পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১৪-১১৬ গীত ।] • উচ্চস্থানে বসতি করিয়া স্বৰ্গ ও পৃথিবীতে কৃত ৭ কর্ম দর্শনার্থে আপনি নত হন । তিনি অধ্যক্ষগণের, অর্থাৎ আপন লোকদের অধ্যক্ষগণের মধ্যে স্থাপিত করিতে দরিদ্র ব্যক্তিকে পূলাহইতে উঠান ও দীনহীন ব্যক্তিকে নীচপদহইতে * উচ্চপদান্বিত ২ করেন। তিনি বন্ধ্য স্ত্রীকে সন্তানদের আনন্দময়ী মাতা করিয়া গৃহের কত্রী করেন। পরমেশ্বরের ধন্যবাদ কর । XX8 গীত। স্থাবরাদিদ্বারা ঈশ্বরের পুশ-স । ইস্রায়েল বংশ মিসরদেশহইতে ও যাকুর বংশ ং অন্য ভাষাবাদি লোকহইতে গমন করিলে, যিহুদা বংশে তাহার ধর্মধাম ও ইসায়েল বংশে তাহার রাজধানী হইল। ইহা দেখিয়া সমুদ্র পলায়ন করিল, এবং ষদন নদী উজানে বহিতে লাগিল; এবং পৰ্ব্বতগণ মেষের ন্যায় ও উপপৰ্ব্বতগণ মেষশাবকের * ন্যায় লম্ফ দিতে লাগিল। হে সমুদ্র, তুমি কি নিমিত্তে ও পলাইলা? হে যদ্দন, তুমি কেন উজানে বহিলা? হে পৰ্ব্বতগণ, তোমরা মেঘের ন্যায়, হে উপপৰ্ব্বত সকল,তোমরা মেষশাবকের ন্যায় কেন লম্ফ দিলা? হে পৃথিবি, তুমিও প্রভুর সাক্ষাতে অর্থাৎ যাকুবের। ৮ ঈশ্বরের সাক্ষাতে কম্পিত হও। তিনি পৰ্ব্বতকে জলা- | শয় ও অগ্নিপ্রস্তরকে জলের উনুই করিলেন। ১১৫ গীত । ১ পুতিয়ার অসারতা ১ ও ঈশ্বরের সারভার ১ হে পরমেশ্বর, অামাদের নয়, অামাদের নয়, কিন্তু তোমার অনুগ্রহ ও সত্যতার নিমিত্তে তোমার নামের মহিমার বৃদ্ধি হউক। " এখন তাহাদের ঈশ্বর কোথায়?’ অন্যদেশীয়েরা কেন এমত কথা বলে ? • আমাদের ঈশ্বর স্বগে থাকিয়া আপন ইচ্ছানুসারে তাবৎ কর্ম করেন। কিন্তু তাহদের রৌপ্যময় ও সুবর্ণময় প্রতিমা মানুষের হস্তকৃত। তাঁহাদের মুখ থাকিতেও কথা কহিতে পারে না, ও চকু থাকিতেও দেখিতে পায় না ; এবথ কর্ণ থাকিতেও শুনিতে পায় না, ও নাসিক থাকিতেও আত্মাণ পায় না ; এবথ হস্ত থাকিতেও সপশ করিতে পারে না, ও পদ থাকিতেও গমন করিতে পারে না, এবং গলার নলী দিয়া গীত। ৮ কথা কহিতে পারে না। যেমন তাহারা, তাহাদের নির্মাণকৰ্ত্তারা এবং তাঁহাদের প্রতি বিশ্বাসকারি সকল ও তদ্রুপ । হে ই সুয়েল বংশ, পরমেশ্বরেতে বিশ্বাস কর, তিনি তোমাদের r উপকারক ও ঢালস্বরূপ । হে হারোণের বংশ, পরমেশ্বরেতে বিশ্বাস কর, তিনি তোমাদের + উপকারক ও ঢালস্বরূপ। হে পরমেশ্বরের