৎসর পূৰ্ব্বে যে মন্দির নির্মিত অর্থাৎ ইস্রায়েলের এক মহারাজকর্তৃক নির্মিত ও স্থাপিত ছিল, সেই মন্দির স্বগ ও পৃথিবীর ঈশ্বরের দাস * যে আমরা, আমরা পুননির্মাণ করাইতেছি। অামাদের পূৰ্ব্বপুরুষের স্বৰ্গীয় ঈশ্বরকে ক্রুদ্ধ করিলে পর তিনি তাহাদিগকে বাবিলের কসর্দীয় নিবুখদৃনিৎসর রাজের হস্তগত করিলেন, তাহাতে সে এই মন্দির ভগ্ন ১ ও করিল ও লোকদিগকে বাৰিলে লইয়া গেল। কিন্তু বাবিলের খসু রাজের অধিকারের প্রথম বৎসরে খসু রাজ ঈশ্বরের এই মন্দির পুননির্মাণ করাইতে ১৪ তাড়া দিল। এবং নিবৃথদ্বনিৎসর ফিরুশালমের মন্দির হইতে ঈশ্বরের মন্দিরের যে ২ স্বর্ণময় ও রূপ্যময় পাত্ৰ লইয়া গিয়া বাবিলের প্রাসাদে রাখিয়াছিল, সে সকল পাত্র খসু রাজ বাবিলস্থ প্রাসাদ হইতে লইয়া শেশৱসর + নামক শাসনকৰ্ত্তার হস্তে সমপণ ১৭ করিল। এবং তাহাকে কহিল, তুমি এই সকল পাত্র লইয়া মিরূশালমস্থ মন্দিরে যাও, এবং ঈশ্বরের মন্দির ১• নিজ স্থানে পুননির্মাণ করাও। তাহাতে শেশৱসর * g 6: o o 3) আসিয়া ষিরুশালমস্থ মন্দিরের ভিত্তিমূল করিল ; তদবধি এখন পর্যন্ত ইহার গাথনি হইতেছে, তথাপি সাঙ্গ হয় নাই । অতএব এখন যদি রাজার তুষ্টি হয়, তবে খসু রাজ বিরুশালমস্থ ঈশ্বরের মন্দির পুননির্মাণ করিতে আজ্ঞা দিল কি না, তাহ রাজার বাবিলস্থ ধনাগারে অন্বেষণ করা যাউক ; এ বিষয়ে রাজ আমাদের নিকটে আপন আজ্ঞা প্রেরণ করিবেন। ২৩ অধ্যায় । ১ যদিরের গাথনিব অন্যে দারীর নূতন আজ্ঞ ১৩ ও যদি রের সযপ্তি করণ ১১ ও মন্দিরের পুতিষ্ঠা করণ ১১ ও নিস্তার পর্ব পালন করুণ । পরে দার রাজা আজ্ঞা করিলে বাবিলের ধনাগারের লিপিশালাতে সেই পত্রের অন্বেষণ হইল। তাহাতে মাদীয়দের দেশের অহমিথ1 ? (নগরস্থ) রাজবাটীতে এক লিপি পত্র পাওয়া গেল ; তাহাতে এই কথা লিখিত ছিল ; খসু রাজের প্রথম বৎসরে খসু রাজ ঈশ্বরের বিরূশামস্থ মন্দিরের বিষয়ে আজ্ঞা করিলেন, লোকেরা যে স্থানে বলিদান করিত, সেই মন্দির পুননির্মাণ করা যাউক, ও তাহার ভিত্তিমূল স্থাপন করা যাউক, এব^ তাহার উদ্ধৃত ষাইট হস্ত ও প্রস্থত। যাইট হস্ত হইবে। এবং তাহ তিন সারি বৃহৎ প্রস্তরে ও এক সারি নুতন কাষ্ঠে গাথান হইবে, এবং রাজবাটীহইতে তাহার ব্যয় হইবে। এবং নিবুখদৃনিৎসর যিরূশালমস্থ মন্দির হইতে যে ২ স্বর্ণময় ও রূপ্যময় পাত্র লইয়া বাবিলে অভ্যানিয়াছিল, সে সকল ফিরিয়৷ দেওয়া যাইবে , এবং প্রত্যেক পাত্র আপন স্থানে যিরশালমস্থ মন্দিরে নীত হইবে, ও তাহা ঈশ্বরের গৃহে রক্ষিত হইবে। এখন নদীর ওপারস্থ দেশাধ্যক্ষ তৎনর ও শেথর-বোষিনয় ও নদীর ওপারস্থ তোমাদের পক্ষীয় অফসিখীয়েরা, তোমরা তথাহইতে দূরে থাক। ঈশ্বরের মন্দিরের কায্যের কিছু ব্যাঘাত কারও না; যিহুদীয়দের অধ্যক্ষ ও প্রাচীন লোকেরা ঈশ্বরের মন্দির নিজ স্থানে নির্মাণ করাউক । আর ঈশ্বরের ঐ মন্দিরের গাথনির জন্যে তোমরা যিহুদীয়দের প্রাচীন লোকদের কি ২ উপকার করিবা,আমি তাহার আড ১ দি ; তাহাদের যেন বাধা " না হয়, এই জন্যে রাজার ধন, অর্থাৎ নদীর ওপারের করের ধন তাহাদিগকে দত্ত হইবে। এব^ তাহারা যেন স্বগের ঈশ্বরের উদেশে সুগন্ধি নৈবেদ্য করে, এবং রাজার ও তাছার পুত্রদের জীবন প্রার্থনা করে, এই জন্যে স্বগীয় ঈশ্বরের হোমার্থে ফিরুশালমস্থ যাজকদের নিরূপণানুসারে যে ২ দুব্য তাঁহাদের আবশ্যক, অর্থাৎ যুব বলদ ও S BB SS LS SBBSS SBBSS SBBSS SBBSS SSAAAAS BBeS SJSAAAAAA LLSSS BB రి• ; 3, ll-[ ఆ] چE م ; x-24[–11 د د] * : *, * in L৬ অধ্য ; ১] इंधु S LSSASAS SS SBBSS S BS BBS BBS BBS BAAA AAAAS BB • ; • ii—[s] * ; • • II 000 SBe BBBB BBSBS BBBBBSBSS BBB SBBS BBBBSBB BBB SBSS BBBBS [১ অধ্যায়। >