পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪৬ অধ্যায়।] ১৩ আপন চক্ষুতে দেখিলা। অতএব তোমরা এই মিসর দেশে আমার ঐশ্বৰ্য্য ও যাহা দেখিলা, সে সকল আমার পিতাকে কহিয় তাহাকে শীঘ্ৰ করিয়া এই ১৪ স্থানে আনিবা। পরে যুষফ আপন ভুতি বিনয়ামীনের গলে ধরিয়া রোদন করিল, এবং বিনয়ামীন তাহার * গলে রোদন করিল। এবং যুবফ অন্য ভুতাদিগকেও চুম্বন করিয়া তাহাদের গলে রোদন করিল ; তখন তাহার ভাতৃগণ তাহার সহিত আলাপ করিতে লাগিল। অপর মূষফের ভাতৃগণ আসিয়াছে, এই জনরব ফিরেীণের বাটীতে ব্যাপ্ত হইলে ফিরেীণ ও তাহার ১৭ ভূতগণ সকলে তুষ্ট হইল * এবং ফিরেীণ যুষফকে কহিল, তুমি আপন ভুতাদিগকে কহ, তোমরা এই ১৮ কর্ম কর । আপনাদের পশুগণে ছালা মিটাইয়া কিনানদেশে গিয়া আপনাদের পিতার সহিত সকল পরিবার আমার নিকটে লইয়া আইস ; আমি তোমাদিগকে মিসরদেশের উত্তম স্থান দিয়া দেশের উত্তম ১৯ দ্রব্য ভোজন করাইব । এখন আমার আজ্ঞানুসারে এই কর্ম কর, তোমরা মিসর হইতে শকট লইয়া গিয়া আপনাদের বালকদিগকে ও স্ত্রীলোকদিগকেও আপনা২০ দের পিতাকে লইয়া আইস। তাহাতে আপনাদের দুব্যাদির বিষয়ে ভাবিত হইও না +, সমুদয় মিসর২১ দেশের উত্তম ২ দ্রব্য তোমাদের আছে। তাহাতে ইস্রায়েলের পুত্ৰগণ তদনুসারে করিল, এবং যুষফ ফিরেীণের আজ্ঞানুসারে তাহাদিগকে শকট ও পাথেয় ২২ এবং প্রত্যেক জনকে পরিধেয় দুই ২ ষোড়া বস্ত্র দিল, কিন্তু বিনয়ামীনকে তিন শত রৌপ্যমুদ্র ও পাঁচ ষোড়া ২৩ বস্ত্র দিল। এবং পিতার জন্যে মিসরের উত্তম ২ দুবেতে ভারাক্রান্ত দশ গৰ্দ্দভে এবং পিতার পথেয়ের জন্যে শস্য ও রুট ও অন্য ২ ভক্ষ্যদ্রব্যেতে ভারাক্রান্তf ২৪ দশ গৰ্দ্দভী পাঠাইল। এই রূপে যুষফ আপন ভুতাদিগকে বিদায় করিলে তাহারা প্রস্থান করিল, এবং তাহাদিগকে কহিল, সাবধান, পথে বিবাদ করিও না। এই রূপে তাহারা মিসর হইতে প্রস্থান করিয়া কিনান দেশে আপন পিতা যাকুবের নিকটে উপস্থিত হইল। ২৬ এবং তাহারা তাহাকে কহিল, যুষফ অদ্যাবধি জীবৎ আছে, সে সমস্ত মিসর দেশের অধ্যক্ষ হইয়াছে। এই কথাতে যাকুবের হৃদয় জড়ীভূত হইল, কারণ সে ২৭ তাহাদের বিশ্বাস করিল না। তখন যে কথা যুষফ তাহাদিগকে কহিয়াছিল, সে সকল তাহারা তাহাকে কহিল ; তাহাতে সে যখন যুষফের প্রেরিত বহনার্থে সকল শকট দেখিল, তখন তাহাদের পিতা যাকুবের ২৮ মন প্রফুল্প হইল। তাহাতে ইস্রায়েল কহিল, আমার [১৪] আী ৪৩; ৩০ it—[১৭-২০] প ৯-১১ it—[২০] অ৷ ১৯

