পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৪৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫৮,৫৯ গীত।] ঈশ্বর আপন অনুগ্রহ ও সত্যতা প্রেরণ করবেন। কিন্তু সিংহগণের মধ্যে আমার প্রাণ অাছে, ও অগ্নিশিখাস্বরূপ মনুষ্যসন্তানদের মধ্যে আমি বাস করিতেছি, তাহাদের দন্ত বড়শা ও তীর তুল্য, এবখ তাহদের জিহ্বা তীক্ষু খড়গস্বরূপ। হে ঈশ্বর, তুমি আকাশে উচ্চপদান্বিত হও, এবং তাবৎ ভূমণ্ডলে তোমার মহিম। সপ্রকাশ হউক। তাহারা আমার চরণ বদ্ধ করিতে জাল পাতিয়াছিল, তাহাতে আমার প্রাণ সঙ্কুচিত ছিল; কিন্তু আমার সম্মুখে যে খাত খনন করিয়াছিল, তাহার মধ্যে আপনারাই পতিত হইল। সেলা । ৭ হে ঈশ্বর, আমার মন সুস্থির অাছে, অামার মন ৮ সুস্থির আছে, আমি গান ও প্রশংসা করিব। হে অামার জিজ্ঞে *, জাগৃত হও ; হে নেবল যন্ত্র ও বীণে, জাগৃত হও, আমিও প্রত্যুষে জাগৃত হইব। হে প্রভো, লোকদের মধ্যে তোমার প্রশংসা করিব, ও দেশীয়১• দের মধ্যে তোমার নাম গান করিব। কেননা তোমার অনুগ্রহ আকাশ পর্যন্ত উচ্চ, ও তোমার সত্যতা ১১ মেঘ পৰ্য্যন্ত ব্যাপ্ত আছে। হে ঈশ্বর, তুমি আকাশে উচ্চপদাম্বিত হও, এবং তাবৎ ভূমণ্ডলে তোমার মহিমা সপ্রকাশ হউক। ৫৮ গীত । ১ অন্যায় বিচার কর্তৃপদের দোষ ৬ ও বিনাশ । প্রধান বাদকের নিমিত্ত্বে অলতস্হে ই স্বরে দায়ুঞ্জের স্থ বর্ণময় গীত। ১ হে সভাসদগণ, তোমরা কি যথার্থ কথা কহিতেছ? হে মনুষ্যসন্তানবৰ্গ, তোমরা কি প্রকৃত বিচার করিতেছ ? না, মনের মধ্যে অযথার্থ রাখিতেছ, ও এ দেশেতে হস্তদ্বারা বলাৎকার করিতেছ। পাপিগণ জন্মাবধি বিপথগামী হয়, এবং ভূমিষ্ঠ হওনাবধিই ৷ মিথ্যা কহিয়া ভুমণ করে। সপবিষের ন্যায় তাহাদের বিষ, এবং বধির কালসপ যেমন কৰ্ণ রোধ করিয়া তীক্ষু মন্ত্রবাদি সপবৈদ্যের রব শুনে না তাহারাও তদ্রুপ । হে ঈশ্বর, তাহাদের মুখের দন্ত ভগ্ন কর ; হে পরমেশ্বর, যুবসিংহের কষের দন্ত উৎপাটন কর। ৭ তাহার সোতোজলের ন্যায় বহিয়া যাইবে, এবথ তাহাদের আকৃষ্ট বাণ ভগ্ন বাণের ন্যায় ব্যর্থ হইবে। ৮ এবং তাহারা গমনকারি শম্বকের ন্যায় গলিত হইবে, এবং গৰ্বসুবের সন্তানের ন্যায় সূৰ্য্য দেখিতে পা২ ইবে না। এবং হাড়ী উত্তপ্ত হওন কালাপেক্ষা শীঘ্র

