পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ অধ্যায় ।] দেশের লোকদের স্থানে শস্য বিক্রয় করিতেছিল ; তাহাতে যুষফের ভাতৃগণও আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিল। তখন যুষফ আপন ভুতাদিগকে দেখিয়া চিনিল, কিন্তু তাঁহাদের কাছে অপরিচিতের ন্যায় ব্যবহার করিয়া নিষ্ঠুর কথাতে কহিল*, তোরা কোথাহইতে আসিয়াছিস ? তাহার কহিল, কিনান ৮ দেশহইতে শস্য কিনিতে আসিয়াছি। কেননা যুষফ আপন ভুতাদিগকে চিনিলেও তাহারা তাহাকে চিনিতে পারিল না । * তখন যুষফ তাহদের বিষয়ে পূৰ্ব্বদৃষ্ট সকল স্বপ্ন স্মরণ করিয়া তাহাদিগকে কহিল, তোরা চারলোক, এই দেশের অনাবৃত স্থান সকল সন্ধান করিতে আসি১০ য়াছিস। তাহারা কহিল, হে প্রভো, তাহা নয়, আপন১১ কার এই দাসেরা শস্য কিনিতে আসিয়াছে। আমরা সকলেই একের সন্তান, ও বিশ্বস্তু লোক, আপনকার ১২ এই ভূত্যের চার নহে। তখন সে তাহাদিগকে কহিল, ন না, তোরা দেশের অনাবৃত স্থান সকল দেখিতে ১৩ আসিয়াছিস । তাহারা কহিল, আপনকার এই দাসেরা দ্বাদশ ভুতি, কিনান দেশ নিবাসি, এক জনের পুত্র; এবং দেখুন,আমাদের পিতার নিকটে আমাদের কনিষ্ঠ ১৪ ভাতা আছে, এবং এক জন নাই। তখন যুষঙ্গ তাহাদিগকে পুনৰ্ব্বার কহিল, আমি তোদিগকে যে চারের ১৫ কথা কহিতেছি, তোরা তাহাই বটে। আমি তোদের পরীক্ষা লইতে ফিরেীণের আয়ুর দিব্য করিয়া কহিতেছি, তোদের কনিষ্ঠ ভুতি এ স্থানে না আইলে ১৬ তোরা এখানহইতে যাইতে পারিবি না। তোদের এক জনকে পাঠাইয় আপন ভুতাকে আন, এবং তদবধি তোদিগকে বন্ধ থাকিতে হইবে; পরে তোদের কথা সত্য বটে কি না, তাহ পরীক্ষা করিলেই জানা যাইবে; নতুবা আমি ফিরেীণের আয়ুর দিব্য করিয়া কহিতেছি, ১৭ তোরা অবশ্য চার বটিস। পরে যুষফ তাহাদিগকে তিন ১৮ দিন কারাগারে বন্ধ রাখিল । এবং তৃতীয় দিনে তাহাদিগকে কহিল, ঈশ্বরের প্রতি আমার ভয় আছে ; এই ১২ কর্ম কর,তাহাতে বাচিবি । তোরা যদি বিশ্বস্তু লোক,তবে আপনাদের এক ভুতাকে এই কারাগারে বদ্ধ রাখিয়া ২• দুর্ভিক্ষের জন্যে বাটীর শস্য লইয়া যা। তোরা আপন কনিষ্ঠ ভুতাকে আমার নিকটে আনিলেই তোদের কথা সপ্রমাণ হইবে, তাহাতে মরিবি না। তাহারা সেইরূপ করিল ; পরে পরসপর কহিল, আমরা আপন ভাতার বিষয়ে নিশ্চয় অপরাধী আছি, কেননা আমাদের কাছে কাকুক্তি করিলে আমরা তাহার মনের ব্যাকুলত দেখিয়াও তাহ শুনিলাম না; ২২ এই নিমিত্তে আমাদের এই বিপদ ঘটিল। তখন রূবেন তাহাদিগকে কহিল, তোমরা ঐ যুবার বিষয়ে পাপ করিও না, এই কথা আমি কি তোমাদিগকে R 3

२२] ऽi ०१ , د * ]-ـــ-it يا ه ;و ى [ی د]-ـــ11 ه د-ه ;و ه SI1 [ه]

