পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

80 ৩৬ করিয়া রক্ষা করুক। এইরূপে মিসরদেশে ভাবিদুর্ভিক্ষের সপ্ত বৎসর দেশস্থদের জন্যে ভক্ষ্য সঞ্চিত থাকিলে দুভিক্ষেতে দেশ নষ্ট * হইবে না। ৩৭ তখন ফিরেীণের ও তাহার সকল ভূতদের দৃষ্টিতে ৩৮ এই কথা উত্তম বোধ হইল। তাহাতে ফিরেীণ ভৃত্যদিগকে কহিল, ইহার তুল্য পুরুষ, যাহাতে ঈশ্বরের ৩১ আত্মা আছে, এমত অার কাহাকে পাইব ? তখন ফিরেীণ যুষফকে কহিল, ঈশ্বর তোমাকে এই সকল জ্ঞাত করিয়াছেন ; অতএব তোমার তুল্য বিবেচক ৪• ও জ্ঞানী আর কে আছে ? আমি তোমাকে আপন গৃহের অধ্যক্ষ কর্মে নিযুক্ত করিলাম, আমার তাবৎ লোক তোমার কথার বশীভূত থাকিবে ; কেবল ৪ ১ সিংহাসনে আমি তোমাহইতে বড় থাকিব। ফিরেীণ যুষফকে আরো কহিল, দেখ, তাবৎ মিসর দেশের ৪২ উপরে আমি তোমাকে নিযুক্ত করিলাম। পরে ফিরেীণ আপন হস্ত হইতে অঙ্গুরীয় খুলির যুষফের হস্তে দিয়া তাহাকে সূক্ষমবস্ত্র পরিধান করাইয় তাহার গলদেশে *ও সুবর্ণ হার দিল। এবং তাহাকে আপনার দ্বিতীয় রথে আরোহণ করাইল, এবং লোকের তাহার অগ্রে ২ অবুেক ২ (হাঁটু পাত ২ f) বলিয়া ঘোষণা করিল। এই রূপে সে তাহাকে সমস্ত মিসরদেশের অধ্যক্ষ ৪৪ করিল। পরে ফিরেীণ যুষফকে কহিল, আমি যদি ফিরেীণ হই, তবে তোমার আজ্ঞা বিনা সমস্ত দেশে ৪৫ কোন লোক হাত পা নাড়িতে পারিবে না। এবথ ফিরেীণ যুষফের নাম সাফিনৎ পানেহ (নিগূঢ়বাক্যপ্রকাশক) রাখিল। এবং ওন নগরবাসি পোটীফের নামক যাজকের } আসিনৎ নামনী কন্যার সহিত তাহার বিবাহ দিল। পরে যুষফ সমুদয় মিসরদেশে গমনাগমন করিতে লাগিল। যুষফ ত্রিশ বৎসর বয়সের সময়ে ফিরেণের সাক্ষাতে উপস্থিত হইল ; তখন যুষফ ফিরেীণের নিকটহইতে প্রস্থান করিয়া মিসরদেশের সর্বত্র ভুমণ করিল। পরে সেই সুভিক্ষের সপ্ত বৎসর পৃথিবীতে প্রচুর রূপে শস্য ৪৭ জন্মাইল। সেই সপ্ত বৎসরে মিসরদেশে জাত সকল ৪৮ শস্য সংগ্ৰহ করিয়া প্রতি নগরে সঞ্চয় করিল। এবথ যে ২ নগরের চারিদিগের ভূমিতে যত শস্য হইল, ২ তাহ সেই ২ নগরে সঞ্চয় করিল। এই রূপে যুষফ সমুদ্রের বালুকার ন্যায় এমত শস্য সংগ্ৰহ করিল, যে তাহার গণনা করণ ত্যাগ করিল, কেননা তাহ অপরিমিত ছিল। অপর দুৰ্ভিক্ষ বৎসরের পূৰ্ব্বে যুষফের ঔরসে ওন নগর নিবাসি পোটীফের যাজকের ; আসিনৎ নামনী 8 & আদিপুস্তক l কন্যাতে দুই পুত্র জন্মিল। তাঁহাতে যুষফ তাঁহাদের জ্যেষ্ঠের নাম মিনশি (বিস্মৃতি) রাখিল, কেননা সে কহিল, ঈশ্বর আমার সকল ক্লেশের ও পিতৃগৃহের বিস্মৃতি জন্মাইয়াছেন। এবং দ্বিতীয় পুত্রের