পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৪৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬,১৭ অধ্যায়।] যে অন্ধকার হইতে রক্ষা পাইবে, এমত বিশ্বাস করে ইও না। সে খাদ্যের নিমিত্তে সৰ্ব্বত্র ভূমণ করে, এবং অন্ধকারের দিন তাহার হস্তে উপস্থিত হয়, তাহাও জানে। সে দুঃখ ও ক্লেশহইতে ভীত হয়, এবং ঐ উভয় যুদ্ধোদ্যত রাজার ন্যায় তাহাকে পরাভব করে। ং • কেননা সে ঈশ্বরের বিরুদ্ধে হস্ত বিস্তার করিত, ও সৰ্ব্বশক্তিমানের বিরুদ্ধে আপনাকে বলবান করিত ; ইভ এবং তাহার গলাটিপিবার জন্যে র্তাহার ঢালের ং ফলের বিরুদ্ধে দৌড়িত। যদ্যপি তাহার মুখ মাৎস২৮ পিণ্ড ও কটিদেশ হৃষ্টপুষ্ট হয়, তথাপি সে শূন্য নগরে ও নিবাসিরহিত পতনোমুখ বাটীতে বাস ংশ করে; সে ধনবান হয় না, ও তাহার সম্পত্তি সম্পূর্ণ থাকে না, ও পৃথিবীতে তাহার অধিকার চিরস্থায়ী ৩• হয় না ; এবং অন্ধকারহইতে সে বহির্গত হয় না, ও অগ্নিশিখা তাহার কোমল শাখা শুষক করে, এবং সে ও আপনঙ্গ মুখের নিশ্বাসে উড়িয়া যাইবে। সে মিথ্যা কথাতে বিশ্বাস ন করুক, নতুবা ভান্ত হইবে ; কেননা এই তাহার ফলও মিথ্যা হইবে ; এবং সময়ের পূৰ্ব্বে ও ৩৩ শাখা সতেজ হওনের পূৰ্ব্বে সে ফল ফলিবে। যেমন দ্রাক্ষালতার অপক ফল ঝরিয়া পড়ে, ও যেমন জিতবৃক্ষের পুঞ্চপ খসিয়া পড়ে, তদ্রুপ তাহারও হইবে। ওৰ কপটিদের সভা শূন্য হইবে, ও উৎকোচগ্রাহির বসতি ৩৪ অগ্নিদ্বারা দগ্ধ হইবে। কেননা তাহার অন্যায়ে গৰ্ত্ত ধারণ করিয়া উদরে প্রতারণা প্রস্তুত করিয়া পাপ প্রসব করে। ’ ১২৩ অধ্যায়। ১ বন্ধগণের পুতি আয়ুবের অনুযোগ ৬ ও আপিল দুঃখের BBBS BBB BB BBBKBBB BaL C 0 BBB দুঃখ ও ব ১৯ ও স্বর্গেতে তাহার সাক্ষ্য। অনন্তর আয়ুব উত্তর করিল, আমি এরূপ অনেক শুনিয়াছি, তোমরা সকলে অতি দুঃখদায়ি সান্তুনা৩ কারী। এই নিরর্থক + কথার কি শেষ হইবে না? উত্তর করিতে তোমাকে কে প্রবৃত্তি দেয় ? আমিও তোমাদের ন্যায় কহিতে পারি ; আমার অবস্থার মত যদি তোমাদের অবস্থা হইত, তবে আমিও তোমাদের বিরুদ্ধে কথা সঞ্চয় করিতে ও মস্তক লাড়িতে পারিতাম। কিন্তু আপন মুখদ্ধার তোমাদিগকে সবল করিতাম, এবখ আমার ওষ্ঠের চালনেতে তোমাদের দুঃখের শান্তি হইত। • অামি কথা কহিলে আমার শোকনিবৃত্তি হয় না, এবং নীরব থাকিলেও আমার সুখ বোধ হয় না। ৭ তুমি আমাকে অবসন্ন করিয়াছ, ও আমার তাবৎ আয়ুব। ex 8b-st বাটী শূন্য করিয়াছ। তুমি আমাকে ধরিয়াছ, ইহা ৮ আমার বিরুদ্ধে সাক্ষ্য অাছে ; ও আমার ক্ষীণতা অামার