পাতা:ধর্ম্মপুস্তকের আদিভাগ.djvu/৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ఆ ১৬ এবং গাদের পুত্র সিফোন * ও হগি ও শূনী ও ইষবোন ও এরি ও অরোদী f ও অরেলী। এবং আশেরের পুত্ৰ যিমন ও যিশব ও যিশবি ও বিরিয় ও তাহাদের ভগিণী সেরহ। এবং বিরিয়ের ১৮ পুত্র হেবর ও মলকীয়েল। লাবন আপন কন্যা লেয়াকে যে সিম্পানামনী দাসীকে দিয়াছিল, তাহারি গৰ্বে যাকুবহইতে জাত এই ষোল প্রাণী। ১১ এবং যাকুবের ভাষ্য রাহেলের পুত্র যুষফ ও ২• বিনয়ামীন এবং মিসরদেশে ওন নগরের পোটীফের যাজকের অাসিনৎ নামনী কন্যার গৰ্ত্তে যুষফের ঔরসজাত মিনশি ও ইফুয়িম। এবং বিনয়ামীনের পুত্র বেলা ও বেখর ও অস্বেল ও গেরা ও নামন ও এই ২ ও রোশ ও মুপপীম | ২২ ও হুপপীম ** ও অদ। এই চৌদ্দ জন যাকুবের ঔরসজাত রাহেলের ব^শ । এবং দানের পুত্ৰ হুশীম ++। ২৪ এবং নপ্তালির পুত্ৰ যহসিয়েল ও গুনি ও যেৎসর ২৫ ও শিল্লেম লাবন আপন কন্যা রাহেলকে যে বিলহা নামনী দাসীকে দিয়াছিল, তাহারি গৰ্বে যাকু বের ঔরসজাত এই সপ্ত জন । পুত্রবধু ব্যতিরেকে যাকুবের ঔরসজাত ; সন্তান ছেষষ্টি জন তাহার সহিত মিসর দেশে গমন করিল। ২৭ তদ্ভিন্ন যুষফের মিসরে জাত দুই পুত্রের সহিত মিসরে গত যাকুবের পরিজন সৰ্ব্বশুদ্ধ সত্তার জন ছিল। পরে যাকুব গোশনপ্রদেশে ঘূষফের সহিত সাক্ষাৎ করণার্থে তাহার নিকটে আপন অগ্ৰে যিহুদাকে পাঠা২১ ইল; তাহাতে তাহারা গোশনপ্রদেশে উত্তরিলে যুষফ আপন রথ সাজাইয়া গোশনপ্রদেশে অাপন পিতা ইসুয়েলের সহিত সাক্ষাৎ করিতে গেল ; পরে তাহার নিকটে উপস্থিত হইলে তাহার পিতা তাহার গলা ধরিয়া ৩০ অনেক ক্ষণ রোদন করিল। তখন ইসুয়েল যুষফকে কহিল, তুমি অদ্যাবধি জীবৎ আছ, আমি তোমার মুখ ৩১ দেখিলাম, এখন স্বচ্ছন্দে মরিব । পরে যুষফ আপন ভুতাদিগকে ও পিতার পরিবারকে কহিল, আমি গিয়া ফিরেীণকে সমাচার দিয়া কহিব, কিনানদেশ হইতে আমার ভুতৃিগণ ও পিতার সমস্ত পরিবার আমার ৩২ নিকটে আসিয়াছে। তাহারা পশুপালক ও পশু ব্যবসায়ী, এ কারণ তাহার। আপনাদের গোমেষাদি ৩৩ পাল প্রভৃতি সৰ্ব্বস্ব আনিয়াছে। তাহাতে ফিরেীণ ৩৪ তোমাদিগকে ডাকিয়া,তোমাদের কি ব্যবসায়? এ কথা যদি জিজ্ঞাসা করে, তবে তোমার এই দাসগণ যৌবনাবধি অদ্যপর্য্যন্ত পুরুষানুক্রমে পশু ব্যবসায়ী, এই কথা কহিও ; তাহাতে তোমরা গোশনপ্রদেশে বাস > * ર, ૨

  • రి