গীত। ৫২৯ তিনি আদু ও দগ্ধ কণ্টকস্বরূপ তাহাদিগকে ঝড়ে উড়াইয়া লইবেন। এবং ধাৰ্মিক লোক তাহাদের ১৭ এমত প্রতিফল দেখিয়া আনন্দিত হইবে, ও পাপির রক্তে আপন ২ পাদ প্রক্ষালন করিবে । তাহাতে ** মনুষ্যগণ এমত কহিবে, অবশ্য ধাৰ্মিক লোকের ফল অাছে, অবশ্য পৃথিবীর + বিচারক এক ঈশ্বর আছেন।” ৫৯ গীত । প্রাণরক্ষণ হইলে পর পরযেশরের পুশ’স করণ। প্রধান বাদকের জন্যে অলতস্হেৎ স্বরে দাযুদের স্বর্ণময় গীত । শেীলের প্রেরিত লোক যথন দায়দ্বকে বধ করিতে গুহের নিকটে র্যাটী বসাইল, তৎকালের এই গীত। হে আমার ঈশ্বর, শজুগণহইতে আমাকে নিস্তার কর, ও আমার বিপক্ষগণহইতে আমাকে উচ্চদুর্গে স্থাপন কর। দুষ্কর্মিদের হইতে আমাকে নিস্তার কর, ও রক্তপাতি মনুষ্যদের হইতে আমাকে ত্রাণ কর। দেখ, তাহারা অামার প্রাণ হিংসাথে লুক্কায়িত অাছে ; হে পরমেশ্বর, বলবান লোকের অামার বিরুদ্ধে একত্র হয়, কিন্তু আমার পাপ ও অপরাধ প্রযুক্ত নয়। তাহার। আমার দোষ না পাইলেও দেীড়িয়া আসিয়া প্রস্তুত হয়। অতএব তুমি আমার উপকারের জন্যে জাগৃত হইয়া অবলোকন কর। হে সৈন্যাধ্যক্ষ প্রভো পরমেশ্বর, হে ই সুয়েলের ঈশ্বর, তুমি তাবদেশীয়দিগকে শাস্তি দিতে জাগৃত হও, দুষ্ট বঞ্চকদিগকে কদাচ দয়া করিও না । সেলা । তাহারা নগরের চতুৰ্দ্দিগ প্রদক্ষিণ করিয়া কুককুরদের ন্যায় কঠোর শব্দ করিয়া রাত্রিকালে ভূমণ করে। দেখ, তাহারা মুখহইতে মন্দ কথার উদগীরণ করে, তাহাদের জিহ্বা | খড়গস্বরূপ, ও তাহারা বলে, কে শুনিতে পাইবে ? কিন্তু হে পরমেশ্বর, তুমি তাহাদিগকে হাস্য করিব, ও তাবৎ অন্যদেশীয়কে উপহাস করিব। আমি ভাহীদের বলপ্রযুক্ত তোমার অপেক্ষ। করিতেছি ; ঈশ্বর আমার উচ্চদুর্গস্বরূপ। আমার ੇ ঈশ্বর অামার অগ্রবর্তী হইবেন, ও ঈশ্বর আমার শত্ৰুগণের বিপদ আমাকে দেখাইবেন। আমার লোক যেন তোমাকে বিস্মৃত না হয়, এই নিমিত্তে শজুদিগকে বধ করিও না; কিন্তু হে আমাদের ঢালস্বরূপ প্রভো, তুমি নিজ শক্তিতে তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়া অধঃক্ষেপণ কর। তাহার। > R [৪] ১৪ ২; ৪,৪। যাক ৩, ৫,৯। শ্রী ৫১; u-লিপ্যম-মে-১৯০৯-৮ »-o ul-[s]>v; s»n-[**] • •; ell–[» :]etsu LS BBS B LSBS S BB BB S JSL S 0 gg SAS SSAS S B S S SLS0SS Y S S S [৮] যুৱ ৭ –[১০] যুব ২২ ; ১৯,২• । BB SBSS BBB SSSSSS AAA S AAAAA t S tBBSB SSS0SST S 00 S S S S DDS S tt SLSS S S S S S S S S S S SS S t SLSS CS DD SAAAASSSS S S S S S S S S AAS B BS BB BSBS

  • (ইবু গৌরব। (ব) দেশের ; (ইকু

) সাক্ষাৎ করিতে। (ই ওষ্টাবরের মধ্যে। 529