পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৫৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ ৭২৩ লোকদের বিপথগমন তাহাদিগকে বিনষ্ট করবে, ও মূখদিগের নিষ্কণ্টকতা তাহাদিগকে বিনাশ করবে। ও ও কিন্তু যে জন আমার কথা শুনে, সে নিরাপদে বাস করিবে ও অমঙ্গলের ভয়হইতে বিশ্রাম পাইবে। ২ অধ্যায়। ৯ জ্ঞানের দ্বার। রক্ষা পাওন ১০ ও পাপিহইতে নিস্তার ২ • ও সৎপথে যেন । ১ হে আমার পুত্র, তুমি যদি আমার কথা গ্রহণ কর ও ২ অামার আজ্ঞা মনে রাখ, এবং যদি বিদ্যাতে মনো • যোগ কর ও বুদ্ধিতে নিবিষ্টমন হও ; এবং যদি জ্ঞানকে আহ্বান কর ও বুদ্ধির জন্যে উচ্চৈঃস্বর কর ; ৪ এবং যদি রূপার ন্যায় তাহার অন্বেষণ কর ও গুপ্ত ও ধনের ন্যায় তাহার অনুসন্ধান কর; তবে পরমেশ্বর বিষয়ক ভয় বুঝিতে পাইবা, ও ঈশ্বর বিষয়ক ৯ জ্ঞান পাইবা । কেননা পরমেশ্বরই জ্ঞানদাতা, তাহা৭ রই মুখহইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। তিনি ধাৰ্মিকদের নিমিত্তে মঙ্গল * রাখেন, তিনিই সরলতাচারি৮ দের ঢালস্বরূপ । তিনি ন্যায়ের পথ রক্ষা করেন, ও ৯ আপন পবিত্র লোকদের পথ পালন করেন। অতএব তুমি ধর্ম ও বিচার ও ন্যায় ও সমস্ত মঙ্গলের পথ জানিতে পাইব । যদি বিদ্যা তোমার হৃদয়ে প্রবেশ করে ও জ্ঞান ১১ তোমার প্রাণের তুষ্টি জন্মায়, তবে পরিণামদৰ্শিত তোমাকে পালন করিবে ও বুদ্ধি তোমাকে রক্ষা ২ করিবে। যে লোকেরা দুষ্ট ও বিপরীত বক্তা ও ১• প্রকৃত পথত্যাগী ও ঘোর অন্ধকারগামী, ও কুক্ৰি১ ৪ য়াতে সন্তুষ্ট ও অযথার্থ ক্রিয়াতে হৃষ্ট ও বিপথ১৫ গামী ও বক্রপথগামী হয়, তাহদের পথ হইতে ১৬ তোমাকে উদ্ধার করিবে । এবং যে বেশ্য অর্থাৎ ১৭ যে পরস্ত্রী মনোহর কথা বলে ; ও যৌবনকালের মিত্রকে ত্যাগ করিয়া আপন ঈশ্বরের নিয়ম বি১৮ স্মৃত হয় ; এবং যাহার বাৰ্টী মৃত্যুতে গমন ১৯ করায়, ও যাহার পথ পরলোকে লইয়া যায় ; ও যাহার কাছে গমন করিলে কেহ ফিরে না ও জীবনের পথ অরি পায় না, এমন স্ত্রীহইতে তোমাকে উদ্ধার করিবে। ২• এই নিমিত্তে তুমি সংলোকের পথে গমন কর ও ২১ ধাৰ্মিক লোকদের পথাবলম্বন কর। কেননা সরল লোকের দেশে বাস করিবে, ও সাধু লোকেরাই ২২ তাহাতে স্থির + থাকিবে । কিন্ড পাপিগণ দেশহইতে উচ্ছিন্ন হইবে, ও খলের দেশহইতে উন্মুল হইবে। У в হিতোপদেশ । [ ২,৩ অধ্যায়। ৩ অধ্যায় । ৯ আগজা পালন করিতে বিনয় ৫ ও পরমেশ্বয়ে বিশ্বাস করিতে বিনয় ৭ ও ঈশ্বরের সেৰণ করিতে বিলয় ৯৯ ও ঈশ্বরের শান্তি স্বীকার করিতে বিনয় ১৩ ও জ্ঞানদ্বার