পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ অধ্যায় ] • সৃষ্টি করেন। তিনি অচিন্তনীয় মহৎকাৰ্য্য ও অসৎ১ খ্য ২ আশ্চর্য্য ক্রিয়া করেন। দেখ, তিনি আমার সমীপে গমন করিলে আমি তাহাকে দেখিতে পাই না; ও আমার নিকটদিয়া গমন করিলে আমি তা*২ হাকে জানিতে পারি না। তিনি যদি হরণ করেন, তবে তাহাকে কে নিবারণ করিতে পারে? এবং • তুমি কি ও করিতেছ? ইহাই বা কে কহিতে পারে? ঈশ্বর যদি আপন ক্ৰোধ সম্বরণ না করেন, তবে অহঙ্কারি * ৰ সহায়গণও র্তাহার পদতলে নত হয়। অতএব আমি কি প্রকারে তাহার প্রতি উত্তর করিব ? অামি কেমন * করিয়া কথা বাচিয়া ২ তাহাকে কহিব ? আমি পুণ্যবান হইলেও উত্তর না দিয়া অামার বিচারকত্ত্বার ** কাছে বিনয় করিতাম। আমি নিবেদন করিলে তিনি যদি উত্তর দেন,তথাপি তিনি যে আমার কথায় মনোযোগ করেন, ইহা অামি বিশ্বাস করিতে পারি না। ১৭ কেননা তিনি আমাকে প্রবল ঝড়েতে ভাঙ্গেন, ও অকা২৮ রণে অামাতে অনেক ক্ষত করেন। তিনি আমাকে প্রশ্বাস টানিতে দেন না, বরং তিক্ততাতে পরিপূর্ণ ১ষ করেন। বলের কথা কহিলে তিনিই বলবান, ও বিচার • করণের কথা কহিলে কে সময় নিরূপণ করিবে ? আমি যদি আপনাকে নিৰ্দ্দোষী বলি, তবে আমারই মুখ অামারদোষের প্রমাণ দিবে; যদি আপনাকে সরল বলি, ২১ তবে তাহা অামার বকুতার সাক্ষী দিবে; কিম্বা আমি সাধু, ইহা বলিলে আপনার প্রাণে অামার হেয়ডান আয়ুব। ২ছ হইবে। এই কথা সত্য, তন্নিমিত্তে আমি কহিলাম, তিনি ইত সাধুকে ও দুষ্টকে সংহার করেন। যদ্যপি দুৰ্জ্জনকে হঠাৎ নষ্ট করেন, তথাপি নিদোষির পরীক্ষা দেখিয়া হাস্য করেন। পৃথিবী দুষ্টগণের হস্তে সমাপত অাছে, তিনি তাহার বিচারকত্ত্বাদের মুখ বস্ত্রাচ্ছন্ন করেন ; কিন্তু তাহা যদি না হয়, তবে সৰ্ব্বত্র এ কর্ম কে করে ? অামার দিন ডাক অপেক্ষাও দ্রুতগামী ; সে সকল উড়িয়া যায়, কিন্তু মঙ্গলের দর্শনও পায় না। ও দ্রুতগামী জাহাজ ও মৃগয়া করিতে উদ্যত উৎক্রোশ পক্ষির ন্যায় গমন করে। আমি আপন বিলাপ ত্যাগ করিব, ও আপন মুখের বিষণ্ণতা দূর করিব, ও ২৮ শান্ত হইব, এই কথা যদি বলি, তথাপি আপনার সকল দুঃখে ভীত হই; তুমি আমাকে নিরপরাধী -- 8レ-> করিব, ও আমার বস্ত্র ঘৃণাহ হইবে। তিনি আমার ৩২ মত মনুষ্য নহেন, যে আমি তাহাকে প্রত্যুত্তর দিব,ও বিচারের কারণ তাহার সহিত এক স্থানে আসিব উভ- ও ৩ য়ের উপরে হস্তাপণ করিতে পারে, এমত মধ্যস্থ | অামাদের কেহ নাই । তিনি আমার উপর হইতে ও ৪ আপনার দণ্ড লউন, ও তাহার ভয়ানকতন্ত্র আমাকে ভীত না করুক, তবে আমি