পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৮৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

848 ১ ১ তাহ প্রেরিত হইল। তাঁহাতে আহস্বেরঃ রাজের তাবৎ প্রদেশে এক দিনে অর্থাৎ আদর নামে দ্বাদশ মাসের ত্রয়োদশ দিনে প্রত্যেক নগরস্থ তাবৎ যিহুদীয়দিগকে একত্র হইয়া আপন ২ প্রাণের নিমিত্তে দণ্ডায়মান হই২২ তে ; এব^ যে জাতি ও প্রদেশের যে লোকসমূহ তাহাদিগকে আক্রমণ করিবে, তাহাদের বালক ও স্ত্রী সকলকে সRহার ও বধ ও বিনষ্ট করিতে, এবং তাছাদের তাবৎ বস্তু লুট করিতে, রাজা এই রূপ আজ্ঞা দিল। আর যিহুদীয়েরা আপনাদের শত্ৰুদের প্রতিকার করিতে যেন প্রস্তুত হয়, এই নিমিত্তে প্রত্যেক প্রদেশে দাতব্য ঐ আজ্ঞাপত্রের অনুরূপপত্র তাবৎ লোকদের ১৪ কাছে প্রেরিত হইল। পরে অশ্বতরবাহনারূঢ় দূতগণ রাজ আজ্ঞাতে শীঘু ও সআর হইয়া সৰ্ব্বত্র গমন করিল, আর শূশন রাজধানীতে সেই আজ্ঞা প্রকাশিত হইল। অপর মদিখয় নীল ও শুক্লবণ রাজকীয় বস্ত্র পরিধান করিয়া মন্তকে সুবর্ণময় বৃহৎ মুকুট দিয়া এবথ সূক্ষম ও রক্তবর্ণ বস্ত্রেতে বস্ত্রান্বিত হইয়া রাজার নিকটহইতে গেল ; তাহাতে শুশন রাজধানী আনন্দে ১৯ ও হর্ষে পরিপূর্ণ হইল। এবং বিহুদীয়দের দীপ্তির ১৭ ও আনন্দের ও হর্ষের ও সভূমের উদয় হইল। এবথ প্রতি প্রদেশে ও প্রতি নগরে যে কোন স্থানে রাজ আজ্ঞা প্রচারিত হইল, সেই ২ স্থানে যিহুদীয়দের আনন্দের হষের ও ভোজের ও মঙ্গলের দিন হুইল, এবং দেশের অনেক লোক যিহুদীর মতাবলম্বী হইল, কেননা তাহারা বিহুদীয়দের হইতে ভীত হইল + । ৯ অধ্যায় । - ১ শত্ৰুগণকে ও হায়নের দশ পূজকে যিহুদীয়দের বব করণ ১১ ও দ্বিতীয় দিনে শত্ৰুগণকে বব করণ ও হামনের পুত্রগণকে শিকান্তে টাদওন ২০ ও পরীয় দিনের ওৎসব নিরূপণ করণ । ১ অপর আদর নামক দ্বাদশ মাসের যে ত্রয়োদশ দিনে রাজার আজ্ঞা ও নিয়ম পূর্ণ করণের সময় উপস্থিত হইল,অৰ্থাৎ যে দিনে যিহুদীয়দের শত্ৰুগণতাহাদিগকে পরাভূত করিতে অপেক্ষা করিয়াছিল, সেই দিনে এমত বিপরীত ঘটনা হইল, যে যিহুদীয়েরা আপন ঘৃণাকা২ রিদের উপরে কর্তৃক্তত্ব করিল। তখন যিহুদীয়েরা আপনাদের ছিৎসা চেষ্টাকারিদের প্রতি হস্তাপণ করিতে আহস্বেরঃ রাজের তাবৎ প্রদেশের সর্বত্র আপন ২ নগরে আপনাদিগকে একত্র করিল, এবং তাহাদের সম্মুখে কেহ দাড়াইতে পারিল না, কেননা তাবৎ ৩ লোক তাহদের হইতে ভীত হইল 1 । প্রদেশাধিপতিগণ ও অধ্যক্ষগণ ও অধিপতিগণ ও রাজকর্মকারিগণ বিহুদীয়দের উপকার করিল, তাহার। মদিখয়হইতে , ভীত হইল। কেননা মদিখয় রাজবাটীতে প্রধান > -o > or ३४ब्। [৯ অধ্যায়। লোক ছিল, ও তাহার যশ সৰ্ব্বত্র সকল প্রদেশে ব্যাপ্ত হইল ও