পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৭৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায়।] স্থানে এক জনের ন্যায় একত্র হইয়া পরমেশ্বরের দত্ত মূসার ব্যবস্থাপুস্তুক আনিতে ইষু অধ্যাপককে কহিল। ং তাঁহাতে সপ্তম মাসের প্রথম দিনে ইষু যাজক মণ্ডলীর সন্মুখে অর্থাৎ স্ত্রী পুরুষাদি যত লোক শুনিয়া বুঝিতে পারে, তাহদের নিকটে সেই পুস্তক আনিল । ও এবং জলদ্বারের সন্মুখস্থ চতুষ্ণেকাণ স্থানে স্ত্রী পুরুষাদি যত লোক শুনিয়া বুঝিতে পারে, তাহাদের নিকটে প্রাতঃকালাবধি * মধ্যাহ্ন পৰ্য্যন্ত তাহ পাঠ করিল, তাহাতে সমস্ত লোক পুস্তক শ্রবণে কৰ্ণ নিবিষ্ট করিল। এবং ঐ কর্মের জন্যে নির্মিত এক কাষ্ঠের মঞ্চের উপরে ইস্ত্রী অধ্যাপক দাড়াইল, এবং তাহার দক্ষিণ পাশ্বে মত্তথিয় ও শেমা ও অনায় ও উরিয় ও হিলিকয় ও মাসেয়, এবং বাম পাশ্বে পদার ও মীশায়েল ও মলিঙ্কয় ও হস্তম ও হস্ৰদান ও লিখরিয় ও মিশুল্লম দাড়াইল। তাহাতে ইয়া অধ্যাপক সকল লোকের উচ্চস্থানে দাড়াইয়। সকল লোকের সাক্ষাতে পুস্তক খুলিল ; সে পুস্তক খুলিলে তাবৎ লোক • দাড়াইল। পরে ইমু মহান প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করিল ; তাহাতে তাবৎ লোক উৰ্দ্ধবাহু হইয়া * এমন হউক ২’ কহিল, এবং মস্তুক নমন করিয়া ভূমির দিগে মুখ করিয়া পরমেশ্বরের ভজনা করিল। এবং ঘেশূয় ও বানি ও শেরেবিয় ও যামীন ও অককুব ও শৰ্ব্বিথয় ও হোদিয় ও মাসেয় ও কিলীট ও অসরিয় ও ঘোষবিদ ও হানন ও পিলায় ও লেবীয়ের লোকদিগকে ব্যবস্থাপুস্তক বুঝাইয়া দিল, ৮ এর ৭ লোকেরা স্ব ২ স্থানে থাকিল । এই রূপে তাহারা সপষ্ট উচ্চারণ পূৰ্ব্বক পরমেশ্বরের পুস্তক পাঠ করিয়৷ তাহার অর্থ করিয়া লোকদিগকে বুঝাইয়া দিল । ৯ আর নিহিমিয় শাসনকৰ্ত্ত ও অধ্যাপক ইয়া যাজক ও লোক শিক্ষাদায়ি লেবীয়ের সকল লোককে কহিল, এই দিন তোমাদের প্রভূ পরমেশ্বরের পবিত্র দিন, তোমরা শোক করি ও না ও ক্ৰন্দন করি ও না ; কেননা ঐ পুস্তুকের কথা শুনিয়া তাবৎ লোক ক্ৰন্দন করিতে১• ছিল। এবং সে তাহাদিগকে কহিল, চলিয়া যাও, পুষ্ট বস্তু ভোজন কর, ও মিষ্ট বস্তু পান কর, এবং যাহাঁদের জন্যে কিছু প্রস্তুত হয় নাই, তাহাদিগকে অংশ পাঠাই য়া দেও ; আদ্য পরমেশ্বরের পবিত্র দিন, তোমরা শোক করিও না, কেননা পরমেশ্বর বিষয়ক যে ১১ আনন্দ, তাহাই তোমাদের শক্তি। এই রূপে লেবীয়ের। লোকদিগকে শান্ত করিয়া কহিল, নীরব হও, অদ্য ১ । পবিত্র দিনে শোক করিও না । তখন সকল লোক আপনাদের প্রতি কথিত বাক্য বুঝিয়া ভোজন পান ও আ৭শ প্রেরণ ও অতিশয় আনন্দ করিতে গেল। নিহিমিয়। 