ভয়কারিগণ, পরমেশ্বরেতে বিশ্বাস কর, তিনি তোমাদের + উপকারক ও ঢালস্বরূপ। পরমেশ্বর অামাদিগকে মনে করিয়া আশীৰ্ব্বাদ করিবেন, ও ইস্রায়েলের বংশকে ও হারোণের বংশকে আশীৰ্ব্বাদ করিবেন। এবং পরমেশ্বরের ভয়কারি ক্ষুদ্র কি মহান, সকলকেই আশীৰ্ব্বাদ করিবেন। পরমেশ্বর তোমাদের ও তোমাদের সন্তানদের বৃদ্ধি করিবেন। তোমর স্বর্গমর্তের সৃষ্টিকারি পরমেশ্বরের আশীৰ্ব্বাদ প্রাপ্ত লোক। স্বগ অথাৎ উচ্চতম স্বৰ্গ পরমেশ্বরের, কিন্তু তিনি মনুষ্যসন্তানদিগকে পৃথিবী দিলেন। মৃত লোকেরা ও নীরব স্থানে প্রবিষ্টের পরমেশ্বরের ধন্যবাদ করিতে অশক্ত। কিন্তু আমরা অদ্যাবধি সদাকাল পরমেশ্বরের ধন্যবাদ করিব। পরমেশ্বরের ধন্যবাদ কর । , ১১৩ গীত । অনুগ্রহের নিমিত্তে ঈশ্বরের পুশংসা করণ। পরমেশ্বর আমার নিবেদন ও প্রার্থনা শ্রবণ করাতে অামি তাহাতে প্রেম করি। এবং আমার কথায় কর্ণপাত করাতে আমি যাবজ্জীবন প্রার্থনা করিব। যে সময়ে মৃত্যুরূপ রজছু অামাকে বেষ্টন করিল ও পরিত্রিক বেদন আমাকে ধরিল, ও আমি দুঃখ ও শোকগ্ৰস্ত হইলাম, তৎকালে আমি ঈশ্বরের নামে এই প্রার্থনা করিলাম, হে পরমেশ্বর, অামি নিবেদন করি, অামার প্রাণকে উদ্ধার কর । পরমেশ্বর অনুগ্রাহক ও ন্যায়কারী, এবং আমাদের ঈশ্বর দয়াময়। পরমেশ্বর অপবুদ্ধি লোকদের রক্ষাকৰ্ত্ত ; অামি দীনহীন হইলেও তিনি আমার উপকার করিলেন। হে অামার মন, আপনার বিশ্রামস্থানে ফির, কেননা পরমেশ্বর তোমার মঙ্গল করিলেন। তিনি মৃত্যু হইতে আমার প্রাণকে ও অশ্রুহইতে অামার চক্ষুকে ও পতনহইতে আমার চরণকে ৰক্ষা করিলেন । অতএব আমি পরমেশ্বরের সাক্ষাতে S BB S B BBS SK BB S S B S S B S S B S S B S S BB BSB BBS S tTBS BBS S S0S 0 S SS S ৬ ৯ ; ৪ ৫ । দ্বি ৩২ : ৯ 11–[৩] যা ১ ৪ ; ই ১, ২২ ৷ যি ও ; A S A S A S T S S B S S S S S S S S S S S S S S S S S S S S S BBB S S B S S BB BSBBSBS S B S S S S SLL 0 mm AAAA S 0 ttS S 00 LLSS AS ]39[–11 = ,.৮] ১ , ; ৭ । যিশ ৪৪ ; ৯-১১ –[»-> >] : తి• : ; - 8 1 : తి? ; : ఎ[— = د -ه د ; *ه د 5ft BB S S B S S S T SSSS SSS L SBBS B S S S S S S S S AAAA SS ASA AAAA SLLSLS S gg S ১৩ u–[৯] আ ১৭ , ১ । ীি ১৪ ২ ; • ।

  • (ইকুযলরাশিহইতে (ইবু) গহীদের।

559 Go & S). > R > a.