কথা কহিয়া জাহাহইতে ৩৭ ভীত হইব না; কিন্তু আমি অন্তরে স্থির নহি । yo অধ্যায় । ১ ঈশ্বরের পতি আয় বের নিবেদন ও বিলাপ কয় ও মর ণের পূর্বে কিঞ্চিৎ দুখন করণ। আমার মন প্রাণধারণে ক্লিষ্ট হইয়াছে; অতএব আমি ১ আপন দুঃখের কথা প্রকাশ করিব, ও প্রাণের তিক্ততাতে বলিব। আমি ঈশ্বরকে এই কথা কহিব, তুমি আমাকে দোষী করিও না ; আমার সহিত কেন বিবাদ করিতেছ? তাহা অামাকে জ্ঞাত কর। উপদ্রব করা, ও আপিন হস্তের কর্ম | তুচ্ছ করা, ও দুষ্টের পরামর্শে প্রসন্ন হওয়া কি তোমার উচিত ? তোমার চক্ষু কি চর্মচক্ষুবৎ ও তোমার দৃষ্টি কি মনুষ্যের দৃষ্টির ন্যায়? ও তোমার দিন কি মনুষের দিনের ন্যায়? ও তোমার বৎসর কি মনুষ্যের কালের ন্যায় ? তন্নিমিত্তে তুমি কি আমার পাপের অনুসন্ধান করিতেছ? ও অামার দোষ অন্বেষণ করিতেছ? অামি । পাপাচরণ করি নাই,ইহা তুমি জ্ঞাত আছি। করিলেও তোমার হস্তহইতে আমাকে কেহ মুক্ত করিতে পারে না। আমি তোমার হস্তকৃত,তোমার হস্তহইতে আমার সমুদায় নির্মিত হইয়াছে, তথাপি তুমি কি আমাকে নষ্ট করিবা? তুমি মৃত্তিক দিয়া অামাকে নির্মাণ করিয়াছ ; আর বার কি আমাকে মৃত্তিকাতে লীন করিব ? বিনয় করি,তাহা স্মরণ কর। দুগ্ধের ন্যায় কি অামাকে প্রস্তুত কর নাই ? এবং পনিরের ন্যায় কি অামাকে দৃঢ় কর নাই ? তুমি আমাকে আক ও মাংসাচ্ছাদিত করিয়াছ, এবং অস্থি ও শিরাতে আমাকে বুনিয়াছ ; এবং আমাকে অনুগ্রহ ও প্রাণ দান করি - , য়াছ, ও তোমার পালনেতে অামার প্রাণ রক্ষা পাইতেছে। তথাপি এই সকল আপন মনে রাখিয়াছ, এই তোমার ব্যবহার, তাহা অামি জানি। অামি যদি পাপ করিয়াছি, তবে তুমি তন্নিমিত্তে আমাকে সন্ধান করিয়া আমার পাপের মাৰ্জ্জন করিব না ? আমি যদি পাপী হই,তবে অামাকে ধিক ; কিন্তু পুণ্যবান হইয়াও মন্তক তুলিতে পারি না, এবং অপমানে পরিপূর্ণ হইয়া দুঃখ ২ - জ্ঞান করিব না, তাহা অামি জানি। আমি যদি পাপী ২• গণিত হই, তবে কেন বৃথা পরিশ্রম করি? যদ্যপি হিমজলে আপন গাত্ৰ মাজৰ্জ্জনা করি, ও সাবন দিয়া *১ হস্ত পরিষ্ণকার করি, তথাপি তুমি আমাকে পঙ্কে মগ্ন SSSS BBS LS BS S B S S B S S S LSS0S S BBB SSSSS0 LS0S BB S S S gg S S S S S S S B S S B S S B S S BB BS DD S [०१-०९] धि * ; २७-२१ 1-[०४] यूय ه ه- ه » ; دی دl تم دt ه ;ه II [ • • অর্ব ] যুব : - ৮ SS LL SS 0 S Se S SAAAS AAAJ S LLS S S S S S S S [১৫] যিশ ৩ : ১১ ॥–[১৪] যিশ৪৮ : ১৩ ৷৷

  • (ব) বলবান (ব) নলঅ বা মনোহর। (ব) অনুযোগী। ॥ (ই) শ্য। 481