নাম ইফুয়িম (ফলবান) রাখিল, কেননা সে কহিল, দেশে দুঃখগুস্ত যে আমি,আমাকে ঈশ্বর ফলবান করিয়াছেন। পরে মিসরদেশে যে সুভক্ষ্যের সপ্ত বৎসর ছিল,তাহ। সম্পূর্ণ হইল, এবং যুষফের বাক্যানুসারে দুভিক্ষের সপ্ত বৎসরের আরম্ভ হইল। তাহাতে অন্য সমস্ত দেশে দুৰ্ভিক্ষ হইল, কিন্তু সমস্ত মিসরদেশে ভক্ষ্য ছিল। পরে সমস্ত মিসরদেশে দুভিক্ষ ঘটিলে প্রজাবর্গ ফিরেীণের নিকটে ভক্ষ্যের জন্যে প্রার্থনা করিল ; তাহাতে ফিরেীণ সকল মিস্ট্রীয়দিগকে কহিল, তোমরা মূষফের নিকটে যাও ; সে যাহা কহে, তাহাই কর। তখন সৰ্ব্বদেশেই দুভিক্ষ হইল ; এবং দেশের তাবৎ স্থানে অতি প্রবল দুভিক্ষ হইলে যুষফ সকল স্থানের গোলা খুলিয়া মিসুিদিগকে শস্য বিক্রয় করিতে লাগিল। এবং নানাদেশীয় লোকেরা মিসরদেশে যুষফের নিকটে শস্য ক্রয় করিতে আইল, কেননা সকল দেশেই প্রবল দুর্ভিক্ষ হইল। ৪২ অধ্যায়। ১ যাকুবের পুত্রদের মিসরে শস্য কিনিতে যাওন, ও ও যুষত্রের নিকটে ওপস্থিত হওন, ৯ ও তাহণদের সহিত যুঘরে ব্যবহার, ও শিখিয়োকে বদ্ধ করিয়া ৰিনয়ণগ্রীনকে আনিতে আজ্ঞা দেওন, ২১ ও তাঁহাদের ভ্রাতার পুতি কৃত দোষ স্মরণ হওন, ২৫ ও জালাতে টীকা রণথিয় মুম্বরে তাহাদিগকে বিদায় করণ, ২৯ ও ৰাষ্টীতে গিয়া পিতার কাজে সকল সযাচার দেওন, ৩৫ ও যাকুবের ভয় ও বিনয়ামীনকে পঠাইতে অস্বীকার করণ । অপর মিসর দেশে শস্য আছে, এই কথা শুনিয়া যাকুব আপন পুত্রদিগকে কহিল, তোমরা পরসপর আপনাদের প্রতি দৃষ্টি করিয়া আছ কেন? সে আরো কহিল, দেখ, আমি শুনিলাম মিসরে শস্য আছে,অতএব তোমরা তথায় গিয়া আমাদের জন্যে শস্য ক্রয় করিয়া আন ; তাহাতে আমরা না মরিয়া বাঁচিব। পরে ঘূষফের দশ ভুতি শস্য ক্রয় করিতে মিসরে গেল। কিন্তু যাকুব যুষফের সহোদর বিনয়ামিনকে ভাতৃগণের সঙ্গে পাঠাইল না, কেননা সে কহিল, যদি ইহাকেও বিপদ ঘটে। স্তশ্বনযাত্রাকার লোকদের সঙ্গে ইস্রায়েলের পুত্ৰগণ শস্য ক্রয় করিতে গেল, কেননা কিনানদেশেও দুভিক্ষ ছিল। তখন যুষফ ঐ দেশের অধ্যক্ষ হওয়াতে সকল SBBSBBS B S S S S S S S S S00 S L SS00S0 SS 0S0 LS * * * * * : **~** ti-[e २] झेश: ० : S DD S DS DD S0 LLSS BBB SS LS S0S0S Y S JJSS00SS S SS000SSS TTT LS0 S 0 BB S SLLS0SSK S 0 gg S 000 S 00 LSLLS S SMMMS 00S00S BB AS 0 L [৪২ অধ্য ; ১] অ’ ৪ ১ ; ৪ ১ , a ৭ ll—[*] ** १ ; *२ il-[७] si] a: ; a > , as 1 & " : ** of > , , i.

  • (ই) ওড়ি বে) স্নেহকণার পিতা : (ক) অবক্ষের।

[৪২ অধ্যায়। 6 : a -