বিরুদ্ধে উঠিয়া আমার সাক্ষাতে উত্তর দিতেছে। আমার শত্ত্ব আপন ক্রোধে আমাকে বিদীর্ণ করে, ও ৯ অামাকে ঘৃণা করে, ও আমার প্রতি দন্ত ঘর্ষণ করে, ও আমার প্রতি চক্ষু রক্তবর্ণ করে। এবহু লোকের আমাকে দেখিলে মুখ ব্যাদান করিয়া অপমান পূৰ্ব্বক আমার গালে চপেটাঘাত করে, ও অামার প্রতি আপন ২ অভিলাষ পূর্ণ করে। ঈশ্বর আমাকে আধাৰ্মিকদের হস্তে সমপণ করিয়াছেন, ও পাপিদের হস্তগত করিয়াছেন। আমি সুখে ছিলাম, কিন্তু তিনি আমাকে ভগ্ন করিয়াছেন, ও আমার গলা ধরিয়া অামাকে খণ্ড ২ করিয়াছেন, ও অামাকে আপনার লক্ষ্যের কারণ রাখিয়াছেন। র্তাহার ধনুৰ্দ্ধরেরা আমাকে বেষ্টন করে, ও তিনি দয়া না করিয়া অামার যকৃৎ বিদীর্ণ করেন, ও মৃত্তিকায় আমার পিত্ত ঢালেন। তিনি আমাকে খণ্ড ২ করেন ও বীরের ন্যায় আমার প্রতি ধাবমান হন। আমি গাত্রেতে চটপরিধান করিলাম, ও ধূলাতে আপন মস্তক | অপরিষ্ণকৃত করিলাম ও ক্ৰন্দনেতে আমার মুখ মলিন হইয়াছে, এবং মৃত্যুচ্ছায়া আমার চক্ষুর পাতার উপরে আছে। এই ফল আমার হস্তস্থিত কোন দোষহইতে হইল তাহ! নয়, অামার প্রার্থনাও পবিত্র। হে পৃথিবি, আমাকর্তৃক পাতিত রক্ত আচ্ছাদিত করিও না ; আমার বিরুদ্ধে যে আৰ্ত্তনাদ, সে কুত্ৰাপি গুপ্ত স্থানে না থাকুক। দেখ, এখনও আমার সাক্ষ্য স্বগে ও অামার সাক্ষী উপরে থাকেন। আমার মধ্যস্থ জন আমার মিত্র5, এই জন্যে ঈশ্বরের উদ্দেশে আমার চক্ষুহইতে অশ্রুপাত হয়। আহা! যেমন মনুষ্যপুত্র আপন বন্ধুর নিমিত্তে, তদ্রুপ যদি তিনি মন্তুল্য মনুষ্যের নিমিত্তে ঈশ্বরের সহিত উত্তর প্রত্যুত্তর করেন! কেননা অামার আর অল্প আয়ু গত হইলে, যে পথে গিয়া কেহ ফিরিয়া না আইসে, সেই পথে আমি যাইব । ১৭ অধ্যায় । ১ ঈশ্বরের পুতি আয়ুবের নিবেদন ১১ ও মৃত্যুর অপেক্ষা করণ । -*. আমার প্রাণ ব্যাকুল হইয়াছে, ও আমার দিন অব- • সান হইয়াছে, ও আমার নিমিত্তে কবর প্রস্তুত আছে। অামার নিকটে কি নিন্দকগণ নাই ? আমি কি ২ নিত্য ২ তাহদের কটুবাক্য শুনি নাই ? বিনয় করি, ৩ তোমার নিকটে এক জনকে আমার প্রতিভূ হইতে দেও; [**-**] 3tد ه, هما]-ـــــ-!! د وده و به و[ यूद ° ? *っslー[*]ッ;・&l গী ৫ a ; ২৩ u—[৩৫] দুী ৭ ; ১৪ । যিশ • ৯ ; ৪ ৷৷ [১৬ অব্য ; ২] যুব ১৩ ; ৪ SS S SSAS SSAS SSAS SSAS SSAS Il–[» R] A ; * • il—[3 s ] a ; 0SS BSBBS BSBBSDD LS SSSS SSAAASAAAA Iા-[ ] ૧ ; ૨ 1ા [** অধ্য ও যুব ১৩ : ১১ ৷ ২ ৩ ৪ ৩-৭ tt SBS BBBBBS B SBBS BBBBS BSBBS BSBBS BB 0 BSS আমার বন্ধুগণ আমার নিন্দ করে । 485