লাভ ২১ ও অজ্ঞানের ফলে ২৭ ও নীলা ওপদেশ । হে অামার পুত্র, তুমি আমার ব্যবস্থা বিস্মৃত হইও । না ; তোমার অন্তঃকরণ অামার আজ্ঞা পালন করুক। কেননা তাহাদ্বারা তোমার চিরজীবিত ও দীর্ঘায়ু ও * শান্তির বৃদ্ধি হইবে। এবং দয়া ও সত্যত যেন তো- ও মাকে ত্যাগ না করে, এ কারণ উভয়কে কণ্ঠেতে বন্ধন কর ও আপিন চিত্তপত্রে লিখিয়া রাখ। তাহ ৪ করিলে ঈশ্বরের ও মনুষ্যের নিকটে তুমি অনুগ্রহ ও সম্মান পাইব । তুমি সমস্ত অন্তঃকরণের সহিত পরমেশ্বরেতে s বিশ্বাস কর ; এবং আপন বুদ্ধিতে নির্ভর দিও না। আপন তাবৎ গতিতে তাহাকে স্বীকার কর; তাহাতে s তিনি তোমার পথ সরল করিবেন। আপনি আপনাকে জ্ঞানবান জ্ঞান করিও না ; ৭ পরমেশ্বরহইতে ভীত হও, ও পাপহইতে পরাভূখ হও । কেননা তাহ1 তোমার মাসের স্বাস্থ্য ও ৮ অস্থির মজ্জাস্বরূপ হইবে । তুমি আপনার ধনেতে = ও উৎপন্ন বস্তুর প্রথমজাত ফলেতে ঈশ্বরের মর্যাদ কর । তাহাতে তোমার ভাণ্ডার বহুধনেতে পরিপূর্ণ হইবে, ও তোমার যন্ত্রে নূতন দ্রাক্ষারস উথলিয়া পড়িবে। হে অামার পুত্র, পরমেশ্বরের কৃত শাস্তি তুচ্ছ ? করিও না, ও তাহাহইতে অনুযোগ পাইয়া ক্লান্ত হইও না। কেননা পিতা অপিন প্রিয় পুত্ৰকে যে সং রূপ করে, তদ্রুপ পরমেশ্বর যাহাকে প্রেম করেন, তাহাকেই শান্তি প্রদান করেন। যে জন বিদ্য উপাৰ্জ্জন করে ও বুদ্ধি লাভ করে, সেই ধন্য। কেননা রূপার বাণিজ্য অপেক্ষাও তাহার বাণিজ্য উত্তম, এবং সুবর্ণ অপেক্ষাও তাহার লভ্য শ্রেষ্ঠ ও মুক্তাহইতেও বহুমূল্য ; কোন ই বস্তু তাহার তুল্য নয়। তাহার দক্ষিণ হস্তে দীর্ঘায়ু, • ও বাম হস্তে ধন ও সভূম থাকে। তাহার পথ সুখদায়ক ও তাহার সকল মার্গ শান্তিকর। যাহারা তাহার আশ্রয় লয়, তাহাদের কাছে তাহা জীবনদায়ক বৃক্ষস্বরূপ হয় ; ও যে জন তাহাকে আশ্রয় করে, সে ধন্য হয়। পরমেশ্বর বিদ্যাদ্বারা পৃথিবীর মূল স্থাপন করিলেন ও বুদ্ধিদ্বারা আকাশমণ্ডল [৩২] হি ৮ ; ৩১ ৷৷—[৩০]গী ২৪ ; ১২, ১৩ ৷৷ [* såI ; •]utzg » ; • Il–[v] গী ৩৭ ; ২৩,২s ll-] ه د -ه د[ fه ; ه ج - » I 8 *,ه ه ; ه | ৭। —[২১,২২ ]গী ঔ৭; ২৮, ২১ 11 LL BmmS B S S ST 00S0 LLSS DD SSASAS SS 0S L0 SS 0S S হগ ২ ; ১৮, ১১ । মল ও ; ১০-১২ –[১১, ১২] যুব e ; ১৭ ৷ शेंदू *२ ; *? • । * ० ; २२ ।–[००] शि v ; ०० ॥ SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS SS0S S BB BS DDSLLLS D S 0S SS S0SLS C BB ;২৯, e = it—[১১,২• ] হি ৮; ২৩-৩১ it 376

  • (ব) তত্ত্বজ্ঞান। I (ইকু) অবশিষ্ট ।