পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৫ অধ্যায় ।] ২৫ অপর তৃতীয় দিবসে তাহারা পীড়িত হইলে দীণার ভুতি শিমিয়োন ও লেবি,যাকুবের এই দুই পুত্র খড়গ গ্রহণ করিয়া অকস্মাৎ নগর আক্রমণ করিয়া তাবৎ ২ ও পুরুষকে বধ করিল। এবং হমোরকে ও তাহার পুত্ৰ শিথিমকে খড়গাঘাতে বধ করিয়া শিখিমের গৃহ২ ৭ হইতে দীণাকে লইয়া গেল। এবথ তাহাদের ভগিনীকে ভুষ্টা করাতে যাকুবের পুত্ৰগণ হত লোকদের নিকটে ২৮ অসিয়া নগর লুঠ করিল। এবং তাহাদের মেষ ও গোরু ও গদভ সকল, এবং নগরস্থ ও ক্ষেত্রস্থ তাবৎ ইন দ্রব্য গ্রহণ করিল। এবং তাহাদের শিশু ও স্ত্রীগণকে বন্দি করিয়া তাহাদের তাবৎ ধন ও গৃহের সর্বস্ব লুঠ তপ করিল। তখন যাকুব শিমিয়োনকে ও লেবিকে কহিল, তোমরা এতদেশীয় অর্থাৎ কিনানীয় ও পিরিষীয় লোকদের নিকটে আমাকে দুগন্ধ স্বরূপ করিয়া ব্যাকুল করিলা ; আমার লোক অলপ, এই প্রযুক্ত তাহারা আমার বিরুদ্ধে একত্র মিলিয়া আমাকে বধ করিবে ; ৩১ তাহাতে আমি সপরিবারে বিনষ্ট হইব। তাহার উত্তর করিল, যেমন বেশ্যার সহিত, তেমনি কি সে আমাদের ভগিনীর সহিত ব্যবহার করিবে? ৩৫ অধ্যায়। ১ ঈশ্বরের যাকুবকে বৈথেলে প্রেরণ করণ ৬ ও সেখানে বেদি নিৰ্ম্মাণ করণ ও দেবেীরার মরণ ৯ও বৈuেলে যাকবকে ঈশ্বরের আশীৰ্বাদ করণ ১৬ ও পুসববেদনার ಸಕ রাহেলের মরণ ২১ ও যাকুবের বংশাবলি ২৭ ও ইস হণকের মৃত্যু ও কবর দেওন। ১ অনন্তর ঈশ্বর যাকুরকে কহিলেন, তুমি উঠিয় বৈথেলে গিয়া সে স্থানে বাস কর ; এবথ তোমার এষেী ভাতার নিকটহইতে পলায়ন কালে যে ঈশ্বর তোমাকে দর্শন দিয়াছেন, তাহার উদ্দেশে সেই স্থানে যজ্ঞবেদি ২ নির্মাণ কর। তাহাতে যাকুব আপন পরিজনদিগকে ও সঙ্গি লোকদিগকে কহিল, তোমাদের কাছে যে সকল দেবপ্রতিম ? অাছে, তোমরা তাহ দূর করিয়া অন্য ৩ বস্ত্র পরিধান করিয়া শুদ্ধ হও। এবথ আইস, আমরা উঠিয় বৈথেলে যাই ; এবং যে ঈশ্বর আমার দুঃখসময়ে প্রার্থনা শুনিয়া আমার গমন পথে সহায় হইয়াছেন, তাহার উদ্দেশে সেই স্থানে এক যজ্ঞবেদি নির্মাণ করি। ৪ তাহাতে তাহারা আপনাদের নিকটস্থিত দেব প্রতিম ও কর্ণকুণ্ডল সকল লইয়া যাকুবকে দিলে সে ঐ সকল লইয়া শিথিম দেশস্থিত আলোন বৃক্ষের তলে পুতিয়া রাখিয় আদিপুস্তক l তথাহইতে যাত্রা করিল। কিন্তু চতুৰ্দ্দিকস্থিত নগরে Nరిలి ঈশ্বর হইতে ভয় উপস্থিত হওয়াতে তথাকার লোকের। কেহ যাকুবের পুত্রদের পশ্চাৎ২ তাড়না করিতে গেল না। পরে যাকুব ও তাহার সঙ্গিগণ কিনান দেশের ও লুস নগরে অথাৎ বৈথেলে আইলে সে এক যজ্ঞবেদি ৭ নির্মাণ করিয়া সেই