সে মর্দিখয় উত্তর ২ উন্নতি পাইল। এই প্রকারে ৫ যিহুদীয়ের তাবৎ শত্রুদিগকে খড়গাঘাত ও সংহার ও বিনাশ করিল ; তাহারা আপনাদের ঘৃণাকারিদের প্রতি আপন ইচ্ছানুসারে করিল। এই রূপে যিহুদী- “ য়েরা শুশন রাজধানীতে পাঁচ শত লোককে বধ ও বিনাশ করিল। এবং পশন্দাথ ও দলফোন ও অসপা- ? থা ও পোরথা ও আদলিয়া ও অরদাথা, ও পর্মন্ত ও ৮ অরষয় ও আরীদয় ও বরিষাথ, যিহুদীয়দের শত্রু - হমিদাথার পুত্ৰ হামনের এই দশ পুত্রকে তাহারা বধ করিল, কিন্তু তাহদের কোন বস্তু লুট করিল না। যাহারা শুশন রাজধানীতে হত হইল, তাহদের ** সAখ্যা সেই দিনে রাজার সাক্ষাতে আইলে রাজ ইষ্টের রাণীকে কহিল, যিহুদীয়ের শূশন রাজধা- ** নীতে পাঁচ শত লোককে ও হামনের দশ পুত্রকে বধ ও বিনাশ করিল ; না জানি রাজার অন্য প্রদেশে কি করিল ; এখন তোমার প্রাথিত কি? তাহা তোমাকে দত্ত হইবে ; ও তোমার আর বাঞ্ছা কি ? তাহ সিদ্ধ করা যাইবে । ইষ্টের কহিল, যদি রাজার অভি- ** মত হয়, তবে আদ্যকার আজ্ঞানুসারে কল্য করিতে শুশনস্থ যিহুদীয়দের প্রতি আজ্ঞা হউক,এবং হামনের দশ পুত্র ফাশিকাষ্ঠে উদ্বদ্ধ হউক। পরে রাজা তাহ ৪ করিতে আজ্ঞা দিল, এবং সেই আজ্ঞা শুশনে প্রচারিত হইলে লোকেরা হামনের দশ পুত্রকে ফাশিকাষ্ঠে টাঙ্গাইল। আর শুশনস্থ যিযুদীয়ের আদর মাসের ১৪ চতুর্দশ দিনেও একত্র হইয়া শুশনে তিন শত লোককে বধ করিল, কিন্তু কোন বস্তু লুট করিল না। ইতিমধ্যে ১৪ রাজার অন্য ২ প্রদেশে যে সকল যিহুদীয়েরা ছিল, তাহার একত্র হইয়া প্রাণের জন্যে দণ্ডায়মান হইল ; তাহাতে তাহারা শত্ৰুগণহইতে বিশ্রাম পাইয়া শত্ৰুদের পচাত্তর সহস্ৰ লোককে বধ করিল, কিন্ড কোন বস্তু লুট করিল না। এই সমস্ত আদর মাসের ত্রয়োদশ ১৭ দিনে হইল, এবং চতুৰ্দশ দিনে তাহারা বিশ্রাম করিয়৷ তাহা ভোজ ও আনন্দ করণের দিন করিল। কিন্তু ১৮ শূশনস্থ যিহুদীয়ের তাহার ত্রয়োদশ ও চতুৰ্দশ দিনে একত্র হইল, এবং পঞ্চদশ দিনে বিশ্রাম করিল, ও তাহা ভোজ ও অানন্দ করণের দিন করিল। এই ১২ জন্যে অপ্রাচীর নগর নিবাসি যিহুদীয়ের আদর মাসের চতুর্দশ দিনকে আনন্দের ও ভোজের ও মঙ্গলের ও পরসপর উপঢৌকন দেওনের দিন করিতে লাগিল। আর আহস্বেরঃ রাজের নিকটস্থ ও দূরস্থ সকল খপ্রদেশে যে সকল যিহুদীয়ের থাকে, তাহদের নিকটে জুদিথয় এই সমস্ত কথা পত্রে লিখিয়া পাঠাইল । আর বিহুদীয়েরা যে দুই দিনে আপনাদের শজুহইতে । [১০ - ১৪] ইঞ্চ ৩ ; ১৩-১৫ SSBSSS SSS S0S SSSJ S B S S S SSS L [৯ অব্য ; ১] ইষ্ণ ৩ : ১৩ । ৮; ১১,১২ u—[+] v; >>,> > ul—[» e] « ; >> 11—[» s] +t >,< li BS BBB eee BB BBB BBBBBS BB BBBBB BB BBBBB BBBBBBB BSBB BBB BBBB BBBS