পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৮২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8°k করিয়া তাহাদিগকে তিরস্কার করিলাম, ও তাঁহাদেৱ কতক লোককে প্রহার করিয়! তাহাদের কেশ উৎপাটন করাইয়া ঈশ্বরের নামে তাহাদিগকে দিব্য করইলাম, তোমরা তাহাদের পুত্রদের সহিত আপনাদের কন্যা দের বিবাহ দিব না, ও আপনাদের পুত্রদের সহিত ২৪ তাছাদের কন্যাদের বিবাহ দিব না। ইসায়েলের সুলেমান রাজা এমত কাৰ্য্য করিয়া কি পাপ করে नाड़े ? অনেক জাতীয় রাজগণের মধ্যে তাহার তুল্য কেহ ছিল না ; সে ঈশ্বরের প্রিয় হইলে ঈশ্বর তাছাকে সমস্ত ইস্রায়েলের উপরে রাজা করিলেন, তথাপি বিদেশীয় স্ত্রীগণ তাহাকে পাপ করিতে প্রবৃত্তি দিল । ২ । অতএব বিদেশীয়দিগকে বিবাহ করাতে আমাদের ইষ্টের। [১ অধ্যায় । ঈশ্বরের আজ্ঞালঙঘন করা হয়, এই মহাপাপ করিতে আমরা কি তোমাদের কথা শুনিব ? মহাযাজক ৮ ইলিয়াশীবের পৌত্ৰ যিহোয়াদার পুত্ৰ হোরোণীয় সনবল্লটের জামাতা ছিল, এই জন্যে আমি আপন নিকটহইতে তাহাকে দূর করিলাম। হে আমার ২২ ঈশ্বর, তাহাদিগকে স্মরণ কর, কেননা তাহারা যাজকতা এবং যাজকদের ও লেবীয়দের নিয়ম অন্যথা করিয়াছে। এবং তামি অন্যদেশীয় সকলহইতে জাহাদিগকে - পরিষকার করিলাম, এবং যাজকদের ও লেবীয়দের প্রত্যেক জনকে আপন পদে, এবং নিরূপিত সময়ে ও ১ কাষ্ঠ ও প্রথমজাত ফল আনিতে লোককে নিযুক্ত করিলাম। হে আমার ঈশ্বর, মঙ্গলার্থে আমাকে স্মরণ কর। [২৪] ইষ্ণু ৩,৪ । BS BSBBSBS S BB BSBS S B S S B S S S S Y S

אל I וכ

SS S BB SAS SSAS fH د م- « ه ; • د tlه [د م]-ـــــt ه ه, ه دil ইষ্টেরের ইতিহাস। ১ অধ্যায় । S BBBBBBS BBBB BB BS BB BBBB BBB অভিলম্বন ১৩ ও যিমূথনের যন্ত্রণtার স্ত্রী লোককে বশীভূত রাথিতে রাজার আজ্ঞা পুচার। ১ আহস্বেরঃ রাজা হিন্দিয়া অবধি কুশ দেশ পর্যন্ত এক ২ শত সাতাইশ প্রদেশের উপরে রাজতন্ত্ৰ করিল। সে অহস্বেরঃ রাজা শূশন রাজধানীতে আপন রাজসিA • হাসনে উপবিষ্ট হইলে পর তাপন অধিকারের তৃতীয় বৎসরে আপন কুলীনদের ও দাসদের জন্যে ভোজ প্রস্তুত করিল, তাহাতে পারস ও মাদিয়া দেশের পরাক্রমি লোকেরা এবং প্রদেশের প্রধানেরা ও অধ্যক্ষেরা • তাহার সাক্ষাতে উপস্থিত হইল। সে অাপন ঐশ্বৰ্য্যবন্ত রাজ্যের ধন ও শ্রেষ্ঠ প্রতাপের গৌরব অনেক দিন অর্থাৎ এক শত আটাইশ দিন পৰ্য্যন্ত তাহাদের কাছে • প্রকাশ করিল। এবং সেই সকল দিন উৰ্ত্তীণ হইলে রাজা শূশন রাজধানীতে উপস্থিত ক্ষুদ্র ও মহৎ সকল লোকদের জন্যে রাজপুরীর উদ্যানের প্রাঙ্গণে সপ্তাহ • পর্যন্ত ভোজ প্রস্তুত করিল। তাহার উপরে ধুমুবর্ণের সুক্ষম সুত্র নির্মিত রজুতে ও রূপ্যময় কড়াতে ও মর্মর স্তন্ডে বন্ধ শুক্ল ও হরিৎ ও নীলবর্ণের চন্দ্ৰাতপ ছিল, এবং রক্তবর্ণ ও নীলবর্ণ ও শুক্লবণ ও কৃষ্ণবর্ণ মর্মরের মেঝিয়ার উপরিস্থিত স্বর্ণময় ও রূপ)ময় বালিশ ছিল। • এবং পান করণের বিবিধ প্রকার সুবর্ণ পাত্র এবং রাজযোগ্য প্রচুর রাজকীয় দ্রাক্ষারস দত্ত হইল। তাছা- ৮ তে রীতানুসারে পান হইল ; কেহ বল করিল না,কেননা প্রত্যেক জনকে আপন ইচ্ছানুসারে কর্ম করণের অনুমতি দিতে রাজা তাপন রাজধানীর তাবৎ অধ্যক্ষকে আজ্ঞা করিয়াছিল। এবং বষ্টী রাণীও আহম্বেরের ১ রাজবাটীতে স্ত্রীগণের জন্যে ভোজ প্রস্তুত করিল। অপর সপ্তম দিনে রাজা দুক্ষিরিসেতে প্রফুল্পচিন্তু ১৭ হইয়া মিল্লাহ্মন ও বিস্থা ও হর্বোণী ও বিগথা ও অবগথ ও সেথর ও ককস, আহম্বেরঃ রাজার সম্মুখস্থ সেবাকারি এই সপ্ত নপুংসককে আজ্ঞা করিল,তোমরা লোক- ১১ দিগকে ও তাধ্যক্ষদিগকে বষ্ট রাণীর সৌন্দৰ্য্য দেখাইবার জন্যে তাহাকে রাজমুকুটে ভূষিত করিয়া রাজার সাক্ষাতে আন কেননা সে পরমসুন্দরী ছিল। কিন্তু ২ সে বষ্টী রাণী নপুংসকদের প্রমুখাৎ রাজার আজ্ঞা পাইলেও অাসিতে সম্মত হইল না ; অতএব রাজ অতিশয় ক্রুদ্ধ হইল, তাহার অন্তরে ক্রোধ প্রজবলিত झडेझा प्लेझेिल । তৎকালে কর্শিন ও শেখর ও অদৃমাথা ও ভশাঁশ ও ১৩ মেরস ও মসিনা ও মিমূখন নামে রাজার মুখ দেখিতে ও রাজ্যের উত্তম স্থানে বসিতে অধিকারী পারস দেশের ও মাদিয়া দেশের এই সাত জন কুলীন রাজার নিকটে ছিল। তখন রাজা ব্যবস্থা ও রাজনীতিজ্ঞ ** লোকদের প্রতি কথনের রাজনীতানুসারে ঐ বিদ্বান 46t; [ ১ অধ্য ; * 1 % i v ; a !!