পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪২ পিতাকে কহিল, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও; তুমি আমার হস্তে বিনয়ামীনকে সমপৰ্পণ কর ; আমি ৩৮ তোমার স্থানে তাহাকে পুনৰ্ব্বার অনিয়া দিব। তখন সে কহিল, আমার পুত্ৰ তোমাদের সঙ্গে যাইবে না, কেননা তাহার সহোদরের মরণেতে সে এক জীবৎ আছে ; তোমরা যে পথে যাইতেছ, তাহাতে যদ্যপি ইহারও কোন আপদ ঘটে, তবে শোকেতে এই পাকা চুলে আমাকে পরলোকে পাঠাইবা। ৪৩ অধ্যায় । ১ শেষে যাকুবের বিনুয়াযৗনকে প্রেরণ করণ ১৫ ও যুঘরে বাটীতে ভাতৃগণের গমন ও অব্যক্ষের কাজে আপনাদের ভয় পকাশ করণ, ২৫ ও যুদ্ধকে ওপটৌকন দিয় তাহার সঙ্গে তাদের ভোজন । অপর দেশে অতিশয় দুর্ভিক্ষ থাকিলে তাহারা মিসর, ২ হইতে যে শস্য আনিয়াছিল, সে সমস্ত ভক্ষিত হইলে তাহাদের পিতা তাহাদিগকে কহিল, তোমরা পুনৰ্ব্বার ৩ যাইয়া আমাদের জন্যে ত্ৰি শস্য ক্রয় কর । তাহাতে ঘিহুদা তাঁহাকে কহিল, সে অধ্যক্ষ দৃঢ় প্রতিজ্ঞা করিয়া কহিল, তোমাদের ভুতি তোমাদের সঙ্গে না থাকিলে ৪ তোমরা অামার মুখ দশন করিতে পাইব না। অতএব যদি তুমি আমাদের সঙ্গে ভুতাকে পাঠাও, তবে আমরা ৫ তোমার জন্যে শস্য ফিনিতে যাইব । কিন্তু যদি না পাঠাও, তবে আমরা যাইব না ; কেননা সে অধ্যক্ষ কহিল, তোমাদের ভুতি তোমাদের সঙ্গে না থাকিলে তোমরা আমার মুখদর্শন করিতেও পাইবা না। তাহাতে ই সুয়েল কহিল, তোমাদের অার এক ভুতি৷ আছে, ইহা ঐ মনুষ্যের কাছে কহিয়া আমার প্রতি ৭ এমন কুব্যবহার কেন করিলা? তাহার কহিল, সে আমাদের ও আমাদের জ্ঞাতিদের বিষয়ে সূক্ষমরূপে জিজ্ঞাসিয়া কহিল, তোমাদের পিতা কি অদ্যাবধি জীবৎ আছেন? ও তোমাদের কি আরো ভুতি আছে? তাহাতে আমরা তদ্বাক্যানুসারে উত্তর করলাম; কিন্তু তোমাদের ভুতাকে এখানে অনি, এমন কথা সে কহিবে, তাহ কি প্রকারে । জানিতে পারি? পরে যিহুদা আপন পিতা ইসুয়েলকে কহিল, তুমি ঐ সুবাকে আমার সঙ্গে পাঠাইয়া দেও ; এবং আমরা উঠিয়া প্রস্থান করি ; তাহাতে আমরা ও তুমি ও বালকেরা সকলেই রক্ষা পাইব, মরিব না । আমি তাহার প্রতিভ হইলাম, ঐ দায় আমার হস্ত হইতে বঝিয়া লইবা; আমি যদি উহাকে আনিয়া তোমার সমথে না রাখি, তবে ঐ দোষ সৰ্ব্বকালে আমাতেই বন্তিৰে। ১• আমাদের যদি এত বিলম্ব না হইত, তবে আমরা আদিপুস্তক। [৪৩ অধ্যায়। দ্বিতীয় বার ফিরিয়া আসিতে পারিতাম। তখন তাহা- ১১ দের পিতা ইসুয়েল তাহাদিগকে কহিল, যদি এমত হয়, তবে এক কর্ম কর ; আপনাদের পাত্ৰেতে এই দেশের উত্তম ফল লও ; সেই অধ্যক্ষকে উপঢৌকন দিতে মসলা ও গন্ধরস