  • *

象@ আদিপুস্তক। 86t পুত্র যুষফ অদ্যবিধি জীবিত আছে, এই যথেষ্ট ; আমি গিয়া মরণের পূৰ্ব্বে তাহাকে দেখিব। ৪১ অধ্যায় । ১ বেশেৰীতে যাকুবের গয়ন ও ঈশ্বরের দর্শন পাওন, ও ও যিসরে যাত্র করণ, ৮ ও অহীর বংশাবলি, ২৮ ও যুষত্রের সঙ্গে সাক্ষাৎ করণ, ও ভ্রাতৃগণের কাজে যুদ্ধ(IFA ZF fi ! অনন্তর ইসায়েল আপন সৰ্ব্বস্ব লইয়া যাত্রী করণ ১ পূৰ্ব্বক বেশেবাতে উত্তরিয়া তথায় আপন পিতা ইস্হাকের ঈশ্বরের উদ্দেশে বলি প্রদান করিল। তাহাতে ২ ঈশ্বর রাত্রিতে ইসুয়েলকে দর্শন দিয়া কহিলেন, হে যাকুব ২ ; তাহাতে সে উত্তর করিল, আমি এই উপস্থিত আছি। তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, ও তোমার পিতার ঈশ্বর, তুমি মিসরে যাইতে ভয় করিও না; আমি সেই স্থানে তোমাকে বৃহৎ এক জাতি করিব। আমিও তোমার সঙ্গে ২ মিসরে যাইব ; পরে তথা- ৪ হইতে তোমাকে অবশ্য ফিরাইয়া আনিব, এবং যুষফ আপন হস্তে তোমার চক্ষু নিৰ্মীলন ২ করিবে। পরে যাকুব বেশেৱাহইতে যাত্রা করিলে ইস্রা- “ য়েলের বহনার্থে ফিরেীণের প্রেরিত শকটে তাহাদের পুত্ৰগণ আপনাদের পিতা যাকুবকে ও বালকগণকে ও স্ত্রীগণকে লইয়া গেল। পরে তাহারা আপনাদের ও পশুগণ ও কিনানদেশে উপাজিত সকল সম্পত্তি লইয়া যাকুবের সহিত সবংশে মিসরদেশে উত্তরিল। এই ৭ রূপে যাকুৰ পুত্ৰ কন্যাগণকে ও পৌত্র পৌত্রীদিগকে এবং সমস্ত পরিবারকে মিসরদেশে লইয়। গেল । মিসরে আগত ইস্রায়েল বংশের অর্থাৎ যাকুব ও ৮ তাহার সন্তানদের নাম। যাকুবের জ্যেষ্ঠ পুত্র রূবেন। রূবেনের পুত্ৰ হনোক ও পল্ল ও হিন্ত্রোণ ও কমি। ৯ শিমিয়োনের পুত্ৰ যিমূয়েল ॥ও যামীন ও ওহদ ও ১• যাখীন ** ও সোহর ীি ও তাহার কিনানীয় স্ত্রী জাত পুত্ৰ শৌল। এবং লেবির পুত্র গেশোন ও কিস্থাৎ ও মিরারি। ১১ এবং ষিহুদার পুত্র এর ও ওনন ও শেলা ও পেরস ১২ ও সেরহ। কিন্তু এর ও ওনন কিনানদেশে মরিয়াছিল। এবং পেরসের পুত্র হিন্ত্রোণ ও হামূল। এবং ইষাথরের পুত্র তোলয় ও পূয় $$ ও ১৩ যোব| ও শিঘ্ৰোণ। এবং সিৰূলুনের পুত্র সেরদ ও এলোন ও ষহলেল। ১৭ এবং দীণ কন্যাও পদন-অরামে যাকুব হইতে জাত ১৭ লেয়ার বংশ। ইহার পুত্র কন্যাতে তেত্ৰিশ জন ছিল।

૨૭ tા–[૨૨] 8 ૭ ; ૦a lા-[૨૪] a ૨ ; ૨ • , ૨૨ 1ા

S BBBS BS BS gJSAAA DBSBBSBS S BBSS S B S S S S DDS SL LS00S LS 00S S SS S 00 SS BB LLSBBS BB BB DDDSBB BS SSS S LLSSS BBS BBS LS BBBB SLL 漆 () BBBBBB BBB BBSS SBBSS BBBB B BBB SBS BBBBBSS SBBSS BBB BBBB BB BBBBS SBS BBBBBS S BBBS S BBB S SBBSS SBBBSS 00 SS eBB SBSS BBBBS