পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৮৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়।] বিশ্রাম করিল, এবং যে মাসে তাঁহাদের দুঃখ সুখ হইল ও শোক উৎসব হইল,সেই মাসের সেই দুই দিন ভোজের ও আনন্দের ও পরস্পর উপঢৌকন দেও২ং নের ও দরিদ্রদিগকে দান করণের দিন হুইবেঃ অর্থাৎ তাহারা বৎসরে ২ অদর মাসের চতুদশ ও পঞ্চদশ ও দিন পালন করিবে,ইহা পত্রদ্বারা নিরূপণ করিল। তাহাতে যিহুদীরের যেমন আরম্ভ করিয়াছিল ও মর্দিখয় যেমন লিখিয়াছিল, তদ্রুপ ব্যবহার করিতে লাগিল । তাবৎ বিহুদীয়দের শত্ব অগাৰ্গীয় হমিদাথার পুত্ৰ হামন তাহাদিগকে বিনষ্ট করিতে মনস্থ করিয়া তাহাদিগকে ক্ষয় ও বিনাশ করণের নিমিত্তে পূর অর্থাৎ ২৫ গুলিবাট করিয়াছিল ; কিন্তু (ইষ্টের) রাজার সাক্ষাতে আইলে সে এই আজ্ঞাপত্র দিল, হামন যিহুদীয়দের বিরুদ্ধে যে দুষ্ট পরামর্শ করিয়াছে, তাহ তাহার * প্রতি বৰ্ত্তিতে দেও, এবথ তাহাকে ও তাহার পুত্রদিগকে ফঁাশিকাষ্ঠের উপরে টাঙ্গাইয় দেও। ২৬ অতএব পূরীমের (গুলির্বাটের) নামানুসারে সেই দিনের নাম পূরীম হুইল ; এবং সেই পত্রের সকল কথার জন্যে, এবথ তাহারা সে বিষয়ে যাহা দেখিয়া৭ ছিল ও তাহাদের নিকটে যাহা ঘটিয়াছিল,তাহার জন্যে যিহুদীয়েরা লিখিত অজ্ঞা ও নিরূপিত সময়ানুসারে আপনাদের ও আপনাদের ভাবিবথশদের ও অাপন ২ মতাবলম্বিদের নিমিত্তে বৎসরে ২ ঐ দুই দিন পালন করিতে ও কোন রূপে তাহার ক্রুটি না করিতে নিরূপণ ২৮ করিল। এবং সকল পুরুষপরম্পরাতে প্রত্যেক বংশে ও প্রদেশে ও নগরে সেই দুই দিনের স্মরণ ও পালন করা উচিত; এবং এই পূরীম দিন যিহুদীয়দের মধ্য আয়ুব। 846. হইতে কথন লুপ্ত হইবে না,ণ্ড তাহীদের বংশের মধ্যহইতে তাহীদের স্মরণের লোপ হইবে না। অবহিরলের কন্যা ইষ্টের রাণী ও যিহুদীয় মদি ২s খয় পূরীম দিন বিষয়ক এই দ্বিতীয় আজ্ঞাপত্র স্থির করিতে তাবৎ ক্ষমতাতে লিখিল। এবং যিহুদীয় মদি- ৩৯ খয় ও ইষ্টের রাণী যে আজ্ঞা করিয়াছিল, এবং তাহারাও আপনাদের ও আপনাদের ভাবিবংশের জন্যে উপবাস ও প্রার্থনা বিষয়ক যে নিয়ম করিয়াছিল, তদনুসারে নিরূপিত কালে পূরীমের সেই দিন স্থির করিতে আহস্বেরঃ রাজের অধিকারস্থ এক শত সাতাইশ প্রদেশে সকল যিহুদীয়দের নিকটে শান্তিকর ও সত্য বাক্যের পত্র প্রেরিত হইল। এই রূপে ও ই ইষ্টের আজ্ঞাদ্বার। পুরীম দিনের কৰ্ত্তব্য স্থির করিল, ও তাহা পুস্তকে লিখিত হইল। wo > ১০ অধ্যায় । ৯ আহস্বেরঃ রাজার মহিমা ও যদি য়ের ওল্পতির কাrা । সে আহম্বেরঃ রাজা দেশের ও সমুদ্রস্থ উপদ্বীপের • লোকদিগকে রাজসহায়তা করিতে হাজ্ঞা দিল। এবং ২ তাহার পরাক্রমের ও প্রভাবের সকল কথা এবং রাজা মর্দিখয়কে যে উচ্চপদে নিযুক্ত করিল, মাদিয়া ও পারস দেশের রাজাদের ইতিহাসপুস্তকে তাহার কথা কি লিখিত নাই ? এই যিহুদীয় মদিখয় আহজ্বেরঃ ও রাজের প্রধান মন্ত্রী হইয়া যিহুদীয়দের মধ্যে প্রধান ও আপন ভাতৃসমূহের মধ্যে গ্রাহ্য ও আপিন লোকদেৱ মৰ্য্যাদান্বেষী ও আপন সকল বংশের প্রতি মঙ্গল বাক্যবাদী হইল । LLLS S S S B S S S LSS0 M S SSSS DD S0S S0S 0 S SS S S L * (ইবু) তাহার যন্তকে। আয়ুবের বিবরণ পুস্তক। ১ অধ্যায় । আয়ুবের বন ও ধৰ্ম্ম ৪ ও তােহর পুপ্রদের রীতি ১ ও শয়তানের অপবাদ কয়। ১৩ ও অtয় বের বিপদ ২০ ও অণ झtझ रेह ऍTiदत्नस्वन 1 يتة উষ দেশে আয়ুব নামে সরল ও অকুটিল ও ঈশ্বরভয়কারি ও কুক্ৰিয়াত্যাগি এক জন ছিল ; তাহার ও সাত পুত্র ও তিন কন্যা জন্মিল, এবথ তাহার সপ্ত সহসু মেষ ও তিন সহসু উষ্ট্র ও পাঁচ শত যুগ্ম বলদ ও পাঁচ শত গৰ্দ্ধভী এবং অনেক ২ পরিবারও ছিল ; [ ৯ অব্য; ১] অ’ ২২; ২৯ । ৩৬; ২৮ । বিল a; ২১। যিহি ১৪; ১৪,২০ । যাক ৫; ** 11 ইহাতেই সে পূৰ্ব্বদেশ নিবাসি তাবৎ লোকাপেক্ষা ধনবান ছিল। তাহার পুত্ৰগণ প্রত্যেকে আপন ২ জন্মদিনে আ- ৪ পন ২ গৃহে ভোজ করিত; তাহাতে লোক পাঠাইয়া অাপনাদের সহিত ভোজন পান করিতে তিন ভগিনীকেও নিমন্ত্রণ করিত। পরে তাহদের ভোজের দিন গত হই- • লে আয়ু তাহাদিগকে আনাইয়া পবিত্র করিত, অর্থাৎ প্রত্যুষে উঠিয় তাহাদের সংখ্যানুসারে হোম করিত, কারণ আয়ুক্ত কহিত, কি জানি আমার পুত্ৰগণ 475