পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ গীত ।] ধর্মপথে আমাকে রক্ষা কর । আমার নিবেদনেতে কৰ্ণপাত করিয়া তারায় আমাকে উদ্ধার কর ; ও অামার নিমিত্তে এক দৃঢ় পৰ্ব্বতরূপ আশ্রয় ও আমার ও রক্ষার নিমিত্তে এক দুর্গস্বরূপ হও। তুমিই আমার পৰ্ব্বত ও দুর্গস্বরূপ হইয়াছ ; অতএব আপন নামের গুণে আমাকে গমন করাইয়া লইয়া যাও। এবx অামাকে বদ্ধ করিতে লোকেরা গোপনে যে জাল পাতিয়াছে, তাহাহইতে রক্ষা কর; তুমিই আমার বল স্বরূপ। তোমার হন্তে আমি আপন আত্মাকে সমর্পণ করি ; হে সত্য প্রভো পরমেশ্বর, তুমি আমাকে মুক্ত কর । আমি অনর্থ ক্রিয়ার মান্যকারিগণকে ঘুণ। করিয়া পরমেশ্বরেতে প্রত্যাশা রাখি। তুমি আমার দুঃখ দেখিয়াছ, ও দুর্দশাতে আমার প্রাণের তন্ত্ৰাব৮ ধারণ করিয়া থাক, এবং শত্ৰুগণের হস্তে আমাকে সমপণ না করিয়া প্রশস্ত স্থানে আমার চরণ রাখিয়া থাক, এই কারণ আমি তোমার অনুগ্রহে সৰ্ব্বদা অা৯ নন্দ ও উল্লাস করি। হে পরমেশ্বর, অামার প্রতি দয়া কর, আমি বিপদগ্ৰস্তু হই ; আমার নয়ন ও প্রাণ ও ১• উদর চিন্তাতে বিশীর্ণ হয়। শোকেতে আমার জীবৎকাল ও বিপদে আমার বয়স গেল ; অপরাধদ্ধারা ১৯ অামার বল ক্ষীণ ও অস্থি সকল বিশীর্ণ হয়। আমি বৈরিগণের মধ্যে,বিশেষতঃ প্রতিবাসি লোকের মধ্যে নিদাসপদ ও পরিচিত লোকের কাছে ভয়ঙ্কর হই ; ১২ লোকের পথের মধ্যে অামাকে দেখিলে পলায়ন করে। আমি মৃত ব্যক্তির ন্যায় বিস্মৃত ও বিনষ্ট পাকত্রের সদৃশ হই। অনেকের মুখে আমার নিন্দ শুনি, ও চতুৰ্দ্দিগে আমার ভয় আছে, কেননা তাহারা অামার বিরুদ্ধে পরামর্শ করিয়া অামার প্রাণ আক্রমণ করিতে মন্ত্রণ করে। * হে পরমেশ্বর, আমি তোমার শরণাগত, তুমি * আমার ঈশ্বর, এ কথা কহিলাম। আমার তাবৎ সময় তোমার হস্তগত ; তুমি শত্ৰুগণ ও তাড়নাকারিদের হস্ত৯ হইতে আমাকে উদ্ধার কর। নিজ দাসের প্রতি প্রসন্নবদন হইয়া অনুগ্ৰহেতে আমাকে ত্ৰাণ কর। হে পরমেশ্বর, আমি তোমার কাছে প্রার্থনা করিলাম, আমাকে লজ্জিত হইতে দিও না ; কিন্তু পাপিগণ লজ্জিত হউক ও পরলোকে নীরব হইয়া থাকুক। ১৮ এবং যাহার মিথ্যা কথা কহে এবং ধাৰ্মিক মনুষ্যের বিরুদ্ধে অহঙ্কারে ও অবজ্ঞাতে গ্লানির কথা [ •] গ্ৰী ১৮ ; >,x1°;°l一[•]可*·; গীত। (ty & কহে, তাহারাও মূক হউক। কিন্তু তোমার ভয়কারি ১১ দের জন্যে যে মঙ্গল সঞ্চয় করিয়াছ, ও মনুষ্যসন্তানদের সাক্ষাতে তোমার শরণাগত