পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৫২ পিরিষীয়দের ও মিরষীয়দের ও অন্মোনীয়দের ও মোয়াদ্বীয়দের ও মিস্ট্রীয়দের ও ইমোরীয়দের ঘৃণাহ ক্রিয়ানুসারে কর্ম করিতে এই দেশীয় লোকদের হইতে আপং নাদিগকে পৃথক করে নাই। কিন্তু আপনাদের ও আপন ২ পুত্রদের জন্যে তাহীদের কন্যাগণকে গ্রহণ করিয়াছে ; এই রূপে পবিত্র বংশভ লোকেরা এই দেশীয়দের সহিত মিশ্রিত হইয়াছে ; অধ্যক্ষগণ ও ও শাসনকৰ্ত্তারাই এই দোষের মূল হইয়াছে। এই কথা শুনিয়া আমি আপন পরিধেয় ও উত্তরীয় বস্ত্ৰ ছিড়িলাম, ও আপন মস্তকের ও শ্মশ্রুর কেশ ছিড়িয়া * বিস্ময়াপন্ন হইয়া বসিলাম । তখন যাহারা বন্দিদের আজ্ঞালঙ্ঘন বিষয়ে ইস্রায়েলের ঈশ্বরের আজ্ঞাতে কম্পিত হইল, তাহারা আমার নিকটে একত্র হইল, এবং আমি সন্ধ্যাকালের হোমের সময় পৰ্য্যন্ত বিস্ময়াপন্ন হইয়া বসিলাম । * পরে সন্ধ্যাকালে হোম করণের সময়ে আমি শোকহইতে উঠিয় আপন ছিন্ন পরিধেয় ও উত্তরীয় বস্ত্রেতে বক্সাম্বিত হইয়া হাটু পাতিয়া আপন প্রভূ পরমেশ্বরের ৬ সাক্ষাতে হস্তু বিস্তার করিয়া কহিলাম, হে আমার ঈশ্বর, হে আমার ঈশ্বর, আমি তোমার প্রতি আপন মুখ তুলিতে লজ্জিত ও বিবর্ণ হই, কেননা আমাদের পাপ আমাদের মন্তকের উন্ধে উঠিয়াছে, ও আমাদের দোষ গগণসপশ হইয়াছে। আমাদের পূৰ্ব্বপুরুষদের সময় অবধি অদ্য পৰ্য্যন্ত আমরা মহাদোষ করিয়াছি ; আমাদের অপরাধের জন্যে আমরা ও আমাদের রাজগণ ও যাজকগণ আদ্যকার দশানুসারে মুখের ব্যাকুলতাতে ও লুটেতে ও বন্দিতে ও খড়গে ও অন্য ৮ দেশীয় রাজাদের হস্তে সমপিত হইলাম। কিন্তু এখন আমাদের কতক অবশিষ্ট লোককে রক্ষা করিতে ও ধর্মধামে আমাদিগকে অটল স্থান * দিতে ও আমাদের চক্ষু ঈশ্বরেতে দীপ্তিমান করিতে ও বন্দি দশাতে প্রাণ জুড়াইতে আমাদের প্রভু পরমেশ্বর ক্ষণেক কাল অনু১ গ্রহ করিয়াছেন। আমরা বন্দী ছিলাম, তথাপি আমা দেৱ ঈশ্বর বন্দি অবস্থাতে আমাদিগকে ত্যাগ করেন নাই, কিন্তু আমাদের ঈশ্বরের মন্দির স্থাপন করিতে ও তাহার ভগ্নস্থান সারিতে এবং যিহুদা ও বিরুশালমে প্রাচীর দিতে আমাদিগকে প্রাণ দান করিবার জন্যে তিনি পারসের রাজাদের দৃষ্টিতে আমাদের প্রতি অনু১• গ্রহ ভোগ করতে দিলেন। এখন হে আমাদের ঈশ্বর, ইহার পরে আমরা কি কহিব ? কেননা আমরা তোমার আজ্ঞা ত্যাগ করিলাম। তুমি আপন ভবিষ্যদ্বক্তা সে ইষ। ځعي [১০ অধ্যায়। বকদ্বার 1 এই কথা কহিয়াছিল, যে দেশ অধিকার করিতে প্রবেশ করিব, সেই দেশীয় লোকদের অশুচি ক্রিয়াদ্বারা, অর্থাৎ যে ঘূণহি ক্রিয়াদ্ধার তাহারা তাহার দিগদিগন্তর