পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ অধ্যায় ] করিতে পারে? ও তাহার দন্তের শ্রেণীদ্বয়ের মধ্যে * ৪ কে যাইতে পারে? ও তাহার মুখের দ্বার কে খুলিতে ১৪ পারে? তাহার দন্ত চতুৰ্দ্দিগে ভয়ানক আছে। তাহার অহঙ্কারস্বরূপ আঁইসত্রেণি মুদ্রাঙ্কিতের ন্যায় সৰ্ব্বাঙ্গে ১ ও বদ্ধ আছে। এবং এমত গাথা আছে, যে তাহার মধ্যে বায়ু প্রবেশ করিতে পারে না। ঐ আঁইস সকল পরস্পর সংযুক্ত ও লগ্ন আছে,কিছুতেই ভিন্ন ১৮ হয় না। তাহার হাচিতে দীপ্তি প্রকাশ হয়, ও তাহার ১১ নয়ন অরুণের ন্যায়। তাহার মুখহইতে প্রদীপের ন্যায় তেজ নিৰ্গত হয়, ও অগ্নিসফুলিঙ্গ বাহির হয়। ২ - যেমন উথলিত জল হণ্ডিকাহইতে, তদ্রুপ তাহার ২ - নাসিকাহইতে ধুম নির্গত হয়। তাহার নিশ্বাসদ্বারা অঙ্গার প্রজবলিত হয়,ও তাহার মুখ হইতে অগ্নিশিখা ২২ বাহির হয়। তাহার গলদেশে আতিশয় বল ও তাহার ও সম্মুখে মর্ম বেদন মৃত্য করে। তাহার মাসের পর্ব পরসপর সংযুক্ত;তাহ অতিশক্ত,তাহার উপরে চালিত ২ ৪ হইতে পারে না। ও তাহার হৃৎপিণ্ড প্রস্তরের ন্যায় ২• দৃঢ় ও র্যাতার পাটের ন্যায় শক্ত। সে উঠিলে বলবা২ভ নেরাও উদ্বিগ্ন হয় ও ভয়েতে ব্যাকুল হয়। তাহাকে অাঘাতকারির খড়গ ও বড়শা ও বাণ ও সাজোয়া ং ৭ ব্যথ হয়। সে লেীহকে নাড়ার ন্যায় ও পিত্তলকে ২৮ গলিত কাষ্ঠের ন্যায় বোধ করে। ধনুৰ্ব্বাণ তাহাকে তাড়াইতে পারে না, ও ফিঙ্গার প্রস্তুর তাহার কাছে ংশ ভূষিস্বরূপ। সে গদাকে ভূষিতুল্য বোধ করে, ও বড়ও শার চালনে হাস্য করে। শিল্পকারের তীন্দ্র অস্ত্ৰ * তাহার নীচে থাকে, ও তীক্ষ অস্ত্ৰ কৰ্দমেতে বিস্তৃত ৩১ থাকে। সে গভীর জলকে হাড়ির জলের ন্যায় ফুটায়, ও সমুদ্রকে ঔষধের ছড়ির সদৃশ করে। ৩২ তাহার পশ্চাৎ পথ চকমক করে ও গভীর জল পক ৩৩ কেশের তল্য হয়। পৃথিবীতে তাহার তুল্য নির্ভয় ও ৪ ব্যবহারকারী আর কেহই নাই। সে তাবৎ প্রধান প্রাণিদিগকে তুচ্ছ বোধ করে, ও তাবৎ অহঙ্কারিদের মধ্যে রাজা হয় । ৪২ অধ্যায়। ১ ঈশ্বরের নির্দোষতা ও আয়ুবের আপন দোষ স্বীকার করণ ৭ ও তাঁহার বন্ধুগণের প্রায়শ্চিত্তের কথা ১ ও আiয়বের পনৰ্বার ঐশ্বয হওন ১৩ ও তাহ পর কল্য। ১৬ ও তা হরি মৃতু্য । ১ তাহার পর আয়ুব পরমেশ্বরকে কহিল, তুমি সকলি ২ করিতে পার ; কোন কণপন তোমার অসাধ্য + নয়, ও ইহা অামি জানি । * যে জন অজ্ঞানের কথাদ্বারা পরামর্শকে অসপষ্ট করে সে কে? আমি যাহা জানি ন ও যে আশ্চৰ্য্য কথা বুঝি না, তাহাই কহিয়াছি। • বিনয় করি আমার নিবেদন শুন, আমি কিছু বলি ; আয়ত্ব। <\ Go o X ও