8 Re) অপর দ্বিতীয় দিনে লোকদের পিতৃপ্রধানেরা ও ১ ও যাজকের ও লেবীয়ের একত্র হইয়া ব্যবস্থাপুস্তকের বাক্য বুঝিতে ইস্ত্ৰ অধ্যাপকের কাছে আইল। পর- ** মেশ্বরের দত্ত মূসার f ব্যবস্থাপুস্তকে এই লিখিত ছিল ; ‘ইস্রায়েল বংশ সপ্তম মাসের পর্বসময়ে কুটীরে বাস করিবে ; এঘ৭ তোমরা এই লিখনানুসারে কুটীর করিতে পৰ্ব্বতে গিয়া জিতবৃক্ষের ও বন্য জিতবৃক্ষের ও মেন্দির শাখা ও তালপত্র ও বৃক্ষের স্থূল শাখা আন, এই কথা তাহার। আপনাদের সকল নগরে ও যিরশালমে ঘোষণা ও প্রচার করিবে । তাহাতে লোকের বাহিরে যাইয়া তাহা আনিয়া প্রত্যেক জন আপিন ২ গৃহের ছাতের উপরে ও প্রাঙ্গণে ও ঈশ্বরের মন্দিরের প্রাঙ্গণে ও জলদ্বারের চতুষ্ণেকাণ স্থানে ও ইফুয়িমের দ্বারের চতুষ্ণেকাণ স্থানে আপনাদের জন্যে কুটার নির্মাণ করিল। যে সকল লোক বন্দি অবস্থাহইতে ফিরিয়া আসিয়াছিল, সকলেই কুটীর নির্মাণ করিয়া তাহার মধ্যে বাস করিল; আর নৃনের পুত্ৰ যিহোশূয়ের সময়াবধি সেই দিন পর্যন্ত ইস্রায়েল ব শ তদ্রুপ করে নাই, এই জন্যে বড় আনন্দ হইল। এই রূপে প্রথম দিনবিধি শেষ দিন পর্যন্ত দিনে ২ ঈশ্বরের ব্যবস্থাপুস্তকের পাঠ হইল, এবং তাহারা সাত দিন পৰ্ব্ব পালন করিল, এবং রীতি অনুসারে অষ্টম দিনে মহোৎসব হইল। ৯ অধ্যায়। ১ ওপবাসের ও অনুতাপের কথা ৪ ও পর যে শ্বরের অনুগ্রহ ও অণপনাদের পাপ স্বীকার করণ । ঐ মাসের চতুৰ্ব্বিংশতি দিনে ইস্রায়েল বংশ উপবাস • ও চটপরিধান ও সৰ্ব্বাঙ্গে ধূলি মুক্ষণ করিতে একত্র হইল । এবং ইসায়েল্ বংশের তাবৎ বিদেশি লোক- ২ হইতে আপনাদিগকে পৃথক করিয়া দাড়াইয়া আপনাদের ও আপন ২ পিতৃলোকদের পাপ স্বীকার করিল। এবং তাছারা আপনাদের স্থানে দাড়াইলে দিনের ও চতুর্থাংশে আপনাদের প্রভূ পরমেশ্বরের ব্যবস্থাপুস্তক পাঠ্যমান হইল, এবং দিনের চতুর্থাংশে পাপ স্বীকার করিয়া আপনাদের প্রভু পরমেশ্বরের ভজনা করিল। আর যে শূয় ও বানি ও কদমীয়েল ও শিবনিয় ও • বুন্নি ও শেরেবিয় ও বানি ও কিনানী লেবীয়দের উচ্চস্থানে দাড়াইয় আপনাদের প্রভূ পরমেশ্বরের কাছে উচ্চৈঃস্বরে প্রার্থনা করিল। পরে লেবায় যেশুর ও কদূ- • মীয়েল ও বানি ও হশবনিয় ও শেরেবিয় ও হোদিয় ও শিবনিয় ও পিথাহির কহিল,তোমরা উঠিয় নিত্য ২ আপনাদের প্রভু পরমেশ্বরের ধন্যবাদ করিয়া এই কথা কহ, সকল প্রকার ধন্যবাদ ও স্তুবহইতে শ্রেষ্ঠ যে LLS BSBBSBS LS BSBS S BB BSBS S BB BSBS S BB BS BB ०, १ ॥ २ २ ; ०२ ॥-[* १] द्वि २७ ; ००-२० ।–[*v] द्वि ०* ? • •-२० । (च २० ; ० ० ॥ Is s* , ,յ *s : : »,*,- I-[] নি ১ , ১.২। ১৩ ; ৩।।

  • (ই) দীপ্তি অবধি (ইবু) হন্তের দ্বার।

461