আদিপুস্তক t 8) কহি নাই ? তথাপি তোমরা মানিলা না ; দেখ, এখন তাহার রক্তের নিকাশ লওয়া যাইতেছে। কিন্তু মূষফ ২৩ যে তাহদের কথোপকথন বুঝিল, ইহা তাহারা বুঝিতে পারিল না, কেননা যুষফ দ্বিভাষিদ্বারা তাঁহাদের সহিত কথা কহিতেছিল । পরে যুষফ তাহদের নিকট- ২ ই হইতে গিয়া ক্ৰন্দন করিল ; এবং পুনশ্চ আসিয়া তাহাদের সঙ্গে কথোপকথন করিয়া তাহাদের মধ্য হইতে শিমিয়োনকে ধরিয়া তাঁহাদের সাক্ষাতেই বাধিল। পরে যুষফ তাহাদের ছালাতে শস্য পূর্ণ করিয়া ২৭ প্রত্যেক জনের ছালায় টাকা ফিরিয়া দিতে এবং তাহাদিগকে পাথেয় সামগ্ৰী দিতে আজ্ঞা দিল ; তাহাতে ভূত্যেরা তদ্রুপ করিল। পরে তাহারা আপন ২ গৰ্দ্দভের ২৬ উপরে শস্য চাপাইয়া তথাহইতে প্রস্থান করিল। কিন্তু ২৭ উক্তরিবার স্থানে গিয়া এক জন আপন গৰ্দ্দভকে আহার দিতে ছাল খুলিয়া আপন টাকা দেখিল, কেননা ছালার মুখেই টাকা ছিল। তখন সে ভুতা- ২৮ দিগকে কহিল, আমার টাকা ফিরিয়াছে ; এই দেখ, তাহা আমার ছালাতে আছে। তাঁহাতে তাহাদের মন উদ্বিগ্ন হইল &, ও ভীত হইয়া পরমপর কহিল, ঈশ্বর অামাদের প্রতি এই কি করিলেন ? পরে তাহারা কিনানদেশে আপন পিতা যাকুবের ২১ নিকটে উপস্থিত হইলে আপনাদের যাহা ২ ঘটিয়াছিল, সে সমস্ত তাহাকে জ্ঞাত করিয়া কহিল, সেই ৩০ দেশাধ্যক্ষ আমাদিগকে দেশস্থ চার জ্ঞান করিয়া নিষ্ঠুর | কথা কহিল। তাহাতে আমরা তাহাকে কহি ৩১ লাম, আমরা চার নহি, বিশ্বস্তু লোক; আমির দ্বাদশ ৩২ ভুতি, সকলেই এক পিতার সন্তান ; আমাদের মধ্যে এক জন নাই, এবং পিতার নিকটে কিনান দেশে আর এক কনিষ্ঠ ভাতা আছে। তখন সে দেশাধ্যক্ষ ৩৩ আমাদিগকে কহিল,আমি ইহাতে তোদিগকে যাথার্থিক লোক বুঝিতে পারি, যদি তোরা আপনাদের এক ভুতাকে আমার নিকটে রাখিয়া আপনাদের গৃহের দুভিক্ষের জন্যে শস্য লইয়া যাইস, এবং আপনা- ৩৪ দের কনিষ্ঠ ভূতাকে আমার নিকটে আনিস, তবে তোর যাথাথিক লোক,চার নহিস, তাহা বুঝিব। পরে তোদের ভুতাকে তোদের স্থানে দিব, তাহাতে তোরা এই দেশে বাণিজ্য করিতে পারিবি। পরে তাহারা ছালাহইতে শস্য ঢালিলে প্রত্যেক ৩৫ জন আপন ২ ছালাতে আপন ২ টাকার গ্রন্থি পাইল। তখন সেই সকল টাকার গুন্থি দেখিয়া তাহার ও তাহাদের পিতা ভীত হইল। তাহাতে তাহাদের পিতা ৩৬ যাকুব কহিল, তোমরা আমাকে পুত্রহীন করিতেছ; দেখ, যুষফ নাই, ও শিমিয়োন নাই, আর বার বিনয়ামীনকেও লইয়া যাইতে চাহিতেছ; এই সকলি আমার বিরুদ্ধে হইতেছে। তাহাতে রূবেন আপন ৩৭ ૨ s-ર - 1 s; હ 11–[૭૦] ન ૧, ૨ 1ા-[૦ઉ] જે ૨૪ tા S BBBBB BBB BBB BBBBS BSBS BBB SBBS BBBB BBBB BBB BBS BBBS BB BBBS BBBS