পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩০,৩১ অধ্যায়।] ১ আমাহইতে কনিষ্ঠ যে সকল যুবলোক এইক্ষণে আমাকে নিন্দ করে, তাহাদের পিতাদিগকে আমি পালরক্ষক কুককুরের সহিত রাখিতেও অবজ্ঞা করি তাম , তাহাদের যৌবনাবস্থা নষ্ট হওয়াতে তাহাদের এ ভজবলেতে আমার কি ফল? তাহার। দরিদ্রতা ও কঠিন * অন্নাভাব প্রযুক্ত পূৰ্ব্বশূন্য ও নিৰ্জ্জন প্রান্তরে পলায়ন করিত; এবং খাদ্যের নিমিত্তে ঝোড়ের নিকটে রেতমন্ত্ৰক্ষের মূল ও মালোক শাক কাটিত। তাহারা মনুষ্যের নিকটহইতে তাড়িত হইলে লোকেরা * চোরের ন্যায় তাহাদের পশ্চাৎ ২ ডাকিত। এবং তাহারা ভয়ানক জোলে ও গৰ্ত্তে ও পৰ্ব্বতের গুহাতে • বাস করিত। তাহার ঝোড়ের মধ্যে থাকিয়া চীৎ৮ কার করিত, ও গোফুর বনে একত্র হইত। এমন অসভ্য ও নীচ + লোকের যে সন্তানগণ দেশহইতে • তড়িত ছিল, আমি এইক্ষণে তাহাদের গানের * - বিষয় ও হাস্যাসপদ হইয়াছি। তাহার। আমাকে ঘৃণা করে, ও আমাহইতে দূরে থাকে, এবং অা* মাকে দেখিয়া অামার মুখে থুথু ফেলে। তাহারা আমার শাসনরূপ বন্ধন ছেদন করিয়া অামাকে ঃখ দেয়, ও অামার সাক্ষাতে আপন ২ মুখের 3 R. বলা ফেলিয়া দেয়। এবথ সপ বখশস্বরূপ হইয়া আমার দক্ষিণে উঠিয়া অামার পদ ঠেলে ও অামার ১• বিনাশের পথ প্রস্তুত করে। এবং প্রবৃত্তি না পাইলেও আমার পথ রোধ করিয়া অামার বিপদ বৃদ্ধি ** করে। তাহার প্রবল তরঙ্গের ন্যায় আগমন করে, ও প্রলয়কালীয় পলাবনের ন্যায় দৌড়িয়া আইসে। সৰ্ব্বপ্রকার ভয় অামাকে আক্রমণ করিতেছে,এবং আমার সম্ভম বায়ুর ন্যায় দূরীকৃত হইতেছে, ও ১৯ মেঘের ন্যায় আমার কুশল গত হইতেছে। এইক্ষণে আমার প্রাণ দ্রব হইতেছে, ও দুঃখের দিন আমাকে গ্রাস করিতেছে। রাত্রিতে আমার সকল হাড় ফুটে, ও ১৮ আমার কোন শিরাতেই স্বাস্থ্য হয় না। অতি বল করিয়া আমার বস্তু খুলিতে হয়, কেননা বদ্ধ জামার ১৯ ন্যায় তাহা অামাতে আঁটিয়া থাকে। আমি পঙ্কেতে মগ্ন আছি, এবং ধূলা ও ভস্মের ন্যায় হইতেছি। ২ - অামি তোমাকে ডাকিলে তুমি উত্তর দেও না ; আমি দাড়াইয়া থাকিলে তুমি আমার প্রতি কেবল নিরীক্ষণ ২১ করিতেছ। তুমি আমার প্রতি নিৰ্দ্দয়তা করিতেছ, ২২ আপন ভুজবলেতে আমাকে তাড়না করিতেছ। তুমি আমাকে লইয়া বায়ুর উপরে আরোহণ করাইতেছ, ২৬ ও আমার শরীর চূৰ্ণ | করিতেছ। তুমি আমাকে মৃত্যুতে ও তাবৎ জীবিত লোকদের নিরূপিত গৃহে আনিতেছ, তাহ জানি। কিন্তু তুমি কবর পর্যন্ত হস্ত নিক্ষেপ করিব না, ও কবরে ত্ৰাহি ২ শব্দ হইবে না।

  • *