লোকদের নিমিত্তে যে মঙ্গল প্রস্তুত করিয়াছ, তাহ কেমন বড়! তুমি মনুষ্যগণের কুমন্ত্রণাহইতে তাহাদিগকে অপেন সম্মুখে গোপনে রাখিবা, এবং জিহ্বার দুৰ্ব্বাক্যহইতে তাহাদিগকে আপন আবাসে লুকায়িত করিব । পরমেশ্বর ধন্য হউন, তিনি দৃঢ় নগরে অামার প্রতি আশ্চৰ্য্য অনুগ্রহ করিলেন। “আমি তোমার দৃষ্টিবহিস্কৃত, এই কথা হঠাৎ * বলিলাম ; কিন্তু তোমাকে আহ্বান করিলে তুমি আমার নিবেদনবাক্য শ্রবণ করিল। হে পরমেশ্বরের পুণ্যবান লোক, তোমরা তাহাকে প্রেম কর; পরমেশ্বর বিশ্বস্ত লোকদের রক্ষাকৰ্ত্তা, কিন্তু অহঙ্কারিবর্গের বাহুল্যরূপে প্রতিফলদাতা। হে পরমেশ্বরে প্রত্যাশাকারি লোকসকল, উৎসাহ কর, এবং তোমাদের অন্তঃকরণ সবল হউক। ৩২ গীত। ১ পাপ মার্জন নিমিত্তক সুথের নির্ণয় ৩ ও যার্জনার নিমিত্তে থেদের ও পাপৰীকারের পুয়োজন ৮ ও তাহার লে। দায়দের উপদেশ গীত । যাহার পাপ ক্ষমা ও যাহার অপরাধ আচ্ছাদিত • হইয়াছে সে ধন্য। এবং পরমেশ্বর যাহাকে পাপি ২ রূপে গণনা না করেন ও যাহার আত্মাতে কোন প্রবঞ্চন নাই সে ধন্য । অামি (পাপ) অস্বীকার করিলে + সমস্ত দিন • রোদনেতে আমার অস্থি সকল জঞ্জরীভূত হইল। দিবারাত্রিতে আমার উপরে তোমার হস্ত ভারী • হইল, গ্রীষমকালের ন্যায় আমার সরসতা শুষ্ক হইল । সেলা। অামি আপনার অপরাধ ও পাপ ৫ গোপন না করিয়া স্বীকার করিলাম, এবং • পরমেস্বরের কাছে নিজ পাপ স্বীকার করিব , ইহা কহিলে তুমি আমার পাপ ও অপরাধ ক্ষমা করিল। সেল। এই নিমিত্তে সকল পুণ্যবান লোক তোমার সাক্ষাৎ • প্রাপ্ত হওন সময়ে বিনয় করিবে, এবং অতিশয় জলপলাবন হইলে তাহদের নিকটে তাহ আসিলে না। তুমি আমার গুপ্তস্থান, আমাকে দুৰ্গতিহইতে উদ্ধার ৭ কর ও রক্ষা গীতদ্বারা আমাকে বেষ্টন কর । সেলা ।

  • আমি তোমাকে জ্ঞান দিব ও গন্তব্য পথের উপ- ৮ দেশ দিব ও চক্ষুর ইঙ্গিতে তোমাকে পরামর্শ দিব। ”

R » x - AASK BBB SSSSSAAA SS S0 SS S000 DD DS LSLS S S0S S BBB S S S S ২ ৭, ২৬ –[১৭] গী ج د , « ; ft zw؟ [ه ه]-ـــ ltه ه -م د SS S BBB S S B S S B S S B S S B S S S S S B S S S C SLS SS SS0 SSSSSS BBB BB SS LS S0S0S S LLS BBS0S00 T S0SS LSS00S BB BBSS S B S S B BBS SSS S L0 S SSSSSS BBB S GD S0SS S0SS DD LS g DS S S S S S S S S S S S S S S ৪৮ : ১৪ । ৭৩ ও ২৪ । যিশ ও• ; ২ ১ ৷৷

  • (ইনু) কল্পনে (ইব) নীয়ৰ হইলে ।

515