আমি তোমাকে জিজ্ঞাসা করি, তুমি উত্তর দেও।” কর্ণদ্বারা আমি তোমার বিষয় শ্রবণ করিয়াছি বটে, • কিন্তু এখন আমার চক্ষু তোমাকে দেখিল। এই • নিমিত্তে আমি আপনাকে তুচ্ছ করিয়া ধূলাতে ও ভস্মে বসিয়া অনুতাপ করিতেছি। পরমেশ্বর আয়ুবের প্রতি উক্ত কথা সমাপ্ত করিলে পর তৈমনীয় ইলীফসকে কহিলেন, তোমার ও তোমার দুই বন্ধুর প্রতি আমার ক্রোধ প্রডম্বলিত হইয়াছে, কারণ আমার দাস আয়ুব যেরূপ কহিল,তোমরা অামার বিষয়ে তদ্রুপ প্রকৃত কহ নাই। অতএব ৮ আমার দাস আয়ুবের ন্যায় আমার বিষয়ে প্রকৃত নী কহাতে আমি যেন তোমাদিগকে সেই অজ্ঞানজন্য কর্মের প্রতিফল না দি,এই জন্যে তোমরা সাতটা গে। ও সাতটা মেষ লইয়া আমার দাস আয়ুবের নিকটে গিয়া আপনাদের নিমিত্তে হোমবলি উৎসর্গ কর ; পরে আমার দাস আয়ুব তোমাদিগের ক্ষমার নিমিত্তে প্রার্থনা করিবে,তাহাতে আমি তাহাকে গ্রাহ্য { করিব। তাহাতে তৈমনীয় ইলীফস ও শূহীয় বিলদদৃ • ও নামার্থীয় সোফর গমন করিয়া পরমেশ্বরের অডিানুসারে কর্ম করিল ; তাহাতে পরমেশ্বর আয়ুবকে গ্রাহ্য করিলেন। ~ পরে আয়ূব আপন মিত্ৰগণেব নিমিত্তে প্রার্থনা • • করিলে পরমেশ্বর তাহার দুৰ্দ্দশা দূর করিলেন,এবং আয়ুবের পূৰ্ব্বস্থিত সম্পদের দ্বিগুণ সম্পদ তাহাকে দিলেন। পরে তাহার ভাতৃগণ ও ভগিনী সকল ও ** পূৰ্ব্ব পরিচিত লোকের আয়ুবের বাটীতে আসিয়া তাহার সহিত ভোজন করিল ও তাঁহাকে প্রবোধ দিল, এবং পরমেশ্বরের দ্বারা ঘটিত তাবৎ আপদ বিষয়ে তাহাকে সাস্তুনা করিল,এবং প্রত্যেক জন এক ২ মুদ্র। ও এক ২ সুবর্ণের কুণ্ডল তাহাকে দিল। এই প্রকারে ১২ পরমেশ্বর আয়ুবের প্রথম অবস্থাহইতেও শেষাবস্থায় মঙ্গল করিলেন, তাহতে তাহার চতুৰ্দ্দশ সহসু মেষ ও ছয় সহস্ৰ উটু ও এক সহস্ৰ যুগ্ম বলদ ও এক সহস্র গদ্ধভী হইল। অপর তাহার সাত পুত্র ও তিন কন্যা হইল। তা- ১৭ হাতে তাহার জ্যেষ্ঠ কন্যার নাম যিমীমাও দ্বিতীয়ার • • নাম কিৎসীয়া ও তৃতীয়ার নাম কেরণ-হপপূক রাখিল। ঐ আয়ুবের কন্যাদের তুল্য রূপবতী পৃথিবীতে • আর কেহ ছিল না, এবথ তাহাদের পিতা তাহাদের ভাতৃগণের সহিত তাহাদিগকে অধিকার দিলা পরে আয়ুব এক শত চল্লিশ বৎসর পর্যন্ত জীবিত =

থাকিয় আপন পুত্র পৌত্ৰাদি চারি পুরুষ দেখিল। পরে বৃদ্ধ হইয়া সম্পূর্ণ আয়ু হইলে প্রাণ ত্যাগ । করিল। LLS BBSBSS 0S00 SB SSS000SLSS0Je eAAA S LS0 S SS0S S BB BS D SSSSS SSS0SSSSBLSSSBBSSS LSSAAAAS AAASASASS হি ১৪ ; ২ - n-[১২, ১৩] প ১ - । যুব ১ ; ২.৩ ৷৷

  • (ব) পুস্তর ব) নিবারিত (ইবু) তাহার যুথ অপেক্ষ ।

501