পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৪ অধ্যায় ] ভিতরে লইয়া পাদ প্রক্ষালনার্থে জল দিল, এবং তাহাদের গদভদিগকে আহার দ্রব্য দিল । অপর মধ্যাহ্নের পূৰ্ব্বে যুষফের আগমন কালে তাহার উপঢৌকন সাজাইল, কেননা এখানে অামাদিগকে ভোজনা করিতে হইবে, এই কথা তাহারা শুনিয়া২৬ ছিল। পরে যুষফ গৃহে আইলে তাহারা হস্তস্থিত উপটৌকন সেই গৃহে রাখিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয় প্রণাম ২৭ করিল। তখন যুষফ তাহীদের মঙ্গল জিজ্ঞাসা করিয়া কহিল, তোমাদের যে বৃদ্ধ পিতার কথা কহিয়াছিল, সে কি ভাল * অাছে ? সে কি অদ্যাপি জীবৎ আছে ? ২৮ তাহারা কহিল,তোমার দাস আমাদের পিতা অদ্যাপি জীবৎ থাকিয়া ভাল আছে। পরে তাহারা ভূমিষ্ঠ ২৯ হইয়া প্রণাম করিল। তখন যুষফ চাহিয়া আপন সহোদর বিনয়ামীনকে দেখিয়া কহিল,তোমাদের যে কনিষ্ঠ ভুতার কথা কহিয়াছিল, সে কি এই অপর সে ৩০ কহিল, হে বৎস, ঈশ্বর তোমাকে অনুগ্রহ করুণ। তখন যুষফের অন্তঃকরণে স্নেহ উপস্থিত হওয়াতে সে ব্যাকুল হইয়া রোদন করিবার স্থান অন্বেষণ করিয়াশীঘ্ৰ আপনার কুঠরীতে প্রবেশ করিয়া সে স্থানে রোদন করিল। ৩১ পরে সে মুখ প্রক্ষালন করিয়া বাহিরে আসিয়া ধৈৰ্য্যাবলম্বন পূৰ্ব্বক ভক্ষ্য পরিবেষণ করিতে আজ্ঞা ৩২ করিল। তাহাতে ভৃত্যগণ যুষফের জন্যে ও তাঁহার ভাতৃগণের জন্যে এবং তাহার গৃহের ভোক্তা মিস্ত্রিদের জন্যে পৃথক ২ পরিবেষণ করিল, কেননা ইত্রিদের সহিত ভোজন করা মিসুিদের ব্যবহার ছিল না, ও ৩৩ তাহ মিসুিদের ঘৃণিত ছিল। পরে যুষফ আপনার সম্মুখে তাহাদের জ্যেষ্ঠকে জ্যেষ্ঠাধিকারানুসারে ও কনিষ্ঠকে কনিষ্ঠাধিকারানুসারে বসাইল ; তাহাতে ৩৪ তাহারা পরসপর আশ্চৰ্য্য জ্ঞান করিল। এবং সে আপনার সম্মুখস্থ ভক্ষ্যহইতে তুলিয় তাহাদিগকে দিল, কিন্তু তাহাদের ভাগহইতে বিনয়ামীনের ভাগ পঞ্চগুণ অধিক ছিল। তখন তাহারা পান করিয়া তাহার সহিত আনন্দ করিল। ৪৪ অধ্যায় । ১ ভুক্তৃিগণের পুতি যুষত্রের চতুরতা ৬ ও তাঁহার বর্ণটী বিনুয়ণমীনের ফলাতে পাওন, ১৪ ও পুনৰ্বার তাহার নিকটে সকলের আগমন,১৮ও যুষত্রের পুতি যিহদার কাতরোক্তি। ১ অনন্তর যুষফ আপন গৃহাধ্যক্ষকে আজ্ঞা করিল, এই লোকদের ছালাতে যত শস্য ধরে, তাহা পরিপূর্ণ করিয়া দেও, এবং প্রতি জনের টাকা তাহাদের ছালার ২ মুখে রাখ। বিশেষতঃ কনিষ্ঠের ছালাতে তাহার শস্য ক্রয়ের টাকার সহিত আমার বাটী অর্থাৎ রূপার বাটী রাখ ; তাহাতে সে যুষফের উক্ত আজ্ঞানুসারে করিল। R r আদিপুস্তক l 8vo) অপর প্রভাত হইবামাত্র তাহারা গৰ্দ্দভের সহিত