ও বটন ও বাদাম ও গুগুল ও মধু কিঞ্চিৎ ২ লও। এবং আপনাদের হস্তে দ্বিগুণ । টাকা লও, এবং তোমাদের ছালার মুখে যে টাকা ফিরিয়া আসিয়াছে, তাহাও হস্তুে লইয়া যাও ; কি জানি, তাহাতে বা ভুন্তি হইয়াছিল। এবং আপনা- ১৩ দের ভুতিকে লইয়া উঠিয়া পুনৰ্ব্বার সেই অধ্যক্ষের নিকটে যাও। সৰ্ব্বশক্তিমান ঈশ্বর তোমাদিগকে সেই ১৪ অধ্যক্ষের এমত অনুগৃহীত করুণ, যে সেই অধ্যক্ষ আপনি তোমাদের অন্য ভাতাকে ও বিনয়ামীনকে ছাড়িয়া দেয়; কিন্তু যদি আমাকে পুত্ৰহীন হইতেই হয়, তবে পুত্রহীন হইলাম । তখন তাহার সেই উপঢৌকন দ্রব্য ও দ্বিগুণ টাকা ১৭ ও বিনয়ামীনকে সঙ্গে লইয়া উঠিয়া মিসরে গিয়া যুষফের সম্মুখে দাড়াইল। তখন যুষফ তাহাদের সঙ্গে । বিনয়ামীনকে দেখিয় আপন গৃহাধ্যক্ষকে কহিল, এই মানুষদিগকে আমার বাটীতে লইয়া যাও, এবং পশু মারিয়া খাদ্যদ্রব্য প্রস্তুত কর; ইহারা মধ্যাহ্নকালে অামার সঙ্গে ভোজন করবে। তাহাতে সে যুষফের । আজ্ঞানুসারে তাহাদিগকে যুষফের বাটীতে লইয়। গেল। কিন্তু যুষফের গৃহে তাহদের লইয়া যাওয়াতে ১৮ তাহারা ভীত হইয়া পরস্পর কহিল, পূৰ্ব্বে আমাদের ছালাতে যে টাকা ফিরিয়া গিয়াছিল, তাহারি জন্যে আমাদিগকে এখানে আনিয়াছে; এখন সেই আমাদের বিরুদ্ধে দোষ দিয়া আক্রমণ করিয়া ও অামাদের গদভও লইয়া আমাদিগকে ক্রীত দাসের ন্যায় করিয়া রাখিবে। তখন তাহার যুষফের গৃহাধ্যক্ষের ১১ কাছে গিয়া গৃহদ্বারে থাকিয় তাহার সঙ্গে কথোপকথন করিয়া কহিল ; হে মহাশয়, আমরা পূৰ্ব্বে ২৭ শস্য কিনিতে আসিয়াছিলাম , কিন্তু উত্তরিবার স্থানে ২১ গিয়া আপনাদের ছাল খুলিলে ছালার মুখে প্রত্যেক মনুষ্যের পরিমিত টাকা পাইলাম, তাহ আমরা হস্তুে করিয়া আনিয়াছি,এবং শস্য কিনিবার টাকাও আনি- ২২ য়াছি; কিন্তু সেই টাকা অামাদের ছালাতে কে রাখিয়াছিল, তাহা আমরা জানি না। তাঁহাতে সেই গৃহাধ্যক্ষ ২৩ কহিল,তোমাদের মঙ্গল হউক,ভয় করিও না, তোমাদের ঈশ্বর ও তোমাদের পৈতৃক ঈশ্বর তোমাদের ছালাতে তোমাদিগকে গুপ্ত ধন দিয়াছেন; তোমাদের টাকা আমার কাছে ছিল **। পরে সে শিমিয়োনকে তাহা- ২৪ দের নিকটে অনিয়া তাহাদিগকে যুষফের গৃহের [ ৩৮] অ’ ৩৭ ; ৩s it—[৪৩ অবr; ১] অ৷ ৪২ : , LSS0SS S S0S0S S S S S S S S S S SBBB S - a u—[২১] ৪২ ; ২৭, ৩৫ ॥–[২৪] ২৪ ; ৩২ ৷৷ ع , a د ; ه و [ه د ]ـــــttه ه , د د ; هه [د د]

  • (ইবু। তদুবাক্য eBBB SBBBS BBSBBS BB BBB BBBBB BBBS BB BBBB BBBSS SBBSS BS

যাদের ওপরে আপনাকে নিক্ষেপ করিয়া আমাদের ওপরে পক্ৰিয় ॥ (ইলু) বটে। ** (ইব্যু অণইল । o