R & - [২৭] দ্বি ২৬ ; e –[২৮] অী ৪৬; ১০ it—[২১] ৪৫ আদিপুস্তক l [৪৭ অধ্যায়। করিতে পাইবা ; কেননা সৰ্ব্ব পশুপালক মিস্ট্রীয়দের কাছে ঘূণাসপদ আছে। ৪৭ অধ্যায়। ১ যুষত্রে পিতাকে ও পাচ ভূতুকে ফিরেীণের সহিত সাক্ষাৎ করণওন, ১৩ ও শস্যের নিমিত্তে লোকদের রৌপ্য ও পশু পুহুতির মূল্য দেওন, ২৩ ও ফলের পঞ্চম ভাগের নিমিত্তে বীজ দেওন ২৮ ও যুয়াকে যাকুবের শপথ করণওন । পরে যুষফ গিয়া ফিরেীণকে সমাচার দিয়া কহিল, - আমার পিতা ও ভাতৃগণ কিনান দেশ হইতে আপন গোমেষাদির পাল প্রভৃতি সৰ্ব্বস্ব লইয়া আসিয়াছেঃ এখন তাহার গোশনপ্রদেশে আছে।এবং যুষফআপন । পাঁচ ভাতাকে লইয়া ফিরেীণের সহিত সাক্ষাৎ করাইলে ফিরে যুষফের ভূতাদিগকে জিজ্ঞাসা করিল, তোমাদের ব্যবসায় কি? তাহারা ফিরেীণকে কহিল, তোমার এই দাসগণ পূৰ্ব্বপুরুষানুক্রমে পশুপালক। তাহারা ফিরেীকে আরো কহিল, আমরা এই দেশে ৪ প্রবাস করিতে আসিয়াছি, কেননা কিনানদেশে অতি কঠিন দুর্ভিক্ষ হইয়াছে, তাহাতে তোমার এই দাসদের পশু পালের চরানী হয় না ; অতএব নিবেদন করি, তোমার দাসদিগকে গোশনপ্রদেশে বাস করিতে দেও। তাহাতে ফিরেীণ যুষফকে আজ্ঞা করিল, তোমার পিতা ও ভাতৃগণ তোমার কাছে আইল। এবং মিসরদেশ তোমার সম্মুখে আছে ; দেশের উত্তম স্থানে আপন পিতা ও ভাতৃগণকে বাস করাও; তাহাদিগকে গোশনপ্রদেশে বাসস্থান দেও, এবং তাহাদের মধ্যে যাহাকে ২ কর্ম যোগ্য বোধ হয়, তাহাদিগকে আমার পশুপালের অধ্যক্ষ পদে নিযুক্ত কর। পরে ৭ যুষফ আপন পিতা যাকুবকে আনাইয়া ফিরেণের সহিত সাক্ষাৎ করাইল। তাহাতে যাকুব ফিরেীকে আশীৰ্ব্বাদ করিল। তখন ফিরেীণ যাকুরকে জিজ্ঞাসিল, তোমার বয়স কত বৎসর হইয়াছে ২৯ যাকুব ফিরেীণকে কহিল, আমার প্রবাস কালের এক শত ত্রিশ বৎসর হইয়াছে; আমার আয়ু অলপ ও ক্লেশজনক, আমার পূৰ্ব্বপুরুষদের প্রবাস কালের আয়ুর তুল্য নয়। পরে ষাকুব ফিরেীণকে আশীৰ্ব্বাদ করিয়া তাহার সাক্ষাৎহইতে বিদায় হইল। তখন যুষফ ফিরেীণের ১১ আজ্ঞানুসারে মিসরদেশের মধ্যে রামিষেষ নামে উত্তম স্থানে অধিকার দিয়া আপন পিতাকে ও ভাতৃগণকে স্থাপন করিল। এবং যুষফ আপিন পিতাকে ও ভাতৃগণকে ও পিতৃ পরিবারগণকে পরিবারানুসারে| ভক্ষ্য দ্রব্য দিয়া প্রতিপালন করিল। পরে সৰ্ব্বদেশে অতি কঠিন দুভিক্ষ হওয়াতে খাদ্য বস্তুর এমত অভাব হইল, যে মিসর দেশীয় ও কিনা wo > e. o vo SS LLS SS SDSDS AAA A LS0 S D S 3. S BBBS BS BBS BBSBSS00 BSS SBSBBSBBS B S AAAAA AAAA AAAA AAAA AAAA S S BBBBBS S BBBS BS BBBBSBS BBBBBS BBBB BBBBSS SBSS হয় । LL SBBBSS SBBS BBBBS 00 SBBS BBBB BBBB BBBB BB BBS BB BBBBBBS