বিদায় পাইল। কিন্তু নগরহইতে বিস্তুর দূরে না যাইতে যুষফ আপন গৃহাধ্যক্ষকে কহিল, তুমি উঠিয়া ঐ মনুষ্যদের পশ্চাৎ দৌড়িয়া গিয়া তাহাদিগকে ধরিয়া বল, তোমরা উপকারের পরিবর্তে কেন আপকার করিলা ? অামার ৫ প্রভু যাহাতে পান করেন ও যাহার দ্বারা গণনা করেন, সেই বাটী কি এই নয় ? এই কর্ম করাতে তোমরা দোষী হইলা । পরে সে তাহাদিগকে ধরিয়া ঐরূপ বাক্য কহিলে শু তাহারা উত্তর করিল,আমার প্রভূ কেন এমন কথা বলে ? ৭ তোমার দাসদের এমত কর্ম করা দূরে থাকুক। দেখ, ৮ আপন ২ ছালার মুখে আর বার যে টাকা পাইয়াছিলাম, তাহা কিনানদেশহইতে পুনৰ্ব্বার তোমার নিকটে অনিয়াছিলাম ; তবে কিরূপে আপন প্রভুর গৃহহইতে স্বর্ণ কিম্বা রূপা চুরি করিব ও তোমার ৯ দাসদের মধ্যে যাহার নিকটে তাহ পাওয়া যায়, সে মরুক, এবং আমরাও প্রভূর ক্রীত দাস হইব। তাহাতে ১৭ সে কহিল, ভাল, তোমাদের কথানুসারেই হউক ; যাহার কাছে তাহ পাওয় যাইবে, সে আমার দাস হইবে, কিন্তু অন্যেরা নিৰ্দ্দোষ হইবে। তখন তাহারা ১১ তৎক্ষণাৎ ভূমিতে আপন ২ ছালা নামাইলে প্রত্যেক জন আপন ছাল খুলিতে লাগিল। তাহাতে সে গৃহাধ্যক্ষ ১২ জ্যেষ্ঠাবধি আরম্ভ করিয়া কনিষ্ঠ পৰ্য্যন্ত সমাপ্তি করিয়া ছাল খুজিলে বিনয়ামীনের ছালাতে সেই বাটী পাওয়া ১৩ গেল। অতএব তাহারা প্রত্যেক জন আপন ২ বস্ত্র চিরিয়া আপন গৰ্দ্দভে ছালা চাপাইয়া পুনৰ্ব্বার নগরে আইল। অপর যিহুদা ও তাঁহার ভাতৃগণ মুষফের গৃহে ১৪ পুনর্বার আইল ; এবং ফুষফু তদবধি তথায় থাকিলে তাহারা তাহার অগ্রে ভূমিতে দণ্ডবৎ হইল। তখন যুষফ ১৫ তাহাদিগকে কহিল, তোমরা এ কেমন কায্য করিলা ? এমন পুরুষ যে আমি, আমি অবশ্য গণনা করিতে পারি, ইহা কি তোমরা জান না ? তাহাতে যিহুদা ১৬ কহিল, আমরা প্রভূর নিকটে কি উত্তর দিব ? ও কি কথা কহিব ? ও কি রূপেই বা আপনাদিগকে নিৰ্দ্দোষ করিব ? ঈশ্বর তোমার দাসদের দুষ্টতা প্রকাশ করিয়াছেন ; দেখ, আমরা ও যাহার কাছে বাটী পাওয়া গিয়াছে, সকলেই প্রভুর দাস হইলাম। তাহাতে ফুষফ ১৭ কহিল, এমন কর্ম আমাহইতে না হউক ; যাহার কাছে বাটী পাওয়া গিয়াছে, সেই আমার দাস হইবে, কিন্তু তোমরা কুশলে পিতার নিকটে যাও। তাহাতে যিহুদা নিকটে গিয়া কহিল, হে প্রভো, ১৮ আপনি ফিরেীণের তুল্য ; এই দাসদের প্রতি যদি ক্ৰোধ প্রজবলিত না হয়, তবে প্রভূর কর্ণগোচরে কিছু wo LLgSKS B DDS DSDS S DS BB AAAS SDS DD S DDDS DD S ggg gBS Bg S SS0S S BBS BBS BBS BBS S BBS BBS BBS S BBS BD SK BBS Be S00 DDSS [२७] * २ l!-[२४] २४; ७०, ७९ ॥ 杀 (ইবু) তাহার যদল ! (ব) যথেষ্ট পান।