পূর্ণ করিয়াছে, তাহাদ্বারা সেই দেশ সৰ্ব্বত্র অশুচি আছে । অতএব তোমরা তাহীদের ১২ পুত্রদের সহিত তোমাদের কন্যাগণের বিবাহ দিও না, ও তোমাদের পুত্ৰগণের সহিত তাহীদের কন্যাগণের বিবাহ দিও না, ও তাহাদের মঙ্গল ও সৌভাগ্য কখনো চেষ্টা করি ও না ; তাহাতে তোমরা বলবান হইবা, ও দেশের উত্তম দ্রব্য ভোগ করিব, ও আপন বংশের কারণ নিত্য অধিকারস্বরূপ তাহ রাখিয়া যাইব। কিন্তু ১৩ আমাদের মন্দ কর্ম ও মহাপাপ করাতে আমাদের প্রতি এই সকল অমঙ্গল ঘটিয়াছে ; তথাপি হে আমাদের ঈশ্বর, তুমি আমাদের পাপের উপযুক্ত দণ্ডহইতে অলপ দণ্ড দিয়াছ, অধিকন্তু আমাদিগকে এই রূপে উদ্ধার করিয়াছ । ইহা দেখিযাও আমরা যদি তো- ১৪ মার আভালঙঘন পুনৰ্ব্বার করিয়া ঘৃণাহ কর্মকারি এই জাতীয়দের সহিত কুটুম্বতা করি, তবে ষে পৰ্য্যন্ত অামাদের কেহ রক্ষিত ও অবশিষ্ট না থাকে, তাবৎ তুমি আমাদের প্রতি ক্রুদ্ধ হইয়া কি নিঃশেষে সংহার করিব না? হে ইস্রায়েলের প্রভু পরমেশ্বর, তুমি ধর্ম- ** স্বরূপ, কেননা আমরা অদ্য পর্য্যন্ত রক্ষিত ও অবশিষ্ট আছি ; দেখ, আমরা তোমার সাক্ষাতে দোষী আছি, তৎপ্রযুক্ত তোমার সাক্ষাতে দাড়াইতে পারি না। ১০ অধ্যায় । ১ ইমুকে শিখনিয়ের আশ্বাস করণ ৬ ও শোকল্পিত হইয়। ইমার লোককে একত্র করণ ৯ ও দোষ স্বীকার জাতীয় শ্রীদিগকে দূর করিতে লোকদিগকে নিযুক্ত করণ ১৮ ও দোমি লোকদের লtয় । ইষু এইরূপ প্রার্থনা ও পাপস্বীকার ও ক্ৰন্দন ও ঈশ্বরের ১ মন্দিরের সম্মুখে আপনাকে ভূমিষ্ঠ করিলে ইস্রায়েল দেশের মধ্যহইতে আবাল বৃদ্ধ বনিত মহামণ্ডলী তাহার নিকটে একত্র হইল, এবং লোকের অতিশয় ক্ৰন্দন করিল। তখন এলম ব^শের মধ্যে এক জন ২ যিহীয়েলের পুত্র শিখনিয় ইয়াকে এই কথা কহিল, আমরা আপনাদের ঈশ্বরের আড়ালঙ্ঘন করিয়াছি, ও দেশীয়দের মধ্যহইতে অন্যজাতীয় কন্যাদিগকে বিবাহ করিয়াছি ; তথাপি এ বিষয়ে ইস্রায়েলের মধ্যে প্রত্যাশ অাছে। অতএব আইস, এখন আমার ও প্রভূর মন্ত্রণানুসারে ও আমাদের ঈশ্বরের আজ্ঞাতে [৯ অব্য : ১] ইমু ও ২ ১ । BS SSS LLL 00S 0SS AAAA S AAA S DD S A S A Il-[s] 0 S S S S B S S S S D S S D S S D S DAAASAAA S १] म1 २; ०-०१ ॥-[१] fच २v ; ०० । १ ** es ; SS S BB BS eeSAA S SSSS 0 0 SSSSSS BBS B AAAS AAASASASS f°;>-●1°;●n [**, * s] no ; >> -ss 1–s: “J Ki s : *-s u LS BBSBBS BSBBS BSBBSBS S BB BSBSS0SLLLSK BB BS د -ه د vl ه د ;ه ه ۰ة هl ده ;8 م - eم l fa م ;و,e II 452

  • (ইবু) গোস। I (ইকু হন্তদার। : ইত্ব এক যুগ্ম অৰবি অন্য যুথ পর্যন্ত ।