স্থানের নাম এল-বৈথেল (বৈথেলের ঈশ্বর) রাখিল ; কারণ যাকুবের ভাতৃভয়ে পলায়ন কালে ঈশ্বর সেই স্থানে তাহাকে দশন দিয়াছিলেন। অপর ঐ স্থানে রিবকার দিবোরা নামনী দাসীর মৃত্যু হইলে বৈথেলের নিকটস্থ আলোন বৃক্ষের তলে তাহার কবর হইল, এবং সেই স্থানের নাম আলোন-বাখুৎ (শোক বৃক্ষ) হইল। পরে যাকুব পদন অরামহইতে প্রত্যাগমন করিলে ৯ ঈশ্বর তাহাকে পুনৰ্ব্বার দর্শন দিয়া আশীৰ্ব্বাদ করিলেন। এবং ঈশ্বর তাহাকে কহিলেন, এখন ১০ তোমার যাকুন নাম আছে, কিন্তু কেবল যাকৃত নাম থাকিবে না ; ইস্রায়েল নামও হইবে ; অপর তাহার নাম ইস্রায়েল রাখিলেন। ঈশ্বর তাহাকে আরো ১১ কহিলেন, আমিই সৰ্ব্বশক্তিমান ঈশ্বর, তুমি ফলবান হইয়া বৃদ্ধি পাও; তোমাহইতে এক জাতি কেবল নয়, অনেক জাতি উৎপন্ন হইবে, ও তোমার ঔরসে রাজগণ জন্মিবে। এবং আমি ইব্রাহীমকে ও ইসহাককে ১২ যে দেশ দিতে প্রতিজ্ঞা করিয়াছি, সেই দেশ তোমাকে ও তোমার ভাবি বংশকে দিব। এইরূপ কথোপকথন ১৩ করিয়া ঈশ্বর তথাহইতে উৰ্দ্ধগমন করিলেন। তাহাতে ১৪ যাকুব সেই ঈশ্বরের কথোপকথন স্থানে এক স্তম্ভ অর্থাৎ প্রস্তরের এক স্তম্ভ স্থাপিত করিয়া তাহার উপরে পানীয় নৈবেদ্য ও তৈল ঢালিল। এবং বাকুব ১৫ ঈশ্বরের সহিত কথোপকথন স্থানের নাম পুনৰ্ব্বার বৈথেল (ঈশ্বরের গৃহ) রাখিল । অনন্তর তাহারা বৈথেলহইতে প্রস্থান করিল, কিন্তু ১৬ ইফুথিায় উপস্থিত হওনের অল্প পথ । অবশিষ্ট থাকিতে রাহেলের প্রসব বেদন হইল ; এবং তাহার প্রসব করণে অতি কষ্ট হইল। এবং প্রসব ব্যথা অতি- ১ ৭ শয় হইলে ধাত্রী তাহাকে কহিল, ভয় করিও না, তুমি এবারও পুত্র প্রসব করিব । পরে মরণকালে প্রাণ ১৮ বিয়োগ সময়ে সে পুত্রের নাম বিনোনী (কষ্টজাত পুত্র) রাখিল, কিন্তু তাহার পিতা তাহার নাম বিনয়া মীন (দক্ষিণ হস্ত পুত্র) রাখিল। এইরূপে রাহেলের ১৯ মৃত্যু হইলে ইফুথি অর্থাৎ বৈৎলেহমে যাওন পথের নিকটে তাহার কবর হইল। পরে যাকুব সেই কবরের ২০

[২৫-২৯] ৪১; ৫ , ৬, ৭ it—[৩০] যা ৫, ২১ । গ্রী ১০৫ ; ১২ ৷৷ LS BBS BBS BBS ASDD S D DDS SS0S S BB BB BBS S BBS BBS S B BBS BB S తి : ; 00 AAA S 00S DS gg S S S S S B S SDDSDD D DDS B S S B S S B S S B S000 BBSBBS S 0S AAAAAA gJAAA AAA L S gJSBBSDDS DD LSS DS -li ه د -ه د ; ساه [ه د ود د L-س-w ttه ; هنى [• د ]ـسsu ه LS0S S AAAAAAS AAAAS AAAAA 0 S00S00 DS S gg S S S S S S S AAAA S AAAAA AAA [०१० १v] • *ि 8 ; २०-२२ i!--[०२] यी ० ; २ ! य २; s७-२४॥

  • (ইবু) বিদেশি দেব।

(ইকু যি ।