আয়ৰ্ব।। *N 8 ) No আমি বিপদগুস্তের নিমিত্তে কি ক্ৰন্দন করিলাম ২৭ না ? দীনহীনের নিমিত্তে শোকাকুলচিত্ত হইলাম না? আমি মঙ্গলের প্রার্থনা করিলাম, কিন্তু অমঙ্গল অাইল ; ও আলোর অপেক্ষা করিলাম, কিন্তু অন্ধকার উপস্থিত হইল। আমার অন্ত্র প্রজবলিত হইল, তাহার শান্তি হইল না, আমার দুরবস্থা আমার সঙ্গে ২ চলিল। আমি ব্যাকুল হইয়া সূৰ্য্য বিহীনে ভুমণ করিলাম, ও উঠিয়া মণ্ডলীতে বিলাপ করিলাম। আমি নাগগণের ভাতৃতুল্য ও উষ্ট্রপক্ষির বন্ধুতুল্য হইতেছি। আমার গাত্রচর্ম কৃষ্ণবর্ণ হইতেছে, আমার অস্থি তাপেতে দগ্ধ হইতেছে। এবথ অামার বীণার হাঁহকার রব হইতেছে, ও অামার কক্ষবাদ্যহইতে ক্ৰন্দনের স্বর নির্গত হয় । ৩১ অধ্যায় । ১ আয়ুবের কর্মের নির্দেৰত। ১৩ ও দাসগণের পুতি তাহার নিৰ্দ্দেষত ১৬ ও দরিদু, লোকের পুতি তাহণয় নিৰ্দ্দো মত। ২৪ ও অন্য নানা কৰ্ম্মে নিৰ্দ্দোষত ৩৫ ও ঈশ্বরের বিচারণয়ে পুণর্থন। আমি আপনার চক্ষুর সহিত নিয়ম করিয়াছি ; অতএব যুবতির প্রতি কামভাবে দৃষ্টি কেন করিব? কেননা উদ্ধৃস্থিত ঈশ্বর হইতে পাপির কি অংশ আছে? ও উপরিস্থিত সর্বশক্তিমানহইতে তাহার কি অধিকার অাছে ? পাপি লোকের কি বিনাশ হইবে না? ও ও দুষ্ককৃত লোকদের কি ভয়ানক শাস্তি হইবে না ? তিনি • কি আমার গতি দেখেন না, ও অামার পাদবিক্ষেপ গণনা করেন না ? আমি যদি লম্পটতাচরণ করিয়া ৭ থাকি ও অামার চরণ মিথ্যাপথে দ্রুতগামী হইয়া থাকে, তবে ঈশ্বর ধর্মরূপ নিক্তিতে আমার তোলন • করিয়া অামার পবিত্রত জ্ঞাত হউন। আমি যদি বি- ৭ পথে চলিয়া থাকি, ও অামার অন্তঃকরণ যদি আপন চক্ষুর অভিলাষ পূর্ণ করিয়া থাকে, ও আমার হন্তে যদি কোন কলঙ্ক লাগিয়া থাকে, তবে আমি বুনিলে ৮ অন্যে ভোগ করুক, ও অামাহইতে যাহা উৎপন্ন হয়, তাহ বিনষ্ট হউক। এবং আমার মন যদি কখ- * নো পরস্ত্রীতে আসক্ত হইয়া থাকে, ও প্রতিবাসির দ্বারের নিকটে যদি আমি লুকাইয়া থাকি, তবে অামার স্ত্রী অন্যের জন্যে যাত। পেষণ করুক, ও অন্য লোক তাহাকে ভোগ করুক। কেননা এ অতি বড় অপরাধ ও বিচারকত্ত্বাদের কাছে দণ্ডনীয় দোষ। তাহ বিনাশ পর্যন্ত নাশক ও অামার সৰ্ব্বস্ব সংহারক অগ্নিস্বরূপ হইত। অামার দাস কি দাসী অাদাস করিলে, আমি যদি তাহাদের বিচার করিতে তাচ্ছল্য করিয়া থাকি, তবে ঈশ্বর উঠিলে আমি কি করিব ? এবও তিনি R • t—[s], is u-[x y] * : * *-* * n-Islām". 'n --[২৫]যুব ২১ ; ১২-১৭৷৷- ه ;ه د ا • د -ه ;ه د SRT;] H3 • ۰] {৪১ অধ্য ২,৩]যুব ; AAAASTg gAAA S AAAA 0S000 BB AAAAASSS0SSSSBB SSSSSS D SDDS S SBBS BB BBBS BBB BB BBBS BS BBB B BB S BS BBB BBBS 493